Sunday, March 30, 2025

আল্লাহ এর কাছে কি দোয়া করবেন

আল্লাহ এর কাছে কি দোয়া করবেন.. [ চলুন জেনে নেই ]
--------------
☛, নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন !
☛, গুনাহ থেকে বেঁছে থাকার জন্য দোয়া করবেন !
☛, আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন !
☛, সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
.
☛, অন্যের কাছে অপদস্থ না হওয়ার দোয়া করবেন !
☛, বদ নজর থাকে বাঁচার জন্য দোয়া করবেন !
☛, বিপদ বালা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛, নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন !
☛, ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন !
☛, মুনাফিকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
.
☛, নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন !
☛, পিতামাতার জন্য দোয়া করবেন !
☛,সন্তান সন্ততির জন্য দোয়া করবেন !
☛, সন্তান সন্ততি স্বামী স্ত্রী-নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন !
☛, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য দোয়া করবেন !
☛, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন !
☛, ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛, ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন !
.
☛, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন !
☛, যারা আপনার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন !
☛, যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন !
☛,ইসলামের পথে থাকা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛, ইসলাম সম্প্রসারণের জন্য দোয়া করবেন !
☛, ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন !
☛, আপনার প্রয়োজন পূরণের জন্য দোয়া করবেন !
.
☛, রোগ মুক্তির জন্য দোয়া করবেন !
☛,হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛,হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛,সহজে ঋণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন !
☛, কাফেরদের উতপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন !
☛, অন্যের উপর বোঝা স্বরূপ না হওয়ার জন্য দোয়া করবেন !
☛, বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
.
☛,শির্ক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛, লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛, ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন !
☛,সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন !
☛, বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
.
☛, জান্নাতুল ফেরদৌস এর জন্য দোয়া করবেন !
☛,জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛,কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন !
☛,সকল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛,প্রতিদিন কুরআন তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛,নবীজির শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন ।
☛, দাজ্জালের ফেতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
.
☛, সকল রকম ফেতনা থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛, মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন।

Muhammad Rumy Ibn Yousuf vai

ঘটনা 01

আমার বিয়ে হয়েছে প্রায় ২ বছর। আমার স্বামী আমাকে বুঝে না, আমার মন বুঝে না, আমার অনুভূতি বুঝে না, আমার অভিমান বুঝে না, আমার যে তার সাথে সারাক্ষন কথা বলতে ইচ্ছা করে এটাও বুঝে না। আমি যখন উনার থেকে পর্যাপ্ত এটেনশন পাই না, তখন আমার চিন্তায় আসে খারাপ ধারনা, আমার বোধয় ছেলে বন্ধু থাকলে ভালো হইতো, জীবনে অন্য অপশন রাখলে ভালো হইতো। 
মদ্দকথা আমার যে কথা বলতে ইচ্ছা করে, নিজের অনুভূতি ব্যক্ত করতে ইচ্ছা করে এগুলো আমি কাউকে শেয়ার করতে চাই। কিন্তু আমার কোন বন্ধুই নাই, না ছেলে বন্ধু না মেয়ে বন্ধু। এক স্বামীর পূজা করি সর্বক্ষন, সে আমাকে হতাশ করে, কষ্ট পাই এসবে। ছোট ছোট ব্যাপারগুলো সে খেয়াল ই করে না। আমি যদি এই থেকে কোন পাপে জড়াই, এই পাপের ভার কার হবে?
তার কোন মেয়ে ঘটিত সমস্যা নাই, দুইজনে স্টুডেন্ট+পড়াশুনার জন্য দূরে থাকি।
সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন প্লিজ


এত আশা কেন করেন?
আপনি কি আদৌ নারী?
হয়ে থাকলে তো ভাইকে ভালোবেসে একটু একটু করে বুঝাতে পারতেন।
জেনে রাখুন, আপনার দায়িত্ব নেবার লোক কম, আপনাকে ফ্রিতে স্রেফ কথা বলে ভোগের লোকের অভাব নেই।
এখন আপনি ঠিক করেন আপনি কোন পর্যায়ের।