Monday, October 31, 2011

হাজার বছর ধরে-ফেসবুক ভার্সন

মকবুল is now married to ফাতেমা
ফাতেমা,গনু মোল্লা like this
আমেনার কমেন্ট-“কি আমরা কি ভাইসা আইছি!!শুধু ফাতেমা কেন?আমাদের নাম কই?আমাগো রে তুমি বিয়া করো নাই?”
টুনি like this
টুনির কমেন্ট-“ঠিক কইছ বুবু;আমাদের কোন সম্মান নাই; শুধু ফাতেমাকে দিয়ে রাখছে”
মকবুলের কমেন্ট-“তোমরা শান্ত হউ;ফেসবুকে relationship status এর multiple option না থাকলে আমি কি করবো?তাই আমি ঠিক করছি;মাসের ৩০ দিনের ১০ দিন করে ৩ জনের নাম একে একে দেয়া হবে”
আমেনা and ফাতেমা like this
_________________________________________________

টুনির স্ট্যাটাস-“Montu miahr sathe mach dhortichi;corom moja pacci.. :D”
মন্তু likes this
মন্তুর কমেন্ট-“মকবুল মিয়া দেখলে কি ভাববো?”
টুনির কমেন্ট-“english e lekho miah;bangle ase na amar mobile e;bollam amr opera te bangle install kore dite;dila to na”
মন্তুর কমেন্ট-“ bollam je tomar ei status mokbul miah dekhle ki vabbo?kalkei install koira dimu ne… :)”
টুনির কমেন্ট-“isshh… buirar naak kaita dimu na… :P”
সালেহার কমেন্ট-“কি যে ঢং; রাত বিরেতে পরপুরুষের সাথে ঘুরতে লজ্জা করে না”
ফকিরের মা like this
টুনির কমেন্ট-“tomar eto lage kan haaaa????”
সালেহার কমেন্ট-“সঠিক কথা বললেই দোষ;তাই না??”
টুনির কমেন্ট-“kharao;tomake dekhtisi;hironer biyar somoy to emni e mair khaba;tokhn bujhba ni.”
_________________________________________________

মকবুল মিয়া create a event “হিরনের বিয়ে”
১০০০ গ্রামবাসী are attending
_________________________________________________
আবুলের স্ট্যাটাস-“Again I am single…Ready to mingle… :D”
আবুল like this
মকবুলের কমেন্ট-“লজ্জা করে না; তিন তিনটা বৌরে মাইরা ফালাইছস;আবার বিয়া করতে চাস? ঃ@”
মন্তু,টুনি and 5 others like this
সুরত আলীর কমেন্ট-“হ ঠিক কথা;তোর দিলে কোনও দয়া মায়া নাই”
সালেহা,টুনি and 4 others like this
মকবুলের কমেন্ট-“হ তোরে আর বিয়া দিমু না আমরা”
মন্তু,টুনি and 3 others like this
আবুলের কমেন্ট-“আমি বিয়া করুম তোমার কি?নিজের তো ৩টা বউ;তুমি কি বুঝবা বৌ না থাকলে কেমন লাগে?তোমাদের ভালো না লাগলে আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে যাও”
_________________________________________________
আম্বিয়ার স্ট্যাটাস-“ভাটুইরে না দিয়ো শাড়ি…ভাটুই যাবো বাপের বাড়ি”
মকবুল and মন্তু like this
মকবুলের কমেন্ট-“বাহ!কি সুন্দর স্ট্যাটাস;কি সুন্দর গান গাও তুমি;মনটাই ভইরা যায়… :*”
টুনি like this
আম্বিয়ার কমেন্ট-“blush… কে যে কন না; শরম লাগে”
মকবুল like this
ফাতেমার কমেন্ট- “ছিঃ… আপনার লজ্জা শরম নাই?কি করতেছেন এগুলা মকবুল মিয়া?”
আমেনা like this
আমেনার কমেন্ট-“ মাইয়ারে বিয়া দিছেন;তার শ্বশুর বাড়ির লোকেরা এই কমেন্ট দেইখা কি ভাববো?”
ফাতেমা,সুরত আলী like this
টুনির কমেন্ট-“মকবুল মিয়া; ওগো হিংসা হইতেছে;আপনি চালায় যান; আমি আছি আপনার পিছে”
মকবুলের কমেন্ট-“নিমকহারাম,সব নিমকহারাম…আমার টাকায় ইন্টারনেট ব্যবহার করে আর আমার বিপক্ষে কথা কস”
টুনি like this
ফাতেমার কমেন্ট-“বুড়ো বয়সে ভীমরতি ধরছে”
সালেহা,ফাতেমা and 3 others like this
মকবুলের কমেন্ট-“ নিমকহারাম; যাহ্ আমেনা আর ফাতেমাকে আমি তালাক দিলাম!!”
ফকিরের মার কমেন্ট-“আহারে পোড়াকপাইল্লা! এ তুই কি করলি রে;এ তুই কি করলি!!”
_________________________________________________
আমেনা is now divorced
গনু মোল্লার কমেন্ট-“আমেনা বিবি শান্ত হউ;রাগের মাথায় ফেসবুকে তালাক দিলে তালাক হয় না; ফাতেমারে খুইজা পাই না;কই সে?”
ফকিরের মা’র কমেন্ট-“ও তো দুঃখে আকাউন্ট deactivate করে ফেলছে; হায়রে এ কি হল রে;সব শেষ হয়ে গেলো রে;আল্লাহ গো এ কি হল রে… :’( :’(“
আমেনা like this
আবুলের কমেন্ট-“এই বুড়ির ফেসবুকে আকাউন্ট খুলে দেয়াই ঠিক হয় নি;সবার পোস্টে গিয়ে কান্নাকাটি করে… ঃ@”
সালেহা like this
আমেনার কমেন্ট-“হিরন যাতে এই খবর না জানে;আমি ওকে ব্লক কইরা দিছি;তোমরা কেউ এসব নিয়া পোস্ট দিয়ো না;অ জানলে শেষ হইয়া যাইব”
_________________________________________________
মন্তুর স্ট্যাটাস-“আরেকটা দিন বেশি বললে থাকবে কি…একটু দাঁড়াও শেষ চেষ্টা করে দেখি”
টুনি like this
টুনির কমেন্ট-“বিয়ার পর কি তুমি আম্বিয়ার বাড়িতে থাকবা?”
মন্তুর কমেন্ট-“জানি না;ওর বাড়িতে মডেমের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না;নাও থাকতে পারি”
টুনির কমেন্ট-“কত আশা ছিল;তোমার বিয়াতে ছবি তুইলা আপলোড করবো”
মন্তুর কমেন্ট-“এখনো সময় আছে টুনি;চল ২ জনে ফেসবুক deactivate করে পালায় যাই মনোয়ার হাজি রে কইলে ব্যবস্থা করে দিবো”
টুনির কমেন্ট-“না না;তা হয় না মিয়া; …তা হয় না” :P :P : P