আমাদের গ্রামে একটা কথা আছে, “যা খুয়াবা, তাই খোবে”। মেয়ে দেখতে গিয়ে আগের কালে মুরব্বিরা জিজ্ঞেস করতেন, মেয়ের উঠাবসা, চালচলন। তখন মেয়ের নানী-দাদী এটা বলতেন। মানে হলো, আপনার সামর্থ্য অনুযায়ীই আমাদের মেয়ে চলবে।
এটা বললাম, আমাদের নিজেদের ছেলেমেয়ে নিয়ে। আপনি আপনার সামর্থ্যের বাইরে যেয়ে সন্তানের জন্যে কিছু করবেন না। আপনি যেমন পারবেন, ঠিক ততটুকুতেই অভ্যস্থ করান।
এবং ফ্যামিলি ফাইনান্স সন্তানের বয়সের সাথে সাথে শেয়ার করুন। যেনো চাকরি বাকরি করে, বিয়ে করে এরপর না বলে ওঠে, সব কিছুর এতো দাম! আমি তো জানতাম-ই না!