Thursday, May 25, 2023

টকিজ পেরেকটিং

আমাদের অধিকাংশ পরিবারে টাকা নিয়ে কথা বলাটা ট্যাবু। কিভাবে টাকা আয় করতে হয়, কি করা উচিৎ, আর কি উচিৎ নয় - এইসব আলোচনাকে ফালতু ও নষ্ট হয়ে যাবার কারণ হিসেবে নেয়া হয়। আর মা বাবারা চায় তাদের সন্তান সুখে থাকুক। কোন কষ্ট যেন না হয়।
এই হারামী ও সমাজ ধ্বংস করা চিন্তার জন্যই সমাজে নানা সমস্যা। 
কারণ এই আয়েশ নিশ্চিত করতে গিয়ে হালাল হারাম এর ধার ধারে না।
আবার আয়েশ বজায় রাখতে রাখতে বাস্তবের কোন বালাই রাখে না।
ওয়েট ওয়েট, আমায় গালি দিচ্ছেন কেন?
এসব করার পর বাবু হিসেবে ট্রিট করে যদিও বয়স মেয়ের ২৪+ আর ছেলের ৩০+।
এইটা নিয়া প্যারা নাই যতক্ষণ না পড়শী কিছু বলে। যা বলে সেটা তো আমরা জানি ই।
তখন শুরু হয় আসল রূপ এই নাগিন বংশীয় বাবা মায়ের।
তারা চায় তাদের সন্তান সুখে থাকুক, কিন্তু পয়সা কামাইয়ে সুখের বদলে আছে কষ্ট; যেটা তারা মেনে নিতে চায় না। কিন্তু ঠিকই ওই কষ্ট পুরো করার পরের মজা মজা ফল চায় তারা। (অনেকে এটাকে নুচু নূচু বলে থাকে)
এই দ্বিমুখী আচরণ সন্তানের বুঝেই আসে না। মাছকে হঠাৎ মরুভূমিতে ফেলে দিলে যা হয়; এখানেও তাই। আপনি সারা জীবন তৈরি করলেন সোনার পালঙ্কে বসিয়ে, হুট করে তাকে চান বীর হিসেবে!
যে আপনাকে রক্ষা করবে, সাপোর্ট দিবে, যেখানে আপনার এই ওযৌক্তিক্ দাবির আগ মুহূর্ত পর্যন্ত আপনি শর্তহীন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেন।
আজ হুট করে সেটা পাল্টালে কিভাবে সেটা সম্ভব?
যে ডাক্তার হয়, সে কি হুট করেই সাদা পোশাক পড়েই হয়ে যায় নাকি দীর্ঘ দিনের প্রস্তুতি লাগে?
যদি বলেন কুন ফায়া কুন - আর কিছু বলার নেই।
কিন্তু যদি স্বীকার করেন যে এটা দীর্ঘ দিনের প্রস্তুতি লাগে - তাহলে আপনার দাবির সঙ্গে সেই ট্রেনিং কি ছিল? দিয়েছিলেন?

।।।।

এমন ঘটনার ভুক্তভুগী যারা তারা আওয়াজ তুলুন!

আমাদের জানান, আপনার গল্পটা।

সাজ্জাদ হোসেন
মে ২৫, ২০১২



#toxicparenting #metoo 
  #learnwithsazzad #wordsofwisdom #sazzadais

(সাল দেখে বিব্রত হবার কিছু নেই, অনেক আগের লিখা ডায়রি থেকে)

No comments:

Post a Comment