Friday, April 13, 2012

জ্বিন বস [ Ghost Stories - 02 ]


আমার নানা পাকিস্তান আমলের একজন ঠিকাদার ছিলেন।সাথে সাথে বোতলে জ্বিন বন্দীর দক্ষতা থাকার কারনে তাকে গ্রামের লোকজন ফকির নামে চিনত।এই কাজ টি অত্যন্ত ঝুকিপুর্ণ।জ্বিন যদি কোনভাবে ছাড়া পেয়ে যায়,তাহলে আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।কিন্তু নানা সচেতন থাকার কারনে সেই ধরনের কোন ঘটনা ঘটেনি।নানা বলেছিলেন,তিনি খুব অল্প সংখ্যক জ্বিন কেই বোতলে পুরেছেন।এটি একটি সাধনার মত এবং সাধারনত সুরা পড়ার মাধ্যমে করা হয়।বলা হয়ে থাকে,এই পদ্ধতিতে শুধু বদ জ্বিন রাই কাবু হয় যারা অকারণে কারো ওপর চড়াও হয় কিংবা মেয়ে দের ওপর ভর করে।প্রত্যেক জ্বিন ই বোতলে বন্দীর পর ছেড়ে দেয়ারজন্যে আকুতি মিনুতি করত,নানা সবাইকেই তওবা করিয়ে ছেড়ে দিত।তবুও নানা গ্রামে গেলে খুব সতর্ক থাকতে বলতেন।বলাবাহুল্ য কিছু কথা উল্লেখ করা যেতে পারে,

>পুকুরে একা একা গোসল করা যাবে না।

>সন্ধ্যার পরে চুন,চুল এ জাতীয় শব্দ উচ্চারণ করা যাবে না।

>রাতের বেলায় মাছ,মিষ্টি খেয়ে সুপাড়ি চাবানো।

>গভীর রাতে কেউ ডাকলে তাকানো যাবে না,সে ডাক যদি ৩ বার হয় তাহলেই তাকানোর হুকুম আছে।

>নানার গলার স্বরে কেউ ডাকলেই তার মিষ্ট কথায় না ভুলে তার ছায়া এবং পায়ের পাতা দেখে নিশ্চিত হতে হবে সে আদৌ মানুষ কিনা।

নানী ভয়ে সন্ধ্যার পর বের হত খুব কম,আমাদের কেও দিত না।আমারা ছোট মানুষ,ভয় থেকেও রাতের আধারে গানের কলি খেলার ঝোক টাই বেশী থাকত।একবার নানা একটা সাপ রূপী জ্বিন কে বোতলে পুড়ে।কিন্তু নানী রাতের আধারে সেটি কে কেরোসিনের বোতল মনে করে মুখ খুলে ফেলেন এবং বিকট গন্ধে অপ্রস্তুত হয়ে নানা কে ডাকতে থাকেন।নানা দোয়া দরূদ পরে জ্বিন টাকে বোতলে ভরার আগেই সেটি পগাড়পার হয়েযায়।বিপদ আসন্ন বুঝতে পেরে নানা ঘর বেধে দেন এবং খুব সতর্কতা অবলম্বন করতে থাকেন।কিন্তু শেষ রক্ষা হওয়ার আগেই বড় মামা সাপের কামড় খান,তার পুরো শরীর নীলাভ হয়ে যায়।সারা রাত চেষ্টা করেও কোন কবিরাজ বিষনামাতে পারেনি।সোনার ঢোলক ব্যবহার করে সাপে কামড়ানো রোগী কে বাচানো যায় বলে গ্রাম দেশে প্রবাদ আছে।নানা সেই চেষ্টা ও করেছিলেন।কিন্তু তাতেও ফল হয় নি।তারপর ১দিন মামার জ্ঞান ফিরলো।তার নীলাভ বর্ণ তখন আর নেই।আচমকা সুস্থ হওয়ার ঘটনায় পুরো গ্রাম বাসী অবাক।নানা ও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন।কিছুদিন পর নানা স্বপ্নে দেখলেন,কেউ একজন তাকে বলছে,এটা নমুনা সবে।এভাবে গোটা পরিবার শেষ হবে।নানা বাড়ি বাধালেন,ইমাম সাহেব কে কয়েকদিন বাড়িতে রাখলেন।ইমাম সাহেবের বশে কিছু ভাল জ্বিনছিল।তারা নাকি তখন বাড়ি পাহাড়া দিত।এভাবেই দিন যাচ্ছিল।আমাদের আর কোন সমস্যা হয়েছে বলে শোনা যায় নি।নানা গত হলেন।তার নির্দেশ অনুযায়ী সব ঠিক ঠাকমতই চলছে।না চলার কারণ তো ছিলই না,হুকুমের বাইরে এক পা এগুলেই যে কোন বিপদ প্রাণ টা নিয়ে যাবেনা এ নিশ্চয়তা কে দিতে পারত?এর পর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটে।যেমনঃ

>একদিন মাঝ রাতে বড় মামার ঘুম ভেঙ্গে যায়।তিনি তার লেপের ওপর একটি মোটা সাপ আবিষ্কার করেন।খুব জোরে চেচান তিনি।সবাই এসে সাপ টাকে মেরে ফেলে।সেটি ফণা তোলা ছাড়া কাউকে ছোবল মারারবদ সাহস দেখায় নি।

>ছোটবেলায় আমি একদিন পুকুরে গোসল করার সময় পাশেরলেবু গাছে একটা সাপ দেখি।পুকুরে আমি একাই নেমেছিলাম,সাতার তখন ও জানিনা।আমিও চিতকার করলাম।সাপটির দিকে তাকিয়ে।সবাই আসার সাথে সাথে সাপ টি উধাও হয়ে গেল।ভয়ের কথা হচ্ছে,সাপ টিরদিকেই আমি সবসময় তাকিয়ে ছিলাম,সেটি কে আমি কোথাও যেতে দেখিনি,অদৃশ্য হতে দেখেছি।

>এক রাতে আমরা বৈঠক ঘরে গল্প করছিলাম,হঠাত এক খালারআর্ত চিতকার।আমরা লাইট নিয়ে ছুটে যাই।সেখানে পার্শ্ববর্তী নারিকেল গাছের শিকড় ছাড়া আর কিছুই ছিল না।অথচ খালার ভাষ্যমতে একটি সাপ তার দিকে ফণা তুলেতাকিয়ে ছিল।

>একবার ভর দুপুরে রান্না ঘরের টিনের চালে সাপ পাওয়া যায়।এবার ও বড় মামার ওপর আক্রমন।সাপ টা ছোবল দেয়ার চেষ্টা করতে থাকে।কিন্তু অন্য মামা রা লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করায় সেটির পক্ষে বাচা আর সম্ভব হয় নি।নানা বলেছিল,বাড়িতে ভুতপ্রেতের আগমন ঘটলে কুকুর রা অহেতুক ডাকাডাকি করে।সে দিন ও কুকুর গুলো খুব চিতকার করছিল।

>একবার গ্রামের বাড়ি তে গিয়েছিলাম ঈদ উদযাপন করতে।রাতের বেলা ভাত খেয়ে হাটছিলাম।বোনের চিতকারে বাড়ির দিকে ছুট দিলাম।সেও সর্প দর্শনেও ভীত।আমার বাবা ও কখনো আমাদের নানুর বাড়ির ওই ঘর টায় থাকতে চান না।তিনি একবার মাঝ রাতে সাপবিষয়ক ভয়ংকর স্বপ্ন দেখেছিলেন।

কেমন হবে যদি মাঝ রাতে আপনিও আপনার বিছানায় সাপ দেখতে পান?সেটি আমাদের কারোর ই কাম্য নয়।আরেক দিন পাগল নিয়ে কিছু বলব।শোনা এবং বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতেই। পাগল রা কিআসলেই অবহেলার পাত্র?আমার তো মনে হয় না। আপনাদেরমতামত ও বিশেষ ভাবে কাম্য।

জানিয়েছেনঃ তাহসানুল মমিন

LOVE - the feeling !!

LOVE - the feeling !!


Love is the most commonly talked over subject matter among youngsters ! However, falling into it is mostly unconscious - people feeling the True Love Hardly recognize it in the correct & nick of time. They expose it after a very long period. Moreover, The FeelIng that they are in love- tough to recognize or term as love, sometimes they feel they are in good relationship, good friends --- but actually may be in LOVE !!!

A very common question, "How can I tell I'm in love?", but it is not an easy question to answer. What feels like love to one person may be nothing more than attraction to another. Some people fall in and out of love quickly and often while others are never really in love as much as they are in lust. This can get confusing when you are a teen because romantic love is a relatively new concept for you and you don't know what to expect. You are overwhelmed with all sorts of new feelings and social pressures. They are confusing. What is love? What makes you want a romantic relationship with one person and not another? How does your heart choose a partner? Why does love end? These questions can't be easily answered.



One of the most confusing quasi-love feelings is lust. Lust is a very powerful, very intense feeling of physical attraction toward another person. Lust is mainly sexual in nature - the attraction is superficial based on instant chemistry rather than genuine caring. Usually we lust after people we do not know well, people we still feel comfortable fantasizing about. It is very common for people to confuse lust for love. But why? What is it about lust and love that make them so easy to mix up? If lust is all about sex, how can a relationship without sex be about lust? Teens struggle with this because they see lust in the Biblical sense, but lust isn't that sinister. Lust is about physical attraction and acting ONLY on physical attraction. Love is about much more than that. Yet many teens (and to be fair, many adults) confuse an intense attraction for some sort if divine love. For teens, since feelings of attraction are still new and since pop-culture sells sex and love as one package, it is very easy to get the two mixed up.



Lust is clearly not love. Love is based on more than just physical attraction. Sure, attraction is a factor, but love goes deeper than that. Love is based on caring, friendship, commitment and trust. When you are in love it is as if you have your best most trusted friend at your side AND you feel physically attracted to them. It is the best of both worlds! Love is a shared feeling between two people who have a vested interest in one anothers happiness. Love is not about jealousy. It is not about conflict. It is not about testing. Love is a positive feeling. If it is tainted by mistrust, jealousy, insecurity or spitefulness it is not really love but merely a pale copy. Love is the total surrender of your heart to another person with the security of knowing they will treat it better than you will. Love should feel good. It should not feel bad. Love should make you want to be a better person, it should not lead you to do something self destructive. Love is not demanding of your spirit but lifts it and makes it glow. Love is a good thing. Anything less is lust, deep friendship or attraction. So the sappiness aside, the question remains, how can you tell you are in love?



There is no easy way to find the truth behind your feelings or the feelings of another person but there are some tell-tale signs that love is blooming (or growing deeper). If you agree with 7 of the following 9 statements you are probably in love.



    You know, because you have been told by your significant other, that your deep feelings are returned in kind.

    The object of your affections makes you feel special and good about yourself.

    If/when you feel jealous it is always fleeting; you trust your partner not to betray you or hurt your relationship.

    Nothing makes you feel as serene as when you and your partner are together.

    When you fight with your partner you usually make up within a few hours and you always agree that nothing is more important than you both being able to express your true feelings (even if they sometimes cause conflict).

    Your partner never asks you to choose between him/her and your loyalties to your family and friends - if you do choose him/her over them you always have a good reason and it is always YOUR decision, and your decision alone.

    Neither you or your partner feel the need to test the other's loyalties or feelings.

    You are more yourself when with your partner than you are with anybody else.

    If sex is part of your relationship it is by mutual desire and agreement without the slightest hint of commitment testing or persuasion.

So, its we who are responsible & we need to give more time to ourselves. !! Face the situation with courage, have trust & be patient.