Friday, May 26, 2023

true manship

#৫

Invincible ignorance fallacy এর ভিক্টিমেরা একেবারে স্পষ্ট সত্য ইগনোর করে অন্য যায়গায় সলিউশন খুঁজতে থাকে। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি আসলে কোন ব্রেইন রেকিং সমাধান ছিল না, একটা হাইস্কুল পড়ুয়াও সিম্পল এলজেব্রা দিয়ে এটা বুঝতে পারে। অনেকেই এর কাছাকাছি গিয়েছিল যেমন "লরেঞ্জ ট্রান্সফরমেশন", কিন্তু নিউটনীয়ান আইডিয়াতে আটকে থাকার জন্য লরেঞ্জ "সময়"কে সন্দেহ করেনি, ভুল যায়গায় যায়গায় সমাধান খুঁজে চলেছিল অনেকদিন।

১৯৫০ এর পরে ক্রাউড ম্যানিপুলেশনের স্বর্ণযুগ চলে আসে, কারণ টিভি মিডিয়া ও তথ্যেপ্রযুক্তির পপুলাইজেশন। মানুষকে ঘরে বসিয়ে সম্মোহনের এহেন যন্ত্র আগের সভ্যতাগুলোয় ছিল না। ২য় কারণ হলো প্রধানতম দুই বন্ধুকযুদ্ধ শেষ হয়ে বিজয়ী দল নির্ধারিত হয়ে গিয়েছিল, ফলে নতুন এক যুদ্ধ শুরু হয়, "স্নায়ুর যুদ্ধ"। 

ইহুদি এডওয়ার্ড বার্নাইস যাকে ক্রাউড ম্যানিপুলেশনের জনক বলা হয়, দেখান চাইলে কিভাবে পাবলিকের অভ্যাস থেকে শুরু করে অপিনিয়নও ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে। এই ফর্মূলা গণহারে বিজনেস স্ট্র্যাটেজিতে কাজে লাগানো হয়। গনতান্ত্রিক উপায়ে রাষ্ট্র চালানোর অভিনয় করা ম্যাট্রিক্সের কাছেও এই সিক্রেট ফর্মুলা দরকারি হয়ে উঠে। 

একটা বিশেষ পরিকল্পনা নিয়ে পুরুষ দূর্বলকরণের প্রতি জোড় প্রদান করা হয়। কারণ সবাই জানে একটা সভ্যতার সমস্ত পুরুষ ক্ষেপে গেলে মসনদ উল্টে যেতে পারে, পুনরায় নতুন শক্তির উত্থান ঘটতে পারে। সমস্ত সভ্যতায় পুরুষেরাই ছিল অজেয় শক্তির আঁধার। তারা চাইলে সভ্যতা তৈরি করতে পারত, চাইলে সভ্যতা ধ্বংসও করতে পারত। প্রায় হাজার বছর আগের মোঙ্গল ইনভেশন, দেড় শতাব্দি আগের ফরাসি বিপ্লব থেকে শুরু করে রাশিয়ার জারতন্ত্রের বিলুপ্তি এই ঘটনাই জানান দেয়।  

ম্যাট্রিক্স পুরুষদের দূর্বলতা জানতে পারে, ঘোড়ার লাগাম খুঁজে পায়। সেই লাগাম ধরেই প্রথম টানটা দেয়। ফেমিনিজমের উত্থান হয়। বাচ্চাদের স্কুলে রেখে যখন বাবা-মা দুজনেই ইন্ডাস্ট্রিতে কামলা দিতে ব্যস্ত, তখন সফট ও বোক্সদ পুরুষদের প্রথম জেনারেশন Gen X দেরকে ম্যাট্রিক্স নিজ হাতে ধরে ধরে তৈরি করতে থাকে। মাসকিউলিনিটি টক্সিক হিসেবে দেখানো শুরু হয়। "গুড বয়" "ব্যাড বয়" আর্কিটাইপ করা হয়। যে ভৃত্যের মত ম্যাট্রিক্সের সব কথা শুনে সেই ছেলে হলো গুডবয়। গায়ের জোর হলো নির্বুদ্ধিতা, তাই গুড বয়রা কখনোই মারামারি করে না। 

এই গুড বয়রা বড় হয়ে ম্যান হয়, রিয়েল ম্যান ও নাইনটিজ কিডদের পাপা। রিয়েল ম্যানরা হার্ম করতে অক্ষম হয়, নিজের ইমোশোনের সাথে টাচে থাকে ও বউয়ের সামনে ভেও ভেও করে কাঁদে। নিজেদের বাচ্চার স্ট্রং রোল মডেল বা সুপারহিরো না হয়ে বন্ধু হতে চায়। নাইন্টিজ কিডরা এসব ড্যাডদের জোক বলার অক্ষমতা নিয়ে রসিকতা করে, ইচ্ছা হলে মুড দেখায় আবার অন্যসময় ইচ্ছা হলে জড়িয়ে ধরে। মানে নিজের বন্ধু স্টিফেন বা টমের সাথে যেরকম বাপের সাথেও একই রকম। 

সামান্য পরিমানে T-লেভেল থাকার জন্য হলেও এসব অপমান Gen Xদের গায়ে লাগে, কিন্তু এটাইতো রিয়েল ম্যানের জীবন তাই না? ম্যাট্রিক্স বলেছে যেহুতু সত্যিতো হবেই। যুদ্ধ পরবর্তী সেইফ লাইফ ও ম্যাট্রিক্স দ্বারা ইনডকট্রিনেটেড হবার জন্য Gen Xদের ম্যানলি স্কিল বুমারদের থেকে কম থাকে। এরা বিপদের পড়লে ডিসিশন নিতে গড়িমসি করে। সারাজীবন গুডবয় হয়ে থাকার দরুন এই একই ম্যানলি স্কিলগুলো বাইরে থেকে (যেমন পুলিশ) থেকে আউটসোর্স করা শুরু হয়। স্ট্রং ফ্রেম না থাকার জন্য বাচ্চারা বাপকে রোল মডেল হিসেবে বিশ্বাস করে না ও বাপের ডিসিশনকে শ্রদ্ধা করতে পারে না। 

মেয়েদের বায়োলজি সবসময় একটা ম্যাসকিউলিন ফিগার ক্রেইভ করে সাবকনশাসলি। এটা তাদের প্রটেকটেড ফিল করায়। Gen Xদের কণ্যারা একজন স্ট্রং বাপ পায় না, তাই তারা স্ট্রং ম্যাসকিউলিন ফিগারের অভাব পূরণ করে টক্সিক চ্যাডদের সাথে হুকাপ করার মাধ্যমে। চ্যাডরা তাদের ফেলে চলে যায়, মাঝে মাঝে পেটে বাচ্চাও রেখে যায়। তাদের বিনা প্রশ্নে দেবীর আসনে গ্রহন করে তাদের পরের ভার্সন, বোক্সদ ২.০, মানে সিম্পরাজ মিলেনিয়াল ও কাকলর্ড Gen-Z ছেলেরা।  

এই নতুন জেনারেশনে T-লেভেল আরো আশঙ্কাজনক হারে নেমে যায়। ম্যাট্রিক্স এদের আরো বেশী কাক মাইন্ডেড করে তৈরি করে। Gen Xদের সাথে এত বড় মনস্তাত্ত্বিক পার্থক্যকে ওরা "জেনারেশন গ্যাপ" নাম দেয়, Gen Xদের চিন্তার অসারতাকে একমাত্র দায়ী করে, যেহুতু আগেই বলা হয়েছে বাপদের প্রতি এদের বিশেষ শ্রদ্ধা থাকে না। বউয়ের দেরী করে বাড়ি আসা ও ইচ্ছামত ছেলেফ্রেন্ড ওরা মাইন্ড করে না, কারণ ম্যাট্রিক্স বলেছে এগুলো হলো ইনসিকিউরিটি। তাছাড়া বিয়ে করলেই কি তুমি তার মালিক হয়ে যাচ্ছ নাকি? এরা বউয়ের কোশ্চেনেবল অতীত মেনে নেয় ও অন্ধভাবে বিশ্বাস করে। কারণ ম্যাট্রিক্স বলেছে মানুষ চেঞ্জ হয় আর বিশ্বাস ছাড়া সব সম্পর্কই বৃথা।  

এদের বউয়েরা চ্যাডদের না পেয়ে বা ধোঁকা খেয়ে সেকেন্ড-থার্ড অপশন Beta বয়কে বেছে নেয়। কিন্তু মনে মনে সেই চ্যাডকে ভুলতে পারে না ও রিলেশনশিপের জন্য ডিসফাংশনাল হয়। ম্যাট্রিক্স বলেছে, "You deserve better" তাই চরমভাবে Entitled থাকে। Beta স্বামী তার যতই কেয়ার করুক না কেন, যতই তার করা বাজে ব্যবহারকে ইগনোর করুক না কেন, তত বেশী ঘৃণা জন্মায় স্বামীর প্রতি। এই ঘৃণা আসলে প্রকৃতি প্রদত্ত দূর্বল পুরুষদের শাস্তি দেয়ার মেকানিজম। পান থেকে চুন খসলেই স্বামীকে সেক্সের জন্যে সপ্তাহ-মাসব্যাপী অপেক্ষা করায়। "বিয়ে কি শুধুই সেক্স করার জন্য নাকি?" "বউকি শুধু সেক্স করা ও বাচ্চা পয়দার মেশিন?" এভাবে ইউনিভার্সাল স্বাভাবিক দৈহিক চাহিদার জন্য Beta দের শেইম করা হয়। যদি কখনো এক্সিডেন্টালি কোন চ্যাডের দেখা পেয়ে যায়, তাহলে মাংকি ব্রাঞ্চিং করে সেই ডালে ঝুলে পরে। ৭০% ডিভোর্স মেয়েরাই ইনিশিয়েট করে, তার উপর আগের জামাইর অর্থেক সম্পত্তি বাগিয়ে নেয়।  

এত দিনের এই দূর্বল হয়ে বেড়ে উঠার কারণে ২.০ জেনারেশনের রিজেকশন নেবার ক্ষমতা থাকে না। পরেরদিনই যেয়ে অন্য মেয়েকে এপ্রোচ করার সাহসও থাকে না, থাকলেতো এতদিন বুলশিট সহ্য করত না। এদের কেউ কেউ ওভার এগ্রেসিভ হয়ে যায়, কেউ মেয়েটার উপর প্রতিশোধ নেয়, কেউ নিজেকে শেষ করে দেয়। ম্যাট্রিক্স এটাকে "প্যাট্রিয়ার্কির সমস্যা" হিসেবে টিভিতে প্রচার করে। 

এই বোক্সদ ২.০ রা দুমড়ে মুচড়ে শেষ হবার পর ভাবতে বসে। সেতো সব কিছুই ঠিকমত করেছিল, তাহলে তার সাথেই কেন এমন হলো? বৌ/গার্লফ্রেন্ড নিজেও যাবার আগে বলেছিল, "It's not about you, its about me" তাহলে? 

সাইকোলজিস্ট গাদা টাকা নেবার পর বলেছিল "নিজেকে শুধু শুধু দোষ দিও না। তোমাকে এই আবেগটা একেবারে গভীরে যেয়ে ভালোভাবে বোঝার ট্রাই করতে হবে। তুমি এই একই কাহিনী আমাকে আরো পঞ্চাশবার বলবে এসে এসে তাহলেই হবে"। স্পিরিচুয়াল মানব-ওয়্যারওলফ জয় শেট্টি বলেছে "তুমি ওদের ক্ষমা করে দাও, মানুষ পথ হারায় ওরা পথ হারিয়েছে"। সাধগুড়ুও কিছু একটা বলেছে, কিন্তু সেটার মাথা মুন্ডু না বুঝলেও ভালো লেগেছে। 

আসলে এই সব কিছুই ভুল যায়গায় সমাধান খোঁজা, এক কঠিন গোলকধাঁধায় ঘুরপাক খাবার মতন। কেউই মূল সমস্যায় ফোকাস করতে পারছিল না। আসল সমাধানকে ম্যাট্রিক্স "টক্সিক ও এবিউসিভ" তকমা দিয়ে রেখেছিল। প্যাট্রিয়ার্কিকে এমনভাবে প্রশ্নবিদ্ধ করেছিল যে, সেখানে হাত দিতে হবে এমনটা কারো মাথায় আসে নি। 

ঠিক এমন সময় আবির্ভাব ঘটেছে, Andrew Tate ও অন্যান্যদের। যেই Invincible ignorance fallacy তে পুরুষেরা আটকে ছিল সেটাই চোখের সামনে Tate ডিবাংক করেছে একের পর এক। পুরুষেরা অবাক হয়েছে, মুগ্ধ হয়েছে আবার রাগে ফুঁসেছেও। কিভাবে এই চোখের সামনেই এতদিন সত্যিটা ঢাকা পড়েছিল? কিভাবে সমাজ সিনেমা নেটফ্লিক্স তাদের একের পর এক ভুল তথ্য দিয়ে সাইকোলজিক্যালি ভঙ্গুর করে রেখেছিল? আসল মুক্তি ছিল, ট্র্যাডিশনাল Masculinity Embrace করার মধ্যে। 

টেইট এমন এক লোক যে কিনা এক সত্যিকারের স্ট্রং বাপের দ্বারা ইনফ্লুয়েন্সড ও বড় হয়েছে। তাই ম্যাট্রিক্সের বুলশিটিং তাকে কাবু করতে পারে নি। সত্যিকারের আলফা ম্যান কেমন হয়, ম্যাট্রিক্সের কথামত না চললে একজন পুরুষ কত গর্বের জীবন লিড করতে পারে তার চাক্ষুশ প্রমাণ টেইট নিজের জীবনে প্রতিফলিত করছে। ছেলেরা আবার তাদের ন্যাচারাল বায়োলজিক্যাল ট্রেইট আলিঙ্গন করা শুরু করেছে।  

চলবে

ওমর বিন মাহতাব 

জুতা কাহিনী

জুতা কাহিনী

১. আমি যখন বাসায় থাকি তখন গোসল বা অজু করতে বাথরুমে যাওয়ার সময় বের হয়ে পরার জুতা নেই না। সরাসরি বাথরুমের দরজায় থাকা জুতা পরে ঢুকে যাই। কাজ সেরে বের হয়ে বাথরুমের দরজায় দাঁড়িয়ে আমার মেয়েকে ডাক দেই। ছেলেরা সাধারণত মাদরাসায় থাকে। তো ডাক শুনে মেয়ে দৌড়ে এসে এক জোড়া জুতা পায়ের সামনে রেখে যায়। ছেলেরা বাসায় থাকলে তাদের কেউ একজন এসে রেখে যায়। আমি তখন তাদের জন্য দুআ করি,

اَللّٰهُمَّ عَلِّمْهُمُ الْكِتَابَ وَفَقِّهْهُمْ فِي الدِّيْنِ
(আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়া ফাক্কিহ্হুম ফিদ দীন) 
হে আল্লাহ, আপনি তাদেরকে কিতাবের (কুরআনের) ইলম এবং দীনের গভীর বুঝ দান করেন। [১]

হাদিসে দুআটি এক বচনে আছে। বাসায় জুতাও একজনই এগিয়ে দেয়। কিন্তু ছেলে মেয়েরা সবাই যেহেতু কাজটি করতে চায়, তাই সবার জন্য দুআ করা। 

২. দুই বছর আগের কথা। আম্মাকে নিয়ে মগবাজারের এক চক্ষু হাসপাতালে গেলাম। আম্মা আপাদমস্তক বোরকায় ঢাকা। মহিলা ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হয়ে আসলেন। আমি দেখলাম, আম্মার জুতা জোড়া একটু দূরে সরে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমি এগিয়ে গিয়ে জুতা জোড়া আম্মার পায়ের সামনে রাখলাম। আম্মা জুতা পরে হাঁটা দিলেন। আমিও চললাম। পিছন থেকে আওয়াজ শুনলাম, এক মহিলা তার ছেলেকে বলছেন,
 দেখছস, এত বড় বেডাও মায়ের জুতা আগায়া দেয়! 

৩. আমার খালা বাসা পালটে খিলগাঁও থেকে মতিঝিল ওঠলেন। নতুন বাসা বহুতল ভবনের ৮ম তলায়। কয়েকজন দিনমজুর কুলি তাদের মালপত্র ওঠিয়ে দিল। কুলিরা নেমে যাওয়ার পর দেখা গেলো, একজন তার জুতা ওপরে রেখেই লিফট বেয়ে নেমে গেছেন। 
খালা তার বড় ছেলেকে জুতা জোড়া দিয়ে নিচে পাঠালেন। 
আমার খালাতো ভাই নিচে এসে জুতা জোড়া দিনমজুর মুরুব্বির পায়ের সামনে রাখলেন। 
মুরুব্বী আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি ছোট ছেলেটার মাথায় হাত রেখে দিল থেকে দুআ করে দিলেন। 

আসলে জুতা সামান্য বিষয়। কিন্তু এর মাধ্যমে অর্জন করার অনেক কিছু আছে। তাই নিজেরা অন্যের জুতার খিদমাত করি। সন্তানকেও শিক্ষা দেই। আর কেউ খিদমাত করলে দিল থেকে দুআ করি। 

বি: দ্র: দিনমজুরের সামনে জুতা এগিয়ে দেয়া আমার সেই খালাতো ভাইয়ের বাবা অর্থাৎ আমার খালু মারাত্মক এক্সিডেন্ট করে স্কয়ার হাসপাতালে ভর্তি আছে। লাইফ সাপোর্টে আছে। সকলের কাছে ওনার সুস্থতা, হেদায়েত এবং আমলী জিন্দেগীর জন্য দুআর দরখাস্ত। 

[১] দ্রষ্টব্য: সহীহ বুখারী, ৭৫, ১৪৩; সহীহ মুসলিম, ২৪৭৭।

- আহমাদ ইউসুফ শরীফ

who destroy your family life

আপনার দাম্পত্য জীবনের সবচে বড় শত্রু যারা:
১. আপনার নিজের মা বাবা
২. আপনার নিজের ভাই বোন
৩. আপনার পার্টনারের মা বাবা
৪. আপনার পার্টনারের ভাই বোন
৫. আত্মীয়রা 
৬. বন্ধু মহল
৭. অনলাইন 

আর এইসবগুলা একটিভেট করার চাবি আপনার হাতে।
সামঞ্জস্য বিধান করতে না পারলে আর অন্যের কাহিনী বন্ধ না করতে পারলে এরাই আপনার জীবন শেষ করে দিবে!



সাজ্জাদ হোসেন
মে ২৬, ২০২৩

#family #familyissues 
  #learnwithsazzad #wordsofwisdom #sazzadais

Thursday, May 25, 2023

টকিজ পেরেকটিং

আমাদের অধিকাংশ পরিবারে টাকা নিয়ে কথা বলাটা ট্যাবু। কিভাবে টাকা আয় করতে হয়, কি করা উচিৎ, আর কি উচিৎ নয় - এইসব আলোচনাকে ফালতু ও নষ্ট হয়ে যাবার কারণ হিসেবে নেয়া হয়। আর মা বাবারা চায় তাদের সন্তান সুখে থাকুক। কোন কষ্ট যেন না হয়।
এই হারামী ও সমাজ ধ্বংস করা চিন্তার জন্যই সমাজে নানা সমস্যা। 
কারণ এই আয়েশ নিশ্চিত করতে গিয়ে হালাল হারাম এর ধার ধারে না।
আবার আয়েশ বজায় রাখতে রাখতে বাস্তবের কোন বালাই রাখে না।
ওয়েট ওয়েট, আমায় গালি দিচ্ছেন কেন?
এসব করার পর বাবু হিসেবে ট্রিট করে যদিও বয়স মেয়ের ২৪+ আর ছেলের ৩০+।
এইটা নিয়া প্যারা নাই যতক্ষণ না পড়শী কিছু বলে। যা বলে সেটা তো আমরা জানি ই।
তখন শুরু হয় আসল রূপ এই নাগিন বংশীয় বাবা মায়ের।
তারা চায় তাদের সন্তান সুখে থাকুক, কিন্তু পয়সা কামাইয়ে সুখের বদলে আছে কষ্ট; যেটা তারা মেনে নিতে চায় না। কিন্তু ঠিকই ওই কষ্ট পুরো করার পরের মজা মজা ফল চায় তারা। (অনেকে এটাকে নুচু নূচু বলে থাকে)
এই দ্বিমুখী আচরণ সন্তানের বুঝেই আসে না। মাছকে হঠাৎ মরুভূমিতে ফেলে দিলে যা হয়; এখানেও তাই। আপনি সারা জীবন তৈরি করলেন সোনার পালঙ্কে বসিয়ে, হুট করে তাকে চান বীর হিসেবে!
যে আপনাকে রক্ষা করবে, সাপোর্ট দিবে, যেখানে আপনার এই ওযৌক্তিক্ দাবির আগ মুহূর্ত পর্যন্ত আপনি শর্তহীন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেন।
আজ হুট করে সেটা পাল্টালে কিভাবে সেটা সম্ভব?
যে ডাক্তার হয়, সে কি হুট করেই সাদা পোশাক পড়েই হয়ে যায় নাকি দীর্ঘ দিনের প্রস্তুতি লাগে?
যদি বলেন কুন ফায়া কুন - আর কিছু বলার নেই।
কিন্তু যদি স্বীকার করেন যে এটা দীর্ঘ দিনের প্রস্তুতি লাগে - তাহলে আপনার দাবির সঙ্গে সেই ট্রেনিং কি ছিল? দিয়েছিলেন?

।।।।

এমন ঘটনার ভুক্তভুগী যারা তারা আওয়াজ তুলুন!

আমাদের জানান, আপনার গল্পটা।

সাজ্জাদ হোসেন
মে ২৫, ২০১২



#toxicparenting #metoo 
  #learnwithsazzad #wordsofwisdom #sazzadais

(সাল দেখে বিব্রত হবার কিছু নেই, অনেক আগের লিখা ডায়রি থেকে)

কোপা শামসুদারুণ এক ‘বিজনেস পলিসি’।

কোপা শামসু
দারুণ এক ‘বিজনেস পলিসি’। 
অথচ মানুষটা দেখতে শুনতে নিতান্তই গোবেচারা। পেশায় কসাই। তার প্রচলিত আর পাঁচ-দশটা কসাইয়ের চেয়ে তার ব্যবসার ধরণ ভিন্ন। অন্যরা প্রতিদিন গোশত বিক্রি করে। এই মানুষটা সপ্তাহে শুধু একদিন-শুক্রবার ছুটির দিন গোশত বিক্রি করে। বাকি দিনগুলোতে খালি দোকান খুলে বসে থাকে। প্রতি সোম-মঙ্গলবারের দিকে কোত্থেকে বিরাট, তাগড়া, দশাসই এক গরু নিয়ে আসে। কোনো সপ্তাহে মহিষ।
গরু-মহিষ আনার আগে থেকে তার নিজস্ব পদ্ধতিতে প্রচারণা চালাতে শুরু করে। শুক্রবার রাত থেকেই প্রচার শুরু হয়। দোকানের পাশ দিয়ে যাওয়া পথিককে সালাম দিয়ে বলে
-ভাই, আগামি সোমবারে গরু আইব। দোয়া রাইখেন।
নিয়মিত যারা ক্রেতা তাদের কাছে খবর পাঠায়। মসজিদের হুজুরের কাছে দোয়া চায়। ছোট শিশুরা তার প্রচারণার বাইরে থাকে না,
-বাজান, গরু গোশত দিয়ে ভাত খাইছ? আমগো গরুর লাইগা দোয়া কইর। সোমবারে গাবতলি হাট থিকা আনমু।
গরু কেনার আগাগোড়া প্রক্রিয়া সম্পর্কেও নিয়মিত আপডেট দিতে থাকে। এই পর্বে থাকে গরুর ঠিকুজি-কুলজি সম্পর্কে বিশদ বিবরণ,
-ও ভোইন, এবারের গরুটা কিন্তু এক্কেবারে খাঁটি। নোয়াখালির চর আলেকজান্ডার থেকে সরাসরি আমদানি করা। পিউর ঘাসলতা খাওয়া গরু। চাষ বা খামারের না। এই গরুর গোশত যে একবার খাইছে, সারাজীবন তার স্বাদ জিভে লেগে থাকবে। 
আপডেট চলতে থাকে,
-ভাইজান, আজ গরুর মালিকের সাথে কথা ফাইনাল। রাতে ঢাকায় ঢুকবে। 
গরুর ট্রাক কখন কতদূর পৌঁছল, সেটার ধারাবাহিক ধারাভাষ্য চলতে থাকে। গরু আনতে যাওয়ার আগে হুজুর ডেকে দোকানে দোয়া করায়। জিলিপি বিলায়। গরু আনতে যাওয়ার সময় দোকানে একজনকে বসিয়ে যায়। তার কাজ হল, দোকানের সামনে দিয়ে যাওয়া প্রতিটি ব্যক্তিকে গরুর আপডেট জানানো।
কসাই গরু আনতে যাওয়ার সময়, নিয়মিত ও অনিয়মিত ক্রেতাদের কাছে ফোন করে দোয়া চেয়ে নেয়। গরু নিয়ে মহল্লায় প্রবেশের দৃশ্যটাও দেখার মতো। কসাইয়ের সহকারিরা ফুলের মালা, মোবাইল, ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকে। গরু ও কসাই উভয়কেই মালা দিয়ে বরণ করে নেয়া হয়। দোকানের কাছাকাছি এলে, কোনো সপ্তাহে কসাইয়ের মা, কখনো বাবা, কখনো অন্য কোনো মুরুব্বির হাতে গরু বা মহিষের রশি ধরিয়ে দেয়া হয়। তারা দোকানের সামনে রাখা খুঁটির সাথে রশিটা বাঁধেন। গরুর শুভাগমন উপলক্ষ্যে হালকা মিষ্টি বিতরণ হয়।
এরপর থেকে শুরু হয় চূড়ান্ত পর্ব। কখনো দেখা যায় কসাই নিজহাতে গরুকে সাবান দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। কখনো ফুলের মালা দিয়ে গরুর সাথে সেলফি তুলছে। গরুর গায়ে বসা তো দূরের কথা, পাশ দিয়েও কোনো মশা-মাছি যায় কি না, সেদিকে তীক্ষ্ণদৃষ্টিতে নজর রাখছে। ভুলে কোনো মাছি এদিকে এসে পড়লে, ওটাকে তাড়াতে তাড়াতে গলিছাড়া করে তারপর দম নেয়। 
বাকিসময় কসাই বসে বসে গরুর সাথে গল্প করে। কত কী যে বলে। জীবনে যা করেছি, যা করেনি, সবই গরুকে বলে। নিজের বা পাড়ার ছেলে-মেয়েদেরকে গরুর পিঠে বসিয়ে ছবি তোলে। 
গরু জবেহ করা হয় বৃহস্পতিবার দিবাগত রাতে। গরু জবেহ করতে যাওয়ার সময়ও অনেক নাটকীয়তা। শেষবারের মতো গরুটাকে মালা পরানো হয়। গরুটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না থেকে শুরু করে, আরো নানা আনুষ্ঠানিকতা।
ফজরের পরপরই দোকানে দোকানে গোশত উঠে যায়। দোকানের এককোণে তরতাজা গোশত রান্না হতে থাকে। অত্যন্ত ছোট ছোট টুকরায় কুটে কিছু গোশত রান্না করা হয়। ক্রেতাদেরকে ডেকচি থেকে ধোঁয়া ওঠা গোশত খেতে দিয়ে বলে,
-খেয়ে দেখুন। মজা না লাগলে কিনবেন না।
ক্রেতা না হলেও যারা দেখতে আসে, তাদেরকেও গোশত চাখতে দেয়। ছোট বাচ্চা এলে, তাকেও দেয়। ধনী-গরিব সব বাচ্চাই এক টুকরা পায়। গোশতের লোভে গরীব ছেলেমেয়েরা দোকানে ভীড় করে। হাঁড়ি খালি হওয়া পর্যন্ত রান্না করা গোশত বিলানো চলতে থাকে। গোশত শেষ হলে ছোট্ট চামচে করে গোশতের ঝোল দেয়া হয়।
জুমার আগেই গোটা গরু বিক্রি শেষ।

Wednesday, May 24, 2023

কাপুরুষ কে ভালোবাসলে....

সজল ভাই একটু রাফ বলেছেন, আমি অবশ্য এত রাফ বলি না, আরেকটু সুন্দর করে বলি। আমার বিয়ে নিয়ে ছেলে আর মেয়ের জন্য লিখা দুইটা পড়লেই বুঝবেন। সেটা কমেন্টে রাখছি।

।।

#৪৩৯৭

প্রেম করার সময় ননী মাখন তোলা তুলতুলে এস্ট্রোজেন ডমিন্যান্ট সিম্প সয়বয়দের সাথে প্রেম করবা, এরপর বিয়ের পর সে কেন রেস্পন্সিবল না, সে কেন স্ট্রং না, সে কেন তার মা/বোন/খালাদের ইভেন তোমার নিজের মা/বোনের এগেইন্সটে তোমাকে প্রোটেকশন দেয় না সেইটা নিয়া কমপ্লেইন করবা..কেন তার লাইফে তুমি ছাড়া কোন এচিভমেন্ট নাই তা নিয়া হা হুতাশ করবা, আপু, এগুলা বিয়ের আগে খেয়াল থাকে না তোমাদের?? 

বিয়ে তো এমন কোন ঘটনা না যে কোন মানুষকে ফান্ডামেন্টালি চেঞ্জ করে দেবে। যে উইক, ইরেসপন্সিবল সে সবসময়েই সাধারনত তাই। 

ছেলেকে বিয়ের সময় খালি ছেলের মা-বোনদের দেইখো না, ছেলের ফ্যামিলিতে প্যাট্রিয়ার্কি আছে কিনা ঐটাও দেইখো। ভাল ফাদার ফিগার না পাইলে, কোন মিনসের ছেলে সাধারনত মর্দ হয়ে ওঠে না।

তুমি তুলতুলে বাবুটা চাবা, এগুলা তো তোমাকে নিতে পারতে হবে। রিলেশানশিপে একজনকে অন্তত দুনিয়াদারীর মিট গ্রিন্ডিং মেশিনের ভিতর দিয়ে যাইতে হয়, সেইটা হয় তুমি হবা বা তোমার জামাই।

সো, একটু খেয়াল কইরা, কেমন?? যে তোমার সামনে ডসাইল, সে তার মায়ের সামনেও ডসাইল হবে এই সম্ভাবনাই বেশি।

Magic of the Holy Quran

My kids showed me today that they have a good grasp on mental health. 

Me, irately chastising the kids after a series of difficult, stressful, and/ or annoying mishaps and issues with the kids: 

"أنتم هتشييبوني!" 

"Y'all are going to age me!" Ie. "turn my hair white with age."

One boy: 

"لا، حضرتك لسه ما شبتيش! لسه فاضل لك وقت حتي توصلي لمرحلة سيدنا زكريا. "رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا...""

"No, you (formal: your grace) have not aged yet. You still have some time until you reach the stage of Sayyiduna Zakariyya. "O my Lord, verily my bones have weakened, and my head has filled with white..."" (Surat Maryam, 4)

Another boy: 

"لا، هي مش قصدها الشعر الأبيض. قصدها التعب والإرهاق. أقرب لسورة المزمل: "فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًۭا يَجْعَلُ ٱلْوِلْدَٰنَ شِيبًا.""

"No, she doesn't mean white hair. She means tiredness and exhaustion. Closer to Surat Al-Muzzammil: "Then how can you fear, if you disbelieve, a Day that will make the children white-haired?"" (Surat Al-Muzzammil, 17)

I burst out laughing, despite my frustration and annoyance. 

At least the kids seem to have a pretty good grasp on the connection between mental stress and physical symptoms! 😅

But, on a serious note: this is truly a blessing. Kids' brains are like fast little computers, taking in input (my word, شيب: to age, from شاب يشيب شيبا ), and using it like a keyword search, quickly correlating it to other words like it from what they know of the Quran. They came up with the output: شيبا from Surat Maryam and also from Surat Al-Muzzammil. MashaAllah. 

Dear parents, teach your children Quran with its meaning, and you will be amazed at the results inshaAllah.


- Umm Khalid 

Tuesday, May 23, 2023

বাংলার অবস্থা



ডেভেলপমেন্ট কোর্সে বাংলাদেশের এনথ্রোপলজিক ইতিহাস স্যার পড়িয়েছিলেন ভূগোলের সাথে রিলেইট করে, কারণ ভুগোল বা পরিবেশ অনেক সময় একটা রেইসের স্বভাব, চরিত্র ডিফাইন করে। হিমালয়ের পানি বাহিত পলি দিয়ে গঠিত এই ব-দ্বীপে মানুষ আসা শুরুই করেছিল উর্বর জমির কারণে, মানে আরামের জন্য।  

এখানে গোলাভরা ধানছিল, পুকুরভর্তি মাছ ছিল। শীতে তুষার জমে বাড়ি ডুবে যায় না, গরমে চামড়া পুড়ে না। কিন্তু এদের আমিষের ঘাটতি আছে। বহু বছর ধরে আরামের জন্য এখানকার পুরুষদের টেস্টোস্টোরন কম। হতাশা বেশী, কবিদের বেশিরভাগই সিম্প ও মেয়েদের মত ট্যান্ট্রাম থ্রো করার প্রবনতা বেশী।    

পান্তা খেয়ে দুপুরে ঘুমানো দূর্বল বাঙালির লিনিএজে কোন আলেক্সান্ডার, হালাকু খা বা মোহাম্মদ ঘুড়ি নাই (তবে কলিকাতা হারবাল আছে)। বহুবছর সুদূর সেন্ট্রাল এশিয়া, তুর্কি, বিলাত থেকে এদের প্রধান শাসক আউটসোর্স করা লেগেছে। 

এর একটা কারণ হতে পারে হুটহাট রক্ত গরম হলেও এদের স্থির বুদ্ধি কম। যুদ্ধের স্ট্র্যাটেজি বানাতে দরকার লং ট্রার্ম প্রিপারেশন ও সুক্ষ্ণ স্থিতপ্রজ্ঞা। বাংলাদেশের চেয়ে আফঘানদের গড় আইকিউ কিন্তু ৮ পয়েন্ট বেশী (৮২.১২)   

বাঙালির ফোক গানে যুদ্ধ-বিগ্রহ, সংগ্রাম, বীরত্ব এর বদলে দেবর-ভাবীর অরুচিকর ইনসিনুয়েশন বা এক্সট্রিম সিম্পিং থাকবে না তো কাদের থাকবে? 

[ সচেতন বাঙালি পুরুষদের উচিত টাকা পয়সা কামায়ে প্রোটিন ডমিনেটেড ডায়েটে অভ্যস্ত হওয়া আর পূর্বপুরুষের সিম্পিং অভিশাপ থেকে বের হয়ে আসা ]


ওমর বিন মাহতাব

Marriage tips for male and female in Chinese

 

各种幻想兴奋抱怨埋怨,在很多人的婚姻生活中随处可见。特别是在男孩中(虽然我没有使用男性这个词!)。女孩天生比男孩更善于交际。所以男生学习这个技能很重要。让我们看看您是否到了适婚年龄:

1.男人 - 这是否意味着你知道伊斯兰教法

2.你知道家庭的义务和责任吗你有多少这样的东西留在你的喉咙里多少年你知道你必须在你的余生中这样做吗

3.你对screen satar了解多少

4. Mahram - Mahram 是什么意思如果你家没有环境,如何营造

5.你会邀请你的家人和亲戚参加宗教活动吗

6、你对育儿了解多少婚前了解这一点很重要也有助于您为未来的孩子找到合适的妈妈

7.你的愤怒是如何控制的

8.在困难时期做什么或做什么有助于获得真主的喜悦

9.你觉得 Al-Wala Wal-Bara 怎么样它适用于现实生活吗

10.婚姻离婚家庭月经Nifas Iddat Nazar Hifazat——你知道这些问题和相关问题吗

11.如何解决家庭问题——你知道多少

12.你对你的家人打听多少

13.你知道结婚意味着你至少要加入 3 个家庭并且对所有家庭都有责任吗

14.你如何维持人际关系——有效率的还是无效率的

15.你身体精神经济状况是否良好

16.你会用现金支付嫁妆吗根据您的能力,它应该是现金。否则会有问题。不同意的最好不要去。 (假设你在婚礼后10分钟内死去那么你的嫁妆就得向你的继承人收取这样责怪他们对吗即使新娘原谅了也不是出于幸福的心!)

17.你对库府了解多少你知道吗,如果不是,你的家庭生活将化为灰烬

18.你在家庭中的地位明确吗你的话值得吗

19.你能用冷静的头脑解决问题吗?

20.妻子会用刻薄的话伤害自己。你知道吗他们有承受的力气吗? (如果没有心理准备,最好不要结婚因为会受伤,适得其反。生理需求是很短暂的)

21.你能玩很多那个关卡吗?因为这将有助于让您的家庭幸福,并保持您在家庭中的地位

22.你是否按照安拉和拉苏尔 (pbuh) 告诉你的方式做你想做的事来取悦安拉

23.你掌握了基础知识吗?如果没有,请早点开始

24.关于 Hurmate Mushahara,人们知道什么

25.不要让别人认为你是理所当然的。你被认为是“理所当然”的地方——你能采取有效的行动吗?它在工作和家庭、社交中无处不在

现在告诉我你的答案中有多少是肯定的现在你来决定。你怕什么目的不是吓唬你而是让你熟悉事实,以便你做出正确的决定。军队里有句俗语——“苦练打”。所以你准备的情况越多越好。所谓的最坏情况准备。我的目的是要向您传达一个信息。你记住了一些事情,什么没有

萨贾德·侯赛因

2021 年8 月 15

 


 

女人在婚姻中需要注意的事情

.

.

.

结婚是人生中非常重要的仪式不能说是大事人生的转折点就不多说了。尽管女孩在进入青春期(根据伊斯兰教法)时就适合做母亲(即结婚) 但考虑到社会背景和现状,还有一些其他事情需要考虑。例如:

.

.

1.根据伊斯兰教法,所谓的“女人”或“纯洁的女人”或“纯洁的妻子”有什么特征,知道吗? (义妻的定义)

2.一个女孩或女人生活中有许多不同的角色——女儿、妻子母亲婆婆、女朋友——你熟悉吗

3. Sansara 不是一个虚构的故事——一个真实的机构。它的基础和支撑是出离心策略适应顺从信仰信任责任幻想慈悲骄傲忍辱奉献。你怎么看这些? (夫妻双方都适用)

4.男人的心理你了解多少

5.你的沟通能力如何? (沟通技巧)

6.男人不会你那样思考。这两个人之间有一个明显的区别——你知道吗? (美丽和吸引力是因为有对比而存在)

7.妻子在世上的责任是什么——你知道吗

8.你擅长家庭工作吗? (如果你不能像你说的那样做那就学习吧这是你的职责)

9.你会在同龄人的压力下融化吗? (同辈压力——意味着你兄弟有为什么你没有你需要)

10.你知足吗? (少是指最低要求不是你认为的普遍)

11. “女孩子出嫁后越看爹家家里越乱,离婚的可能性就越大”——你知道吗

12.你有勇气和能力解决自己的问题吗

13.你能保护你的隐私吗?

14.你获得知识了吗

15.结婚离婚怀孕育儿感情保障——你知道详情吗

16.你的话在你的家庭(父亲的房子)中有任何价值吗

17.你会向不公正妥协吗

18.你想要什么样的孩子-你决定了吗? (那么这样的孩子找爸爸就变得容易了)

19.你知道 Hurmat Mushaharat 吗

20.丈夫会是什么样子——你是不是生活在幻想中? (例如:王子将是阿曼将是那将是那样他将是那样 – 这些)

21.您是否将自己的生活和您拥有的一切与他人进行比较?你因此不开心吗

22.你思考和行动还是头脑想要的——仅此而已

23.你能控制自己的感受或情绪吗?

24.你在控制你的愤怒还是你的愤怒在控制你

25.你如何看待多次婚姻? (如果你不喜欢它,它会导致你的信仰消失)

26.你是凡事听从他人(妈妈姐姐女朋友)的建议还是耐心检查

27.你是否抱有不切实际的期望,认为丈夫会每天给你带来这些带你兜风像小说一样表演假装像失业的男孩

28.你觉得你老公会理解你吗? (如果你不说清楚, 95 %的男人不明白因为只有真主知道你的想法而不是你的丈夫)

29.有兴趣根据丈夫的负担能力以全额现金嫁妆结婚吗? (因为很多家庭都声称是虚构的莫哈尔)

30.你能照顾好自己吗? (这总是很重要)

31.你知道并遵守屏幕规则吗

32.你邀请你的其他家庭成员信奉宗教吗

33.哪些成本有用哪些无用——您如何理解这些

34.你对手机的依赖程度如何

35.您的所有行为是否都按照安拉和他的使者(愿安拉的平安与祝福降临在他身上)的话

36.你老公每天都会和你一起吃饭听你的很浪漫明白——你觉得呢? (如果你这样做,把它从你的脑海中扔掉95% 的男人不知道或不理解这些东西如果你想,他们必须以委婉的方式教给他们)

37.我要让女婿穿紧身衣我每周都要去逛街——这些都是虚构的想法吗? (如果你有的话,把它从你的脑海里拿出来)

38.老公会很有钱会忠于你会给你很多时间——你想拥有这一切吗? (请注意,这样的人是几万亿分之一)

39.你看锅里只有钱和家人吗性格男子气概虔诚道德行为性情——你考虑过这些吗

40.你让自己保持圣洁吗例如:性格上身体上情感上心理上想象力上关系上行为上等等。

41.您对巴丹加尔了解多少Masnoon 做法

42.您在获取、实践和传播知识上花费了多少时间

43.真主是快乐的还是不快乐的——你的思想言语和行为中有这样的想法吗

44.您对Al Walla Wall Bara了解多少

45.你的女朋友或别人的生命丈夫孩子是他们的——不是你的这是什么意思? (意思是你想要别人有的东西如果你得不到,你就惹是生非你这样做吗虽然那样做是很不对的)

46.更习惯使用化学品

47.你能用言语控制伤害的本性吗

48.十七——你什么都知道吗

49.你有打喷嚏的倾向吗

50。你对库夫了解多少

51.你知道 Ruqayyah 吗

52.抽出时间尽量减少这些活动? -每日背诵古兰经附释义圣训的学习解释及其教导

53.通常,当一个人被告知一个问题时,他会给出建议或解决方案,如果他在那种情况下他会做什么(注意,他会做什么或做了什么 - 没有给出或没有做) - 你知道吗?

54.你要嫁给一个男人还是一个大男孩,一个坐拥他妈、姐姐的话没有自己的个性

.

.

.

清单可能有点长但我认为我们需要尊重女性。我们从不希望她们缺少任何东西,那就是作为男人,作为女人的守护者、保护者和责任。上面的话只适用于那些信奉伊斯兰教想信奉伊斯兰教的穆斯林。剩下的不能说了。而且以上的话只是一些提示没有人必须接受。它无意强迫任何人。如果它对某人有益,请按原样给予。仅此而已

.

.

.

萨贾德·侯赛因

2022 年12 月 24