Saturday, May 13, 2023

আমিও একদিন শাশুড়ি হবো


ছোট ছেলে আর বৌ বাইরে থাকে, বড় ছেলে আর তার বৌ আমাদের সাথে দেশের বাড়িতে থাকে।

আমার উনার অভ্যাস ফজরের নামাযের পর ডিমসেদ্ধ আর চা খাওয়া। বড় বৌ প্রতিদিন সাড়ে ছয়টার দিকে বানিয়ে ঘরে দিয়ে যায়। এরপর আটটা বাজতে বাজতে নাস্তা রেডি করে, ছেলে খেয়ে বাচ্চাদের জন্য নিয়ে যায়। এরপর আমাদের খেতে দেয়, নিজে খায়, বাইরে কর্মচারীকে দেয়। 

নাস্তার পরপরই ঘর-দুয়ার একটু গোছগাছ করেই দুপুরের রান্নার এন্তেজামে ব্যস্ত হয়ে পড়ে সে! কেননা, সাড়ে বারোটার মধ্যে বাচ্চাদের দুপুরের খাবার পাঠাতে হবে, আর মেহমান তো প্রায় সবসময়েই থাকে। মেহমান থাকলে তাদের জন্য আলাদা রুটিন দরকার পড়ে।

এমন হাজারো জিম্মাদারির নিয়ম মেনে চলতে হয় তাকে। ইচ্ছেমতো একটু বিশ্রাম নিতেও পারে না। যৌথ পরিবারে থাকলে যা হয়!

ঈদের ছুটিতে নাতি-নাতনিরা কিছুদিন থেকে বাড়িতে রয়েছে। কাজের টেনশন একটু হলেও কমেছে। এখন আটটার পরিবর্তে নয়টার সময় সকালের নাস্তা হলেও সমস্যা নাই।

কিন্তু আবু ফাহীম যেন বয়স বাড়ার সাথে সাথে কেমন খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছে।
তার সকাল সাড়ে ছয়টার মধ্যেই চা আর ডিম চাই। সেদিন বৌটা একটু বেলা করে উঠলে বেশ নাখোশ হয়ে উঠেন উনি। আমাকে বলেন, ‘এতো বেলা করে ঘুম ভেঙেছে! কেন তুমি কিছু বলতে পার না?’

আমি বললাম, ‘একেকদিন না হয় একটু দেরি করেই খেলেন। এখন তো সবার মাদ্রাসা ছুটি, টাইমের কোনো তাড়া নাই, দুই-একদিন একটু দেরি করে উঠলে তো সমস্যা নাই। মেয়েটারও তো জীবনের ছক একদিন হলেও বদলাতে মন চায়। একঘেয়েমি জীবনটায় একটু আরাম পেতে চায়।’

কিন্তু ঐ যে বয়সের দোষ! তবু খিটমিট করতেই থাকেন। তাই আজ নিজেই উনার জন্য চা-ডিম তৈরি করতে রান্না ঘরে গেলাম। পুরুষমানুষ সুবিধা-অসুবিধা বোঝে কম। তার মাথা তো ঠান্ডা করতে হবে।

বৌ কিছুক্ষণ পরে রান্নাঘরে কেমন একটা অপরাধী অপরাধী চেহারা নিয়ে প্রবেশ করে বলে, ‘একটু দেরি হয়ে গিয়েছে আম্মু, বাসি বারান্দাও ঝাড়ু হয়নি এখনও! আপনি যান, বাসি ঘর-বারান্দা ঝাড়ু দিয়ে বাকিটা আমি করি।’

ওর মাঝে যেন আমি নিজেকে আবিষ্কার করি।

সস্নেহে তাকে বললাম, ‘কোনো ব্যাপার না মা, একেকদিন এমন করে নিয়মের ব্যতিক্রম না হলে আমাদের বদভ্যাস হয়ে যাবে। প্রতিদিন তো তুমিই কর, আজকে না হয় আমি করলাম। আর হ্যাঁ, বাসি ঘর-বারান্দা ঝাড়ু দিয়ে রান্নার কাজ করলে ভালো লাগে, তাই বলে সকালে উঠেই বাসি ঘর ঝাড়ু দিতেই হবে, না হলে অমঙ্গল হবে–এমন কুসংস্কারপূর্ণ ভাবনা থেকে বের হয়ে এস। কী হবে যদি একটু পরেই ঝাড়ু দেওয়া হয় তো? যাও মা, তুমি বরং নাস্তার এন্তেজাম শুরু করে ফেলো।’

আরেকদিন বৌ এবং আমার দু’জনেরই শরীর ভালো না, তবু বৌকে দেখলাম অসুস্থ শরীর নিয়েই সকালে রান্নাঘরের দিকে যাচ্ছে। বৌকে থামিয়ে দিয়ে বললাম, ‘থাক মা, আজকে শরীর খারাপ, রান্নাঘরে যেতে হবে না। তুমি বরং একটু বিশ্রাম নাও।’

ছেলে বলল, ‘কষ্ট করে অল্প কিছু একটু করে নিক।’

ছেলেকে বললাম, ‘আমার বাড়ি কোন কারাগার না আর আমার বৌ কোনো কয়েদিও না, যে না পারলেও শাস্তিস্বরূপ জোর করে করতে হবে। যাও আজকে হোটেল থেকে কিছু নিয়ে এস।’

আমার ধমক খেয়ে ছেলে হোটেলের দিকে যাত্রা করলো।
.......

এগুলো আমার ভবিষ্যৎ পরিকল্পনার আংশিক কিছু অংশ। ভবিষ্যতের জন্য এমন হাজারো ভাবনা ভেবে রেখেছি আমি। যা আমার সাথে, আমাদের সাথে হয়েছে তার নিয়ম কিছুটা হলেও বদলাতে চাই আমি। কেননা, “আমিও একদিন শাশুড়ি হবো”।
.....................

|| আমিও একদিন শাশুড়ি হবো ||
উম্মে ফাহীম

রৌদ্রময়ী

যখন আল্লাহ পাক কোন বান্দাকে ধ্বংস করতে ইচ্ছা করেন, তখন তার মধ্যে তিনটি অবস্থার সৃষ্টি করেন।

যখন আল্লাহ পাক কোন বান্দাকে ধ্বংস করতে ইচ্ছা করেন, তখন তার মধ্যে তিনটি অবস্থার সৃষ্টি করেন। যেমন-
(১) তাকে ইলম দান করেন, কিন্তু তদনুযায়ী আমলের তাওফীক প্রদান করেন না।
(২) নেককারদের সংস্পর্শে থাকার সুযোগ দান করেন, কিন্তু তাদের মর্যাদা অনুধাবন শক্তি এবং তাদের সম্মান অন্তর থেকে ছিনিয়ে নেন।

(৩) নেক কাজ করার সুযোগ দেন কিন্তু এখলাস থেকে বঞ্চিত রাখেন । আর এটি বদনিয়ত এবং আত্মার অপবিত্রতার ফলেই হয়ে থাকে। অন্যথায় যদি নিয়ত ঠিক হয়, তা হলে ইল্‌ম থেকে ফায়দা এবং আমলের মধ্যে এখলাস ও বুযুর্গের মর্যাদা ও সম্মানের অনুধাবন অবশ্যই হবে।

সূত্রঃ তাম্বীহুল গাফিলিন, পৃষ্ঠা ৫

ঝড় বৃষ্টি সংক্রান্ত দুয়া:

ঝড় বৃষ্টি সংক্রান্ত দুয়া: 

আকাশ মেঘাচ্ছন্ন দেখলে পড়বে

اَللّٰهُمَّ اِنَّا نَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا اُرْسِلَ بِهٖ.

অর্থঃ হে আল্লাহ! আমরা আপনার নিকট ঐ সকল অনিষ্ট হতে পানাহ চাচ্ছি, যাকে এ মেঘ বহন করে এনেছে। (মুসলিম হাদীস নং-৮৯৯)

অতঃপর বৃষ্টি হওয়ার সময় পড়বে

اَللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا.

অর্থঃ হে আল্লাহ! (এ বৃষ্টিকে) কল্যাণকর, বরকতপূর্ণ এবং উপকারী বানিয়ে দিন। (ইবনে মাজাহ হাদীস নং-৩৮৮৯/ আবু দাউদ হাদীস নং-৫০৯৯)

বেশী বৃষ্টি হলে পড়বে

اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا

অর্থঃ হে আল্লাহ! এ বৃষ্টি আমাদের আশপাশে (যেখানে প্রয়োজন) বর্ষণ করুন এবং আমাদের উপর বর্ষণ করবেন না। (বুখারী হাদীস নং-১০২০/ মুসলিম হাদীস নং-৮৯৭)

প্রচণ্ড ঝড়-বাতাস বইতে শুরু

اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاَ لُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيْهَا وَخَيْرَ مَا اُرْسِلَتْ بِهٖ وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا اُرْسِلَتْ بِهٖ.

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট এই বাতাসের কল্যাণ ও এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যা সহ তা প্রেরিত হয়েছে তার কল্যাণ চাচ্ছি। আর আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। (মুসলিম হাদীস নং-৮৯৯)

মেঘের গর্জন শুনলে পড়বে

اَللّٰهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ

অর্থঃ হে আল্লাহ! দয়া করে আপনি আমাদেরকে আপনার গযবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না। বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন। (মুসনাদে আহমাদ হাদীস নং-৫৭৬৩/ তিরমিযী, হাদীস নং-৩৪৫০)

আমিও চাই........

বিশ্বাস করেন ভাই! 

আমি চাই, আমার বউ খাওয়ার সময় আমার পাশে বসে থাকুক, আমার হাত টা ধোয়ায় দিক, আহ্লাদ করে বায়না ধরলে আমাকে খাওয়ায়ে দিক। 

আমি চাই, সে আমাকে ঘর ভর্তি সন্তান উপহার দিক। 

আমি চাই, সে সারাদিন সন্তান নিয়ে ব্যাতি ব্যস্ত থাকুক,সন্তানদের ঘুম পাড়িয়ে,সেজে গুঁজে আমার ফেরার অপেক্ষায় থাকুক। 

আমি চাই, আমি বাইরে থাকলে, সে বারবার আমাকে ফোন করে আমাকে বিরক্ত করুক, খাইসি কিনা, কখন ফিরব এসব জিজ্ঞেস কিরুক। 

আমি চাই, সে আমাকে ঘুম পাড়িয়ে দিক। আমার সাথে গল্প করুক। 

আমি চাই, ঘর থেকে বের হবার সময় সে আমার চুল দাঁড়ি আঁচড়ে দিক। ছেলে মেয়ের অলক্ষে ছোট্ট একটা চুমু এঁকে দিক। 

আমি চাই, সে আমার সাথে সুযোগ পেলে খুনসুটি করুক, অভিমান করুক। 

আমি চাই, সে তার জ্ঞান পড়াশুনা আমার সন্তান সন্ততির মান উন্নয়নে ব্যয় করুক। 

আমি চাই, সে লম্বা সময় নিয়ে ইবাদত করুক, আমার , আমার সন্তানের কল্ল্যানের জন্য দুআ করুক। 

আমি চাই, সে আমার অনুগত থাকুক, আমার সিদ্ধান্তে খুশি থাকুক। আমার উপার্জনে সন্তুষ্ট থাকুক। আমি যে ডিজাইন যে রঙের পোশাক কিনে আনব তাতে সে সন্তুষ্ট থাকুক। 

আমি চাই, আমি যেন সর্বদা সন্তুষ্ট থাকি সেই সর্বদা সে সেই ফিকিরে থাকুক। সে আমার পছন্দের রান্না গুলো করুক, হোক না সেটা ইউটিউব দেখে কাঁচা হাতের রান্না। 

আমি চাই, সে এমন হোক যাতে তার জন্য অন্তর থেকে দুআ আসে, বাইরে গেলে তাকে দেখার জন্য অন্তর ছটফট করে, ঘরে ঢুকে তার চেহারা দেখে আমার অন্তর প্রশান্ত হয়।
 
====

আমি চাই না, সে অনলাইনে দ্বীন শেখার নামে কোনো গায়রে মাহরামের পোস্ট এ কমেন্ট করুক, তাকে দেখুক। 

আমি চাই না, সে আমার অনুমতি ব্যতিরেকে ঘরের বাইরে যাক, ব্যবসা করুক (হোক তা অনলাইনে, পর্দা বজায় রেখে!), দুনিয়াদার দ্বীনী ফ্লেভারের আপুদের সাথে আড্ডা দিক। 

আমি চাই না, তার এমন কোন উপস্থিতি অনলাইন প্ল্যাটফরমে থাকুক, যেটা কোনো গায়রে মাহরাম জানতে বা বুঝতে পারে। 

আমি চাই না, সে আমার মুখে মুখে তর্ক করুক। 

আমি চাই না, সে এটা সেটা চেয়ে আমাকে বিরক্ত করুক, যেটা দেয়ার সামর্থ্য আমার নেই। 

আমি চাই না, আমাদের ব্যক্তিগত বিষয় গুলি সে দ্বীনী আপুদের সাথে শেয়ার করুক। 

আমি চাই না, সে এমন ইলম অর্জন করুক যাতে তার ভিতর এতটা অহংকার এসে যায়, যাতে আমাকে তার তুচ্ছ মনে হয়। 

আমি চাই না, সে অনলাইনে এত বেশি সময় দিক যাতে সংসারের কাজ করার যথাযথ সময় সে না পায়। 

আমি চাই না, সে একজন "রৌদ্রময়ী" হোক, রৌদ্রময়ীদের সাথে সম্পর্ক রাখুক। যে নিজেকে মেলে ধরতে চায় ঘর ছাপিয়ে বাইরে। হোক না তা পর্দা করেই। কোনই গায়রত সম্পন্ন পুরুষ তা চায় না। আমি পুরুষ হিসেবে স্বার্থপর, আমি আমার স্ত্রীকে আমার মত করেই চাই, কোনো "রৌদ্রময়ী"র মত করে নয়। 

আমি বিশ্বাস করি, একজন নারী যদি তার স্বামীকে সন্তুষ্ট রাখে, তার ঘর আগলে রাখে। ফরজ সালাত, সিয়াম ইত্যাদি পালন করে...... তবে জান্নাতের যেকোন দরজা দিয়ে সে চাইলে প্রবেশ করতে পারে। আল্লাহ তায়ালা নারীকে বানাইসেন দুর্বল করে, তাকে ঘরে থাকতে বলেছেন, তার কাজকে তুলনামূলক সহজ করেছেন পুরুষের তুলনায়। তার তো দরকার নাই ঘরের বাইরে যাওয়ার, নিজ গন্ডির বাইরে গিয়ে রৌদ্রময়ী হওয়ার। যেখানে আল্লাহ তাকে তার কাজ সহজ করে দিসেন, তাঁর তো দরকার নাই সেই কাজ নিজের উপর কঠিন করে নেয়ার। 

- জনৈক ফেরিওয়ালা

from: Abu Sumaiya

Quaran verses based on your emotions

This is amazing link, you can press on whatever emotion your feeling and it provides you to duas from the quran for help through that emotion.

https://www.islamestic.com/i-am-feeling/

কথা 001।1

তরল ভাষায় মাত্র একটা মেসেজ আসছে স্বামীকে শিক্ষা দেয়া সংক্রান্ত। সমীচিন মনে না হওয়াতে প্রকাশ করছি না। ২-১ টা কথা লিখছি। 

১। আসলে স্বামী শিক্ষা দেয়ার কোনো বস্তু না। তিনি হলেন সম্মানের বস্তু, এরপর ভালবাসার বস্তু। স্ত্রীর কাছে স্বামীর চেয়ে মর্যাদাবান আর কেউ নেই আল্লাহ তায়ালা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া। এই ব্যাপারে বিস্তারিত লেখার ইচ্ছা আছে বিধায় এখানে আর কোনও রেফারেন্স টানলাম না। 

২। শিক্ষা দিলেও বিপদ। শিক্ষা পেতে পেতে যদি শিক্ষিত হয়ে যায় তখন কিন্তু কিছুই কেয়ার করবে না। কাজেই খুনসুটি, মান-অভিমান ঠিক আছে, কিন্তু সম্মানটা যেন না চলে যায়। 

৩। স্বামী যদি শরঈ সীমার মধ্যে কিছু করতে বলে তাহলে সেটা মানা উচিত। আল্লাহ চাইলে এর দ্বারা আপনি সম্মানিত হবেন। 

৪। কথা পালটা কথা, খোঁচা পালটা খোঁচার দ্বারা সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। গ্রুপের পোস্টগুলো দেখলে আপনি জানবেন, কত শত মেয়ের স্বামী/শাশুড়ির বিরুদ্ধে কত শত অভিযোগ। আপনার স্বামীর ব্যাপারে যদি এহেন অভিযোগ করার সুযোগ না থাকে তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করুন। মনে করুন এটা আল্লাহর নেয়ামত। নেয়ামতের কদর করুন, শুকরিয়া আদায় করুন। তাহলে আল্লাহ তায়ালা নেয়ামত বৃদ্ধি করে দিবেন। আর যদি না করেন তাহলে আল্লাহ তায়ালা নেয়ামত ছিনিয়ে নিয়ে কঠিন আযাবে গ্রেফতার করবেন। 

আল্লাহ আমাদের হেফাজত করুন। আমীন।

©আহমদ রবিন৷




কোন ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোটখাটো বিষয়ে অনবরত বকা দিলে তা এক সময় ভালোবাসা কমে যাবার কারণ হবে।

কাছের মানুষের সব ব্যাপারে, খুঁটিনাটি সব ইস্যুতে খুঁত খুঁত করলে একসময় আপনি তার বিরক্তের কারণ হবেন।
.
ভয় ২ প্রকারঃ- "ভালবাসা ও সম্মান থেকে ভয়" এবং "আশংকা থেকে ভয়"

প্রথম ভয়টা উপভোগ্য। 

দ্বিতীয় ভয়টা একসময় ভালবাসা ও সম্মান কমিয়ে দেয়। তারপর সেখানে জায়গা করে নেয় অসম্মান, যা দীর্ঘদিন পর ঘৃণাতেও রুপান্তরিত হবার আশংকা আছে।

ফেরেশতারা যাদের জন্য দুয়া করে:

ফেরেশতারা যাদের জন্য দুয়া করে: