Thursday, February 1, 2024

নারী কেন ধোঁকা খায়

মেয়েদের একটা কমন বৈশিষ্ট্য হলো তারা ধোঁকা খায় বেশি। মিষ্টি কথা, মিষ্টি আচরণ দিয়ে এদের ধোঁকা দেয়া একদম পানিভাতের মত সহজ।দাজ্জাল নামের অর্থই হলো ধোঁকা, বিভ্রান্তি। আর দাজ্জালের ফেতনায় সবচেয়ে বেশি পড়বে মেয়েরা। এ থেকেই বোঝা যায় ওদের ধোঁকায় পড়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।।

এজন্য যখন দেখি কোন ব্যক্তি প্রতিষ্ঠানের বিশাল পাগলা মেয়ে ফ্যান বেইজ, তখন তাদের মধ্যে ধোঁকাবাজি আছে ধরে নিতে মন চায়। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরে নেয়া সেইফ থাকে। 

যেমন রিসেন্ট কেইস, লাইফ স্প্রিং। এর আগে মাইনু, জাফর বিপি। এছাড়াও আছে কিছু রাকি। বিদেশে আছে কিছু বক্তা, যেমন NAK। 

আজনবি নারীর প্রতি আলগা দরদ দেখানো প্রতিটি ব্যক্তিকে তাই আমার শিকারি শেয়াল মনে হয়। এবং নিজে সযত্নে অনলাইন ও অফলাইনে উল্টো করার চেষ্টা করি। 

যেসব নারী আপনার ফ্যামিলির অংশ, মাহরাম, ভালো ব্যবহার, নরম ব্যাবহার শুধু তাদের জন্য। অনাত্মীয়, গায়রে মাহরাম নারীদের প্রতি কোমল আচরণ করা অনুচিত। যদিও কিছু বেকুব উল্টো নসীহত দিবে।

আল্লাহ নারীদের গায়রে মাহরাম পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করেছেন। পুরুষরা নারীদের কণ্ঠে আকৃষ্ট হয় বলে এই হুকুম। এর মানে শুধু এই না যে এটা নারীর জন্য খাস।একইভাবে যেখানে নারীরা পুরুষদের কোমল/সিম্প্যাথি দেখানো আচরণ দেখে আকৃষ্ট হতে পারে, ফেতনায় পড়তে পারে, সেখানে পুরুষের ওই ধরনের আচরণ পরিহার করা কর্তব্য মনে করি।

নারীদের করণীয়
-------------
প্রকৃতিগতভাবে তারা ধোঁকায় পড়ে বেশি, এটা তো পাল্টানো যাবে না। যেটা করা যাবে সেটা হলো আল্লাহর কাছে দুয়া করা, নিরাপত্তা চাওয়া। আর হলো বিশ্বস্ত, পুরুষ গার্ডিয়ানের পরামর্শে থাকা। শেয়াল কিন্তু এটাই ভয় পায়। সে চায় গার্ডিয়ানের আড়াল থেকে বের করে আনতে। বের করে আনলে সে ছলাকলা বুঝিয়ে ধোঁকায় ফেলতে পারবে সহজে।

- মোহাম্মদ আনোয়ার ভাই এর লিখা

No comments:

Post a Comment