ভূতুরে হাসপাতাল
আমেরিকার
ম্যাসাচুচেস্ট অঙ্গরাজ্যের সালেম নগরীতে
অবস্থিত ডেনভার স্টেট হসপিটালটি
ভৌতিক কর্মকান্ডের জন্য
কুখ্যাতি
অর্জন করেছে ! এটি মূলত একটি মানসিক হাসপাতাল
ছিল যা ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত হয় ॥ মানসিক রোগিদের চিকিত্সার জন্য স্যার উইলিয়াম হার্বার্ট এই হাসপাতালটি
প্রতিষ্ঠা করেন ॥ শুরুর দিকে
হাসপাতালটির কর্মকান্ডভালভাবে
চললেও বছর পাঁচেক পর এক মর্মান্তিক সড়ক
দূর্ঘটনায় স্যার উইলিয়াম হার্বার্টের মৃত্যু
হলে হাসপাতালটির কর্মকান্ডে আসে আমূল পরিবর্তন ॥ স্যার উইলিয়াম হার্বার্টের
মৃত্যুর পর
এইখানকের রোগীদের উপর আহ্মরিক অর্থেই নরক নেমে
আসে ॥
রোগীদের মারধর ,ইলেকট্রিক শক থেকে
শুরু করে হাইড্রোথেরাপি পর্যন্ত দেওয়া
হত ॥ এরই ধারাবাহিকতায় ১৮৮৫
সালে
ব্রায়ান হ্যারিস নামকএক মানসিক রোগীর উচ্চ ইলেকট্রিক শকের দরুন মৃত্যু হয় !
পরে তার
লাশ অত্যন্ত গোপনীয়তার সাথে
হাসপাতালেরই এক নির্জন জায়গায় কবর দেওয়া
হয় ! এই ঘটনার এক সপ্তাহের মাথায় হাসপাতাল
কর্মী মাইক হ্যারিসের মৃত্যু হয় ॥ তার
মুন্ডুহীন লাশ হাসপাতালের পিছনের উঠানে আবিষ্কৃত হয় ! এরও ঠিক এক সপ্তাহ পর হাসপাতালের
ডাক্তার এফ .হেনরির ঝুলন্ত লাশ পাওয়া
যায় তারই কহ্মে! এই দুইজনই ছিলেন ব্রায়ান
হ্যারিসের হত্যাকারী ! তারা তাদের পৌশাচিক
আনন্দ লাভের জন্য রোগীদের উপর বিভিন্ন
নির্যাতন চালাত! হতভাগ্য ব্রায়ান হ্যারিস ছিলেন তাদের সেই পৌশাচিক আনন্দের শিকার ॥
এই ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে
দেওয়া হয় ॥
তবে আজও গভীর রাতে
হাসপাতাল থেকে
ভেসে আসে যন্ত্রনাকাতর চিত্কার! মাঝে
মাঝে আলোর ঝলকানিও চোখে পড়ে ! এখানকার নিরাপত্তাকর্মীর মাঝে
মাঝে ভারী পায়ে হেঁটে যাওয়ার আওয়াজও
শুনতে পান ! কেউ যদি
হাসপাতালটি দেখতে চান তবে
তাদেরকে শুধু হাসপাতাল চত্বরেই প্রবেশ করতে
দেওয়া হয় কখনই হাসপাতালটির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না !