Thursday, September 7, 2023

পুরুষের হাত পায়ে মেহেদি লাগানো নাজায়েয

পুরুষের হাত পায়ে মেহেদি লাগানো নাজায়েয।
এমনিভাবে নাবালেগ ছেলের হাত পায়ে মেহেদি লাগানোও নিষেধ। 

[খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৩, ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১০৯]

কারণ মেহেদি এক ধরনের রং। আর শরিয়ত অনুযায়ী পুরুষের জন্য রং ব্যবহার করা নিষিদ্ধ। হজরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে, যার ঘ্রাণ প্রকাশ পায় এবং রং গোপন থাকে।

আর নারীর সুগন্ধি এমন হবে, যার রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকে। [সুনানে তিরমিজি, হাদিস ২৭৮৭]

হাদিসের ভাষ্য অনুযায়ী, পুরুষ সাজসজ্জার জন্য রং ব্যবহার করতে পারবে না। আরো একাধিক হাদিসে অঙ্গসজ্জার জন্য পুরুষকে রং ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তবে পুরুষ চুল ও দাঁড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে।