Tuesday, May 30, 2017

Income Tax Bangladesh TAX Related General Questions

Income Tax Bangladesh TAX Related General Questions and Answers


আয়কর কি?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার আয় বা লভ্যাংশরে উপর প্রদেয় কর । আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতদসংক্রান্ত জরিমানা, সুদ বা আদায় যোগ্য অর্থকে বুঝায়। অন্য ভাবে বলা যায় যে, কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারনের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ।

কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত?

র্অথ আইন ২০১৫ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকার উপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে
(১) মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ বয়সের ব্যক্তি করদাতা আয় ৩,০০,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবনে।
(২) প্রতিবন্ধি করদাতা আয় ৩,৭৫,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।
(৩) গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৪,২৫,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

আয়করকে কেন প্রগতিশীল কর বলা হয়?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার উপর সরকার কর্তৃক আরোপিত কর, যা আয় বা লভ্যাংশের পরিমান ভেদে পরিবর্তিত হয়। প্রগতিশীল কর হচ্ছে সেই কর ব্যবস্থা যাতে করদাতার আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে করহার বৃদ্ধি হয়। আয়কর আরোপিত হয় করদাতার কর পরিশোধ করার ক্ষমতার উপর। তাই আয়করকে প্রগতিশীল কর বলা হয়।

আয়করের জন্য আয়ের খাত কি কি?

আয়কর অধ্যাদশে ১৯৮৪ অনুযায়ী আয়ের খাত সমূহ নম্নিরূপ:
  1. বেতনাদি
  2. নিরাপত্তা জামানতের উপর সুদ
  3. গৃহ সম্পত্তির আয়
  4. কৃষি আয়
  5. ব্যবসা বা পেশার আয়
  6. মূলধনী মুনাফা
  7. অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে।
  8. ফার্মের আয়ের অংশ
  9. স্বামী / স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর আওতায় কি কি ধরণের কর আরোপ করা হয়?+

আয়কর অত্যাদেশ ১৯৮৪ এর আওতার দুই ধরনরে কর আরোপ করা হয়
১) ব্যক্তিগত আয় কর
২) কর্পোরেট আয়কর

ন্যূনতম কর কি?+

অর্থ আইন ২০১৫ মোতাবেক সাধারণভাবে করমুক্ত আয়ের সীমা ১৫০০০০/০০। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকা ভেদে ন্যূনতম যে কর পরিশোধ করতে হয়  তাকে ন্যূনতম কর বলে। ন্যূনতম করের পরিমান যথাক্রমে ৫০০০/০০ (ঢাকা ও চট্রগ্রাম সিটিকর্পোরেশন এরিয়া), ৪০০০/০০(অন্য সিটিকর্পোরেশন এরিয়া), ৩০০০/০০(সিটিকর্পোরেশন এর বাইরে অন্য যেকোনো এরিয়া)

আয়কর প্রদানের জন্য কোন বয়স সীমা আছে কি?+

অর্থ আইন ২০১৫ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা উল্লেখ থাকলেও করদাতার সুনির্দিষ্ট বয়সসীমা উল্লেখ নেই। তবে মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের ব্যক্তি,  প্রতিবন্ধীদের এবং গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তি যোদ্ধাদের কর মুক্তির সীমা ভিন্ন ভাবে উল্লেখ রয়েছে। তাই আয়সীমা ২,৫০,০০০/= টাকা অতিক্রম করলে উক্ত আয়ের উপর কর প্রযোজ্য, সে ক্ষেত্রে বয়স বিবেচ্চ্য নয়।

আয়কর নিবন্ধন কি?+

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় ন্যূনতম করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে কিংবা ধারা 75(1A) তে বর্ণিত তালিকার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না, রিটার্ন দাখিলের জন্য একজন করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্গত কোন আয়কর কমিশনারেটের অধীনে সার্কেলে থেকে ১২ ডিজিটের TIN গ্রহণ করে নবিন্ধতি হতে হয় । একেই আয়কর নিবন্ধন বলে।

আয়করের জন্য নিবন্ধন প্রয়োজন কেন?+

একজন করদাতাকে নিবন্ধনের মাধ্যমে করদাতা হিসাবে সনাক্ত করা হয়। ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আয়কর আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকার উপরে হলে নিবন্ধন প্রয়োজন। নিবন্ধিত করদাতা বছর শেষে রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে বাৎসরকি আয়, ব্যয় ও সঞ্চয় র্বণনা করেন।
নিম্নোক্ত ক্ষেত্রে আয়কর নিবন্ধন প্রয়োজন:
  1. আমদানীর উদ্দেশ্যে ঋণপত্র খোলার সময়;
  2. আমদানী রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবেদননের সময়;
  3. করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়;
  4. চুক্তি কার্যকর, পণ্য সরবরাহ বা সেবা প্রদানের লক্ষ্যে দরপত্র দাখিলের সময়;
  5. কোম্পানী আইন, ১৯৯৪-এর আওতায় নিবন্ধনকৃত কোন ক্লাবের সদস্য হবার জন্য আবেদন দাখিল করার সময়;
  6. সাধারণ বীমার সার্ভেয়ার হিসেবে তালিকাভূক্তি বা লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের সময়;
  7. কোন সিটি কর্পোরেশন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ভূমি, ভবন বা এপার্টমেন্টর চুক্তি মূল্য যদি এক লক্ষ টাকার উর্ধ্বে হয়, সেই ক্ষেত্রে ঐ ভূমি, ভবন বা ফ্লাট ক্রয়ের রেজিস্ট্রেশনের সময়।
  8. সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত কোন ভূমি, ভবন বা কোন এপার্টমেন্টর ক্রেতা বাংলাদেশের অনিবাসী বাংলাদেশী হইলে তার ক্রয়ের রেজিষ্ট্রেশনের সময় (f) এর বিধান কার্যকর হইবে না;
  9. কার, জিপ বা মাইক্রোবাসের মালিকানা পরিবর্তন কিংবা ফিটনেস রেজিষ্ট্রেশন নবায়নের সময়;
  10. কোন বানিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানী কর্তৃক কোন ব্যক্তিকে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ঋণ বরাদ্দ দানকালে;
  11. ক্রেডিট কার্ড ইস্যুর সময়;
  12. ডাক্তার, চার্টার্ড একাউনন্ট্যান্ট, কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনন্ট্যান্ট, আইনজীবি বা আয়কর পেশাজীবির পেশাদারী লাইসেন্স অনুমোদনের সময়;
  13. কোন কোম্পানীর ডাইরেক্টর বা কোন কোম্পানীর স্পসর শেয়ার হোল্ডার হওয়ার সময়;
  14. বাংলাদেশের নাগরিক নয় এমন অনিবাসীর ক্ষেত্রে (k) এর বিধান কার্যকর হইবে না;
  15. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ এর আওতায় নিকাহ রেজিষ্ট্রোরের লাইসেন্স প্রদানের সময়। তবে শর্ত থাকে যে, যে ব্যক্তি  ইতোমধ্যে নিকাহ রেজিষ্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তার ক্ষেত্রে অত্র বিধান কার্যকর হওয়ার তিন মাসের মধ্যে টি, আই.এন সনদ সংগ্রহ করিতে হইবে;
  16. কোন বানিজ্য সংস্থার মেম্বারশিপ নবায়নে বা মেম্বারশিপ আবেদনকালে;
  17. গৃহসম্পত্তি নির্মাণের নিমিত্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ), খুলনা ডেভেলপমেন্ট অথরিটি  (কেডিও) এবং  রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি(আরডিএ) হতে অনুমোদন পাওয়ার উদ্দেশ্যে প্লান জমা প্রদানের সময়;
  18. ড্রাগ লাইসেন্স ইস্যু করণের সময়;
  19. সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিতে গ্যাস সংযোগের আবেদনের সময়;
  20. সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিত বিদ্যুৎ সংযোগের আবেদনের সময়;
  21. ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইমমোভারস, লরী ইত্যাদি রেজিষ্ট্রেসনে, মালিকানা পরিবর্তন, ফিটনেস নবায়নের সময় এবং প্লেইং ফর হায়ারের সময়;
  22. ভাড়ায় চালিত ওয়াটার ভ্যাসেলসহ লঞ্চ, ষ্টীমার, ফিসিং ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্প-বার্জ ইত্যাদির সার্টিফিকেট প্রদান বা নবায়নের সময়,
  23. ইন্সুরেন্স কোম্পানীর এজেন্ট হিসেবে সার্টিফিকেট রেজিষ্টেশন বা নবায়ন করার সময়;
  24. জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক বা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুতের অনুমতি প্রদান বা অনুমতি নবায়নের সময়;
  25. উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোয়য়নপত্র জমা দেয়ার সময়;
  26. কোন সিটি কর্পোরেমন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কারিকুলাম     অনুযায়ীর ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্র ভর্তির সময় পিতা/মাতা বা অভিবাবক হওয়ার কারণে।

ই-টিআইএন কি?+

ই-টিআইএন মানে ইলেকট্রনকি ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার, ইহা আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন। ইহা ১২ ডিজিটের ১টি নম্বর। একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। www. incometax.gov.bd এই সাইট গেলে ই-টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

আমি ই-টিআইএন এর জন্য কীভাবে আবেদন করতে পারি?+

আপনি ই-টিআইএন এর জন্য www. incometax.gov.bd এই সাইটের মাধ্যমে আবেদন করতে পারেন এবং নিবন্ধন নিতে পাবেন।

ই-টিআইএন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগে?+

ধরনের উপর নির্ভর করবে টিআইএন সার্টিফিকেট পেতে কি কি তথ্য লাগবে নিম্নে ছক আকারে দেওয়া হলোঃ
Individual প্রাপ্ত বয়স্ক: করদাতার নাম, বৈধ্য জাতীয় পরিচয়পত্র, নম্বর, জন্ম তারিখ (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী)
Individual অপ্রাপ্ত বয়স্ক: করদাতার নাম, অভিবাবকের নাম, অভিবাবকের টিআইএন, করদাতার ছবি( সফট কপি পাসপোর্ট সাইজের)
বিদেশী, বাংলাদেশি without NID: পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যুর তারিখ, ভিসা নম্বর, ভিসা ইস্যুর তারিখ, কর দাতার ছবি (সফট কপি, পাসপোর্ট সাইজ)
কোম্পনির নাম (নিবন্ধন অনুযায়ী) নিবন্ধন নম্বর ও তারিখ।
ফার্মে (Registered): ফার্মের নাম (নিবন্ধন অনুযায়ী), নিবন্ধন নম্বর ও তারিখ।
ফার্মে (Unregistered): ফার্মের পার্টনারদের টিআইএন নম্বর এবং তাদের নাম।
Other (AOP, HUF local Authority, AJP: Authorized person / কর্তা ব্যক্তির টিআইএন নম্বর

আমি আমার আয়কর অধীক্ষেত্র কোনটি তা কিভাবে বুঝব?+

প্রত্যেক শ্রেণীর করদাতার আয়কর অধীক্ষেত্রে নির্ধারনের কিছু পদ্ধতি রয়েছে যেমন করদাতার কর্মস্থল, করদাতার নিয়োগকারী প্রতিষ্টান, চাকুরির/ব্যবসার ধরন, মূল আয়ের উৎস ইত্যাদির বিবেচনায় কর অধীক্ষেত্রে নির্বাচিত করা হয়। বর্তমানে www.incometax.gov.bd ওয়েব সাইটে গিয়ে Jurisdiction Finder বাটনে ক্লিক করে প্রয়োজনিয় তত্ত্ব প্রদান করিলে ওয়েব সাইটি সয়ংক্রিয় ভাবে করদাতার আধিক্ষেত্র প্রদর্শন করিবে।
এছাড়াও নতুন করদাতা অনলাইনে টিঅইএন আবেদন করিলে টিঅইএন সনদের সঙ্গে কর অঞ্চল ও কর সার্কেল উল্লেখ থাকবে। করদাতাকে স্বশরীরে অধীক্ষেত্র নির্ধারন বা সার্কেলে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই।

টিআইএন সনদ কি?+

একজন করদাতা কর প্রদানের উদ্দেশ্যে কোন সার্কেলে আবেদন করিলে সংশ্লিষ্ট সার্কেল থেকে উপকর কমিশনার কর্তিক করদাতা সনাক্ত করতে যে সনদ প্রদান করা হয় তাকে টিআইএন সনদ বলে।

আয়কর সনদ কি?+

করদাতা পূর্ববর্তী কর বর্ষের আয়কর রিটার্ন জমাদিলে কর সার্কেল কর্তিক যাচাই বাছাই ও মূল্যায়ন শেষে করদাতাকে সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার কর্তিক যে সনদ প্রদান করা হয় তাকে আয়কর সনদ বলে।

আমি ঠিকানা কিভাবে পরিবর্তন করতে পারি?+

আপনি www.incometax.gov.bd ওয়েব সাইট থেকে খুব সহজে ঠিকানা, মোবাইল নম্বও ও ইমেইল এড্রেস পরিবর্তন করতে পারবেন। উক্ত ওয়েব সাইট Login করে Change Contact মেনুতে ক্লিক করুন। স্ক্রিনে নতুন ফর্ম দেখতে পাবেন।প্রয়োজনীয় পরিবর্তন শেষে নিচে কেন তথ্য পরিবর্তন করেছেন তার কারণ “Update Resoon” বক্সে লিখুন। অত:পর Save বাটনে ক্লিক করুন। আপনার পরিবর্তিত তথ্য ডাটাবেইজে সংরক্ষিত হয়ে যাবে।

আমার আয় আয়কর আরোপযোগ্য সীমার নিম্নে নেমে গেলে আমি কিভাবে আমার নিবন্ধন বাতিল করতে পারি?+

আপনার আয় আয়কর আরোপ যোগ্য সীমার নিচে নেমে গেলে এবং যদি আপনার মনেহয় নিকট ভবিষ্যতে আয়সীমা ন্যুনতম আয়কর প্রদানের আওতায় আসবে না তাহলে আপনি সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলেন জন্য কারন ব্যাখ্যা করে আবেদন করতে পারেন। উপকর কমিশনার Inspection বা Hearing  এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।

আয়কর আরোপযোগ্য সীমা কি?+

সরকার কর্তিক ঘুষিত আয় যা অতিক্রম করিলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। আয়কর আরোপযোগ্য  সীমা হচ্ছে:
১) ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকা
(২) মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ্ব বয়সের ব্যক্তিদের আয়ের সীমা ৩,০০,০০০/= টাকা
(৩) প্রতিবন্ধি করদাতাদের আয়ের সীমা ৩,৭৫,০০০/= টাকা
(৪) গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তি যোদ্ধাদের আয়ের সীমা ৪,২৫,০০০/= টাকা

ব্যক্তিগত আয়করের জন্য কর হারের কাঠামো কি?+

অর্থ আইন ২০১৫ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকার উপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে
(১) মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ্ব বয়সের ব্যক্তিদের আয়ের সীমা ৩,০০,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন। (২) প্রতিবন্ধি করদাতাদের আয়ের সীমা ৩,৭৫,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।
৩) গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তি যোদ্ধাদের আয়ের সীমা ৪,২৫,০০০/= টাকা উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।
২০১৫-২০১৬ কর বছরের জন্য এরূপ করদাতাদের আয়ের উপর প্রযোজ্য কর হার নিম্নরূপে পুনর্বিন্যাস করা হয়েছেঃ-

মোট আয়
কর হার
(ক)
প্রথম ২,৫০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর
শূণ্য
(খ)
পরবর্তী ৪,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর
১০%
(গ)
পরবর্তী ৫,০০,০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর
১৫%
(ঘ)
পরবর্তী ৬,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর
২০%
(ঙ)
পরবর্তী ৩০,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর
২৫%
(চ)
অবশিষ্ট মোট আয়ের উপর
৩০%

কোম্পানি আয়করের জন্য কর হারের কাঠামো কি?+

পাবলিকলি ট্রেডেড কোম্পানীর ক্ষেত্রে বিদ্যমান কর হার ২৫% নির্ধারন করা হয়েছে। তাছাড়া পাবলিকলি ট্রেডেড কোম্পানী ৩০% এর অধিক নগদ লভ্যাংশ প্রদান করলে ১০% হারে কর রেয়াত সুবিধা সংক্রান্ত পূর্বের বিধানটি রহিত করা হয়েছে। অপরদিকে ১০% এর কম লভ্যাংশ ঘোষনা করলে অথবা বাংলাদেশ সিকউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংম প্রদান না করলে পাবলিকলি ট্রেডেড কোম্পানীর কর হার ৩৫% এ নির্ধারণ করার বিধানও রহিত করা হয়েছে।
তবে, নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানীর করহার গত বছরের ন্যায় ৩৫% বহাল রয়েছে।
২০১৫-২০১৬ কর বছরের জন্য কোম্পানীর আয়করের হার (লভ্যাংশ আয় ও মূলধনী আয় ব্যতীত) নিম্নরূপঃ

কোম্পানীর ধরণ
কর হার
(অ)
নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানী (স্টক এক্সচেঞ্জের তালিকাভূক্ত নয় এমন কোম্পানী)
৩৫%
(আ)
পাবলিকলি ট্রেডেড কোম্পানী (স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানী)
২৫%
(ই)
ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ (মার্চেন্ট ব্যাংক ব্যতীত)
(i)পুজিঁবাজারের তালিকাভূক্ত হলে
(ii)পুজিঁবাজারের তালিকাভূক্ত না হলে
(iii)সরকার কর্তৃক ২০১৩ সালে অনুমোদিত ব্যাংক, বীমা ও  আর্থিক প্রতিষ্ঠানের করের হার

৪০%
৪২.৫%
৪০%
(C)
মার্চেন্ট ব্যাংক
৩৭.৫%
(উ)
সিগারেট প্রস্তুতকারক কোম্পানী
৪৫%
(E)
মোবাইল ফোন অপারেটর কোম্পানী
৪৫%
অন্যান্য কর হারঃ
(অ)
কোন কোম্পানী কর্তৃক প্রাপ্ত লভ্যাংশ আয়ের ক্ষেত্রে/বিদেশী কোম্পানীর মুনাফা প্রত্যাবাসন, যা লভ্যাংশ হিসেবে গণ্য, এর উপর
২০%
(আ)
কোম্পানী ব্যতীত সিগারেট প্রস্তুতকারক অন্যান্য শ্রেণীর করদাতার সিগারেট উৎপাদন পূর্বক বিক্রয় ব্যবসার আয়ের উপর
৪৫%
(ই)
সমবায় সমিতির আয়ের উপর
১৫%

প্রবাসি আয়ের ওপর প্রযোজ্য করহার কত?+

অনিবাসী বাংলাদেশী ব্যতীত বাংলাদেশে অনিবাসী এমন ব্যক্তি-করদাতার কর হার ৩০% বলবৎ আছে। তবে অনিবাসী ব্যক্তি-করদাতা বাংলাদেশী নাগরিক হলে তাঁর আয়ের ক্ষেত্রে বাংলাদেশী নিবাসীদের জন্য প্রযোজ্য হারে অর্থাৎ ০%, ১০%, ১৫%, ২০%, ২৫% ও ৩০% আয়কর এবং সারচার্জ প্রদেয় হবে।

টিডিএস কি?+

ট্র্যাক্স ডিডাকসান এটসোর্স (উৎসে কর কর্তন)। করদাতার আয় থেকে উৎসে কর্তনের জন্য দায়িত্বপ্রাপ্ত সত্তা কর্তিক উৎস কর কেটে রাখা হলে তা প্রচলিত রিটার্ন ফরম আইটি-১১গ এর ১৬ নং ক্রমিকে আয়বছরে উল্লেখ করতে হবে। যেমন বেতন, ব্যাংক সুদ, গৃহ-সম্পত্তির বার্ষিক ভাড়া, পেশাগত ফি, ইত্যাদি থেকে উৎসে কেটে রাখা কর এখানে দেখাতে হবে। উৎস কেটে রাখা করের স্বপক্ষে কর কর্তনকারী কর্তৃপক্ষের সার্টিফিকেট রিটার্নের সাথে দাখিল করতে হবে।

আগাম আয়কর কি?+

অগ্রিম আয়কর (এআইটি) এক ধরনের কর যা বাণিজ্যিক উদ্দেশ্যে আমদানি করা পণ্যের উপর অর্পিত হয়। অনিবন্ধিত আমদানিকারকদের করের আওতায় আনতে ২০০৭ এ এই কর ব্যবস্তা চালু করা হয়। উল্লেখ্য যে, Return জমা দেয়ার সময় এআইটি একই ভাবে withholding tax এর মতই গণ্য হবে।

আগাম আয়কর উৎসে কর্তনের জন্য দায়িত্বপ্রাপ্ত সত্তা কারা?+

  • সরকার বা  সরকার কর্তিক অনুমোদিত অন্য কোন কর্তৃপক্ষ
  • সরকার কর্তিক অনুমোদিত বাক্তি
  • কর্পোরেশন বা বডি
  • কোম্পানি
  • ব্যাংক, বীমা
  • কো অপারেটিভ ব্যাংক
  • এনজিও
  • কাস্টমস্ কমিশনার
  • বেন্ডরোল বিক্রির জন্য অনোমদিত বাক্তি
  • সিটি করপোরেশন বা পৌরসভা

কোন কোন সেবা হতে উৎসে আয়কর কর্তনযোগ্য? করের হার কত?+

  •   পেশাদারী পরিষেবা জন্য ফি
  • প্রযুক্তিগত সেবা জন্য ফি
  • কোন পারিশ্রমিক বা ফি বা কমিশন যে নামেই ডাকাহোক না কেন যা একজন পরিচালক কে প্রদান করা হয়েছে , যা বেতন প্রকৃতিতে নয় এমন আয়
  • রয়েলিটি
  • কোন সমষ্টি আয় যা অধ্যায় 28 এর দফা (VA) এ উল্লিখিত যা অসম্পূর্ণ পেমেন্টর সঙ্গে সম্পর্কযুক্ত

ঠিকাদারের আয়ের ওপর প্রযোজ্য করহার কত?+

বাড়িভাড়ার আয়ের ওপর প্রযোজ্য করহার কত?+

কর অবকাশ কি?+

কর অবকাশ (ট্যাক্স হলিডে) হচ্ছে অস্থায়ী কর হ্রাস বা বর্জন ব্যবস্তা । সেসব শিল্প প্রতিষ্ঠান কে কর অবকাশ দেয়া হয়েছে যারা শিল্প অঙ্গীকার করেছে এবং সকল শর্ত পূরণ করে  ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১৯  এর মধ্যে ভৌত অবকাঠামো প্রতিষ্ঠিত করেছে।

কোন কোন খাতে কর অবকাশ প্রযোজ্য?+

Industrial Undertaking Eligible for Tax holiday :
  1. active pharmaceuticals ingredient industry and radio pharmaceuticals industry;
  2. barrier contraceptive and rubber latex;
  3. basic chemicals or dyes and chemicals;
  4. basic ingredients of electronic industry (e.g resistance, capacitor, transistor, integrator circuit);
  5. bio-fertilizer; (will get tax holiday even it is set up in distict of Dhaka, Narayanganj, Gazipur, Chittagong, introduced in FA 2012)
  6. biotechnology;
  7. boilers;
  8. brick made of made of automatic hybrid Hoffmann kiln technology;
  9. compressors;
  10. computer hardware;
  11. energy efficient appliances;
  12. insecticide or pesticide;
  13. petro-chemicals;
  14. pharmaceuticals;
  15. processing of locally produced fruits and vegetables;
  16. radio-active (diffusion) application industry (e.g. developing quality or decaying polymer  or  preservation  of  food  or  disinfecting  medicinal equipment);
  17. textile machinery;
  18. tissue grafting; or
  19. any other category of industrial undertaking as the Government may, by notification in the official Gazette, specify.
Physical Infrastructure Eligible for Tax holiday:
  1. deep sea port;
  2. elevated expressway;
  3. export processing zone;
  4. flyover;
  5. gas pipe line,
  6. Hi-tech park;
  7. Information and Communication Technology (ICT) village or software technology zone;
  8. Information Technology (IT) park;
  9. large water treatment plant and supply through pipe line;
  10. Liquefied Natural Gas (LNG) terminal and transmission line;
  11. mono-rail;
  12. rapid transit;
  13. renewable energy (e.g energy saving bulb, solar energy plant, windmill);
  14. sea or river port;
  15. toll road or bridge;
  16. underground rail;
  17. waste treatment plant; or
  18. any other category of physical infrastructure facility as the Government may, by notification in the official Gazette, specify.

কর প্রণোদনা কি?+

কর হ্রাস যার মাধ্যমে কোন বাক্তি বা প্রতিষ্ঠান কে দেশের অর্থনীতিতে অবদান রাখতে উত্সাহিত করবে।

কিভাবে কর প্রণোদনা পাওয়া যেতে পারে?+

কর অব্যাহতি কি?+

২০১৩-১৬ অর্থবছরের কর অব্যাহতির তালিকা কোনটি?+

কর নির্ধারণ কি?+

কর নিধারন হচ্ছে মোট আয় ও কর পরিগনার একটি পদ্ধতি। আয়বছর শেষে করদাতা দুইটি প্রচলিত পদ্ধতির (সাধারন,সার্বজনীন স্বনির্ধারন) যে কোন একটি পদ্ধতিতে আয়কর দাখিল করতে পারেন।
যদি করদাতা সাধারন পদ্ধতি উল্লেখ করে রিটার্ন জমাদেন সেক্ষেত্রে উপকর কমিশনার শুনানী পূর্বক করনির্ধারন করবেন  এবং নিষ্পত্তি করবেন।
যদি করদাতা সার্বজনীন স্বনির্ধারনী পদ্ধতি উল্লেখ করে রিটার্ন জমা দেন সেক্ষেত্রে করদাতা নিজের আয় নিজে নিরূপন করে প্রযোজ্য আয়কর পরিশোধ করবেন।  রিটার্ন দাখিলের পর উপকর কমিশনার এর দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা করদাতাকে প্রাপ্তি স্বীকার পত্র প্রদান করবেন। তবে 82BB ধারায় অর্থ আইন ২০১৫ এর মাধ্যমে আনীত সংশোধনী অনুযায়ী উপকর কমিশনার কয়েকটি ক্ষেত্র্রে নির্দ্দিষ্ট ক্রুটি বিচ্যুতি চিহ্নিতকরণ ও এর কারণে কম কর পরিশোধ করা হলে তা আদায়ের লক্ষে  রিটার্নটি  Process করবেন।

করবর্ষ কি?+

সাধারণতঃ আয় বর্ষের পরবর্তী বর্ষকে কর বর্ষ বলা হয়। যেমন, ১লা জুলাই ২০১৪ হতে ৩০ শে জুন ২০১৫ সময়কাল পর্যন্ত উপার্জিত আয়ের আয়বর্ষ হইবে ২০১৪-২০১৫ এবং করবর্ষ হইবে পরবর্তী বর্ষ অর্থাৎ ২০১৫-২০১৬ ।

রিটার্ন দাখিলের পদ্ধতি গুলি কি?+

বর্তমানে আয়কর রির্টান দাখিলের দুটি পদ্ধতি প্রচলিত আছে, যথা-
(১) সাধারণ পদ্ধতি এবং
(২) সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি।

সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি কি?+

করদাতা তার নিজের আয় নিজে নিরূপন করে প্রযোজ্য আয়কর পরিশোধ করবেন - এটি বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতে করদাতা রিটার্ন দাখিলকরনে বিনা প্রশ্নে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক রিটার্নটি গৃহীত হয়। রিটার্ন দাখিলের পর উপ কর কমিশনার বা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্তৃক করদাতাকে প্রদত্ত প্রাপ্তি স্বীকারপত্র কর নির্ধারণী আদেশ হিসেবে বিবেচিত হয়। করদাতা রিটার্ন ফরম পূরণ পর্যায়ে রিটার্নের প্রথম পৃষ্ঠায় সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির ঘরে টিক প্রদান করলে কিংবা রিটার্নের উপরে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি উল্লেখ করলে দাখিলকৃত রিটার্নটি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আওতায় গৃহীত হবে।

ব্যান্ডরোলে করের বিধান কি?+

বিড়ির ব্যান্ডরোল বিক্রয় সম্পর্কিত বিধান:
আয়কর অধ্যাদেশের ধারা 52B এর বিদ্যমান বিধান অনুসারে হাতে প্রস্তুতকৃত সিগারেট, যা বিড়ি নামে পরিচিত, এর ব্যান্ডরোল বিক্রয়কালে ব্যান্ডরোল বিক্রেতা ১০% হারে উৎস কর সংগ্রহ করেন যা উক্ত ব্যবসায় চূড়ান্ত করদায় পরিশোধ হিসেবে বিবেচিত হয়। অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে ধারা ৫২ই এর বিদ্যমান বিধানটি ধারা 52B  এর উপ-ধারা (1) হিসেবে সংখ্যায়িত করার প্রেক্ষিতে ধারা  82C এর উপ-ধারা (2) এর ক্লজ (d) তে ধারা 52B এর স্থলে ধারা 52B এর উপ-ধারা (1) সংযোজন করা হয়েছে। এর ফলে, বিড়ির ব্যান্ড রোল সরবরাহকালে উৎসে সংগৃহীত কর উক্ত ব্যবসায় আয়ের ক্ষেত্রে পূর্বের ন্যায় চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে।

কর যোগ্য আয় কি?+

নিম্নে উল্লিখিত খাতগুলি থেকে যদি ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু অবিভক্ত পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকার উপরে হলে কর যোগ্য আয় বলে বিবেচিত হবে।
খাতগুলি হলো:
১। বেতনাদি
২। নিরাপত্তা জামানতের উপর সুদ
৩। গৃহ সম্পত্তির আয়
৪। কৃষি আয়
৫। ব্যবসা বা পেশার আয়
৬। ফার্মের আয়ের অংশ
৭। স্বামী / স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়
৮। মূলধনী মুনাফা
৯। অন্যান্য উৎস হতে আয়।

কোন আয় করযোগ্য আয় নয়? / ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের খাতগুলি কি?+

ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের কয়েকটি খাত নীচে দেয়া হলোঃ
(ক) সরকারী চাকুরিজীবী করদাতা যদি চাকুরীর দায়িত্ব পালনের জন্য কোন বিশেষ ভাতা, সুবিধা বা আনুতোষিক (perquisite) পান;
(খ) পেনশন;
(গ) অংশীদারী ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার অংশ;
(ঘ) ২ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি প্রাপ্তি;
(ঙ) প্রভিডেন্ট ফান্ড এ্যাক্ট, ১৯২৫ অনুযায়ী উক্ত ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(চ) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(ছ) স্বীকৃত সুপারএ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(জ) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর আওতায় কোন শ্রমিক কর্তৃক ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(ঝ) মিউচ্যুয়াল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে প্রাপ্ত ২৫,০০০/- টাকা পর্যন্ত আয় (সুদ, মুনাফা বা ডিভিডেন্ড);
(ঞ) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোন কোম্পানী থেকে প্রাপ্ত নগদ লভ্যাংশ খাতের আয় ২৫,০০০/- টাকা পর্যন্ত;
(ট) সরকারি নিরাপত্তা জামানতের সুদ যা সরকার করমুক্ত বলে ঘোষনা করেছে;
(ঠ) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পাহাড়ী আদিবাসীর দ্বার এই জেলাগুলোতে পরিচালিত আর্থিক কর্মকান্ডের ফলে প্রাপ্ত আয়,
(ড) রপ্তানী ব্যবসা হতে প্রাপ্ত আয়ের ৫০%;
(ঢ) আয়ের একমাত্র উৎস ‘কৃষি খাত’ হলে কৃষি খাত হতে আয় ২,০০,০০০/- টাকা পর্যন্ত;
(ণ) Software development বা Nationwide Telecommunication Transmission Network (NTTN) বা Informantion Technology Enabled Services (ITES) ব্যবসার আয়;
(ত) হাঁস-মুরগীর খামার হতে অর্জিত আয়। তবে এ ক্ষেত্রে অর্জিত আয় ১,৫০,০০০/- টাকা এর অধিক হলে অর্জিত আয়ের ১০% সরকারী বন্ড ক্রয়ে বিনিয়োগ করতে হবে।এ বিধান কর বছর ২০১৫-২০১৬ এর জন্য প্রযোজ্য। ২০১৬-২০১৭ কর বছর হতে এ খাতের আয়ের করযোগ্যতার বিষয়ে ১৬/০৮/২০১৫ খ্রিস্টাব্দ তারিক একটি পৃথক প্রজ্ঞাপন জারী করা হয়েছে;
(থ) হাঁস-মুরগী, চিংড়ী ও মাছের হ্যাচারী (hatchery)  এবং মৎস চাষ হতে অর্জিত আয় এর ক্ষেত্রে প্রথম ১০ লক্ষ টাকা পর্যন্ত ‘শূন্য ‘হারে, পরবর্তী ১০ লক্ষ টাকা আয়ের উপর ৫% হাওে এবং অবশিষ্ট আয়ের উপর ১০% হাওে কর প্রদেয় হবে;
(দ) কতিপয় ক্ষেত্র ব্যতীত ব্যক্তি-করদাতা কর্তৃক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পনীর শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা;
(ধ) হস্তশিল্পজাত দ্রব্যাদি রপ্তানী থেকে উদ্ভুত আয় ;
(ন) জিরো কুপন বন্ড থেকে উদ্ভুত আয়;
(প) ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ড বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইইএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড ও ইউরো ইনভেস্টমেন্ট বন্ড হতে প্রাপ্ত সুদ আয়।
(ফ) পেনশনার সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদ, যেখানে বছরে সর্বমোট বিনিয়োগের পরিমাণ ৫,০০,০০০/- টাকা অধিক নয়।
করমুক্ত আয়সমূহ করদাতার মোট আয়ের অন্তর্ভূক্ত হবে না। এটি রিটার্নের ১৮ নং ক্রমিকে করমুক্ত আয়ের কলামে প্রদর্শন করতে হবে।

কোন ধরনের বিনিয়োগ বা দান কর রেয়াত পাওয়ার উপযুক্ত?+

একজন করদাতা নিম্নলিখিত ক্ষেত্রে বিনিয়োগ কিংবা দান করলে তিনি বিনিয়োগ ও দানকৃত অংকের ১৫% সরাসরি আয়কর রেয়াত পাবেন।
বিনিয়োগের খাত: একজন করদাতার বিনিয়োগ ও দানের খাতের তালিকা নীচে দেয়া হলো:
  • জীবন বীমার প্রিমিয়াম।
  • সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা।
  • স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা।
  • কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা
  • সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা।
  • যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনমন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০/- টাকা বিনিয়োগ।
  • সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ
  • বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানীর শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ।
  • বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ;
  • নির্দিষ্ট সীমার মধ্যে একটি কম্পিউটার বা ল্যাপটপ ক্রয়ে বিনিয়োগ।
দান:
  • যাকাত তহবিলে দান।
  • জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান।
  • প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান।
  • মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান।
  • আগাঁ খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান।
  • আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান।
  • ICDDRB তে প্রদত্ত দান
  • CRP, সাভার এ প্রদত্ত দান।
  • সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান।
  • এশিয়াটিক সোসাইটি , বাংলাদেশ এ দান।
  • ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান।
  • মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান।
  • জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান।
** কর রেয়াতের জন্য এরূপ বিনিয়োগ ও দানের পরিমান মোট আয়ের (স্বীকৃত --- তহবিলে --- চাদা, ৮২ সি ধারায় নির্ণিত চুড়ান্ত করদায় এবং হ্রাসকৃত করহার প্রযোজ্য এমন আয় থাকলে তা বাদে) ৩০ % অথবা ১,৫০,০০,০০০/= টাকা অথবা প্রকৃত বিনিয়োগ এ তিনটির মধ্যে যেটি কম তার বেশি হতে পারবেনা

কোম্পানি কর রেয়াতের তালিকা কোনটি?+

কোন ধরণের বিনিয়োগ কর রেয়াত পাওয়ার উপযুক্ত?+

কর রেয়াত পাওয়ার উপযুক্ত বিনিয়োগের খাত:
করদাতার বিনিয়োগ খাতের তালিকা নীচে দেয়া হলো:
  • জীবন বীমার প্রিমিয়াম।
  • সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা।
  • স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা।
  • কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা
  • সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা।
  • যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনমন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০/- টাকা বিনিয়োগ।
  • সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ
  • বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানীর শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ।
  • বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ;
  • নির্দিষ্ট সীমার মধ্যে একটি কম্পিউটার বা ল্যাপটপ ক্রয়ে বিনিয়োগ।

বাবার মৃতুর পর তার সম্পত্তি সন্তানের হিসাবে কিভাবে অর্ন্তভুক্ত করবে?+

বাবার মৃত্যুর পর তার সম্পত্তি সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে বন্টন হবে। এ ক্ষেত্রে উক্ত সম্পত্তি উত্তরাধিকারী দের সম্পত্তি হিসাবে অন্তরভূ্ক্তি করিতে প্রমানপত্র হিসাবে বন্টন নামা দলিল বা দানপত্র দলিল  বা অন্য কোন যৌক্তিক প্রমান পত্র থাকতে হবে। যেহেতু উক্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাই এই সম্পদের উপর কোন কর ধার্য হইবে না। এ ক্ষেত্রে উপকর কমিশনার সর্বশেষ সিদ্ধান্ত  গ্রহন করবেন।

বাবার মৃতুর পর তার টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা আছে কি?+

বাবার মৃত্যুর পর টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা নির্ভর করে তার উত্তরাধিকারীদের উপর। যদি এমন কোন ব্যবসা বাবার নামে থাকে যা টিআইএন বাতিল করিলে ব্যবসা সংক্রান্ত সকল কাগজপত্র বাতিল করে নতুন করে করতে হয় কিংবা বড় ধরনের জটিলতা তৈরি হয় সে ক্ষেত্রে টিআইএন বাতিল না করে উত্তরাধিকারীরা প্রতিবছর বাৎসরিক রিটার্ন জমা দিয়ে Assessment  করাতে পারবেন। আর যদি টিআইএন এর কোন প্রয়োজনীয়তা না থাকে তাহলে উত্তরাধিকারীরা উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলের জন্য আবেদন করিতে পারেন। উপকর কমিশনার Inspection বা Hearing  এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।

কোথায় আয়কর রিটার্ন জমা দিতে হয়?+

প্রত্যেক শ্রেণীর করদাতার রির্টান দাখিলের জন্য আয়কর সার্কেল নির্দিষ্ট করা আছে। যেমন : A, B এবং C  অক্ষরগুলো দিয়ে ঢাকা সিভিল জেলার অবস্থিত যে সকল বেসামরিক সরকার কর্মকতা/কর্মচারী ও পেনশনভুক্ত কর্মকর্তা/ কর্মচারীর নাম শুরু হয়েছে তাদেরকে কর অঞ্চল-৪, ঢাকা এর কর সার্কেল-৭১ এ রিটার্ন জমা দিতে হবে। পুরোনো করদাতারা তাদের বর্তমান সার্কেলে রিটার্ন জমা দেবেন। নতুন করদাতারা তাদের নাম, চাকুরীস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানার ভিত্তিতে নির্ধারিত সার্কেলে ১২ সংখ্যার টিআইএন (e-TIN) উল্লেখ করে আয়কর রিটার্ন দাখিল করবেন। করদাতারা প্রয়োজনে কাছাকাছি আয়কর অফিস বা কর পরামর্শ কেন্দ্র থেকে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত সার্কেল অফিস সম্পর্কে জানতে পারবেন।

কোন সময়ে আয়কর রিটার্ন জমা দিতে হয়?+

কোম্পানী ব্যতীত অন্যান্য সকল শ্রেণীর করদাতার ক্ষেত্রে প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর এই ৩ মাস সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্বব না হলে একজন করদাতা রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য উপযুক্ত কারণ উল্লেখ করে উপ কর কমিশনারের কাছে সময়ের আবেদন করতে পারেন। সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ অথবা  সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির আওতায় রিটার্ন দাখিল করা সম্ভব।

আমি নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা না দিলে কী ধরণের ব্যবস্থা গৃহীত হবে?+

নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিল না করিলে, সংশ্লিষ্ট করদাতাকে আত্মাপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার লক্ষ্যে আবশ্যিকভাবে ধারা-১৩০ মোতাবেক নোটিশ প্রদান সাপেক্ষে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা কমপক্ষে ১,০০০.০০ টাকা ও পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০.০০ টাকা, এ দু’টি মধ্যে যেটি বেশী, উপ-কর কমিশনার কর্তৃক তাহা জরিমানা আরোপ করিতে পারিবেন। শর্ত থাকে যে-
(১) উপ ধারা-124(1) অনুযায়ী কোন নতুন ব্যক্তি-করদাতা, যাহার আয়ের উপর ইতোপূর্বে কখনো করারোপিত হয় নাই, তাঁহার ক্ষেত্রে আরোপযোগ্য মোট জরিমানা পরিমান ৫,০০০/- টকার বেশি হইবে না;
(২) উপ ধারা -124(1) অনুযায়ী কোন নতুন ব্যক্তি-করদাতা, যাহার আয়ের উপর ইতোপূর্বে করারোপিত হইয়াছে এমন কোন পুরোনো ব্যক্তি-করদাতার ক্ষেত্রে এইরূপ জরিমানার পরিমাণ তাঁহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ৫০% বা ১,০০০/- টাকা, দু’টির মধ্যে যেটি বেশি, তাহা জরিমানার আরোপযোগ্য হইবে|

আয়কর রিটার্ন জমার প্রয়োজনীয়তা কি?+

আয়কর কর্তৃপক্ষের নিকট করদাতার বার্ষিক আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন| আয়কর রিটার্ন জমার  মাধ্যমে করদাতার বার্ষিক আয়-ব্যায় এবং সম্পদ ও দায়ের তথ্য দাখিল হয়| নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিল না করলে, সংশ্লিষ্ট করদাতাকে উপ-কর কমিশনার কর্তৃক জরিমানা আরোপের বিধান রয়েছে

কীভাবে আয়কর রিটার্ন জমা করতে হবে?+

  •   কোন আয়কর অফিস বা www.nbr.gov.bd  এই ওয়েব সাইট থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করে করদাতা কর্তৃক পুরন করতে হবে। নতুন করদাতা হলে পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত ছবি রিটার্নের সঙ্গে সংযুক্ত করতে হবে। বর্তমানে আয়কর রির্টান দাখিলের দুটি পদ্ধতি প্রচলিত আছে, যথা-
(১) সাধারণ পদ্ধতি এবং
(২) সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি।
সাধারণ পদ্ধতি
রিটার্নে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি উল্লেখ করা না হলে রিটার্নটি সাধারণ পদ্ধতির আওতায় দাখিলকৃত বলে গণ্য হবে। এক্ষেত্রে রিটার্নে প্রদর্শিত আয়ের সমর্থনে যথোপযুক্ত তথ্য ও প্রমাণাদি না থাকলে করদাতার শুনানী গ্রহণপূর্বক মামলা নিষ্পত্তির বিধান রয়েছে।
সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি
করদাতা তার নিজের আয় নিজে নিরূপন করে প্রযোজ্য আয়কর পরিশোধ করবেন। এই পদ্ধতিতে করদাতা রিটার্ন ফরম পূরণ পর্যায়ে রিটার্নের প্রথম পৃষ্ঠায় সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির ঘরে টিক প্রদান করলে কিংবা রিটার্নের উপরে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি উল্লেখ করলে দাখিলকৃত রিটার্নটি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আওতায় গৃহীত হবে। এই পদ্ধতিতে করদাতার রিটার্ন দাখিল করলে বিনা প্রশ্নে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক রিটার্নটি গৃহীত হয়। রিটার্ন দাখিলের পর উপ কর কমিশনার বা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্তৃক করদাতাকে প্রদত্ত প্রাপ্তি স্বীকারপত্র কর নির্ধারণী আদেশ হিসেবে বিবেচিত হয়।

রিটার্ন দাখিলের জন্য সময় প্রার্থনা কিভাবে করতে হয়?+

আয়কর অধ্যাদেশের ধারা 75 (2)(c) আইনানুগ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বেই যথাযথ কারণ উল্লেখ পূর্বক সময়ের আবেদন করা হলে করদাতার সংশ্লিষ্ট সার্কেলে উপকর কমিশনার নিজ ক্ষমতাবলে ২(দুই) মাস এবং পরিদর্শী অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে আরও ২(দুই) মাস অর্থাৎ মাস অর্থাৎ সর্বমোট ৪ (চার) মাস পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন।

অননুমোদিতভাবে বিদেশি ব্যক্তিকে নিয়োগ প্রদানের শাস্তি কি?+

অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশে বিদ্যমান ধারা 165B এর পরে একটি নতুন ধারা 165C সংযোজন করা হয়েছে। সংযোজিত এ নতুন ধারার বিধান অনুসারে বিনিয়োগ বোর্ড বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে কোন বিদেশী নাগরিককে কাজে নিয়োগ আয়কর আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কোন ব্যক্তি (person) বর্ণিত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেখে কোন বিদেশী নাগরিককে কাজে নিয়োগ করলে উক্ত নিয়োগকারীর সর্বনিম্ন তিন মাস হতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদন্ড বা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক দন্ড অথবা উভয় প্রকার দন্ড আরোপযোগ্য হবে।

আয়কর রিটার্ন জমা না দেয়ার শাস্তি কি?+

করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার লক্ষ্যে আবশ্যিকভাবে ধারা-১৩০ মোতাবেক নোটিশ প্রদান সাপেক্ষে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা কমপক্ষে ১,০০০.০০ টাকা ও পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০.০০ টাকা, উপ-কর কমিশনার জরিমানা আরোপ করতে পারবেন। তবে অর্থ আইন ২০১৫ এর মাধ্যমে সংযোজিত প্রভাইসো মোতাবেক -
(১)কোন ব্যক্তি-করদাতা, যাহার আয়ের উপর ইতোপূর্বে কখনো করারোপিত হয় নাই, তাঁহার ক্ষেত্রে আরোপযোগ্য মোট জরিমানা পরিমান ৫,০০০/- টকার বেশি হইবে না;
(২)কোন ব্যক্তি-করদাতা, যাহার আয়ের উপর ইতোপূর্বে করারোপিত হইয়াছে এমন কোন পুরোনো ব্যক্তি-করদাতার ক্ষেত্রে এইরূপ জরিমানার পরিমাণ তাঁহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ৫০% বা ১,০০০/- টাকা, দু’টির মধ্যে যেটি বেশি, তাহার বেশি হইবে না|

একজন বিদেশিকে বোর্ড অব ডাইরেক্টরে নির্বাচন করার বিধান কি?+

আয়কর অধ্যাদেশের ধারা 184A এর উপ-ধারা (1) এর ক্লজ (1) এর বিদ্যমান বিধান অনুসারে কোন শেয়ার হোল্ডার কর্তৃক সংশ্লিষ্ট কোম্পানীর পরিচালক স্পন্সর পেপার হোল্ডার হওয়ার ক্ষেত্রে ১২ ডিজিটের টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আছে। অর্থ আইন,  ২০১৫ এর মাধ্যমে সংযোজিত ক্লজ (11) এর বিধান অনুসারে ১ জুলাই, ২০১৫ হতে কোন অনিবাসী বিদেশী নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশে কোন কোম্পানীর পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডারের পদের জন্য বাধ্যতামূলক ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করতে হবে না।

ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্র ভর্তির ক্ষেত্রে আয়করের বিধান কি?+

অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশে Section184A এর Sub-Section(1) এর Clause (w) এর পর নুতন Clause (x) সংযোজন করা হয়েছে । সংযোজিত এ Clause এর বিধান অনুসারে কোন সিটি কর্পোরেশন অথবা জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুযায়ী শিক্ষাদানরত কোন ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্র / ছাত্রী ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে উক্ত শিক্ষার্থীর মাতা বা পিতা বা অভিভাবকের ১২ ডিজিটের টিআইএন সম্বনিত সার্টিফিকেট / রিটার্নের প্রাপ্তি স্বীকার দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এরূপ সম্বনিত সার্টিফিকেট / রিটার্নের প্রাপ্তি স্বীকার পত্র প্রাপ্তির পর আবশ্যিকভাবে ১২ ডিজিটের টিএইঅন এর যথার্থতা যাচাই করবেন।

জাল /নকল (fake) নিরীক্ষা প্রতিবেদন দাখিলের শাস্তি কি?+

অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশে বিদ্যমান ধারা 165A এর পরে একটি নতুন ধারা 165AA সংযোজন করা হয়েছে। সংযোজিত নতুন ধারার বিধান অনুসারে কোন ব্যক্তির (person) দাখিলকৃত আয়কর রিটার্নের সাথে সংযুক্ত অডিট রিপোর্ট বা পরবর্তীতে দাখিলকৃত Audit Statment of Accounts এ Chartered Accountant এর প্রদত্ত স্বাক্ষর জাল বা নকল (fake) প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে জেল বা জরিমানা অথবা উভয় দন্ড প্রযোজ্য হবে। এক্ষেত্রে কারাদন্ডের মেয়াদ সর্বনিম্ন তিন মাস হতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বা সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক দন্ড অথবা  উভয় প্রকার দন্ড আরোপযোগ্য ।

Income Tax Bangladesh VAT Questions Answers

Income Tax Bangladesh VAT Related General Questions


Basics of VAT


What is VAT?

মূসক হলো স্বনির্ধারনী পরোক্ষ কর। সরবরাহকৃত পন্য বা সেবার ওপর প্রদেয় করের বিপরীতে উপকরন কর সমন্বয় করে পন্য বা সেবার মূল্যস্তরের প্রকৃত সংযোজনের ওপর আরোপিত করই ঐ পন্য বা সেবার মূল্য সংযোজন কর বা মূসক।

How is it imposed?+

করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের ওপর মূসক আরোপিত হয়। আইনের প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতি প্রাপ্ত আমদানিকৃত সরবরাহকৃত বা সরবরাহ পন্য ও সেবা ব্যতীত সকল পন্য ও সেবার ওপর মূসক আরোপিত হবে।

Who does pay VAT?+

মূল্য সংযোজন বা মূসক ব্যবস্থায় সরবরাহের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে উপরকন কর সমন্বয় ভিত্তিক কর ব্যবস্থা সরবরাহকারী পন্য বা সেবা সরবরাহকালে সরবরাহ মূল্যর বিপরীতে তাঁর পন্য বা সেবার ক্রয়মূল্যের ওপর পরিশোধিত মূসক রেয়াত হিসেবে সমন্বয় করেন এবং ক্রেতার নিকট হতে প্রাপ্য সরবরাহ মূল্যের ওপর নীট মূল্য সংযোজন কর বা মূসক পরিশোধ করেন।

Who is taxpayer?+

করদাতা হলেন মূল্য সংযোজন কর ব্যবস্থায় পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা।

Why do I pay VAT?+

একজন সুনাগরিক হিসেবে নিম্ন বর্ণিত কারণে আমি মূসক পরিশোধ করবো:-
০১। রাষ্ট্রীয় আইন প্রতিপালন কর প্রদান একজন নাগরিকের নৈতিক দায়িত্ব।
০২। করের অর্থ ব্যতীত রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।

When did the VAT imposed in Bangladesh?+

বাংলাদেশে ১৯৯১ সালে ১ জুলাই মূল্য সংযোজন কর চালু হয়।

What is the rate of VAT?+

মূসকের আদর্শ হার ১৫%। আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূসকের হার ১৫% এবং রপ্তানির ক্ষেত্রে মূসকের হার ০% প্রযোজ্য।

Which are the legacy rates of 1991 VAT?+

১৯৯১ সনের মূসক ব্যবস্থার আওতায় মূল্য সংযোজনের ভিত্তি হিসেবে নীট মূসকের ১১ টি হার বিদ্যমান আছে। যথা :  ১.৫, ২, ২.২৫, ৪, ৪.৫, ৫. ৫.৫, ৬, ৯, ১০, ১৫ ।

What is the VAT Registration & Turnover Tax Enlistment Thresholds?+

নতুন মূসক ব্যবস্থার নিবন্ধন সীমা ৮০ লক্ষ টাকা এবং তালিকাভুক্তির সীমা ৩০ লক্ষ টাকা।

How does VAT work?+

মূসক ব্যবস্থা পণ্য বা সেবার সরবরাহের প্রতিটি স্তরে উপকরণ কর রেয়াত গ্রহণ ব্যবস্থা। করদাতা আইন ও বিধি মোতাবেক হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রত্যেক কর মেয়াদে ক্রয়কৃত উপকরণ বা পণ্যের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর রেয়াত হিসাবে গ্রহণ করেন। সরবরাহের প্রতিটি স্তরেই রেয়াত গ্রহণ ও মূল্য সংযোজনের উপর মূল্য সংযোজন কর প্রদানের মাধ্যমে মূসক চেইন সম্পন্ন হয়।

How do I make sure that VAT is applicable for me?+

আইনের প্রথম তফসিলে বর্ণিত পণ্য বা সেবা যদি আমার অর্থনৈতিক কার্যক্রমের আওতাভূক্ত না হয়, তাহলে আইন অনুসারে আমার ব্যবসায়ে মূসকের বাধ্যবাধকতা উদ্ভব হবে না। তবে আমি চাইলে মূসক নিবন্ধন  গ্রহণ করে মূসক প্রদান করতে পারবো।

What is the Tax under new VAT act?+

নতুন মুসক আইনের আওতায় কর বলতে বোঝাবে মূসক, টার্নওভার কর ও সম্পূরক শুল্ক এবং বকেয়া আদায়ের উদ্দেশ্যে সুদ, জরিমানা ও অর্থদন্ড।

Chapter 2

Registration & Enlistment

What is registration or Enlistment?+

অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকরী কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের ওপর ভিত্তি করে অথবা, টার্নওভার নির্বিশেষে স্বেচ্ছায় উক্ত ব্যক্তি মূসক আইনের আওতায় ব্যবসায়িক পরিচিতি নম্বর গ্রহণ করে মূসক আইনের প্রতিপালন করে থাকেন, তাকে মূসক আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভূক্তি বলা হয়।

When do I need to be registered or enlisted?+

নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হওয়ার দিন হতে ১৫ (পনের) দিন অতিবাহিত হওয়ার পূর্বে আমাকে নিবন্ধন বা তালিকাভুক্ত গ্রহণ করতে হবে।
অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে ৮০ লক্ষ টাকা অতিক্রম করলে নিবন্ধন এবং অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার)  মাস সময়ে ৩০ লক্ষ টাকা অতিক্রম করলে তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হয়।

What is a Business Identification Number (BIN)?+

কোন ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের ওপর ভিত্তি করে যে ব্যবসায়িক পরিচিতি নম্বর গ্রহণ করেন তাই ব্যবসার সনাক্তকরণ সংখ্যা। এ সনাক্তকরণ সংখ্যার মাধ্যমে ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি ও কার্যক্রম বোঝা যায়।

How do I get a BIN?+

আমার অর্থনৈতিক কার্যক্রমের সীমা বার্ষিক টার্নওভারের নির্ধারিত সীমা অতিক্রম করলে ২.১ ফরমে কমিশনার বরাবর আবেদন করলে ২.৩ ফরমে কমিশনার আমার বরাবর একটি বিআইএন সম্বলিত নিবন্ধন সনদপত্র/টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র প্রদান করবেন।

What are the benefits of having a BIN?+

বিআইএন থাকলে কোন ব্যক্তি নিম্ন বর্ণিত সুবিধাদি গ্রহণ করতে পারবেন :
    (ক) ব্যাগেজ আমদানি ব্যতিত সকল আমদানি করতে পারবেন।
    (খ) ভূমি বা ভবন নিবন্ধনে ব্যবহার করতে পারবেন।
    (গ) আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ করতে পারবেন।
    এছাড়া উৎসে কর্তন, টেন্ডারে অংশগ্রহণ, কোন সংস্থায় তালিকাভুক্তি গ্রহণ, বন্ড লাইসেন্স অনুমোদন, ব্যাংক ঋন অনুমোদন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

What is an Honour Card?+

কোন করদাতা সংশ্লিষ্ট আট বছরের সকল কর মেয়াদের মূসক বা টার্নওভার দালিলপত্র নিয়মিতভাবে দাখিল করলে কমিশনারেট কর্তৃক মূসক-১৮.৫ ফরমে করদাতা অনুকূলে যে স্মীকৃতি পত্র প্রেরণ করা হয় তাকে সম্মাননা পত্র বলা হয়।

How do I get an Honour Card?+

সংশ্লিষ্ট অর্থ বছরের সকল কর মেয়াদের মূসক বা টার্নওভার কর দাখিলপত্র নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করলে অর্থবছর শেষে পরবর্তী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক মূসক ১৮.৫ ফরমে একটি সম্মাননা পত্র পেতে পারি।

What are the benefits of having an Honour Card?+

একটি সম্মাননা পত্রের মাধ্যমে কোন ব্যক্তি মূসক আইনের আওতায় নিম্ন বর্ণিত সুবিধাদি গ্রহণ করতে পারবেন:
    (ক) আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ নবায়নে।
    (খ) উৎসে কর্তনকারী সত্তার সরবরাহ প্রদান।
    (গ) টেন্ডারে অংশগ্রহণ।
    (ঘ) কোন সংস্থার তালিকাভুক্তি গ্রহণ
    (ঙ) বন্ড লাইসেন্স নবায়ন।
    (চ) ব্যাংক ঋন অনুমোদন।
    (ছ) স্থাবর সম্পত্তি নিবন্ধন ইত্যাদি।

How do I calculate my annual turnover of my business?+

আমার কর্তৃক ১২ (বার) মাস সময়ে অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুতকৃত আমদানিকৃত বা ক্রয়কৃত পন্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান হইতে প্রাপ্ত বা প্রাপ্য সমূদয় অর্থ যোগ করে আমার ব্যবসায়ের বাৎসরিক টার্নওভার হিসাব করা হবে।

How can I register for VAT or Enlist for Turnover Tax?+

নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হলে আমাকে ফরম ২.১ এ সংশ্লিষ্ট কমিশনারের নিকট নিবন্ধিত বা তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। কমিশনার প্রাপ্ত আবেদনের তথ্য যথাযথ সাপেক্ষে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আমাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত করবেন এবং আমার অনুকূলে ফরম “মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি নিবন্ধন বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র জারি করিবেন।

I'm the head of a Group of Companies comprising of several individual Companies. Do I need…+

নতুন মূসক আইনের আওতায় গ্রুপ অব কোম্পানীর জন্য আলাদা নিবন্ধন গ্রহণের প্রয়োজনীয়তা নেই। গ্রুপ অব কোম্পানীর জন্য একটি মাত্র নিবন্ধন গ্রহণ করে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে।

My company has several branches. Now I have individual BIN for each branch under 1991 VAT.…+

নতুন আইনের আওতায় প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা নিবন্ধন নেওয়ার প্রয়োজন নেই। কোম্পানীর জন্য একটি মাত্র নিবন্ধন গ্রহণ করা যাবে।

Can commissioner register or enlist me under new VAT?+

যথাযথ অনুমোদনের পর কমিশনার যদি মনে করেন যে আমি নিবন্ধন যোগ্য বা তালিকাভুক্তি যোগ্য তাহলে কমিশনার স্ব-উদ্যেগে আমাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত করতে পারেন।

If I operate an economic activity which is exempt under VAT Act, do I need to…+

এক্ষেত্রে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করায় প্রয়োজন নেই।

If I operate an economic activity which is exempt under VAT Act, can I register my…+

হ্যাঁ পারবো।

How can I change my information provided during registration or enlistment?+

নিবন্ধন বা তালিকাভুক্তির সময় প্রদত্ত তথ্যের কোনরূপ পরিবর্তন করতে চাইলে তথ্য পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে মূসক ২.৬ ফরমে কমিশনারকে অবহিত করে তথ্যের পরিবর্তন করতে পারবো।

How can I transfer my business address from one place to another place?+

ব্যবসায়ের স্থান পরিবর্তন করার ১৫ (পনের) দিন পূর্বে ফরম ‘‘মূসক ২.৭’’ ফরমে কমিশনার বরাবর আবেদন করে আবেদনের যথার্থতা সাপেক্ষে আমি আমার ব্যবসায়ের স্থান পরিবর্তন করতে পারবো।

Which documents are necessary for registration of enlistment?+

নিবন্ধন বা তালিকাভুক্তির সময় কোন দলিলাদির প্রয়োজন হবে না ।

Can I register my business in a residential area?+

না কোন আবাসিক এলাকায় নিবন্ধন গ্রহণ করা যাবে না।

How can I shift from Registration to Enlistment or vice versa?+

হ্যাঁ পারবো।

Which forms are related to the registration or enlistment procedure?+

২.১,২.২,২.৩,২.৪,২.৫,২.৬ এবং ২.৭।

Where do I submit my application for registration of enlistment?+

নিম্ন বর্ণিত স্থানে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন দাখিল করতে হবে।
    (ক) অনলাইন বোর্ডের ওয়েব পোটালে;
    (খ) বোর্ড পরিচালিত কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে;
    (গ) আবেদনকারী জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তরে;
    (ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোন সেবা কেন্দ্রে।
    (ঙ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোন মেলায়; এবং
    (চ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোন স্থানে।

Is there any provision for online application? Is there any benefits for online application over paper…+

হ্যাঁ আছে। অনলাইন ভিত্তি আবেদন -ই হবে নিবন্ধন বা তালিকাভুক্তির প্রধান মাধ্যমে।

Do I need to display the registration or Enlistment Certificate?+

হ্যাঁ আছে।

How can I cancel my registration or Enlistment?+

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ অনুযায়ী আমার ব্যবসায়ে গ্রহণকৃত নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিলের পরিস্থিতি ঘটলে আমাকে ফরম ২.৪ এ কমিশনার বরাবর আমার নিবন্ধন বা তালিকাভুক্তির বাতিলের জন্য আবেদন করতে পারি। নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত মনে করলে কমিশনার নিবন্ধন বা, তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করে আমাকে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত দাখিলপত্র প্রদানের নির্দেশনা প্রদান করবেন। চূড়ান্ত দাখিলপত্র পেশের ১৫ দিনের মধ্যে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, কমিশনার আমার নিবন্ধন বাতিল করবেন।

What are the basic differences between old and new law in terms of registration and enlistment?+

পুরাতন ও নতুন আইনে নিবন্ধন বা তালিকাভুক্তির সংক্রান্ত পার্থক্যগুলো নিম্নরূপ:
    প্রথমত: পুরাতন আইনে নিবন্ধনের স্বাভাবিক পদ্ধতি হলো শাখা নিবন্ধন। অন্যদিকে নতুন আইনে কেন্দ্রীয় নিবন্ধন স্বাভাবিক পদ্ধতি।
    দ্বিতীয়ত: পুরাতন আইনে ম্যানুয়াল নিবন্ধন পদ্ধতি। অন্যদিকে নতুন আইনে অনলাইন ভিত্তিক নিবন্ধন।
    তৃতীয়ত: পুরাতন আইনে বিভাগীয় কর্মকর্তায় নিকট নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন করতে হয়। অন্যদিকে নতুন আইকে কমিশনারের নিকট আবেদন করতে হবে।
    চতুর্থত: পুরাতন আইনে শাখা নিবন্ধন স্বাভাবিক পদ্ধতি হওয়ায় কৃত্রিম সরবরাহ প্রযোজ্য আছে। কিন্তু নতুন আইনে কেন্দ্রীয় নিবন্ধন স্বাভাবিক পদ্ধতি হওয়ায় কোন প্রকার কৃত্রিম সরবরাহ ঘটবেনা।

What I have to do if I lost my Registration of Enlistment Certificate?

মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি সনদের হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্রের প্রতিলিপি উত্তোলনের লক্ষ্যে ফরম “মূসক-২.৮” এ কমিশনার বরাবর আবেদন করতে পারবো। আমার আবেদন প্রাপ্তির ৪ (চার) কার্যদিবসের মধ্যে আমি মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি সনদের প্রতিলিপি পাবো।

What will be the procedure for re-registration for existing taxpayers under new VAT system?

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের নিবন্ধন ও তালিকাভুক্তির উপাত্ত দ্বারা বোর্ড একটি উপাত্ত-ভা-ার তৈরি করবে।
নিবন্ধিত বা তালিকাভুক্ত করদাতাগণের নিবন্ধন ও তালিকাভুক্তির ক্ষেত্রে কমিশনার উক্ত উপাত্ত-ভান্ডারের তথ্য ব্যবহার করে মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত করদাতাগণকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত করবেন।

Friday, December 16, 2016

cost-plus pricing, Briefly describe the methods of determining sales prices under cost-plus pricing?

1. (a) What is cost-plus pricing? Briefly describe the methods of determining sales prices under cost-plus pricing?    4
(b) Differentiate the mark-up and margin with an example.        2

A
Cost-plus pricing:
Cost is the most important influences on price of a product or services. Cost-plus pricing means the determinations of sales price by calculating the cost of product or services and then adding a percentage mark-up for profit.
There are two methods of cost-plus pricing and these are as follows:
I. Full cost-plus pricing: where pricing is determined based on full cost of the product or service and adding a percentage mark-up. The full cost may be a fully absorbed production cost only, or it may include the portion of absorbed selling and distribution overheads.

ii. Marginal cost-plus pricing: involves adding a profit mark-up to the marginal or variable cost of production or sales.

Monday, December 12, 2016

Halo Enterprize Solution Cost Accounting Management Information

Question:

Halo Enterprises recently experienced a fire, forcing the company to use incomplete information to analyze operations. Consider the following data and assume that all materials purchased during the period were used in production:

Direct materials:
Standard price per pound: $9
Actual price per pound: $8
Price variance: $20,000F
Total of direct-material variances: $2,000F

Direct labor:
Actual hours worked: 40,000
Actual rate per hour: $15
Efficiency variance: $28,000F
Total of direct-labor variances: $12,000U

Halo completed 12,000 units.
 
Required:
Determine the following: (1) actual materials used, (2) direct-material quantity variance, (3) direct-labor rate variance, (4) standard labor rate per hour, and (5) standard labor time per finished unit.

Another version of the question as found in the Management Information Question of Institute of Chartered Accountants of Bangladesh May-June 2016 Knowledge Level Question

Kamal Manufacturing recently experienced a fire, forcing the company to use incomplete information to analyze operations. Consider the following data and assume that all materials purchased during the period were used in production:
 
Direct materials:
Standard price per pound: Tk.9
Actual price per pound: Tk.8
Price variance: Tk.20,000F
Total of direct-material variances: Tk.2,000F
 
Direct labor:
Actual hours worked: 40,000
Actual rate per hour: Tk.15
Efficiency variance: Tk.28,000F
Total of direct-labor variances: Tk.12,000U

Kamal Manufacturing completed 12,000 units.
 
Required:
Determine the following: (1) actual materials used, (2) direct-material quantity variance, (3) direct-labor rate variance, (4) standard labor rate per hour, and (5) standard labor time per finished unit.


Solution:

in brief:
 (1) actual materials used 20,000 pounds, 
(2) direct-material quantity variance Tk. $ 18,000U 
(3) direct-labor rate variance Tk. $ 40,000U 
(4) standard labor rate per hour Tk. $ 14, and 
(5) standard labor time per finished unit 3.5hours
 



IN DETAILS

(1) actual materials used
We know, Price Variances = AQ(AP-SP)
or, Tk. 20,000F = AQ(8-9)
or -20,000 = AQ(-1)
or AQ = 20,000
So, actual materials used 20,000 pounds


Note THAT: in equation form, Favorable is negative and Unfavorable is positive.


(2) direct-material quantity variance
We know, Price variance + Material variance(MV) = Total direct-material variance(TV)
or, -20,000 + MV = -2,000
So, MV = 18,000
So, direct-material quantity variance tk. 18,000 Unfavorable


(3) direct-labor rate variance
We know,
Labor Rate Variance (LV) + Efficiency variance = Total direct-labor variance
or, LV + (-28,000) = 12,000
so, LV = 40,000
so, direct-labor rate variance Tk. 40,000 Unfavorable


(4) standard labor rate per hour
We know,
Labor rate variance = AH(AR-SR)
or, 40,000 = 40,000 (15-SR)
or, 15-SR = 1
So, SR = 15-1=14
So, standard labor rate per hour Tk. 14


(5) standard labor time per finished unit
We know, Efficiency variances = SR(AH-SH)
or, -28,000 = 14(40,000-SH)
or, 40,000-SH = -2,000
So, SH = 42,000
Units produced 12,000 units
So, standard labor time per finished unit = (42,000/12,000) Tk. = 3.5 Tk.




Solution provided by Sazzad Hossain, MBA CSCA
A graduate in Accounting & Information Systems from University of Dhaka (BBA & MBA)
And a Chartered Accountants Student as of December 12, 2016
You can contact him by: sazzadais@gmail.com


Thanks







Thursday, September 29, 2016

Get EXTRA GB space in Mediafire

By joining mediafire.com      using the below link you will get some extra space, that is, more than current 10 GB..


Click Here

Enjoy and Thanks a lot.

Wednesday, April 27, 2016

How to make videos show thumbnail in Ubuntu 16.04 LTS

How to make videos show thumbnail in Ubuntu 16.04 LTS





To make or show videos thumbnail in your Ubutnu 16.04 LTS follow the following steps by opening the Terminal (Ctrl + T)

1. First install


sudo apt-get install ffmpeg ffmpegthumbnailer



2. Then


sudo gedit /usr/share/thumbnailers/totem.thumbnailer



3. Now replace the first three lines with these:


[Thumbnailer Entry]
TryExec=/usr/bin/ffmpegthumbnailer
Exec=/usr/bin/ffmpegthumbnailer -i %i -o %o -s %s -f



 Now, Go here 
.cache folder in your home folder

for this, click in your HOME, then click in the view,  then tick on show hidden folders; you will see the .cache folder. Then delete all the files found in the following folders

fail  large  normal 

Bingo !
You are done!

If you have any problem, please feel free to ask me here
sazzadais@gmail.com


Thanks






Friday, April 15, 2016

Using QuickBooks Accountant 2015 for Accounting 14th edition PDF Download free

 

Using QuickBooks® Accountant 2015 for Accounting, 14th Edition


 


  • Glenn Owen Allan Hancock College
  • ISBN-10: 1305084772  |  ISBN-13: 9781305084773
  • 448 Pages
  • Previous Editions: 2015, 2014, 2013
  • © 2016 | Published

 

About

Overview

Master fundamental accounting concepts and principles while developing your proficiency in using the market-leading accounting software: QuickBooks® Accountant 2015 by Intuit®. USING QUICKBOOKS® ACCOUNTANT 2015 FOR ACCOUNTING provides a well-organized, self-paced, concise approach that teaches the technology and application of accounting skills by illustrating how accounting information is both created and used. Fresh new cases and exercises throughout this edition reflect the latest QuickBooks® 2015 features, while unique "Trouble?" features help you avoid common accounting and software mistakes. A full version of QUICKBOOKS® ACCOUNTANT 2015 (140-day trial) accompanies each new edition and helpful online Video Demonstrations, written by the text's author, walk you through mastering key software skills. Trust the step-by-step instruction in USING QUICKBOOKS® ACCOUNTANT 2015 FOR ACCOUNTING, 14E to help you refine the practical, professional skills you need.

 

Features and Benefits

  • Grading Rubrics Save You Time In Grading Cases. These helpful tools save you time as they correspond to the cases at the end of each chapter and link each case requirement and event to a specific student-learning outcome. These valuable rubrics are available on the instructor companion web site for your convenience.
  • Ongoing Boston Catering Case Can Be Used Separately or as a Whole. Meaningful exercises related to the Boston Catering case appear in Chapters 6–11. Each part of the case is independent of the others, which gives you the flexibility to assign the whole case or focus on separate concepts.
  • Engaging Narrative Style Conveys The Importance of Accounting Topics and Software. The author uses a clear, interesting approach throughout the text to emphasize the importance of accounting topics and software in today's business world. Students see how and why systems operate with multiple applications.
  • Unique "Trouble?" Features Pinpoint Common Challenges. These valuable features throughout each chapter help learners anticipate common software and accounting mistakes and avoid those stumbling points.
  • Step-By-Step Building Block Approach Breaks Instruction Into Manageable Segments. This edition walks students through what they need to do next to master both key accounting and QuickBooks® skills.
  • Margin Icons Clearly Draw Attention To Service Or Merchandising Applications. This edition emphasizes service and merchandising businesses using margin icons throughout that clearly guide you and your students to service or merchandising applications within the book's comprehensive coverage.
  • Payroll Accounting Introduced In Optional Appendix. You have the flexibility to teach payroll accounting, one of the most significant facets of organizations with this edition's optional Payroll Accounting appendix. An additional appendix covers traditional accounting with debits and credits if you wish to integrate this material into your course.

 

Table of Contents

PART I: GETTING STARTED WITH QUICKBOOKS® ACCOUNTANT.
1. An Interactive Tour of QuickBooks® Accountant.
2. Preparing a Balance Sheet Using QuickBooks® Accountant.
3. Preparing an Income Statement Using QuickBooks® Accountant.
4. Preparing a Statement of Cash Flows Using QuickBooks® Accountant.
5. Creating Supporting Reports to Help Make Business Decisions.
PART II: CREATING A QUICKBOOKS® ACCOUNTANT FILE TO RECORD AND ANALYZE BUSINESS EVENTS.
6. Setting Up Your Business's Accounting System.
7. Cash-Oriented Business Activities.
8. Additional Business Activities.
9. Adjusting Entries.
10. Budgeting.
11. Reporting Business Activities.
12. Managing Fixed Assets.
Appendix 1: Payroll Taxes.
Appendix 2: Traditional Accounting: Debits and Credits.
Index.

 

What's New

  • Full Version of Quickbooks® Accountant 2015 Accompanies Each New Edition. Your students practice skills using the leading accounting software as this edition comes with 140-day access to the full version of QuickBooks® Accountant 2015.
  • Updated Video Demonstrations Walk Students Through Software Skills. These dynamic videos, created by text author Glenn Owen are available on the companion website to guide students through QuickBooks® Accountant 2015 software using an easy-to-follow, step-by-step approach.
  • Revised Cases and Exercises Reflect Quickbooks® 2015 Features. All cases and hands-on exercises highlight the latest QuickBooks® 2015 features as students gain important hands-on practice.
 

Meet the Author

Author Bio

Glenn Owen

Glenn Owen is a tenured member of Allan Hancock College’s Accounting and Business faculty, where he has lectured on accounting and information systems since 1995. In addition, he is a retired lecturer at the University of California at Santa Barbara, where he taught accounting and information systems courses from 1980 to 2011. His professional experience includes five years at Deloitte & Touche as well as vice president of finance positions at Westpac Resources, Inc., and Expertelligence, Inc. An acclaimed and well-respected author, Mr. Owen is well known for his QuickBooks® texts, which offer self-paced case-based instruction on the use of this commercial accounting application. His innovative teaching style emphasizes the decision maker’s perspective and encourages students to think creatively. His graduate studies in educational psychology and his 40 years of business experience yield a balanced blend of theory and practice that permeates and strengthens all of his books.

 PDF Download link: Click here

Meet the Author

Author Bio


Glenn Owen

Glenn Owen is a tenured member of Allan Hancock College’s Accounting and Business faculty, where he has lectured on accounting and information systems since 1995. In addition, he is a retired lecturer at the University of California at Santa Barbara, where he taught accounting and information systems courses from 1980 to 2011. His professional experience includes five years at Deloitte & Touche as well as vice president of finance positions at Westpac Resources, Inc., and Expertelligence, Inc. An acclaimed and well-respected author, Mr. Owen is well known for his QuickBooks® texts, which offer self-paced case-based instruction on the use of this commercial accounting application. His innovative teaching style emphasizes the decision maker’s perspective and encourages students to think creatively. His graduate studies in educational psychology and his 40 years of business experience yield a balanced blend of theory and practice that permeates and strengthens all of his books.
- See more at: http://www.cengage.com/search/productOverview.do?N=14+4294922239&Ntk=P_EPI&Ntt=20952679707546429205057307121527504479&Ntx=mode%2Bmatchallpartial#sthash.o4gL3t4w.dpuf


About

Overview

Master fundamental accounting concepts and principles while developing your proficiency in using the market-leading accounting software: QuickBooks® Accountant 2015 by Intuit®. USING QUICKBOOKS® ACCOUNTANT 2015 FOR ACCOUNTING provides a well-organized, self-paced, concise approach that teaches the technology and application of accounting skills by illustrating how accounting information is both created and used. Fresh new cases and exercises throughout this edition reflect the latest QuickBooks® 2015 features, while unique "Trouble?" features help you avoid common accounting and software mistakes. A full version of QUICKBOOKS® ACCOUNTANT 2015 (140-day trial) accompanies each new edition and helpful online Video Demonstrations, written by the text's author, walk you through mastering key software skills. Trust the step-by-step instruction in USING QUICKBOOKS® ACCOUNTANT 2015 FOR ACCOUNTING, 14E to help you refine the practical, professional skills you need.
- See more at: http://www.cengage.com/search/productOverview.do?N=14+4294922239&Ntk=P_EPI&Ntt=20952679707546429205057307121527504479&Ntx=mode%2Bmatchallpartial#sthash.o4gL3t4w.dpuf





Using QuickBooks® Accountant 2015 for Accounting, 14th Edition

  • includes QuickBooks® CD-ROM
  • Glenn Owen Allan Hancock College
  • ISBN-10: 1305084772  |  ISBN-13: 9781305084773
  • 448 Pages
  • Previous Editions: 2015, 2014, 2013
  • © 2016 | Published
- See more at: http://www.cengage.com/search/productOverview.do?N=14+4294922239&Ntk=P_EPI&Ntt=20952679707546429205057307121527504479&Ntx=mode%2Bmatchallpartial#sthash.o4gL3t4w.dpuf

Using QuickBooks® Accountant 2015 for Accounting, 14th Edition

  • includes QuickBooks® CD-ROM
  • Glenn Owen Allan Hancock College
  • ISBN-10: 1305084772  |  ISBN-13: 9781305084773
  • 448 Pages
  • Previous Editions: 2015, 2014, 2013
  • © 2016 | Published
- See more at: http://www.cengage.com/search/productOverview.do?N=14+4294922239&Ntk=P_EPI&Ntt=20952679707546429205057307121527504479&Ntx=mode%2Bmatchallpartial#sthash.o4gL3t4w.dpuf

Using QuickBooks® Accountant 2015 for Accounting, 14th Edition

  • includes QuickBooks® CD-ROM
  • Glenn Owen Allan Hancock College
  • ISBN-10: 1305084772  |  ISBN-13: 9781305084773
  • 448 Pages
  • Previous Editions: 2015, 2014, 2013
  • © 2016 | Published
- See more at: http://www.cengage.com/search/productOverview.do?N=14+4294922239&Ntk=P_EPI&Ntt=20952679707546429205057307121527504479&Ntx=mode%2Bmatchallpartial#sthash.o4gL3t4w.dpuf