Tuesday, December 13, 2011

Collection of Stories - 06

জোনাকি পোকাঃ
 
অনেক দিন হল আমি জোনাকী পোকা দেখিনি।প্রবাসী হয়ার পর আমিমনে হয় যন্ত্র   হয়ে গেছি। খাওয়া,ঘুম আর কাজ এই-সবের মাঝেই মিশে আছি বলা যেতে পারে। জাতীয় কবি কাজি নজরুল ইসলামের একটা কথা বার বার মনে পরে,

"হে দারিদ্র তুমি মহান,
তুমি মোরে দানিয়েছ খৃষ্টের সম্মান"

আমি মহান নই,মহান হয়ার ইচ্ছেও নেই।"দারিদ্র" শব্দের সাথে "ক্ষুধার্থ" র্শব্দটার খুব মিল আছে। প্রচন্ড ক্ষুধায় যখন কষ্ট পেতাম, তখন "মহান" বলে যে একটা শব্দ আছে,সেটার কথা আমার মনে থাকতনা। আমার প্রিয় কবিকে বলতে ইচ্ছে করত,"হে মহামান্ন্য কবি,আপনি কি ভেবে দারিদ্রকে এত্তো উপরে তুলে ধরেছেন?", আমার বিদেশ আসার সুযোগ হয়।আমি হয়ে যাই প্রবাসি.....।
 

প্রবাসি হয়ার পর থেকেই আমার মাঝে দেশপ্রেম সৃষ্টি হয়।আমার হৃদয় দর্পনে প্রতিনিয়ত ভেসে উঠে আবহমান বাংলার নানান রূপ।একাকিত্তের আগুনে আমি দাও-দাও করে জ্বলতে থাকি।
জোনাকি পোকার কথা বলছিলাম।কিছুদিন ধরে জোনাকিপোকার কথা বারবার মনে পড়ছে.......
ছোট বেলায় বাবার সাথে একবার গভীর রাতে গ্রামের বাড়ি রওনা হয়েছিলাম।আমরা যেখানে থাকতাম সেখান থেকে আমাডের গ্রামের বাড়ি তেমন একটা দূরে না।তার পরও আমার ভয় ভয় করছিল (ভূতের ভয়), জোছনা ছিলনা,কিন্তু তারপরও চাঁদেরসামান্য আলোয় রাস্তায় আমাদের ছায়া পড়েছিল।আমার মাঝে মাঝে মনে হচ্ছিল,আমাদের এই ছায়াটাই হয়ত ভূত। আমাদের গ্রামের বাড়িতে বিদ্যুতের আলো সেই সময় পৌঁছায়নি,তাই বাড়ি গুলোকেও ভূতের বাড়ি মনে হচ্ছিল। আমি আব্বুর হাতের দিকে চেয়ে চেয়ে পথ চলতে থাকলাম।এই অন্ধকার ভূতের বাড়িতে আমি থাকব কিভাবে,সেটা ভেবে আমার রক্ত শীতল হতেহতে হয়ত জমতে শুরু করেছিল।আব্বু হঠাৎ বললেন,"চেয়ে দেখ কত্তো জোনাকি"।
জোনাকি পোকা দেখার শখ আমার নেই,তারপরো দৃষ্টি দিলাম বাড়ির পাশের ঝোপের দিকে।ছোটছোট পোকা গায়ে মিটিমিটি সবুজ আলো নিয়ে ঘুরছে,সে আলোতে তীব্রতা নেই।জোনাকি পোকা নিয়ে কয়েকটা গল্প-কবিতা পড়েছি,কিন্তু আমি কখনো ভাবিনি এই পোকা এতোসুন্দর হবে।আমার শিশু মনের সব ভয় ক্ষনিকেই দূর হয়ে যায়।আমার তখন মনে হচ্ছিল,হাজার হাজার প্রহরী প্রদ্বীপ নিয়ে আমাদের গ্রামটাকে পাহারা দিচ্ছে।আব্বু একটু পরেই ভেজা গলায় আমাকে ফিসফিস করে বললেন,"অনেক বছর পর আজ আবার একসাথে এতো জোনাকি পোকা দেখলাম"
বাবার কথা শুনে আমি চমকে উঠলাম,জোলাকি পোকা বাবার খুবি ভালো লাগে,সেটা বুঝলাম,কিন্তু চোখে জল আনার কারণ বুঝতে পারিনি সেই সময়।আমার মনে আছে সেই আলো বিহীন রাত-ও আমার বাবার চোখের জলকে আড়াল করে রাখটে পারেনি।
আমার অবচেতন মন,ছোটবেলার সেই মধুময় স্মৃতি আমার নিউরনের মাঝে যতলে তুলে রেখেছিল।সে রাত এখনো আমার হৃদয় দর্পনে ছবির মত ভেসে উঠে।
দারিদ্রের শক্ত শিকল আমার পায়ে বাঁধা।আমি এখন আশায় প্রহর গুনছি,একদিন আমার পায়ে বাধাঁ এই শক্ত শিকল ছিড়ে যাবে।আমি তখন ছোটবেলারসেই রাতের মত আরেকটা রাত বেচে নিয়ে গ্রামের বাড়ি যাব।আমি একসাথে অনেক জোনাকিপোকা দেখে কিছুক্ষণ কাঁদব।
 
 গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143
লিখেছেন "মীর ইমাম"

Collection of Stories - 05

রাতের খালি রাস্তায় দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছে নিরব। পেছনে বসা অনিমা। তারা ভাল বন্ধু এবং একে অপরকে অনেক ভালবাসে কিন্তু একথাটা কেউ কাউকে বলেনি কখনো।

অনিমা- একটু আস্তে চালাবে? আমার ভয় করছে।

নিরব- না । আমার খুব ভাল লাগছে।

অনিমা- প্লীস । এটা খুবই বিপদজনক।

নিরব- ঠিক আছে। আগে বল তুমি আমাকে ভালবাস?

অনিমা- আচ্ছা আমি তোমাকে ভালবাসি।
এখন একটু আস্তে চালাও।

নিরব- এখন আমাকে একটু জড়িয়ে ধরো।
অনিমা নিরবকে জড়িয়ে ধরলো।

অনিমা- এখন আস্তে চালাও।

নিরব- তুমি আমার হেলমেট খুলে নিজে পড়।
এটা পড়ে আমি বাইক চালাতে সাছন্দ্য বোধ করিনা। এটা একটা বিরক্তি কর জিনিস।

পরের দিন ।

আজকের পত্রিকার প্রথম পাতায় ছাপা একটি ঘটনা। একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে বিদস্ত হয়েছে। জানা গেছে মোটর সাইকেলের ব্রেক এর তার ছিড়ে গিয়েছিল। যাত্রীদের দুজনের একজন সাথেসাথেই মারা যায়, অপর জন মারাত্তক আহত হয়ে হাসপাতালে আছে। ছেলেটা বুঝতে পারে যে বাইকের ব্রেক কাজ করছে না, কিন্তু মেয়েটিকে কিছু বুঝতে দেয়নি। সে জানত যে এতে করে অনিমা আরও ঘাবড়ে যাবে। শেষ মূহুর্তে ছেলেটি মেয়েটাকে বলেছিল আমি তোমাকে ভালবাসি এবং তার কাছ থেকে ভালবাসার উপহার সরুপ শেষ মুহূর্তের জন্য একটু আদর জড়ানো  ভালবাসা নিয়েছিল।


[একেই বলে সত্যিকারের ভালোবাসা]
 
গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143

Collection of Stories - 04

সত্য ঘটনাঃ  { A true FACT }

আমাদের বাসা আর মিষ্টিদের বাসা যেন হাউস ফুলের ইকরামুল হক সাহবের বাসার মতো। আমি তখন নাইনে পড়ি।
আমাদের ফ্যমিলির সাথে মিষ্টিদের ফ্যামিলির ভাল সম্পর্ক ছিল। আম্মু প্রায়ই ওদের বাসায় যেত। ওরা আমাদের বাসায় আসতো।

মিষ্টি মেয়ে মিষ্টিও তখন ক্লাস সেভেনে পড়ে। মিষ্টি দেখতে অনেক সুইট। ওর সুন্দর করে কথা বলার জন্য সবাই ওকে অনেক ভালবাসাতো।
 
 


আমাদের বাসা থেকে গোলাপ চারা নিয়ে যেতো প্রায়, আর আমি জিঞ্জাসা করলেই বলতো , গোলাপ হলে আমি তা তোমাকেই দিবো।
আর তখনই আমি মনে মনে বলতাম মিষ্টি যে কবে বড় হবে, বড় হলে ও দেখতে অনেক সুন্দর হবে।

ইতালী আসার কয়েকদির পরই মিষ্টির আব্বুর চাকরী বদলি হবার পড় ওরা চলে যায় উত্তরায়।

মিষ্টিরা এখন আবার মোহাম্মদপুর এসেছে, এক কাজিনের সাথে কথা হবার পড়া জানতে পারলাম।
মিষ্টির কথা আমি না বলতেই ও বলে দিল, মিষ্টি নাকি অনেক সুন্দর হয়েছে। নেক্সট ইয়ার নাকি পরিক্ষা দিবে।

মিষ্টি কে অনেক মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে।

[জানি লেখাটা পড়ে কারও ভালো লাগবে না কারন আমি গুছিয়ে লিখপে পারি না তবুও যারা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ]
 
গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143

Collection of Stories - 03

এটাই ভালবাসা . .. . .
 
দিন টা ছিল বুধবার
ক্যালেন্ডার এর হিসেব মতো ২০০৮ সালের এপ্রিল
মাসের ৮ তারিখ । ঢাকা মেডিক্যাল
কলেজ ছুটি হয়ে গেছে ।
আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাব।
আকাশে মেঘ ছিল । মহাখালির
কাছে আসতেই টিপটিপ বৃষ্টি পরতে শুরু
করল । এরই
মধ্যে তাড়াহুড়া করে ময়মনসিংহ
গামী সৌখিন এক্সপ্রেস বাস এ
উঠে পড়লাম । আমি ও বাস উঠলাম আর
মুষলধারে বৃষ্টি ও শুরু হল।
আমার আজীবনের অভ্যাস হল বাসের
জানালা খুলে হাওয়া খাওয়া । মিনিট
পনের পরে বৃষ্টিটা একটু
ধরে এলে আমি জানালা টা খুলেদিলাম ।
বৃষ্টিভেজা বাতাস আমার চুল
ছুঁয়ে যাচ্ছিল । হোটেল র্যাডিসনের পাশ
দিয়ে যাবার সময় কি একটা অচেনা ফুলের
ঘ্রাণ আমার মন টা মাতাল
করে তুলছিল। কি হয়েছিল
জানি না কিন্তু কেন জানি আমার
চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল ‘ হৃদি ই
ই...... আমি তোমাকে ভা... লো... বা...
সি...।’
পাশের সিট টা খালি ছিল। মনেহল
হৃদিতা যদি পাশে বসে আমার
কাঁধে মাথা রাখত, স্রষ্টার কাছে আর
কিছু চাইবার থাকতো না। ভালোবাসার
আবেশে মগ্ন আমি ভুলেই গিয়েছিলাম,
হৃদিতা আমার জীবনে একই সাথেআনন্দ
আর বেদনার আশ্চর্য সংমিশ্রণ ;
স্বপ্ন আর স্বপ্নভঙ্গের যৌথ
যুগলবন্দী।
আমি তখন ক্লাস এইটে পড়ি।
ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র।
বৃত্তি কোচিং করতাম স্থানীয়
একটি কোচিং সেন্টারে। যথাসাধ্য
চেষ্টা ছিল স্কুলের সুনাম ধরে রাখার।
ক্লাস টেস্টগুলোতে ভাল ফলাফলই
করতাম। অগোছালো পোশাক,
এলোমেলো চুল, চোখে ভারী পাওয়ার এর
চশমা – সব মিলিয়ে আঁতেল সমাজের
আদর্শ প্রতিনিধি বলতে যা বঝায়,
আমি ছিলাম ঠিক তাই। সব টিচারের
ক্লাসেই একান্ত মনযোগী ছাত্র ছিলাম।
বিশেষ করে ইংলিশ ক্লাসে মামুন স্যারের
লেকচারগুলো গোগ্রাসে গিলতাম আমি।
আমার জীবনের রঙ্গিনতম স্বপ্নটির
সুচনা ও মামুন স্যারের ক্লাসেই।
জানুয়ারী মাসের কোন এক
তারিখে বিকেলে স্বয়ং পরিচালক ক্লাস
এ নিয়ে এলেন একটি মেয়েকে।মামুন স্যার
কে বলে গেলেন, ‘ মামুন, মেয়েটা গাজীপুর
থেকে নতুন এসেছে। ওর দিকে খেয়াল
রেখো। ’’ ক্লাসের এর সবার মতআমি ও
মেয়েটাকে দেখলাম। শ্যামলা,
মোটামুটি লম্বা, কাঁধ পর্যন্ত
খোলা চুল। এক নজর দেখেই ক্লাস এ মন
দিলাম আমি।
মামুন স্যার ক্লাসে অসম্ভব
মজা করতেন। মাঝে মাঝে ক্লাসে হাসির
রোল পড়ে যেত তার কথা শুনে।
হাসতে হাসতে কতবার
যে চোখাচোখি হয়েছিল আমার আর
হৃদিতার মাঝখানে।
কখনো কখনো আড়চোখেও
ওকে দেখতাম। আসলে ওকে নয়, ওর
মায়াবী চোখজোড়া দেখতাম, ওর নিষ্পাপ
হাসিটাকে দেখতাম। অই হাসি দেখেই
সিদ্ধান্ত নিয়েছিলাম – আমিকেবল
ওকেই ভালবাসবো। আত্মার সবটুকু
পবিত্রতা উজাড় করেই ভালবাসবো।
ওকে বহুবার বলতে চেয়েছি বহুব্যবহত
কিন্তু চিরনতুন কথাটা – ‘
আমি তোমাকে ভালবাসি।’কিন্তু
বলা হয়নি। বলা হয়নি কারণ,
আমি জানতাম না আমি আদৌ তার
উপযুক্ত হতে পারব কিনা।
ওকে পেলে ধরে রাখতে পারব কিনা।
কিন্তু ওর প্রতি আমার আকর্ষণটাই
আমাকে প্রতিনিয়ত ভাল
করতে উৎসাহিত করল।
যে বয়সে ছেলেরা সিগারেট এ স্মার্টনেস
খোঁজে, আনন্দের সন্ধান
করে পর্ণোমুভিতে,
সে বয়সটাতে আমি আশ্চর্য রকমশান্ত
থেকেছি। বারবার নিজেকে বুঝিয়েছি,
আমাকে প্রস্তুত হতে হবে। আমার
ভালবাসাকে জয়ী করার
জন্যে তৈরি থাকতে হবে সবসময়। হ্যাঁ,
আমি পেরেছি। এখন আমি ঢাকা মেডিকেল
এর ছাত্র। অ্যানাটমি, প্যাথলজি,
বায়োকেমিস্ট্রি, হিসটোলজি এ রকম
অনেকগুলো বিষয় নিয়ে আমি ব্যস্ত।
পড়াশোনা আর পরীক্ষার চাপে হৃদিতার
স্মৃতিতে খানিকটা ধুলো জমেছিল
বোধহয়। তারপর.........
তারপরের কাহিনী তো আগেই
বলেছি.........
পরিশেষ: এই ফেসবুক জমানায় পরিচিত
একজনকে খুঁজে পাওয়া খুব কঠিন কিছু
না। হৃদিতাকেও আমি খুঁজে পেয়েছি। ও
ঢাকা ইউনিভার্সিটির
মাইক্রোবায়োলজি তে পড়ছে। ওর
সাথে দেখাও হয়েছে। ও নিজেই
আমাকে ওর মনের মানুষের সাথেপরিচয়
করিয়ে দিয়েছে। ছেলেটা ভাল, বুয়েটের
EEE তে আছে। পরশুদিন
দেখা হয়েছে আমার সাথে। ওর চাচার
এবি পজিটিভ রক্তের দরকার ছিল।
আমিই রক্ত দিয়েছি।।
 
 
গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143/posts/217050395036859
লিখেছেন  :  Mridul Kanti Ghosh
 
 

Collection of Stories - 02

আমি আজ দীর্ঘ সাত বছর পর আমার এক মাত্র বান্ধবী কে অনেক মিস করছি । সে আমার অনেক ভাল একজন বন্ধু ছিল । আমরা দুজন দুজন কে সব কিছু সেয়ার করতাম । সুখ দুঃখ তে পাশাপাশি থাকতাম । আমরা তখন এইচ এস সি পরীহ্মার্থী । ও অংকে আর আমি ইংরেজীতে অনেক কাচাঁ ছিলাম । তাই আমিওকে অংকে সাহায্য করতাম আর ও আমাকে ইংরেজীতে সাহায্য করত । কিন্তু আমি ওকে মনে মনে অনেক পছন্দ করতাম । জীবনের প্রথম  ভাললাগা ।
দীর্ঘ এক মাস পর আমার মনের কথা ওকে খুলে বললাম , কিন্তু ঐ বলাটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল । ও অনেক কষ্ট পেয়েছিল তাই আজ পর্যন্ত ও আমার সাথে রাগকরে আছে । কিন্তু আমি ওকে কখনোই কষ্ট দিতে চাই নি , কারণ আমার ভালবাসার মাঝে ছিল অনেক শ্রদ্ধা , যে শ্রদ্ধা আজো তাকে মনে করিয়ে দেয় । 
------ ও হয়তো আজ সুখে আছে , আমাকে ও ভুলে গেছে [ :( ] , কিন্তু দীর্ঘ সাত বছর পরো আমি তাকে ভুলতে পারি নি , তাকে যতোটুকু কষ্ট দিয়েছিলাম সেই কষ্ট আজ আমি বয়ে বেরাচ্ছি । ও এখন অস্ট্রোলিয়াতে ওর স্বামীর সাথে খুব সুখেই আছে , আমিও চাই ও অনেক সুখে থাকুক । ও আজ অনেক দুরে , হয়তো দেখা হবে না কখন ও । তবে সত্যি যদি জানতাম ভালবাসার কথা জানালে এত ভাল একজন বন্ধুকে হারাতে হবে তবে কখনোই তোমাকে বলতাম না আমি তোমাকে ভালবাসি । আজ তোমাকে অনেক বেশি মনে পরছে, এখন ও তোমায় অনেক ভালবাসি অনেক শ্রদ্ধা করি আমার প্রখম ও শেষ বান্ধবী হিসেবে । আমি জানি তুমি আজোআমায় হ্মমা করোনি , যদি করতে আমাকে একবার হলেও মনে করতে । সৃষ্টিকর্তা তোমার কাছে একটিই আবদার যেনো ওর সাথে মৃত্যুর আগে একবার দেখা হয় আর সেইদিন যেনো আমি ওর হ্মমা টা নিতে পারি ।
 
  গল্পটি নেয়া : https://www.facebook.com/Golpo143
Written by :  Empty Cartridge

আমার রাজকুমারী [ Collection of Stories- 01 ]

••••••••• •••••••••••••••

এই তুই পেয়েছিস কি আমারে? ছাগল না ভেড়া?
আজকে ওনার জুতা ছিরে যাবে কাল ব্যাগের চেইন নষ্ট হবে পরশু নীলক্ষেত হতে কোন অখ্যাত লেখকের বই খুঁজে বের করতে হবে। আবার রোদে দাড়িয়ে থেকে রিক্সা ঠিক করে দিতে হবে, আমি আর পারুম না, তোর কাজ তুই কর।
এমন করে প্রতিদিন আমার রাজকুমারীর সাথে ঝগড়া করি আর পরেরদিন ক্যাম্পাসে আসলেআবার আগের মতো তার হুকুম পালন করতে থাকি।
কেন জানেন?
কারণ এই বেখেয়ালি মেয়েটাকে আমি বড্ড বেশী ভালোবাসি। কিন্তু এখনো বলতেপারি নাই।
বলতে যে চেষ্টা করিনাই তা না, যেদিনই বলতে গেছি সেদিনইরাজকুমারীর আমার, অতি অপ্রয়োজনীয় কাজের ব্যস্ততা দেখা দেয়।
ধুর! ভালো লাগে না।
গত ‘ভ্যালেন্টাইন্স ডে’ তে শাহবাগ থেকে ১১০ টাকা দিয়ে একখান সাদা গোলাপ কিনছিলাম তাহার আবার ওটাই পছন্দ কি করার, পকেটের শেষ সম্বল খরচ করতে হল। সেটা আবার বন্ধু মহলের হাত হতে বাঁচানোর জন্য অতি সাবধানে ব্যাগের মাঝে রাখলাম।
হায় কপাল আমার! ভাগ্য এতোই সুপ্রসন্ন, যে শালার মোজা মানে মোজাম্মেল হাই বেঞ্চে বসার আর জায়গা পেল না একেবারে আমার ব্যাগের উপর। আবার কয় কিনা চেতস কেন দোস্ত? কিভাবে বলি এর মাঝে অতি মূল্যবান একখান বস্তু লুকায়িত অবস্থায় আছে।
কি করার রাজকুমারীকে তো আবার চ্যাপ্টা গোলাপ দেয়া যায়না। পকেটে নাই আবার টাকা। তাই সেবার আর বলা হল না।
রাজকুমারীর সাথে যেদিন প্রথম পরিচয় সেদিন থেকেই এসব গণ্ডগোল লেগেই আছে। তা আর বললাম না।
দু’দিন ধরে তিনি ক্লাসে অনুপস্থিত, ভাবলাম ফোন দিয়ে দেখি জ্বর-টর হোল নাকি।
মোবাইলটা বেজেই গেল ধরল না। তাই কি করার ল্যান্ড ফোনে কলদিতে হলো।
বহু কষ্টে ওনাকে পাওয়া গেল
-কিরে ক্যাম্পাসে আসস না কেন? জ্বর নাকি?
-নারে, একটু বিজি। কালকে আসবএখন রাখি পরে কথা হবে। বাই।
ভুলবশত রিসিভারটা রাখা হয় নাই তাই আমি শুলতে পেলাম কিছু কথা। তা ছিল এমন তাও আবার তার কণ্ঠস্বর,
“না আপা ছেলেটা-তো ভালোই, রিং টাও দারুণ। জবটা পার্মানেন্ট। এখন দেখার বাকি মানুষ হিসেবে কেমন। খারাপ হলে রিং ফেরত।“
রাজকুমারী আমার এই কাজের জন্য ক্যাম্পাসে আসে নাই। তার মানে বাসায় তাকে আজকে আংটি পরাতে আসছে।
এতদিন না বলার ফলাফল আমকে এভাবে শুনতে হবে আমি কল্পনাও করি নাই। আমার মাথা ঘুরছে। টোটালি আমার সামনে সবকিছু ব্ল্যাক।
কালকে গিয়ে দেখতে পাবো তার হাতে কোন পাথর বসানো আংটি শোভা পাচ্ছে। আর এসে বলবে এতো দ্রুত সব হয়ে গেল তোদেরজানাতে পারলাম না সরি, বিয়েতে ডাবল খেয়ে নিস।
নাহ্‌ আর ভাবতে পারছিনা।
যাহ্‌, কালকে থেকে ক্লাসেই যামু না। গেলেই ঐ মুখ দেখতে হবে।
এক সপ্তাহ কেটে গেল, ফোনটাও অফ।
লাস্ট ইয়ারের লাস্ট সেমিস্টার, এই পর্যায়ে এসে যদি সব ছেড়ে দেই তাহলে আমারফ্যামিলির কি হবে। একমাত্র আমিই আমার ফ্যামিলির আশা ভরসা, নিজ দায়িত্বকে-তো আর অবহেলা করতে পারিনা।
-কিরে এতদিন কই ছিলি?
-মরতে গেছিলাম। পারিনাই তাইব্যাক করছি
- বাজে কথা রাখ। একটা দারুণ খবর আছে, আমার আমার.......
- জানি আপনার বিয়ে দাওয়াত কার্ড দিবি ছেলে ভালো পার্মানেন্ট জব সরি বলতে পারিনাই এতো বিজি ছিলাম ডাবল করে খেয়ে নিস ইত্যাদি ইত্যাদি............
শোন তোর এসব প্যানর প্যানর শোনার জন্য ক্লাস করতে আসি নাই আর আমাকে পেয়েছিস কি? গাধা গরু ছাগল নাকি ভেড়া? হ্যাঁ আমি মনে হয় সব, কারণ আমি ভুল করে তোরে ভালবাসতে গেছি বহুত হইছে আর না যা এবার থেকে জুতা ছিরে গেলে তোর হবু বরকে গিয়ে বলবি মুচি ঠিক করে দিতে, পার্মানেন্ট গাড়ি কিনে দিতে, নীলক্ষেত থেকে বই খুঁজে দিতে।
শোন তোর জন্য আমি আর কিচ্ছু করতে পারবনা কিচ্ছু না আমি আর বৃষ্টিতে ভিজতে পারব না রোদে পুড়তে পারবনা তোর রাস্তা তুই খুঁজে নে .........
আমি এতক্ষণ পাগলের মত এক নিশ্বাসে সব বলে গেলাম কোন দাড়ি কমা ছাড়াই। খেয়াল করি নাই এতক্ষণ আমার রাজকুমারী সহ আমার বন্ধু মহল হা করে আমার দিকে তাকিয়ে ছিল। আমি আর কথা না বাড়িয়ে করিডরের দিকে পা বাড়ালাম শুধু তখন একটা কথাই শুনতে পেলাম পেছন থেকে,
“আমার মেঝ আপার বিয়ে আগামী শুক্রবার ক্লাস শেষ হলে দাওয়াত কার্ডটা নিয়ে যাস”
এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত
চলো (তুই থেকে তুমিতে রূপান্তর)
কোথায়?
 
বড় আপা তোমার সাথে কথা বলতে চাইছেন..................
 
••••••••• •••••••••••••••

লিখেছেনঃ আফরিন
গল্পটি নেয়া : 
https://www.facebook.com/Golpo143/posts/216397868435445 

ভাল লাগলে অন্যদের সাথে শেয়ার করুন ।

ভাল থাকুন ; সুস্থ থাকুন ।

Sunday, December 4, 2011

Which baby are you? কে কোন মাসে জন্মেছেন, তার একটা সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিন। [ REPOSTED-COPIED ]

JANUARY BABY

Pretty/handsome. Loves to dress up. Easily bored. Fussy. Seldom shows emotions. Takes time to recover when hurt. Sensitive. Down-to-Earth. Stubborn.














FEBRUARY BABY

Abstract thoughts. Loves reality and abstract. Intelligent and clever. Changing personality. Attractive. Sexiest out of everyone. Temperamental. Quiet, shy and humble. Honest And loyal. Determined to reach goals. Loves freedom. Rebellious when restricted. Loves aggressiveness. Too sensitive and easily hurt. Gets angry really easily but does not show it. Dislikes unnecessary things. Loves making friends but rarely shows it. Horny. Daring and stubborn. Ambitious. Realizing dreams and hopes. Sharp. Loves entertainment and leisure. Romantic on the inside not outside. Superstitious and ludicrous. Spendthrift. Tries to learn to show emotions. Repost this in 5 mins and you will talk to someone new and realize that you are a perfect match.

















MARCH BABY

Attractive personality. Sexy. Affectionate Shy and reserved. Secretive. Naturally honest, generous and sympathetic. Loves peace and serenity. Sensitive to others. Great kisser. Easily angered. Trustworthy. Appreciative and returns kindness. Hardly shows emotions. Tends to bottle up feelings. Observant and assesses others. If you repost this in the next 5 mins, you will meet your new love in 8 days.

























APRIL BABY

Suave and compromising. Funny and humorous. Stubborn. Very talkative. Calm and cool. Kind and sympathetic. Concerned and detailed. Loyal. Does work well with others. Very confidant. Sensitive. Positive Attitude. Thinking generous. Good memory. Clever and knowledgeable. Loves to look for information. Able to cheer everyone up and/or make them laugh. Able to motivate oneself and others. Understanding. Fun to be around. Outgoing. Hyper. Bubbly personality. Secretive. Boy/girl crazy. Loves sports, music, leisure and traveling. Systematic. Hot but has brains. If you repost this in 5 mins, a cutie that's caught your eye will introduce themselves and you will realize that you are very much alike in the next 2 days.
















MAY BABY

Stubborn and hard-hearted. Strong-willed and highly motivated.

Sharp thoughts. Easily angered. Attracts others and loves attention.


Deep feelings. Beautiful physically and mentally. Firm Standpoint.


Needs no motivation. Shy towards opposite sex. Easily consoled. S


ystematic (left brain). Loves to dream. Strong clairvoyance. Understanding.


Sickness usually in the ear and neck. Good imagination. Good physical. Weak breathing.


Loves literature and the arts. Loves traveling. Dislike being at home. Restless.


Not having many children. Hardworking. High-spirited.


If you repost this in the next 5 minutes, you will become close to someone you do not speak too much

in the next 4 days.








JUNE BABY

You've got the best personality and are an absolute pleasure to be around. You love to make new friends and be outgoing. You are a great flirt and more than likely have an a very attractive partner. a wicked hottie. It is also more than likely that you have a massive record collection. You have a great choice in films, and may one day become a famous actor/actress yourself - heck, you've got the looks for it!!! IN the next 6 days you will meet someone that may possibly become one of your closest friends, if you repost this in 5 minutes.










JULY BABY

Fun to be with. Secretive. Difficult to fathom and to be understood. Quiet unless excited or tensed. Takes pride in oneself. Has reputation. Easily consoled. Honest. Concerned about people's feelings. Tactful. Friendly. Approachable. Emotional temperamental and unpredictable. Moody and easily hurt. Witty and sparkly. spazzy at times. Not revengeful. Forgiving but never forgets. dislikes nonsensical and unnecessary things. Guides others physically and mentally. Sensitive and forms impressions carefully. Caring and loving. Treats others equally. Strong sense of sympathy. Wary and sharp. Judges people through observations. Hardworking. No difficulties in studying. Loves to be alone. Always broods about the past and the old friends. Waits for friends. Never looks for friends. Not aggressive unless provoked. Loves to be loved. Easily hurt but takes long to recover. Repost this in the next 5 mins and your reputation will boost someway in the next 12 days.












AUGUST BABY

Outgoing personality. takes risks. feeds on attention. No self-control. Kind hearted. Self-confident. Loud and boisterous. VERY revengeful. Easy to get along with and talk to. Has an "every thing's peachy" attitude. Likes talking and singing. Loves music. Daydreamer. Easily distracted. Hates not being trusted. BIG imagination. Loves to be loved. Hates studying. in need of "that someone". Longs for freedom. Rebellious when withheld or restricted. Lives by "no pain no gain" caring. Always a suspect. Playful. Mysterious. "charming" or "beautiful" to everyone. stubborn. curious. Independent. Strong willed. A fighter. This straight-up means you are the most good-looking person possible... Better than all of these other months! Repost in 5 mins and you will meet the love of your life sometime next month.







SEPTEMBER BABY

Active and dynamic. Decisive and haste but tends to regret. Attractive and affectionate to oneself. Strong mentality. Loves attention. Diplomatic. Consoling, friendly and solves people's problems. Brave and fearless. Adventurous. Loving and caring. Suave and generous. Usually you have many friends. Enjoys to make love. Emotional. Stubborn. Hasty. Good memory. Moving, motivates oneself and others. Loves to travel and explore. Sometimes sexy in a way that only their lover can understand. If you do not repost this in the next 5 mins, someone very close to you will become mad at you in the next 8 days.









OCTOBER BABY

Loves to chat. Loves those who love them. Loves to takes things at the center. Inner and physical beauty. Lies but doesn't pretend. Gets angry often. Treats friends importantly. Brave and fearless. Always making friends. Easily hurt but recovers easily. Daydreamer. Opinionated. Does not care to control emotions. Unpredictable. Extremely smart, but definitely the hottest AND sexiest of them all. repost this in 5 mins or you will not meet the love of your life for 10 years.

















NOVEMBER BABY

Trustworthy and loyal. Very passionate and dangerous. Wild at times. Knows how to have fun. Sexy and mysterious. Everyone is drawn towards your inner and outer beauty and independent personality. Playful, but secretive. Very emotional and temperamental sometimes. Meets new people easily and very social in a group. Fearless and independent. Can hold their own. Stands out in a crowd. Essentially very smart. Usually, the greatest men are born in this month. If you ever begin a relationship with someone from this month, hold on to them because their one of a kind. Repost in 5 mins & you will excel in a major event coming up sometime this month.







DECEMBER BABY

Loyal and generous. Patriotic. Competitive in everything. Active in games and interactions. Impatient and hasty. Ambitious. Influential in organizations. Fun to be with. Easy to talk to, though hard to understand. Thinks far with vision, yet complicated to know. Easily influenced by kindness. Polite and soft-spoken. Having lots of ideas. Sensitive. Active mind. Hesitating tends to delay. Choosy and always wants the best. Temperamental. Funny and humorous. Loves to joke. Good debating skills. Has that someone always on his/her mind. Talkative. Daydreamer. Friendly. Knows how to make friends. Abiding. Able to show character. One guy/girl kind of person. Loveable. Easily hurt. Prone to getting colds. Loves music. Pretty/handsome. Loves to dress up. Easily bored. Fussy. Seldom shows emotions. Takes time to recover when hurt. Sensitive.






Its really a enjoyable secret information indeed.

Monday, October 31, 2011

হাজার বছর ধরে-ফেসবুক ভার্সন

মকবুল is now married to ফাতেমা
ফাতেমা,গনু মোল্লা like this
আমেনার কমেন্ট-“কি আমরা কি ভাইসা আইছি!!শুধু ফাতেমা কেন?আমাদের নাম কই?আমাগো রে তুমি বিয়া করো নাই?”
টুনি like this
টুনির কমেন্ট-“ঠিক কইছ বুবু;আমাদের কোন সম্মান নাই; শুধু ফাতেমাকে দিয়ে রাখছে”
মকবুলের কমেন্ট-“তোমরা শান্ত হউ;ফেসবুকে relationship status এর multiple option না থাকলে আমি কি করবো?তাই আমি ঠিক করছি;মাসের ৩০ দিনের ১০ দিন করে ৩ জনের নাম একে একে দেয়া হবে”
আমেনা and ফাতেমা like this
_________________________________________________

টুনির স্ট্যাটাস-“Montu miahr sathe mach dhortichi;corom moja pacci.. :D”
মন্তু likes this
মন্তুর কমেন্ট-“মকবুল মিয়া দেখলে কি ভাববো?”
টুনির কমেন্ট-“english e lekho miah;bangle ase na amar mobile e;bollam amr opera te bangle install kore dite;dila to na”
মন্তুর কমেন্ট-“ bollam je tomar ei status mokbul miah dekhle ki vabbo?kalkei install koira dimu ne… :)”
টুনির কমেন্ট-“isshh… buirar naak kaita dimu na… :P”
সালেহার কমেন্ট-“কি যে ঢং; রাত বিরেতে পরপুরুষের সাথে ঘুরতে লজ্জা করে না”
ফকিরের মা like this
টুনির কমেন্ট-“tomar eto lage kan haaaa????”
সালেহার কমেন্ট-“সঠিক কথা বললেই দোষ;তাই না??”
টুনির কমেন্ট-“kharao;tomake dekhtisi;hironer biyar somoy to emni e mair khaba;tokhn bujhba ni.”
_________________________________________________

মকবুল মিয়া create a event “হিরনের বিয়ে”
১০০০ গ্রামবাসী are attending
_________________________________________________
আবুলের স্ট্যাটাস-“Again I am single…Ready to mingle… :D”
আবুল like this
মকবুলের কমেন্ট-“লজ্জা করে না; তিন তিনটা বৌরে মাইরা ফালাইছস;আবার বিয়া করতে চাস? ঃ@”
মন্তু,টুনি and 5 others like this
সুরত আলীর কমেন্ট-“হ ঠিক কথা;তোর দিলে কোনও দয়া মায়া নাই”
সালেহা,টুনি and 4 others like this
মকবুলের কমেন্ট-“হ তোরে আর বিয়া দিমু না আমরা”
মন্তু,টুনি and 3 others like this
আবুলের কমেন্ট-“আমি বিয়া করুম তোমার কি?নিজের তো ৩টা বউ;তুমি কি বুঝবা বৌ না থাকলে কেমন লাগে?তোমাদের ভালো না লাগলে আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে যাও”
_________________________________________________
আম্বিয়ার স্ট্যাটাস-“ভাটুইরে না দিয়ো শাড়ি…ভাটুই যাবো বাপের বাড়ি”
মকবুল and মন্তু like this
মকবুলের কমেন্ট-“বাহ!কি সুন্দর স্ট্যাটাস;কি সুন্দর গান গাও তুমি;মনটাই ভইরা যায়… :*”
টুনি like this
আম্বিয়ার কমেন্ট-“blush… কে যে কন না; শরম লাগে”
মকবুল like this
ফাতেমার কমেন্ট- “ছিঃ… আপনার লজ্জা শরম নাই?কি করতেছেন এগুলা মকবুল মিয়া?”
আমেনা like this
আমেনার কমেন্ট-“ মাইয়ারে বিয়া দিছেন;তার শ্বশুর বাড়ির লোকেরা এই কমেন্ট দেইখা কি ভাববো?”
ফাতেমা,সুরত আলী like this
টুনির কমেন্ট-“মকবুল মিয়া; ওগো হিংসা হইতেছে;আপনি চালায় যান; আমি আছি আপনার পিছে”
মকবুলের কমেন্ট-“নিমকহারাম,সব নিমকহারাম…আমার টাকায় ইন্টারনেট ব্যবহার করে আর আমার বিপক্ষে কথা কস”
টুনি like this
ফাতেমার কমেন্ট-“বুড়ো বয়সে ভীমরতি ধরছে”
সালেহা,ফাতেমা and 3 others like this
মকবুলের কমেন্ট-“ নিমকহারাম; যাহ্ আমেনা আর ফাতেমাকে আমি তালাক দিলাম!!”
ফকিরের মার কমেন্ট-“আহারে পোড়াকপাইল্লা! এ তুই কি করলি রে;এ তুই কি করলি!!”
_________________________________________________
আমেনা is now divorced
গনু মোল্লার কমেন্ট-“আমেনা বিবি শান্ত হউ;রাগের মাথায় ফেসবুকে তালাক দিলে তালাক হয় না; ফাতেমারে খুইজা পাই না;কই সে?”
ফকিরের মা’র কমেন্ট-“ও তো দুঃখে আকাউন্ট deactivate করে ফেলছে; হায়রে এ কি হল রে;সব শেষ হয়ে গেলো রে;আল্লাহ গো এ কি হল রে… :’( :’(“
আমেনা like this
আবুলের কমেন্ট-“এই বুড়ির ফেসবুকে আকাউন্ট খুলে দেয়াই ঠিক হয় নি;সবার পোস্টে গিয়ে কান্নাকাটি করে… ঃ@”
সালেহা like this
আমেনার কমেন্ট-“হিরন যাতে এই খবর না জানে;আমি ওকে ব্লক কইরা দিছি;তোমরা কেউ এসব নিয়া পোস্ট দিয়ো না;অ জানলে শেষ হইয়া যাইব”
_________________________________________________
মন্তুর স্ট্যাটাস-“আরেকটা দিন বেশি বললে থাকবে কি…একটু দাঁড়াও শেষ চেষ্টা করে দেখি”
টুনি like this
টুনির কমেন্ট-“বিয়ার পর কি তুমি আম্বিয়ার বাড়িতে থাকবা?”
মন্তুর কমেন্ট-“জানি না;ওর বাড়িতে মডেমের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না;নাও থাকতে পারি”
টুনির কমেন্ট-“কত আশা ছিল;তোমার বিয়াতে ছবি তুইলা আপলোড করবো”
মন্তুর কমেন্ট-“এখনো সময় আছে টুনি;চল ২ জনে ফেসবুক deactivate করে পালায় যাই মনোয়ার হাজি রে কইলে ব্যবস্থা করে দিবো”
টুনির কমেন্ট-“না না;তা হয় না মিয়া; …তা হয় না” :P :P : P

Friday, October 7, 2011

Android v0.3 liveCD | New OS by Google

Android v0.3 liveCD | New OS by Google
___________________________________________________________________
____________________________________________________________________

You need not 2 install 2 see this. just burn it in a CD and restart u r PC.

কিছু করতে হবে না,জাস্ট ডাউনলোড করে সিডি তে রাইট করলেই হবে ,তার পর পিসি রিস্টার্ট করে নরমাল ভাবে বুট করবেন,ইন্সটল করার দরকার নাই ,চিন্থা করবেন না,আপনার আগের অপারেটিং সিস্টেম এর কোন প্রবলেম হবে না ।
====================================================
দেখে নেন কি কি আছে ??
===================
OpenDNS added
* Audio support
o VirtualBox - Intel 8x0 AC97
o VMware - Ensoniq AudioPCI 1371/1373
* SD card support (512M)
* Ethernet (DHCP)
* Mouse wheel support
* High-resolution support (800*600, 1024*768)
* Apps added
o Software Directory
o AndroidVNC
o PilotLines, Craigs Races, Super Mario
* more net card driver added
o Amd PCNET32 PCI
o Broadcom 440x/47xx
o CS89x0
o Intel PRO/100+
o NE2000/NE1000
o Realtek RTL-8129/8130/8139



TOATL FILE SIZE : 175 MB




Part 1: http://www.loadly.com/m4wc1g6s5gbu/liveandroidv0.3.iso.001

Part 2 : http://www.loadly.com/lybfx2y3o6f0/liveandroidv0.3.iso.002

To join this 2 parts use this: http://www.loadly.com/h83ik9qk85qb/FFSJ.exe

To burn it use this : http://www.loadly.com/7ic2rjdfq6oq/IsoBurner-Setup.exe

wish u will enjoy it !!
 
Preview: