Tuesday, December 20, 2011

মোবাইল থেকে বাংলা লিখুন [ Write Bengali From Mobile ]


মোবাইল থেকে বাংলা লিখুন  



 এই এপ্লিকেশান টি দিয়ে মোবাইল থেকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন ...
http://m.websolutionbd.net/
 For more info see this:
http://m.websolutionbd.net/help.php
 ....................................
 আর “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে।।
 ....................................

 কিভেবে বাংলা লিখবেন?
 স্টেপ ১ :
http://m.websolutionbd.net/
 এই এপ্প্লিকেশন এ যান...

 স্টেপ ২ :
 তারপর ফেসবুক পারমিশন দিতে বলবে...
 দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন "এলাউ" দিতে বলবে ফেসবুক...
 এলাউ করুন....
 (***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,"এলাউ" হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)

 স্টেপ ৩ :
 তারপর "Banglish Input Box" এ যা লিখার লিখে...
 "Convert Banglish To Bangla" তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন...
 (**এখন “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে।।**)

 তারপর "Post Status To Your Wall" এ ক্লিক করুন...
 ব্যাস হয়ে গেল...


 --------------------------------------------সংগৃহীতঃ------------------------------------------



অনলাইনে ইংলিশ থেকে বাংলা শব্দ জানা যায় সহজেই [ Know Eng-Beng meaning online ]



বিজ্ঞানী.org সাইট যারা ভিজিট করেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা। বাংলা এই সাইট-এ অনেক কিছু জানা যায়। বলাযায় তথ্যে ভরপুর একটি ওয়েব সাইট। যে কথা বলতে চাচ্ছিলাম ধরুন আপনার কাছে কনো ডিকশ্নারী নেই, আপনি কোথাও বসে ব্রাউজ করছেন এই সময় আপনার দরকার হলো একটি ইংলিশ ওয়ার্ডের বাংলা জানার, আপনি কি করবেন? না চিন্তার কোন কারন নেই আমি তার একটি সমাধান দিব।
 অনলাইনে বসে আপনি ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড জানতে পারবেন এ জন্য কোন সফটওয়্যার ইনষ্টল বা ডাউনলোড করতে হবেনা। আর একটি ইংলিশ ওয়ার্ডের অনেক গুলো বাংলা শব্দ পাবেন। যা কোন ডিকশ্নারীতে আপনি পাবেন না। এটি ব্যবহার করা খুবই সহজ একটু কম্পিউটার নলেজ থাকলে আপনি অনায়াসে পারবেন। এখন এই ওয়েব সাইটটির ঠিকানাঃhttp://www.bdwebguide.com/bengalidictionary.php এখানে ঢোকার পর দেখবেন লেখা আসছে Type English Word Here: এই ঘরটির মধ্যে আপনার প্রয়োজনিয় ইংলিশ শব্দটা লিখে Get Meaning লিখার উপর ক্লিক করবেন দেখবেন নিচে বাংলা এসে হাজির বাঃ আর কি। বেশ মজা পাবেন আপনি এখনি ব্যবহার করে দেখবেন, আর মন্তব্য আশা করছি।





লিখেছেন Md. Jewel Hasan Friday, 05 August 2011