.
উমার (রাদ্বি.) বলেন, “নারী-পুরুষের মধ্যে তিনটা প্রকার আছে। প্রথম প্রকারের নারীরা হলো পবিত্র, মুসলিম, ভদ্র স্বভাবের, প্রেমাময়ী এবং সন্তান প্রতিপালনে উৎসাহী। কঠিন সময়ে সে তার পরিবারের পাশে দাঁড়ায়, বিপদ বাড়িয়ে দেয় না। খুঁজতে গেলে তুমি খুব কমই এমন নারী পাবে। দ্বিতীয় প্রকারের নারীরা হলো পাত্রের মতো। সে সন্তান জন্ম দেওয়া পর্যন্তই, এছাড়া কিছু পারে না। তৃতীয় প্রকারের নারীরা হলো শিকলের মতো। আল্লাহ যার গলায় চান তার গলায় এই শিকল পরিয়ে দেন, আবার যাকে চান খুলে নেন।
.
পুরুষদের তিন প্রকারের মধ্যে প্রথম প্রকারের পুরুষরা হলো পবিত্র, সহজ স্বভাবের, ভদ্র, দূরদর্শী, পরামর্শ গ্রহণ করে। তারা যখন কোনো সমস্যায় পড়ে, নিজেদের দূরদর্শিতা কাজে লাগায় এবং করণীয় কাজটাই করে। দ্বিতীয় প্রকারের পুরুষদের মধ্যে দূরদর্শিতা নেই। সমস্যায় পড়লে তারা অন্যদের দুয়ারে যায়, যাদের কিনা আবার দূরদর্শীতা আছে, পরামর্শ দিতে পারে। তারা এমন মানুষদের মতামত অনুযায়ী চলে। তৃতীয় প্রকারের পুরুষরা হলো উলটপালট স্বভাবের, বিভ্রান্ত, লক্ষ্যহীন; না কারও সদুপদেশ শুনে, না কারও সদুপদেশ মানে।”
.
(শুয়াবুল ঈমান, ইমাম বাইহাকী, ৭১৩১)