Friday, February 21, 2025

গায়রে মাহরাম এর ক্ষতি

পড়লাম আর বুঝলাম আবারো যে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গায়রে মাহরাম থেকে কোটি হাত দূরে থাকতে বলেছেন।
ইস আপনি যদি গার্লস কলেজ এ ভর্তি হতেন বা অন্তত এত খাতির না জমাইতেন!


।।।


আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে।বয়স ৩৪। পেশায় একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।আমার জীবনের কিছু অভিশাপ আজ আমাকে নি:স্ব করে দিছে।কিন্তু এগুলো র কোন টার জন্যই আমি যে একাই দায়ী তা না।মূলত আমার ইচ্ছাকৃত কোন অপরাধ নেই বললেই চলে।বলা বাহল্য আমি ২ সংসারের মেয়ে।আমার আগের মা মারা যাওয়ার পর বাবা আমার মাকে বিয়ে করেন। এটাই যেন আমাদের মূল অপরাধ।আত্মীয়স্বজন,প্রতিবেশি,সমাজ সব খানেই যেন আমাদের দোষ টাই সবার চোখে ধরা পরে। যাই হোক আমার জীবনের প্রথম ভুল ছিল আমি যখন এইচ এস সি তে পড়ি! তখন বয়েজ কলেজে ভর্তি হওয়ায় মেয়ে বলতে আমার গ্রুপে আমিই ছিলাম তাই প্রাইভেটের পড়ার ব্যপারে কখনো কিছু জানার থাকলে আমি এক ছেলে ফ্রেন্ডের কাছে জানতাম সব।মাঝেমাঝেই আলাপ হত নানা বিষয়ে। ৩;৪ বার আমাদের বাসাতেও আসছে।সে আমাকে যে লাইক করতো সেটা আমি কখনো পাত্তা দিতাম না।জেনেও কথা বলেছি। কিন্তু ওকে আমার লাইক হত না তাও অনেকবার বলেছি। ৩ বছর সময় আমি যখন জব পাই ২০১১ সাল তখন আর আমি ওর সাথে কথা বলিনা।মূলত জব পড়াশোনা নিয়ে ব্যাস্ত ছিলাম।আমি তার সাথে কথা না বলাতে ওকে রিজেক্ট করাতে সে যা করে আমার সাথে সেগুলোর বর্ননা দিচ্ছি।
১ম: সে আমার মেয়ে/ছেলে অন্যান্য যত ফ্রেন্ড আছে তাদেরকে গিয়ে.,
২য়:আমার প্রতিবেশি যারা আছে যাদের সাথে পারছে তাদেরকে বলছে আমার সাথে ওর প্রেম,আমার সাথে সে শারীরিক সম্পর্ক করছে,আমাকে নিয়ে নাকি সিলেট গেছে,,, আমার নাকি এব রেশন হয়েছে এসব নানা নোংরা কথা সারা এলাকায় ছড়াইছে। 
৩য়:আমার নামে ফেসবুক একাউন্ট খুলে এবং দেই ফেসবুকে আমার নিজের কাজিন দের ছবি পোস্ট করে,আমার ফেসবুক থেকে আমার ছবি নিয়ে এবং ফেসবুকে নানা বাজে কথা পোস্ট করে আমাকে ভাইরাল করছে! আমার আত্মীয় যারা আছে! আমার অচেনাও যারা আছে তাদেরকেও ফেসবুক ফ্রেন্ড করে আমি হয়ে চ্যাট করছে।আমার ঘনিস্ট আত্মীয়/ফ্রেন্ড দের জামাইয়ের সাথেও ওই ফ্রেন্ডের নামে মিথ্যা বলে বেড়াইছে যাতে আমার রিলেটিভ/ফ্রেন্ড রা ভাবে আমি ওদের নামে দুর্নাম করি। এই ফেসবুক টা ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত চালাইছে আমার নামে।ফেক আইডি 
এসব করার ফলে আমার যা ক্ষতি গুলো হয়েছে
১:এলাকায় আমার ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত যত মনের মত পাত্রপক্ষ আসতো ওই ছেলের মুখে মিথ্যা প্রেম শুনে চলে যেত!
২য় :২০১৭ সালে এলাকার বাইরে গিয়ে ১ দিনের মাঝে বিয়ে হয় কিন্তু সেটার তথ্য আমার পরিবার ভালভাবে না জেনেই বিয়ে দেয়।বিয়ের পর জানতে পারি ছেলের অন্য মেয়ের সাথে রিলেশন। ছেলের বাবা সুদের ব্যবসা করে।ছেলের ছোট ভাই ও একটা মেয়েকে বিয়ে করে ডিভোর্স দেয়।মা যাত্রাপালাতে গান করতো।পরে আমাকে বিভিন্ন ভাবে কথাতে ছোট করে। স্বামীও কিছু করতোনা।খারাপ আচরণে চলে আসি ।এরপর আমি বিয়ে করি ২০২১ সালে একজন ডিভোর্সি কলেজের লেকচারার । ভেবেছিলাম হয়ত হুজুর পরিবার ভাল হবে! আগুন মনে এখন আরো জ্বলে গেল! আমার সাথে কাবিন হওয়ার পরেই ৫ লাখ টাকা চায়। যখন আমি রাজি না হলাম তখন আমাকে এলাকায় নানা মিথ্যা রটিয়ে চলে গেল!এখন শুনি ওর সব মিলে ৪ টা বউ গেছে।এখন ৫ নম্বর বিয়ে করছে!
যাই হোক বলা বাহুল্য আমার পরিবার খুব স্বনামধন্য । আমি দেখতেও ভালই ছিলাম। যেখানে আমার ক্যাডার পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা সেখানে আজ আমার ২ টা এক্সিডেন্ট হলো তাও ২ টাই ছেলেদের দোষে!, আর আমার সাথে অন্যায় করা ছেলেটার জন্য! 
এখন কথা হলো বিয়ের জন্য কাউকেই লাইক হয়না!,যোগ্য মত কাউকে এখন আর পাইনা।তাই আর মন ও চায়না বিয়ে করতে! যেখানে আমার সুন্দর একটা সংসার থাকার কথা সেখানে ওই কাফের ফাজিল ছেলের জন্য নি:স্ব।
এখন কি করব?আমি খুব ই ডিপ্রেশনে ভুগছি। 
বি:দ্র:আমার নামে যখন ফেসবুক খুলছে তখন সাইবার আইন আমার কাছাকাছি ছিলনা।যখন আসলো তখন আর ওই আইডি চালায়না।তাই কোন কিছু করতে পারিনি আর আমরা ২ য় সংসারের দেখে ওরাই আমার নামে ওই ছেলের কথা শুনে মিথ্যা গুজব আরো জোরদার করছে।) আমার এক্সের ৪ টা বউ চলে গেল সেটা আমার এলাকার কাছে কিছুইনা।আর আমি শুধু ১জনকে না পেরে ডিভোর্স দিছি এতেই নানা কথা শুনতে হয়!যেই ছেলের সাথে আমি ফ্রেন্ড হিসেবে প্রয়োজনে ২ বছর কথা বলছি তাও সেটা ২০১১ সালের অনেক আগে এখনো লোক জন বলে আমার নাকি প্রেম ছিল! তাই আমি ডিভোর্স দিয়েছি! তাই পরের টা কাবিন করেও প্রেম শুনে চলে গেছে!,অথচ ওই ছেলেও বিবাহিত!কই আমি তো ওই ছেলের বিয়ের সংবাদ শুনেও ওর নামে এলাকায় গিয়ে বাজে কথা বলিনি? আমি আরো চাচ্ছিলাম এই ছেলে কেন ২০১০ সালের মাঝে বিয়ে করলোনা?তাহলে তো আমার নামে এসব মিথ্যাও ছড়াতো না এলাকায়!আমার ও বেকার ছেলে বিয়ে করতে হতনা,
ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দীর্ঘ করার জন্য।কিছু করার নেই এতটুকু উপস্থাপন না করলে কেউ বুঝতে পারবেনা,।আরো হয়ত বিস্তারিত বলা দরকার ছিল কিন্তু ফেসবুক পোস্ট দীর্ঘ এত করা যায়না।
অগ্রীম ধন্যবাদ সবাইকে।