১। হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। (সুনানে বাইহাকী, হাদীস নং ৫৫২০)
২। আত্মীয়তার সম্পর্ক ছি'ন্নকারী জান্নাতে যাবে না। (সহীহ বুখারী, হাদীস : ৫৫২৫)
৩। প্রতিবেশীকে ক'ষ্ট দানকারী জান্নাতে যাবে না। (সহীহ মুসলিম, হাদীস নং ৬৬)
৪। মাতা-পিতার অবাধ্য সন্তান, দাইউস ও পুরুষের বেশ ধারণকারীণী জান্নাতে যাবে না। (মুসতাদরাকে হাকিম, হাদীস নং ২২৬)
৫। অশ্লীলভাষী ও উগ্রমেজাজী জান্নাতে যাবে না। (আবু দাউদ, হাদীস নং ৪১৬৮)
৬। অধীনস্থদেরকে ধোঁ'কাদানকারী শাসক জান্নাতে যাবে না। (সহীহ বুখারী, হাদীস নং ৬৬১৮)
৭। অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। (সহীহ মুসলিম, হাদীস নং ১৯৬)
৮। খোটাদানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপ জান্নাতে যাবে না। (সুনানে নাসায়ী, হাদীস নং ৫৫৭৭)
৯। চোগলখোর জান্নাতে যাবে না। (সহীহ মুসলিম, হাদীস নং ১৫১)
১০। অন্য পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতে যাবে না। (সহীহ বুখারী, হাদীস নং ৬২৬৯)
১১। গর্বকারী-অহংকারকারী জান্নাতে যাবে না। (সহীহ মুসলিম, হাদীস নং ১৩১)
১২। রাসূলুল্লাহ (সা.)-এর নাফরমান জান্নাতে যাবে না। (সহীহ বুখারী, হাদীস নং ৬৭৩৭)
১৩। দুনিয়াবী উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। (আবু দাউদ, হাদীস নং ৩১৭৯)
১৪। অকারণে তালাক কামনাকারীণী জান্নাতে যাবে না। (জামি‘ তিরমিযী, হাদীস নং ১১০৮)
১৫। মাথার চুলে কালো কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না। (সুনানে নাসায়ী, হাদীস নং ৪৯৮৮)
১৬। রিয়াকারী জান্নাতে যাবে না (যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কিছু করে)। (সহীহ মুসলিম, হাদীস নং ৩৫২৭)
১৭। ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাত থেকে বঞ্চিত হবে। (সুনানে ইবনে মাজা, হাদীস নং ২৬৯৪)
Courtesy - Zikrillah
 
 
 
 Posts
Posts
 
