Tuesday, August 16, 2011

ভূতের গল্প- প্রকৃতপক্ষে সত্যি ঘটনা -৪


সত্যি কাহিনী - ( পর্ব ৪ )

।। সোবহানবাগের ঘটনা ।।
লেখক বলেছেনঃ এই ঘটনাটি শুধু মাত্র তাদের জন্য যারা প্যারানরমাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করেন।। এখানে শেয়ার করা প্রত্যেকটি ঘটনাই সত্য।। বিশ্বাস করা বা না করা আপনার উপর।। ধন্যবাদ।।

এই জগতে সত্যিকারের শয়তান/জিন এদের অস্তিত্ত আছে।। তারা থাকে হয়তো বা খুব গোপন কোনো অন্ধকারাচ্ছন ঘরে।। অথবা থাকতে পারে খুব সাধারন কোনো জায়গায়।। এই ঘটনাটি খুবই সাধারন একটি পরিবারে ঘটা।। অবিশ্বাস হয়তো, কিন্তু বানানো নয়।।

আমার দাদা যখন তার পরিবারসহ একটি নতুন জায়গায় শিফট করেন তখন তিনি খুবই খুশি ছিলেন।। কিন্তু, চাঁদেরও কলঙ্ক থাকে।। তাদের নতুন বাড়িটা ভালো ছিল নাহ।।

আমরা যা দেখি এবং আমরা যা অনুভব করি তার মাঝে একটি দরজা আছে।। যখন সেই দরজাটি খুলে যায়, তখন আমাদের ভয়ঙ্করতম দুঃস্বপ্ন আমাদের জীবনে বাস্তবতা হয়ে নেমে আসে।।

এটি ১৯৬৬ সালের ঘটনা।। আমার দাদা, মৃত বাসুদেব দাসগুপ্তা তৎকালীন পূর্ব পাকিস্তানের সেক্রেটারিতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।। ১৯৬৬ সালের ফেব্রুয়ারী মাসে তিনি সপরিবারে সোবহানবাগ অফিসার কোয়ার্টারে উঠেন।। আমার বাবা তখন ৭ম শ্রেণীর ছাত্র।। এখনকার সোবহানবাগ হয়তো আপনার কাছে খুবই আলো ঝলমলে লাগে।। রাস্তায় রাস্তায় বড় বড় দোকান, শপিং মল ইত্যাদি ইত্যাদি।। কিন্তু ৪৪ বছর আগে সেটা ছিল একটা বিরাট জঙ্গলের মত।। এখনকার জামে মসজিদটি ছিল তখন একটি ছোট টিনশেদের মসজিদ।।

প্রথম দিকে বাড়িটা খুবই ভালো ছিল।। কিন্তু যত দিন যেতে লাগলো খারাপ জিনিসের আনাগোনা লক্ষ্য করা গেলো।। ছাদে গভীর রাতে কারা যেনও লাফাত।। সবাই প্রথমদিকে একটু বিরক্ত হতেন।। আমার বাবার চাচা মৃত হরপ্রশাদ দাসগুপ্তা এবং উনার বন্ধু তৌহিদ একবার আওয়াজ শুনে ছাদে উঠে যান।। তাদের হাতে পিস্তল ছিল।। উনারা ছাদে গিয়ে একটি আগুনের গোলার মত কিছু দেখতে পান।। উনারা গুলি করার সাথে সাথে তা বাতাসে মিলিয়ে যায়।।

এরপর একদিন আমার বাবার এক আত্মীয় আসেন।। তিনি খুবই ধার্মিক লোক ছিলেন।। তিনি পরিষ্কার উপলদ্ধি করেন যে, বাসাটাতে খারাপ জিনিসের প্রভাব রয়েছে।। খুব সম্ভবত এই জায়গাটি আগে একটি কবরস্থান ছিল।। সেটি সরকার ভেঙ্গে ফেলে নতুন কোয়ার্টার তৈরি করেছে।। তিনি পবিত্র নাম নিয়ে ৪ টা বড় বড় গজাল বাড়ির চারপাশে ঢুকিয়ে দেন।। এরপর থেকে আর কোনোদিন সেই লাফানোর শব্দ পাওয়া যায়নি।।

সম্ভবত সেই খারাপ জিনিসটি এরপর তার নতুন ঠিকানা খুঁজে নিয়েছিল।।

লেখক/ লেখিকা নাম প্রকাশে অনিচ্ছুক।।

ভূতের গল্প- প্রকৃতপক্ষে সত্যি ঘটনা -৩

সত্যি কাহিনী - ( পর্ব ৩ )

।। অন্ধকারের যাত্রাসঙ্গি ।।
আমি আজকে যে গল্পটা বলব,অদ্ভুতভাবে সেই গল্প আমি বেশ কয়েকজনের কাছে শুনেছি।। তাদের মাঝে একজন আবার দাবী করেছে যে গল্পের নায়ক আজিমপুরে থাকেন(সত্যি মিথ্যা জানি না)।।

যাই হোক গল্পটা শুরু করছি।।

ঘটনাটা ঘটেছে ঈশ্বরদী রুটে।। প্রায় মধ্যরাতে।। সেই রূটের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক ১২-১২.৩০ টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়।। বাসে যাত্রী ছিল একজন (গল্পের নায়ক), ড্রাইভার আর একজন হেল্পার।। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী উঠানামা করার কথা।। কিন্তু কেন জানি সেদিন কোন স্টপেজ থেকে কোন যাত্রী উঠেনি।। বাসটি শহর ছেড়ে আরো দূরে ছলে গেল এবং একটি জায়গাতে (খারাপ জায়গা,লোকের মুখে শোনা) থামল।। সেখানে দুইজন লোক দাড়িয়ে আছে দেখা গেলো।। তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আলখেল্লা পরা।। মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না।। তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনে মোড়া লাশ!! তারা ড্রাইভার কে বলল, “আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন।।ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না।। তারা বাসে উঠে এলো।। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ছে।। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা।। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারি হয়ে গেছে বলে মনে হলো।। যতই স্পীড বাড়ায় বাস আর তেমন এগোয়না।। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে।। বাসের অন্য তিন জনের ততক্ষণে কাহিল অবস্থা।। ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে।। নড়াচড়া করতে পারছে না।।

হঠাৎ মনে হলো, পিছনের সিট থেকে কড়মড়করে হাড় চাবানোর শব্দ আসছে!! তিন জনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারন মানুষ না, এরা অন্যকিছু।। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই নির্জন বাসে উঠে এসেছে।। অনেকক্ষন পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌছাল।। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল।। সেই এক মাত্র যাত্রীটা এরইমধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে, দরজার কাছের সিটে এসে বসেছে।। তার এবং ড্রাইভারের মধ্যে কোন কথা হয়ে থাকতে পারে।। ঠিক জানিনা।। লোক দুইটা যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বলিয়ে দিল(সেই যাত্রীর খুব কৌতহোল ছিল যেঁ তারা দেখতে কেমন!!)।।

তখন দেখা গেল, তারা মানুষের মতই দেখতে কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত।। সেটাই তাদের অশরীরি ভাবটা ফুটিয়ে তুলেছে।। তাদের হাতে আগের মতই ছোট বাচ্চার লাশ (কাফনে মোড়া)।।

তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, “তোর মায়ের বুকের দুধের অনেক তেজ!! তাই আজকের মত বেঁচে গেলি।।" এই বলে তারা কবরস্থানে নেমে গেল।।

(লিখতে গিয়ে আমার নিজেরই গা ছমছম করছিল।। যদিও আমি বেশ সাহসী এবং যুক্তিবাদী মানুষ।। জানিনা আপনাদের কেমন লেগেছে!!)


লেখক/ লেখিকা নাম প্রকাশে অনিচ্ছুক।।

















Tags: wallpapers, wall, walls, papers, paper, HDs, HD wallpaper, HD walpaper, HD wallpaper download, wallpaper download, all downloads, hot wallpapers, abstract, abstracts, abstract wallpapers, nice, nice scene, nature, nature wallpapers, natural wallpapers, mountain pic, HD pics, funny photos, funny wallpapers, love wallpapers, collection, sundor, sexy wallpapers, fucking beautiful pics wallpapers, big wallpapers, windows wallpapers, linux, linux wallpapers, unix wallpapers, ubuntu wallpapers, ubuntu themes, ubuntu 11.04 wallpaper, ubuntu 10.4 LTS wallpapers, download wallpapers, Mac wallpapers, puppy wallpapers, beautiful wallpapers, mobile wallpapers, nokia wallpaper, sony wallpapers, theme photos, creative wallpapers, mixed wallpapers, money pic, mots pics, chorom pics, dhaka wall photos papers, great wallpapers, wallpaper HD, funny frog pics, HD funny frog picturs, HD funny frog wallpapers,Windows, windows 8, windows 8 wallpaper, windows wallpaper, windows wallpapers, windows wallpaper collection, windows wallpaper collections, HD windows wallpaper, HD windows wallpapers, HD windows 8 wallpaper, HD windows 8 wallpapers, windows 8 HD wallpaper, windows 8 HD wallpapers, windows 8 HD beautiful wallpaper, windows 8 HD beautiful wallpapers, new wallpapers, best windows 8 HD beautiful wallpaper, best windows 8 HD beautiful wallpapers, wallpapers, professional windows 8 HD beautiful wallpaper, professional windows 8 HD beautiful wallpapers, professional windows 8 wallpaper, professional windows 8 wallpapers, professional windows 8 beautiful wallpapers,wallpapers, wall, walls, papers, paper, HDs, HD wallpaper, HD walpaper, HD wallpaper download, wallpaper download, all downloads, hot wallpapers, abstract, abstracts, abstract wallpapers, nice, nice scene, nature, nature wallpapers, natural wallpapers, mountain pic, HD pics, funny photos, funny wallpapers, love wallpapers, collection, sundor, sexy wallpapers, fucking beautiful pics wallpapers, big wallpapers, windows wallpapers, linux, linux wallpapers, unix wallpapers, ubuntu wallpapers, ubuntu themes, ubuntu 11.04 wallpaper, ubuntu 10.4 LTS wallpapers, download wallpapers, Mac wallpapers, puppy wallpapers, beautiful wallpapers, mobile wallpapers, nokia wallpaper, sony wallpapers, theme photos, creative wallpapers, mixed wallpapers, money pic, mots pics, chorom pics, dhaka wall photos papers, great wallpapers, wallpaper HD, cool hd wallpapers, hd wallpapers for vista, hd wall abstracts, widescreen, city, HD Wallpapers 1080p Windows 7, Windows 7 1080p HDTV Wallpapers, Download Windows 7 1080p HDTV Wallpapers, images at resolutions high quality HD for free, HD Wallpapers 1080p Windows 7, X HD Wallpapers 1080p, X Wallpapers 1080p Windows 7, Wallpapers 1080p, HD Wallpapers, Wallpapers, HD Wallpaper, Wallpaper, Windows 7 HDTV 1080p, hd, wallpapers, free, desktop, backgrounds, free wallpapers, high quality wallpapers, hd wallpapers, widescreen wallpapers, hdtv wallpapers, 1080p wallpapers, 720p wallpapers, sexy wallpaper