"যে ব্যক্তি কোনো দুঃখ, দুশ্চিন্তা, অসুস্থতা কিংবা কাঠিন্য অনুভব করবে এবং বলবে,
الله ربي لا شريك له
(আল্লাহু রব্বি লা শারিকা লাহু)
"আল্লাহ আমার রব, তাঁর কোনো শরিক নাই"
আল্লাহ তার থেকে উক্ত (দুঃখ, দুশ্চিন্তা, অসুস্থতা) দূর করে দিবেন।" [১]
অন্য বর্ণনায় নিম্নোক্ত বাক্যটি পড়ার কথা বলা হয়েছে,
اَللّٰهُ، اَللّٰهُ رَبِّيْ لَآ اُشْرِكُ بِهٖ شَيْئًا
(আল্লাহু আল্লাহু, রব্বী, লা উশরিকু বিহী শাই’আ)
"আল্লাহ! আল্লাহ! (তিনি) আমার রব! আমি তাঁর সাথে কোনো কিছুকে শরীক করি না।" [২]
[১] সহিহুল জামে: ৬০৪০
[২] মাওয়ারিদুয যামআন: ৭/৪০০-৪০১
Md Moniruzzaman vai