কিন্ত এখন শে চাচ্ছে না আমরা আলাদা হয়,,,,,এখন আমরা কি করবো??
কেউ সঠিক পরামর্শ দিবেন।
এডমিন প্লিজ এপ্রুভ
و عليكم السلام ورحمة الله وبركاته.
উল্লিখিত বিবরণ অনুসারে ইসলামী আইনের আলোকে তিন তালাক কার্যকর হয়েছে এবং চূড়ান্তভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।
আপনার স্বামী এখন আপনার জন্য বেগানা পুরুষ। তার সাথে দেখা-সাক্ষাত, কথা-বার্তা সবকিছু না জায়েজ।
আগামী তিন হায়েজ পূর্ণ হওয়া পর্যন্ত আপনার ইদ্দত। ইদ্দত শেষে চাইলে অন্যত্র বিয়ে বসতে পারবেন। কিন্ত সাবেক স্বামীর সাথে নতুনভাবে বিয়ে ও সংসার করার কোন সুযোগ নেই।
উল্লেখ্য, চলমান এই ইদ্দত শেষে নতুন বিয়ের পরে কোন কারনে যদি সেই স্বামীর সাথে ছাড়াছাড়ি হয় তাহলে আবার নতুন ইদ্দত পালন করতে হবে। এবং সেই ইদ্দত শেষ হওয়ার পরে ইচ্ছে করলে প্রথম স্বামীর সাথে পূনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।
আল্লাহ তায়ালা আপনার জন্য উত্তম জীবনসঙ্গী ও শান্তি, সম্মান এবং বরকতময় ভবিষ্যতের ব্যবস্থা করুন।
- মুফতি আফফান বিন শরফুদ্দিন (হাফি.)