Thursday, April 22, 2021

পবিত্র কাবা, মসজিদে নববী অথবা মসজিদে আকসার ছবি বিশিষ্ট জায়নামাজে নামাজ আদায় করা

 

May be an image of text that says 'F නන 0 পবিত্র কাবা মসজিদে অা ছবিযুস্ত জায়নামাজে নামাজ আদায় করা কি হারাম? যুবাইর আহমাদ তানঈ্গম' 

 

 

কয়েকজন ইনবক্সে প্রশ্ন করেছিলেন— পবিত্র কাবা, মসজিদে নববী অথবা মসজিদে আকসার ছবি বিশিষ্ট জায়নামাজে নামাজ আদায় করাতে কোনো সমস্যা আছে কিনা?
একটা ফেসবুক গ্রুপ, যাতে ধর্মীয় বিষয়ে লেখালেখি হয় বেশি, তাতে আজ দেখলাম— এরকম জায়নামাজে নামাজ আদায় করা নাকি হারাম। কেউ যদি তাতে আদায় করে ফেলে তার জন্য নামাজ নবায়ন জরুরি। আর এমন অপরাধের ফলে সে গুনাহগার হবে। আসলে কি তাই?
প্রথম এবং মূল কথা হলো, যেকোনো পবিত্র জায়গায় নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যায়; চাই তা জায়নামাজ বিছিয়ে পড়ুক বা অন্য যেখানেই হোক। তবে প্রাসঙ্গিক কারণ যুক্ত হলে অনেক সময় হুকুম বদলে যায়।
জায়নামাজে নামাজ পড়া বিষয়ে আলোচনা এখানে মূখ্য। জায়নামাজ যদি পবিত্র হয়, তাহলে তাতে নামাজ আদায় করাতে কোনো বাঁধা নেই। পড়ে নিলে আদায় হয়ে যাবে।
তাহলে কারুকার্য বিষয়ক জায়নামাজে নামাজ আদায়ের বিধান কী?
জায়নামাজে যদি কোনো প্রাণীর কারুকার্য না থেকে জড়পদার্থের নকশা থাকে, চাই তা পবিত্র কাবা, মসজিদে নববী, মসজিদে আকসা অথবা অন্য যেকোনো জড়পদার্থ হোক— নামাজ আদায় হয়ে যাবে৷ তবু এমন কারুকার্য বিশিষ্ট জায়নামাজ ব্যবহার না করাই ভালো। তার কারণ, এতে নামাজে মনোযোগের ব্যঘাত ঘটে৷ মন কারুকার্যের সৌন্দর্যের মাঝে ঘুরাফেরার সম্ভাবনা রাখে। যদি সত্যিকার্থে মনোযোগ নষ্ট হয়, তাহলে নামাজ মাকরূহ হয়ে যাবে।
আর যদি তেমন কিছু না হয়, তাহলে অসুবিধা নেই। এ নিয়ে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি— কোনোটারই অবকাশ নেই।
আশঙ্কামুক্ত থাকার জন্য পবিত্র কা'বা, মসজিদে নববী এবং মসজিদে আকসার ছবি সম্বলিত জায়নামাজ ছেড়ে স্বাভাবিক জায়নামাজ ব্যবহার করাই উত্তম।
ফেসবুক গ্রুপে যিনি হারাম বলেছেন, তিনি দলিল হিসাবে বলেন—
পবিত্র কা’বা, মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস হচ্ছে, মহান আল্লাহ পাকের শেয়ার বা নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। যার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকের জন্যই ফরজ এবং অশেষ কল্যাণের কারণও বটে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক বলেন,
ذٰلِکَ ٭ وَ مَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ ﴿۳۲﴾
অর্থ: "এটাই হল আল্লাহর বিধান; আর যে কেউ আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে, সে তো তার অন্তরস্থিত আল্লাহ-ভীতি থেকেই তা করবে।" [১]
উপরোক্ত আয়াত দ্বারা এটাই প্রমাণ হলো যে, মহান মহান আল্লাহ পাকের নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করা সকলের জন্যই ফরজ। আর সেগুলোর অবমাননা করা সম্পূর্ণই হারাম ও নাজায়িজ। এ হিসাবে এগুলোর ছবি বিশিষ্ট জায়নামাজ ব্যবহারও হারাম।
এ হলো তার দাবি ও দলিল। মজার বিষয় হলো, সে আয়াতের কারিমার পূর্ণ তাফসির বুঝেনি। তাফসির বুঝার জন্য যে সুন্নাহ তথা নবীজি ও খোলাফায়ে রাশিদিনের আমল দেখতে হয়, সেটা তার অজ্ঞ মস্তিষ্কে কাজ করেনি।
সুন্নাহ কী বলে আসুন জেনে আসি— নবীজির জীবনী/সীরাতের কিতাবগুলোতে উল্লেখ আছে, মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু-কে আজান দিতে আদেশ করেছিলেন। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু সরাসরি কা'বার ছাদে উঠে আজান দিয়েছেন। অন্য কোথাও দাঁড়াননি।
এরকমভাবে নববী ও সাহাবী যুগে সরাসরি বাইতুল্লাহর ছাদে উঠেই আজান দিতো, কেউ সমস্যা মনে করতো না। তাছাড়া বায়তুল্লাহ শরীফের ভিতরে নামাজ পড়া বৈধ, এ ব্যপারে ইজমা হয়ে গেছে। তাহলে সামান্য ছবিতে কেন মাকরূহে তাহরিমি বা হারাম হবে! বরং জায়নামাজে ছবি থেকে মনোযোগ নষ্ট করলেই তবে মাকরূহ। তার দলিল—
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে নামাজ আদায় করলেন। আর নামাজে সে চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পরলো। নামাজ শেষে তিনি বললেন, এ চাদরখানা আবু জাহমের নিকট নিয়ে যাও, আর তার কাছ হতে আমবিজানিয়্যাহ (কারুকার্য ছাড়া মোটা চাদর) নিয়ে আস। এটা তো আমাকে নামাজ থেকে অমনোযোগী করে দিচ্ছিল। [২]
সুতরাং বুঝা গেলো, নামাজে অমনোযোগী করে, এমন যা কিছু পাওয়া যাবে, সবই মাকরূহ।
আর একটা কথা, আমরা কা'বার পূজা করি না, যেমনভাবে হিন্দু বা মুশরিকরা মূর্তিপূজা করে। তারা মূর্তিপূজা যখন করে, তখন তাকে খোদা মনে করেই করে এবং এর উপর উঠাকে মনে করে পাপ। পরে ফেলে দেওয়ার সময় কী করে, তা ভিন্ন হিসাব।
কা'বাকে সামনে রেখে আমরা আজীবন ইবাদত করি এবং করবো। তার জন্য কা'বা একটা দিক মাত্র। মুসলমানদের ঐক্য ধরে রাখা এবং নামাজের জন্য নির্দিষ্ট একটা দিক নির্ধারণের জন্যই কা'বা। নয়তো মানুষজন বিভিন্ন দিকে নামাজ পড়তো, আর এর উপর ভিত্তি করে ইসলামকে যে যার যার মতো করে বানিয়ে নেওয়ার সুযোগ ছিল। এমন যাতে না হয়, তার জন্য নির্দিষ্ট একটি দিক, যা পৃথিবীর একেবারে মাঝখানে, তাকে নির্ধারণ করা হয়।
কা'বাকে সম্মুখে রেখে সেজদার মানে কাবাকে সেজদা করা না, আমরা বরং আল্লাহকে সেজদা করি। কা'বা শুধুমাত্র একটা দিক নির্ণয়। কুরআনের নিম্নোক্ত আয়াতটিও তাই প্রমাণ বহন করে—
، فَوَلِّ وَجْهَكَ شَطْرَ المَسْجِدِ الحَرَامِ
অর্থ: "সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন। [৩]
এ আয়াত দ্বারা বুঝা গেলো কা'বাকে দিক নির্ণয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। কা'বা এখানে পূজনীয় নয়।
কা'বা যে পূজনীয় নয়, তার আরেকটি উদাহরণ হলো, একবার হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন এবং একথা বললেন, আমি জানি অবশ্যই তুমি একটা পাথর, যে ক্ষতিও করতে পারে না এবং উপকারও করতে পারে না। আমি যদি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে তোমায় চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। [৪]
সুতরাং বুঝা গেলো, আমরা কা'বা এবং মক্কায় অবস্থিত আল্লাহর অন্যান্য নিদর্শনাবলিকে সম্মান করি একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মান করতেন বলে।
একটা সময় বায়তুল্লাহ শরীফে উঠে আজান দিতো, এ দলিল দাঁড় করিয়ে আবার বায়তুল্লাহকে একেবারে স্বাভাবিক ও তুচ্ছ বানিয়ে ফেলা যাবে না। কারণ, আল্লাহ তা'য়ালা এটাকে নিজের ঘর বলেছেন। তার আদব রক্ষা করতে হবে। আদব রক্ষার নামে আবার অতিরিক্ত বাড়াবাড়িও ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে যার সম্মান দিয়েছেন, আমাদের সেভাবেই তাকে সম্মান করতে হবে। আমাদের চেয়ে তারা ইসলামকে ভালো বুঝতেন। বরং বলা ভালো, ইসলামের মূল উৎসই তারা।
সুতরাং জায়নামাজে পবিত্র কা'বার ছবি থাকলে নামাজ হবে না, এটা হারাম— এমন কথা ঠিক না। হারাম এবং মাকরূহ তখনই হবে, যখন এর সাথে প্রাসঙ্গিক কোনো বিষয় এসে যুক্ত হবে। তবে তাকওয়ার দাবি হলো, আশঙ্কা সৃষ্টি হয়, এমন সব কিছু এড়িয়ে চলা।
আল্লাহ ভুলত্রুটি ক্ষমা করুন৷ আমিন।
_______________
[১] সূরা হজ্ব, আয়াত: ৩২
[২] সহিহ বুখারি, হাদিস নং: ৩৭৩
[৩] সূরা বাকারা, আয়াত:১৪৪
[৪] সহিহ বুখারি, হাদিস নং: ১৫২০

 

রাতের বেলা নখ, চুল কাটা নিষিদ্ধ মনে করা!!

 

রাতের বেলা নখ, চুল কাটা নিষিদ্ধ মনে করা!! 

May be an image of text

 
ইসলাম পরিচ্ছন্ন সৌন্দর্যে ঘেরা একটি জিবনব্যাবস্থা। অপরিচ্ছন্ন কিংবা অপবিত্র অবস্থায় কোন লোকের দিনাতিপাত করা কখনও ইসলাম সমর্থন করেনা।
আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের।” [সুরা বাকারা, আয়াত: ২২২]
মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব ভালোবাসতেন। তিনি সর্বদা পরিষ্কার থাকতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অন্যকে উৎসাহ প্রদান করতেন। হাদিসের মধ্যে বর্ণিত,
“পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।” [ সহিহ মুসলিমঃ ২২৩)
ব্যক্তিগত ভাবে তথা নিজের শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার একটি পদ্ধতি হচ্ছে নিয়মিত হাত ও পায়ের নখ কেটে ছোট অবস্থায় রাখা। নিয়মিত চুল গোঁফ কাটাও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যম। হাত অথবা পায়ের বড় নখ যেমন নিজের স্বাভাবিক চলাফেরায় বিরক্তিকর ঠিক তেমনি অন্যের চোখেও তা প্রচন্ড বিশ্রীরকম। অগোছালো চুল এবং গোঁফও একজন ব্যক্তির নেগেটিভ ব্যক্তিত্বের পরিচায়ক। হাত পায়ের নখ কাটা এবং চুল গোঁফ কাটা একজন মানুষের নিয়মিত এক্টিভিটি হলেও তা নিয়ে বর্তমান সমাজে প্রচলন রয়েছে কিছু কু-চিন্তা তথা কুসংস্কারের।
...
সমাজে বহুলভাবে প্রচলিত একটি কু-ধারণা হচ্ছে ‘রাতের বেলা নখ কাটা নিষিদ্ধ মনে করা’। অনগ্রসর গ্রামঅঞ্চল থেকে শুরু করে উন্নত শহরের কতিপয় মুসলিম বাসিন্দারাও সেইম কনসেপ্ট লালন করেন। রাত নিয়ে আরো কিছু প্রচলিত মিথ্যা ধারণা আছে। যেমন, রাতে চুল-গোঁফ কাটা যাবেনা, আয়না দেখা যাবেনা, ঘর ঝাড়ু দেওয়া যাবেনা ইত্যাদি । প্রচলিত এই সকল ধারণা সম্পুর্ণরুপে ভুল এই কারণে যে কুরআন অথবা হাদিসের কোথাও এসকল বিষয় নিয়ে কোন নিষেধাজ্ঞা আরোপিত হওয়া তো দূরের কথা নিরুৎসাহিতও করা হয়ঞ্জ।
কতিপয় সাধারণ লোকসমাজের ধারণা রাতের বেলা নখ কাটলে অথবা চুল-দাঁড়ি কাটলে অমঙ্গল হয়। রাতের বেলা আয়না দেখলে ক্ষতি হয়। প্রবীণ তথা বয়ষ্কদের মধ্যে এরকম ধারণার প্রচলন বেশি। অথচ নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ভাষ্যে কুলক্ষণ বা এরকম কিছু নেই তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “রোগ লেগে যাওয়া, কুলক্ষণ, পেঁচা ও সফর-সবের কোনো বাস্তবতা নেই। [সহীহ বুখারীঃ ৫৭৫৭]
.
আল্লাহ তায়ালা রাতকে দিয়েছেন ঘুমানোর জন্য। তিনি বলেন, “আর রাতকে আমি পোশাকের মতো করেছি।” যাতে করে মানুষ ঘুমাতে পারেন, আরাম করতে পারেন এজন্য..।” [সুরা নাবা:১০]
আগের যুগের মানুষেরা রাতে যে কোন ধরণের কাজ করতে পছন্দ করতেন না। তখন মানুষ তাড়াতাড়ি ঘুমিয়েও যেতেন আবার খুব ভোরে ঘুম থেকে উঠে নির্ধারিত পেশার দায়ীত্বে জড়িয়ে পড়তেন। তাই এরকম ধারণার জন্ম হয়েছে।
আরেকটি কারণ হচ্ছে! আগেকার যুগে রাতে নখ কাটা, চুল কাটা এবং ঝাড়ু দেয়ার কাজটি কঠিন ছিল। সেখানে নখ কাটার এবং চুল কাটার পদ্ধতিগুলোও জটিল ছিল। ঝাড়ু দেয়ার পদ্ধতিও সহজ ছিল না।
কারণ, রাতে অন্ধকার রাতে আলো জ্বালানোর তেমন কোন ভালো ব্যবস্থা ছিলোনা। তখন কুপি বাতি জ্বালানো হতো অথবা সামান্য কোনো আলোর ব্যবস্থা অর্থাৎ আগুন জ্বালানো হতো। একেবারে সামান্য আলোয় এই কাজগুলো রাত্রে সম্পাদন করা অনেক কঠিন ছিল। এ কারণেই সম্ভবত লোকেরা এ কাজগুলো রাত্রে করতে অপছন্দ করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ্ এখন রাত আর দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই অর্থাৎ রাতেও সকল প্রকার কাজ চলে এবং দিনেও সকল প্রকার কাজ চলে। নখ, চুল কাটা কিংবা ঘর ঝাড়ু দেওয়ার এখন দিন অথবা রাত প্রায় সমানই।
সুতরাং, এইসকল ধারণার জন্ম সাধারণ লোক কর্তৃক হয়েছে। সমাজে প্রচলিত অসংখ্য কু-সংস্কাররের মধ্যে এগুলোও অন্যতম। কুরআন অথবা হাদিসের কোন টেক্সট এর মাধ্যমে এইসকল কাজের প্রতি নিষেধাজ্ঞা আরোপিত হয় নাই। সেজন্যই এগুলোর কোন ভিত্তি নেই।
মুসলিমস কমন মিসটেকস এর বিরাট অংশ জুড়ে আছে কুসংস্কার। সমাজে প্রচলিত এসকল কুসংস্কার থেকে দূরে থাকা ও অন্যকে দূরে থাকার জন্য বুঝানো প্রত্যেক মু'মিনের একান্ত কর্তব্য।
________________________________________________
|| কমন মিসটেইকস ইন মুসলিমস এক্টিভিটিস ||
পঞ্চদশ পর্ব
শেখ মুযযাম্মিল হুসাইন শুভ।

 

 

What are the rights of the husband and what are the rights of the wife?

 

Praise be to Allah.

Islam has enjoined upon the husband duties towards his wife, and vice versa, and among these duties are some which are shared by both husband and wife.

 We will mention – by the help of Allaah – some of the texts of the Qur’aan and Sunnah which have to do with the duties of the spouses towards one another, quoting also from the commentaries and views of the scholars.

The husband’s rights over his wife.

 The rights of the husband over his wife are among the greatest rights; indeed his rights over her are greater than her rights over him, because Allaah says (interpretation of the meaning):

“And they (women) have rights (over their husbands as regards living expenses) similar (to those of their husbands) over them (as regards obedience and respect) to what is reasonable, but men have a degree (of responsibility) over them [al-Baqarah 2:228]

 al-Jassaas said: Allaah tells us in this aayah that each of the spouses has rights over the other, and that the husband has one particular right over his wife which she does not have over him.

 Ibn al-‘Arabi said: this text states that he has some preference over her with regard to rights and duties of marriage.

 These rights include:

 (a)The obligation of obedience. Allaah has made the man a qawwaam (protector and maintainer) of the woman by commanding, directing and taking care of her, just as guardians take care of their charges, by virtue of the physical and mental faculties that Allaah has given only to men and the financial obligations that He has enjoined upon them. Allaah says (interpretation of the meaning):

“Men are the protectors and maintainers of women, because Allaah has made one of them to excel the other, and because they spend (to support them) from their means” [al-Nisaa’ 4:34]

 ‘Ali ibn Abi Talhah said, narrating from Ibn ‘Abbaas: “Men are the protectors and maintainers of women” means, they are in charge of them, i.e., she should obey him in matters of obedience that Allaah has enjoined upon her, and obey him by treating his family well and taking care of his wealth. This was the view of Muqaatil, al-Saddi and al-Dahhaak.(Tafseer Ibn Katheer, 1/492)

 (b)Making herself available to her husband. One of the rights that the husband has over his wife is that he should be able to enjoy her (physically). If he marries a woman and she is able to have intercourse, she is obliged to submit herself to him according to the contract, if he asks her. That is after he gives her the immediate mahr, and gives her some time – two or three days, if she asks for that – to sort herself out, because that is something that she needs, and because that is not too long and is customary. 

If a wife refuses to respond to her husband’s request for intercourse, she has done something haraam and has committed a major sin, unless she has a valid shar’i excuse such as menses, obligatory fasting, sickness, etc.

 It was narrated that Abu Hurayrah (may Allaah be pleased with him) said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: ‘When a man calls his wife to his bed and she refuses, and he went to sleep angry with her, the angels will curse her until morning.’” (Narrated by al-Bukhaari, 3065; Muslim, 1436)

 (c)Not admitting anyone whom the husband dislikes. One of the rights that the husband has over his wife is that she should not permit anyone whom he dislikes to enter his house.

It was narrated from Abu Hurayrah (may Allaah be pleased with him) that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “It is not permitted for a woman to fast when her husband is present without his permission, or to admit anyone into his house without his permission. And whatever she spends (in charity) of his wealth without his consent, ….” (Narrated by al-Bukhaari, 4899; Muslim, 1026)

It was narrated from Sulaymaan ibn ‘Amr ibn al-Ahwas: my father told me that he was present at the Farewell Pilgrimage (Hujjat al-Wadaa’) with the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him). He [the Prophet (peace and blessings of Allaah be upon him)] praised and glorified Allaah, then he preached a sermon and said: “Treat women kindly, for they are (as) prisoners and you have no other power over them than that, if they are guilty of open lewdness, then refuse to share their beds, and hit them, but not severely. But if they return to obedience, (then) do not seek means (of annoyance) against them. You have rights over your women and your women have rights over you. Your rights over your women are that they should not let anyone whom you dislike sit on your bed and they should not let anyone whom you dislike enter your house. Their rights over you are that you should feed and clothe them well.”

(Narrated by al-Tirmidhi, 1163 – he said this is a saheeh hasan hadeeth. Also narrated by Ibn Maajah, 1851) 

It was narrated that Jaabir said: [the Prophet] (peace and blessings of Allaah be upon him) said:

“Fear Allah concerning women! Verily you have taken them on the security of Allah, and intercourse with them has been made lawful unto you by words of Allah. You too have rights over them, and that they should not allow anyone to sit on your bed [i.e., not let them into the house] whom you do not like. But if they do that, you can chastise them but not severely. Their rights upon you are that you should provide them with food and clothing in a fitting manner” (Narrated by Muslim, 1218)

 (d)Not going out of the house except with the husband’s permission. One of the rights of the husband over his wife is that she should not go out of the house except with his permission. 

The Shaafa’is and Hanbalis said: she does not have the right to visit (even) her sick father except with the permission of her husband, and he has the right to prevent her from doing that… because obedience to the husband is obligatory, and it is not permitted to neglect an obligatory action for something that is not obligatory. 

(e)Discipline. The husband has the right to discipline his wife if she disobeys him in something good, not if she disobeys him in something sinful, because Allaah has enjoined disciplining women by forsaking them in bed and by hitting them, when they do not obey. 

The Hanafis mentioned four situations in which a husband is permitted to discipline his wife by hitting her. These are: not adorning herself when he wants her to; not responding when he calls her to bed and she is taahirah (pure, i.e., not menstruating); not praying; and going out of the house without his permission. 

The evidence that it is permissible to discipline one's wife includes the aayahs (interpretation of the meaning):

“As to those women on whose part you see ill‑conduct, admonish them (first), (next) refuse to share their beds, (and last) beat them (lightly, if it is useful)” [al-Nisaa’ 4:34]

“O you who believe! Ward off yourselves and your families against a Fire (Hell) whose fuel is men and stones” [al-Tahreem 66:6]

 Ibn Katheer said:

Qutaadah said: you should command them to obey Allaah, and forbid them to disobey Allaah; you should be in charge of them in accordance with the command of Allaah, and instruct them to follow the commands of Allaah, and help them to do so. If you see any act of disobedience towards Allaah, then stop them from doing it and rebuke them for that. 

This was also the view of al-Dahhaak and Muqaatil: that the duty of the Muslim is to teach his family, including his relatives and his slaves, that which Allaah has enjoined upon them and that which He has forbidden them. (Tafseer Ibn Katheer, 4/392) 

(f)The wife serving her husband. There is a great deal of evidence (daleel) for this, some of which has been mentioned above.

 Shaykh al-Islam Ibn Taymiyah said:

 She is obliged to serve her husband according to what is reasonable among people of similar standing. That varies according to circumstances: the way in which a Bedouin woman serves (her husband) will not be like the way of a town-dweller, and the way of a strong woman will not be like the way of a weak woman. (al-Fataawa al-Kubraa, 4/561) 

(g)Submitting herself to him. Once the conditions of the marriage-contract have been fulfilled and it is valid, then the woman is obliged to submit herself to her husband and allow him to enjoy her (physically), because once the contract is completed, he is allowed in return to enjoy her, and the wife is entitled to the compensation which is the mahr. 

(h)The wife should treat her husband in a good manner, because Allaah says (interpretation of the meaning):

“And they (women) have rights (over their husbands as regards living expenses) similar (to those of their husbands) over them (as regards obedience and respect) to what is reasonable” [al-Baqarah 2:228]

 Al-Qurtubi said:

It was also narrated from him – i.e., Ibn ‘Abbaas – that this means: they have the right to good companionship and kind and reasonable treatment from their husbands just as they are obliged to obey the commands of their husbands.

 And it was said that they have the right that their husbands should not harm them, and their husbands have a similar right over them. This was the view of al-Tabari. 

Ibn Zayd said: You should fear Allaah concerning them just as they should fear Allaah concerning you. 

The meanings are similar, and the aayah includes all of that in the rights and duties of marriage.(Tafseer al-Qurtubi, 3/123-124) 

And Allaah knows best.

 

 

The rights of the wife :

 The wife has financial rights over her husband, which are the mahr (dowry), spending and accommodation.

 And she has non-financial rights, such as fair division between co-wives, being treated in a decent and reasonable manner, and not being treated in a harmful way by her husband.

 1.Financial rights

 (a)The mahr (dowry). This is the money to which the wife is entitled from her husband when the marriage contract is completed or when the marriage is consummated. It is a right which the man is obliged to pay to the woman. Allaah says (interpretation of the meaning):

“And give to the women (whom you marry) their Mahr (obligatory bridal-money given by the husband to his wife at the time of marriage) with a good heart” [al-Nisaa’ 4:4]

The prescription of the mahr demonstrates the seriousness and importance of the marriage-contract, and is a token of respect and honour to the woman.

The mahr is not a condition or essential part of the marriage-contract, according to the majority of fuqahaa’; rather it is one of the consequences of the contract. If the marriage-contract is done without any mention of the mahr, it is still valid, according to the consensus of the majority, because Allaah says (interpretation of the meaning):

“There is no sin on you, if you divorce women while yet you have not touched (had sexual relation with) them, nor appointed unto them their Mahr (bridal-money given by the husband to his wife at the time of marriage)” [al-Baqarah 2:236]

The fact that divorce is permitted before consummation of the marriage or before stipulating the mahr indicates that it is permissible not to stipulate the mahr in the marriage-contract.

If the mahr is stipulated, it becomes obligatory upon the husband; if it is not stipulated, then he must give the mahr that is given to women of similar status to his wife. 

(b)Spending. The scholars of Islam are agreed that it is obligatory for husbands to spend on their wives, on the condition that the wife make herself available to her husband. If she refuses him or rebels, then she is not entitled to that spending.

The reason why it is obligatory to spend on her is that the woman is available only to her husband, because of the marriage contract, and she is not allowed to leave the marital home except with his permission. So he has to spend on her and provide for her, and this is in return for her making herself available to him for his pleasure.

What is meant by spending is providing what the wife needs of food and accommodation. She has the right to these things even if she is rich, because Allaah says (interpretation of the meaning):

“but the father of the child shall bear the cost of the mother’s food and clothing on a reasonable basis” [al-Baqarah 2:233]

“Let the rich man spend according to his means; and the man whose resources are restricted, let him spend according to what Allaah has given him” [al-Talaaq 65:7]

 From the Sunnah:

The Prophet (peace and blessings of Allaah be upon him) said to Hind bint ‘Utbah – the wife of Abu Sufyaan – who had complained that he did not spend on her: “Take what is sufficient for you and your children, on a reasonable basis.” 

It was narrated that ‘Aa’ishah said: “Hind bint ‘Utbah, the wife of Abu Sufyaan, entered upon the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) and said, ‘O Messenger of Allaah, Abu Sufyaan is a stingy man who does not spend enough on me and my children, except for what I take from his wealth without his knowledge. Is there any sin on me for doing that?’ The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said, ‘Take from his wealth on a reasonable basis, only what is sufficient for you and your children.’” (Narrated by al-Bukhaari, 5049; Muslim, 1714)

 It was narrated from Jaabir that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said in his Farewell Sermon:

“Fear Allah concerning women! Verily you have taken them on the security of Allah, and intercourse with them has been made lawful unto you by words of Allah. You too have rights over them, and that they should not allow anyone to sit on your bed [i.e., not let them into the house] whom you do not like. But if they do that, you can chastise them but not severely. Their rights upon you are that you should provide them with food and clothing in a fitting manner” (Narrated by Muslim, 1218)

 (c)Accommodation. This is also one of the wife’s rights, which means that her husband should prepare for her accommodation according to his means and ability. Allaah says (interpretation of the meaning):

“Lodge them (the divorced women) where you dwell, according to your means” [al-Talaaq 65:6]

 2.Non-financial rights

 (i)Fair treatment of co-wives. One of the rights that a wife has over her husband is that she and her co-wives should be treated equally, if the husband has other wives, with regard to nights spent with them, spending and clothing.

(ii)Kind treatment. The husband must have a good attitude towards his wife and be kind to her, and offer her everything that may soften her heart towards him, because Allaah says (interpretation of the meaning):

“and live with them honourably” [al-Nisaa’ 4:19]

“And they (women) have rights (over their husbands as regards living expenses) similar (to those of their husbands) over them (as regards obedience and respect) to what is reasonable” [al-Baqarah 2:228]

 From the Sunnah:

 It was narrated that Abu Hurayrah (may Allaah be pleased with him) said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: ‘Be kind to women.’”(Narrated by al-Bukhaari, 3153; Muslim, 1468).

 There follow examples of the kind treatment of the Prophet (peace and blessings of Allaah be upon him) towards his wives – for he is the best example:

 1. It was narrated from Zaynab bint Abi Salamah that Umm Salamah said: “I got my menses when I was lying with the Prophet (peace and blessings of Allaah be upon him) under a single woollen sheet. I slipped away and put on the clothes I usually wore for menstruation. The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him)  said to me, ‘Have you got your menses?’ I said, ‘Yes.’ Then he called me and made me lie with him under the same sheet.”

She said: And she told me that the Prophet (peace and blessings of Allaah be upon him) used to kiss her when he was fasting, and the Prophet (peace and blessings of Allaah be upon him) and I used to do ghusl to cleanse ourselves from janaabah from one vessel.(Narrated by al-Bukhaari, 316; Muslim, 296)

 2.  It was narrated that ‘Urwah ibn al-Zubayr said: “ ‘Aa’ishah said: ‘By Allaah, I saw the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) standing at the door of my apartment when the Abyssinians were playing with their spears in the Mosque of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him). He covered me with his cloak so that I could watch their games, then he stood there for my sake until I was the one who had had enough. So you should appreciate the fact that young girls like to have fun.’” (Narrated by al-Bukhaari, 443; Muslim, 892)

 3.  It was narrated from ‘Aa’ishah the Mother of the Believers (may Allaah be pleased with her) that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to pray sitting down; he would recite Qur’aan when he was sitting down, then when there were thirty or forty aayahs left, he would stand up and recite them standing up. Then he did rukoo’, then sujood; then he would do likewise in the second rak’ah. When he had finished his prayer, he would look, and if I was awake he would talk with me, and if I was asleep he would lie down.

(Narrated by al-Bukhaari, 1068)  

(c)  Not harming one’s wife. 

This is one of the basic principles of Islam. Because harming others is haraam in the case of strangers, it is even more so in the case of harming one’s wife.

 It was narrated from ‘Ubaadah ibn al-Saamit that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) ruled, “There should be no harming nor reciprocating harm.” (Narrated by Ibn Maajah,, 2340)

This hadeeth was classed as saheeh by Imaam Ahmad, al-Haakim, Ibn al-Salaah and others. See Khalaasat al-Badr al-Muneer, 2/438.

 Among the things to which the Lawgiver drew attention in this matter is the prohibition of hitting or beating in a severe manner.

 It was narrated from Jaabir that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said in his Farewell Sermon:

“Fear Allah concerning women! Verily you have taken them on the security of Allah, and intercourse with them has been made lawful unto you by words of Allah. You too have rights over them, and that they should not allow anyone to sit on your bed [i.e., not let them into the house] whom you do not like. But if they do that, you can chastise them but not severely. Their rights upon you are that you should provide them with food and clothing in a fitting manner” (Narrated by Muslim, 1218)

 

Characteristics of the righteous wife

 

Praise be to Allah.

As this world is a stage that leads to the hereafter, in which man is tested to see what he will do, so that he will be requited for it on the Day of Resurrection, what the wise Muslim must do is seek in this world everything that will help him to attain happiness and bliss in the hereafter. The most important help and support is righteous company. That begins with the Muslim society in which he lives, then with choosing pious friends, as the Prophet (blessings and peace of Allah be upon him) enjoined: “Do not keep company with anyone but a believer.” Narrated by Abu Dawood (4832); classed as hasan (good) by al-Albaani in Saheeh al-Jaami‘.

Then finally he should choose a righteous wife who he hopes will be the best companion to help him attain eternal happiness in paradise with Allah, may He be glorified and exalted.

The righteous wife is one who is good in many aspects.

She is the one who it is thought will guard her chastity and her honour in the husband’s presence and absence, and be diligent with regard to both minor and major issues.

Allah, may He be glorified and exalted, says (interpretation of the meaning):

“Therefore the righteous women are devoutly obedient, and guard in (the husbands) absence what Allah would have them guard”

[an-Nisaa’ 4:34].

She is the one who is of good character and has good manners. She is not known for foul speech, meanness or bad manners; rather she is good-natured, pure of soul and clean of heart, speaks in a gentle manner and treats people kindly. More important than all of that, she accepts advice and listens to it attentively and wholeheartedly; she is not one of those who are used to arguing stubbornly and arrogantly.

Al-Asma‘i said: An elder from the tribe of Banu’l-‘Anbar said: It was said that women are of three types: one who is easy-going, gentle, chaste and dignified, Muslim, a help to her family, and not a burden on them; one who is merely a vessel for childbearing; and one who is like a heavy yoke that Allah places on the neck of whomever He wills, and takes it away from whomever He wills.

One of the scholars said: The best of women is the one who, if she is given she is grateful, and if she is deprived she is patient; you feel happy when you look at her, and she obeys you if you instruct her to do something.

She is the one who upholds her connection to her Lord and always strives to increase her level of faith and piety. She does not omit any obligatory duty, and she is keen to do some naafil (supererogatory) deeds. She gives precedence to pleasing Allah, may He be glorified, over everything else.

Concerning that, the Prophet (blessings and peace of Allah be upon him) said: “Choose the one who is religiously-committed, may your hands be rubbed with dust (i.e., may you prosper).” Narrated by al-Bukhaari (4802) and Muslim (1466).

The righteous wife is the one whom you see is serious about caring for and raising your children, teaching them Islam, good manners and the Qur’an, and instilling in them love for Allah, love for His Messenger, and love of good for people. Her main concern is not what they may attain in this world of prominence, wealth and degrees; rather she is concerned that they should attain a high level of piety, religious commitment, good character and knowledge.

In addition to all of that, the Muslim should choose a wife who gives him comfort when he sees her, and he feels joy in his heart when she is present, so she fills his house and his life with ease, joy and happiness.

It was narrated that Abu Hurayrah (may Allah be pleased with him) said: It was said: O Messenger of Allah, what type of wife is best? He said: “The one who makes (her husband) happy when he looks at her, and she obeys him if he instructs her to do something, and she does not do anything with regard to herself or his wealth in a manner of which he does not approve.”

Narrated by Ahmad (2/251); classed as hasan (good) by al-Albaani in as-Silsilah as-Saheehah (1838).

It was said to ‘Aa’ishah (may Allah be pleased with her): Which type of woman is best? She said: The one who does not know about saying bad things, and she is not crafty like men; her focus is on adorning herself for her husband and taking care of her family.

See: Muhaadaraat al-Udaba’ by ar-Raaghib al-Asfahaani (1/410); ‘Uyoon al-Akhbaar by Ibn Qutaybah (1/375).

 

And Allah knows best.

 

 

সকল প্রশংসার মালিক আল্লাহর. 

 যেহেতু এই দুনিয়াটি এমন এক পর্যায় যা পরকালের দিকে নিয়ে যায়, এতে মানুষ কী করবে সে তা পরীক্ষা করার জন্য পরীক্ষা করা হয়, যাতে কেয়ামতের দিন তার প্রতিদান দেওয়া হবে, জ্ঞানী মুসলিমকে যা করতে হবে তা এই দুনিয়াতে সমস্ত কিছু অনুসন্ধান করা উচিত যা তাকে পরকালে সুখ ও আনন্দ অর্জনে সহায়তা করবে। সর্বাধিক গুরুত্বপূর্ণ সহায়তা এবং সমর্থন ধার্মিক সংস্থা। এটি শুরু হয় যে মুসলিম সমাজে যেখানে সে বাস করে, তারপরে ধার্মিক বন্ধুবান্ধব বাছাই করার মাধ্যমে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন: "বিশ্বাসী ব্যতীত কারও সাথে মেলামেশা করো না।" আবু দাউদ (4832) থেকে বর্ণিত; ছহীহ আল-জামামির আল-আলবানী দ্বারা হাসান (ভাল) হিসাবে সংঘবদ্ধ হয়েছে। তারপরে অবশেষে তার উচিত একজন সৎ স্ত্রীকে বেছে নেওয়া, যিনি আশা করেন যে তিনি আল্লাহর সাথে স্বর্গে স্বর্গে চিরকালীন সুখ অর্জনে সহায়তা করার জন্য সর্বোত্তম সহচর হয়ে উঠবেন, তিনি মহিমান্বিত হন এবং উন্নীত হন। ধার্মিক স্ত্রী এমন একজন যিনি বিভিন্ন দিক থেকে ভাল। তিনিই সেই ব্যক্তি যিনি ভাবেন যে স্বামীর উপস্থিতি এবং অনুপস্থিতিতে তার পবিত্রতা এবং তার সম্মান রক্ষা করবে এবং ছোট এবং বড় উভয় বিষয়েই যত্নশীল হবে। আল্লাহ তাআলা মহিমান্বিত ও মহিমান্বিত হন, বলেছেন (অর্থের ব্যাখ্যা): “সুতরাং ধার্মিক মহিলারা ভক্তিপূর্ণ আনুগত্য করে এবং (স্বামীদের) অনুপস্থিতিতে আল্লাহ তাদেরকে যেভাবে পাহারা দিতেন তা রক্ষা করেন” [আন-নিসা ’’ 4:34]। তিনি হলেন একজন ভাল চরিত্রের এবং ভাল আচরণের অধিকারী। তিনি অশ্লীল বক্তব্য, বুদ্ধি বা খারাপ আচরণের জন্য পরিচিত নয়; বরং তিনি স্বভাবসুলভ, আত্মা শুদ্ধ এবং হৃদয় পরিষ্কার, নম্রভাবে কথা বলেন এবং লোকদের সাথে সদয় আচরণ করেন। এই সমস্ত কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ, তিনি পরামর্শ গ্রহণ করেন এবং মনোযোগ সহকারে এবং আন্তরিকভাবে এটি শুনেন; যারা হঠকারী এবং অহঙ্কার করে তর্ক করতে অভ্যস্ত তাদের মধ্যে তিনি নন। আল-আসমায়েই বলেছেন: বনু'ল-আন্নবার গোত্রের এক প্রবীণ বলেছেন: বলা হয়েছিল যে মহিলারা তিন প্রকারের: একজন যে সহজ-সরল, কোমল, পবিত্র ও মর্যাদাবান, মুসলিম, তাঁর জন্য সাহায্যকারী পরিবার, এবং তাদের উপর বোঝা নয়; যিনি কেবলমাত্র সন্তানের জন্মদানের পাত্র; আর যিনি ভারী জোয়ারের মতো, আল্লাহ যাকে ইচ্ছা তাঁর ঘাড়ে রাখেন এবং যাকে ইচ্ছা তা থেকে সরিয়ে নেন। একজন আলেম বলেছেন: নারীদের মধ্যে সর্বাধিক হ'ল তিনি, যা তাকে দেওয়া হলে তিনি কৃতজ্ঞ, এবং যদি বঞ্চিত হন তিনি ধৈর্যশীল; আপনি তার দিকে তাকালে আপনি খুশি হন এবং আপনি যদি তাকে কিছু করার নির্দেশ দেন তবে সে আপনার কথা মানবে। তিনিই সেই ব্যক্তি যিনি তাঁর পালনকর্তার সাথে তাঁর সংযোগ রক্ষা করেন এবং সর্বদা তার বিশ্বাস ও তাকওয়ার স্তর বৃদ্ধি করার চেষ্টা করেন। তিনি কোনও বাধ্যতামূলক দায়িত্ব বাদ দেন না এবং তিনি কিছু নফল (অত্যাধিক) কাজ করতে আগ্রহী হন। তিনি আল্লাহকে সন্তুষ্ট করার ক্ষেত্রে অগ্রাধিকার দেন, তিনি সমস্ত কিছুর চেয়েও মহিমান্বিত হন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি ধর্মপ্রাণ প্রতিজ্ঞাবদ্ধ সেটিকেই বেছে নিন, আপনার হাত ধূলোয় মেলে (অর্থাৎ আপনি সফল হতে পারেন)।” আল বুখারী (৪৮০২) ও মুসলিম (১৪66 by) বর্ণিত। ধার্মিক স্ত্রী তিনিই যাকে দেখেন আপনার সন্তানদের যত্ন নেওয়া ও লালন-পালন, তাদের ইসলাম, উত্তম শিষ্টাচার এবং কুরআন শিক্ষা দেওয়া এবং তাদের মধ্যে আল্লাহর প্রতি ভালবাসা, তাঁর রাসূলের প্রতি ভালবাসা এবং মানুষের মঙ্গল কামনা । তার প্রধান উদ্বেগ এই নয় যে তারা এই বিশিষ্টতা, সম্পদ এবং ডিগ্রি অর্জন করতে পারে; বরং তিনি উদ্বিগ্ন যে তাদের উচ্চ স্তরের ধর্মপ্রাণতা, ধর্মীয় প্রতিশ্রুতি, ভাল চরিত্র এবং জ্ঞান অর্জন করা উচিত। এই সমস্ত কিছুর পাশাপাশি, মুসলিমকে এমন স্ত্রী নির্বাচন করা উচিত যা তাকে দেখলে তাকে সান্ত্বনা দেয় এবং উপস্থিত থাকাকালীন সে মনে মনে আনন্দ অনুভব করে, তাই সে তার বাড়ি এবং তার জীবনকে স্বাচ্ছন্দ্য, আনন্দ এবং সুখে ভরে দেয়। আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হয়েছে যে, বলা হয়েছিলঃ হে আল্লাহর রাসূল, কোন ধরণের স্ত্রীই সেরা? তিনি বলেছিলেন: “যে তার (স্বামীকে) তার দিকে তাকাতে দেখে খুশি করে এবং সে যদি তাকে কিছু করার নির্দেশ দেয় তবে সে তার আনুগত্য করে এবং সে নিজের বা তার সম্পদের ব্যাপারে সে কিছু করে না যে সে সেভাবে করে অনুমোদন না." আহমাদ (2/251) থেকে বর্ণিত; আল-আলবানী আস-সিলসিলাহ আস-সহিহাহ (1838) -তে হাসান (ভাল) হিসাবে সংঘটিত হয়েছে। এটি ‘আ’ইশাহ রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল: কোন ধরণের মহিলা সবচেয়ে ভাল? তিনি বললেনঃ যে খারাপ কথা বলতে জানে না এবং সে পুরুষদের মতো ধূর্ত নয়; তার মনোনিবেশ তার স্বামীর জন্য নিজেকে সাজানোর এবং তার পরিবারের যত্ন নেওয়ার দিকে। দেখুন: মুহাদরাত আল-উদবা ’আর-রাগিব আল-আসফাহানী (1/410) দ্বারা; ‘ইউয়ূন আল-আখবার রচিত ইবনে কুতায়বা (১/৩75৫) আর আল্লাহই ভাল জানেন।

আসুন ,আমরা কথার ধরন পাল্টে ফেলি। কথাকে সুন্দর চমৎকার ও আকর্ষণীয় করি।

 

আসুন ,আমরা কথার ধরন পাল্টে ফেলি। কথাকে সুন্দর চমৎকার ও আকর্ষণীয় করি। জাস্ট এই ৩৫ টি টিপস ফলো করলে আপনি সবার প্রিয় মানুষ হবেন …!!!
✖ ১. আপনি কিছুই জানেন না। ➯ ✔ ১. আপনি অনেক কিছু জানেন।
✖ ২. আমি সবার চেয়ে বেশি জানি। ➯ ✔ ২. অনেকেই আমার চাইতে বেশী জানেন।
✖ ৩. আপনি মিথ্যা বলেছেন । ➯ ✔ ৩. আপনার কথা ঠিক নয়।
✖ ৪. আপনি বাজে কথা বলছেন। ➯ ✔ ৪. আপনার কথা যুক্তি সংগত নয়।
✖ ৫. আপনি কিছুই করেননি। ➯ ✔ ৫. আপনি আরো অনেক কিছু করতে পারতেন।
✖ ৬. এখন কথা বলার সময় নেই। ➯ ✔ ৬. আপনার সাথে পরে কথা বলবো।
✖ ৭. আমাকে জায়গা দিন। ➯ ✔ ৭. দয়া করে আমাকে একটু জায়গা দেবেন কি ?
✖ ৮. তার কথা মিথ্যা। ➯ ✔ ৮ তিনি ঠিক বলেননি ।
✖ ৯. আসুন / আসবেন। ➯ ✔ ৯. দয়া করে আসবেন কি ?
✖ ১০. আমি ভুল করিনি। ➯ ✔ ১০. আমার ভুল হতে পারে।
✖ ১১. আমাকে ছাড়া একাজ হতো না। ➯ ✔ ১১. একাজে আমরা চেষ্টা করেছি।
✖ ১২. এই যে কয়টা বাজে ? ➯ ✔ ১২. দয়া করে সময়টা বলবেন কি ?
✖ ১৩. আমার সাথে দেখা করুন। ➯ ✔ ১৩. দয়া করে একটু আসবেন কি ?
✖ ১৪. কাজটা খারাপ হয়েছে। ➯ ✔ ১৪. কাজটা আরো ভালো করা যেতো ।
✖ ১৫. আমি যা বলছি , সেটাই ঠিক। ➯ ✔ ১৫. আপনার মত / পরামর্শ কি ?
✖ ১৬. তোমার কাজ ভালো । ➯ ✔ ১৬. আমরা তোমাকে নিয়ে গর্বীত।
✖ ১৭. তোমার কাজটা মন্দ নয়। ➯ ✔ ১৭.তোমরা কাজটি প্রশংসনীয়।
✖ ১৮. একাজ তুমি পারবেনা। ➯ ✔ ১৮ তোমার পক্ষে এ কাজ করা সম্ভব।
✖ ১৯. তোমার নাম? ➯ ✔ ১৯. তোমার সুন্দর নামটি কি ?
✖ ২০. ভোলো তো ! ➯ ✔ ২০ . আপনি ভালো আছেন।
✖ ২১. সেলাম ! ➯ ✔ ২১. আসসালামু আলাইকুম।
✖ ২২. ওয়ালেকুম সালাম । ➯ ✔ ২২. ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ।
✖ ২৩. হ্যালো! ➯ ✔ ২৩. আসসালামু আলাইকুম।
✖ ২৪. আমি অন্যদের চেয়ে খারাপ নই। ➯ ✔ ২৪ . আমাকে আরো ভালো হতে হবে।
✖ ২৫. কেউই জানেনা। ➯ ✔ ২৫. আসুন আমরা জানার চেষ্টা করি।
✖ ২৬. আপনার বাড়ি কোথায় ? ➯ ✔ ২৬. আপনার পরিচয়টা জানতে পারি কি?
✖ ২৭. এ - তো কিছুই হয়নি। ➯ ✔ ২৭. আরো সুন্দর হতে পারতো ।
✖ ২৮. আমার সাথে এসো। ➯ ✔ ২৮. আমার সাথে যাবে কি ?
✖ ২৯. আমি করবো। ➯ ✔ ২৯.ইনশাল্লাহ আমি করবো।
✖ ৩০. ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। ➯ ✔ ৩০. এটা একটা সুযোগ।
✖ ৩১. এতে অনেক সমস্যা আছে। ➯ ✔ ৩১. এটা একটা চ্যালেঞ্জ।
✖ ৩২. আমি এ ব্যাপারে নিশ্চিত । ➯ ✔ ৩২. আমি এ ব্যাপারে আগ্রহী।
✖ ৩৩. আমার কাজ এরকমই। ➯ ✔ ৩৩. আমি আরো ভালো করার চেষ্টা করছি।
✖ ৩৪. আমি কোনো সহানুভূতি পাইনি। ➯ ✔ ৩৪. আমি আপনার সহানুভুতি কামনা করি।
✖ ৩৫. এরকম ভুলচুক হয়ই। ➯ ✔ ৩৫. এ ভুলের জন্য আমি দুঃখিত।
📝 ইন্টারনেট হতে সংগৃহীত