আমার স্ত্রীর হয়ে পোস্ট টা দেওয়া।
আমি নববিবাহিতা।একসাথে থাকি না আমরা, সঙ্গত কারণে আপাতত দূরে দূরে থাকতে হয়।কিন্তু দেখা করতে গেলে স্বামীর হাত ধরলে বা রুমে বসেই তার কথা চিন্তা করলে মাঝেমধ্যে উত্তেজনা ছাড়াই লজ্জাস্থান হতে কিছু নির্গত হয়। কিছু সময় উত্তেজনার সহিত ও কিছু বের হয়। এমতাবস্থায় এটা সাদাস্রাব, বীর্য না মজী আমি কিছু বুঝতে পারিনা,পার্থক্য বুঝতে পারি না। তাহলে আমার এ অবস্থায় কি গোসল ফরজ হবে??নাকি শরীরের নিম্নের অংশ ধুয়ে নামাজ পড়া যাবে??দেখা যায় সবসময়ই এমন হচ্ছে তাই প্রতিবার নামাজের ওয়াক্তে গোসল করা সম্ভব না তাহলে করণীয় কী?
ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
উইদাউট পেনিট্রেশন মেয়েদের গোসল ফরজ হয়না। নাপাকী ধুয়ে অযু করে নিলেই চলবে।
আর ছেলেদের জন্য গোসল ফরজ হয় পেনিট্রেশন পর্যন্ত গেলে, কিংবা পেনিট্রেশন ছাড়াই উত্তেজনার সাথে বীর্যস্খলন হলে।
الله أعلم بالصواب.