Wednesday, December 19, 2012

আমার কবিতাবলি [My Poetry - 01 ]


Written bY : Sazzad Hossain

Written by: Sazzad Hossain

December , 18, 2012
8:08:12 PM- 8:25:14 PM



তুমি আমার …......

সাজ্জাদ হোসেন



তুমি আমার,
কেবলই আমার ॥
শত সমুদ্র, শত সহস্র নদী পার করে এসেছি আমি
কেবলই আমি,
কেবলই তোমার জন্য।

তুমি আমার, আমার তুমি,
তুমি কেবলই আমার।
তোমার জন্য রেখেছি আমি শত হিমাদ্রীর সংকুল পেরিয়ে
আনা একগুচ্ছ---
একগুচ্ছ লাল ফুল- গোলাপ।
আর এনেছি একগুচ্ছ শুভ্র রঙিন স্বপ্ন;
সাথে একবীথি লাল গোলাপ।
এনেছি দেব বলে তোমায়।


আমি করেছি পার শত রজনী একাকী -
এক পলক দেখব বলে তোমায় ॥
হয়ত তুমি বুঝেছ, হয়ত নয়............................
হয়ত তুমি চেয়ে আছ আমারই পথ চেয়ে.....
আমি যে এসেছি কেবল তোমারই জন্য -
কেবলই তোমার জন্য – আমার প্রিয়তম ।

এক পশলা বৃষ্টি, আর একটা অনাসিষ্টি;
কেবলই তোমার জন্য।
দেখনিকি তুমি ঐ গোধূলির পানে চেয়ে?
ঐ শিউলি আর ঐ কনকচাঁপা?
যে তোমার কথাই কেবল
বার বার করিয়ে দেয় আমায়।
তুমি আছ আমার প্রাণে,
আমার মননে, আমার আঁখিতে – প্রিয়তম !

কতদিন দেখিনা তোমায় !!
এঁকেছি কেবল তোমায়ই প্রতিচ্ছবি –
মনেরই ক্যানভাসে ।

তুমি যে আমার স্বপ্নের রাজকন্যা
আর আমি যে তোমারই সম্রাট।
স্বপনে, নয়নে, শয়নে – কেবলই তুমি।
আছ তুমি আমার সর্ব অস্তিত্ব জুড়ে ॥
আছ কেবলই তুমি ।

তুমি যে আমার – কেবলই আমার।
তুমি তাই যে কেবল আমারই অনামিকা॥

থাক তুমি সারাটা জীবন হয়ে আমার –
আমারই অনামিকা॥

হে মেয়ে – তুমি ত কেবল মেয়েই নও;
তুমি যে আমারই রাণী।
আছি আমি প্রতীক্ষায় –
তোমারই প্রতীক্ষায়,
কেবল তোমারই প্রতীক্ষায় ॥
কেননা – তুমি যে আমার !!
কেবলই আমার ।





Made with the help of :
OS – Ubuntu 12.10; x64
LibreOffice

The  PDF format of this Poetry:  

This is the DIRECT Download Link.