Sunday, May 21, 2023

যে সমস্ত যুবক অবিবাহিত থাকে তারা তিন প্রকার রোগে আক্রান্ত হয়ঃ

যে সমস্ত যুবক অবিবাহিত থাকে তারা তিন প্রকার রোগে আক্রান্ত হয়ঃ


১) বীর্যবন্ধক রোগ — 

বীর্য বহুদিন পর্যন্ত আবদ্ধ থাকলে, তার বিষক্রিয়া মস্তিষ্ক পর্যন্ত উঠে।
মুহাম্মদ ইবনে যাকারিয়া (রাযী.) বলেন— আমি এমন এক সম্প্রদায়কে জানি যারা বীর্যবান ছিল। তারা দার্শনিক হয়ে সহবাস বাদ দেওয়ায় তাদের দেহ শুকিয়ে যায় এবং হজমে গোলমাল দেখা দেয়। সহবাস করে না আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যে তার পানাহারের কোন ইচ্ছা ছিল না। জোর যবরদস্তী খেয়ে বসলেও সামান্য কিছু খেয়ে উঠে যেত এবং যা খেত তাও বমি করে ফেলে দিত অথবা হজম হত না। তাকে স্ত্রী সহবাস করার উপদেশ দেওয়া হল। কয়েক দিনের মধ্যেই তার অবস্থা স্বাভাবিক হয়ে উঠল।

২) যে বিষয় হতে বিরত থাকা পরিশেষে সেই বিষয়েই
মাত্রাধিক আসক্তি — 

সূফীদের অনেকেই বিবাহ করা হতে বিরত ছিল। পরে বিবাহ করে মাত্রাধিক সহবাস করার ফলে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দুনিয়া হতে যত পলায়ন করেছিল তার চেয়ে অধিক আসক্ত হয়ে পড়েছিল।

৩) যুবকদের সহচর্যে থাকে —

অর্থাৎ এরা বিবাহ করে না ফলে তাদের মধ্যে কেউ কেউ এমন এক পর্যায়ে পৌঁছে যে— আত্মসংরক্ষণ করতে না পেরে দাঁড়ি মোঁচবিহীন ছেলেদের সাথে কুকর্ম করিয়া দ্বীন-দুনিয়া উভয়কেই ক্ষতিগ্রস্ত করে।

বইঃ তালবীসে ইবলিস (শয়তানের ধোঁকা), আল্লামা ইবনুল জাওযি (রহ.), পৃষ্ঠা ১৯৬, দারুল আরকাম 

কপি