Thursday, April 22, 2021

"যুহুদ"বা দুনিয়া বিমুখতা

May be an image of text

 

"যুহুদ"বা দুনিয়া বিমুখতা।
.
প্রথমেই জেনে নিব যুহুদ অর্থ কি ? যুহুদ হচ্ছে আরবী শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দুনিয়া বিমুখতা, অনেকেই দুনিয়া বিমুখতার মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে থাকে তারা বলে থাকে দুনিয়া বিমুখতা বলতে পৃথিবীর প্রতি আকৃষ্টকারী সব কিছু থেকে বিমুখ হতে হবে যা সন্নাসী নামে পরিচিত। অথচ ইসলামে সন্নাসীর কোন স্থানই নেই সেটা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে।
.
তাহলে দুনিয়া বিমুখতাটা কি? কোরআন এবং হাদীসের মাধ্যমে জেনে নিব, আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনুল কারীমে বলেন, "আর তারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট অথচ পার্থিব জীবন আখেরাতের তুলনায় ক্ষনস্থায়ী ভোগ মাত্র" (সূরা রাদ,আয়াত:২৬)
.
সূরা আ'লার ১৭ নাম্বার আয়াতে বলেন"বরং তারা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, অথচ আখেরাতের জীবনটা হল স্থায়ী।যার বাস্তব প্রতিফলন আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি, প্রায় সকল মানূষই দুনিয়াকে নিয়ে ব্যাস্ত হয়ে পরছে অথচ এটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত।
.
সূরা ত্বাহার ১৩১ নাম্বার আয়াতে বলেন,"আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরিক্ষা করার জন্য পার্থিব জগতের যে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সে সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেননা, আপনার পালন কর্তার দেয়া রিযিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।
© পরকালের যত চিন্তা

 

 

No comments:

Post a Comment