Monday, May 6, 2013

:: কর্ণফুলি'র রহস্য :: [Ghost Stories-35]


:: কর্ণফুলি'র রহস্য ::


এই ঘটনাটি আমি আমার খালাতো বোনোর কাছ থেকে শুনেছি, কর্ণফুলিতে সন্ধ্যার আগে নদীর পাড়ে এসে গোসল করা নিষেধ। এই কথা যারা মানেনি তাদেরকেই নদী টেনে নিয়ে গেছে।






এবার বিস্তারিত আমার খালাতো বোনের শিক্ষক ওকে যখন বলে ঘটনাটি ঠিক এরকম, "আমি তখন ম্যাট্রিক দেবো, বাবা শিকলবাহা তাপবিদ্যুৎ এর প্রকৌশলী, নদীর পাড়ে আমাদের বিশাল কোয়ার্টার। আমাদের সার্বক্ষণিক একজন বুয়া থাকতো যিনি তাঁর ছেলে সবুজসহ আ...মাদের ঘরে থাকতেন। একদিন বিকালে সবুজ তার সহপাঠি ও সহপাঠি'র ছোটভাই সহ নদীতে নামে। আধাঘন্টা যাবৎ পানিতে দাপাদাপি করার পর হঠাৎ সবুজ টের পায় তাকে কিসে যেন পানিতে টানছে। সবুজের সহপাঠি শত চেষ্টা করেও সবুজকে ধরে রাখতে পারলো। নিজের ছোটভাইকে পাড়ে পাঠিয়ে দিয়ে এবার ছেলেটি সবুজকে খুঁজতে পানিতে ডুব দেয়, সেও ফেরে না। অনেক কান্নাকাটির রোল পড়ে যায় আমাদের ঘরে। দুদিন পর আমাদের এলাকার মসজিদের ইমাম স্বপ্নে দেখেন আগামী দুপুর ১২টায় ছেলে দুটির লাশ পানির উপর উঠবে। পরদিন জানাজানি হওয়ার সাথে সাথে ১২টার আগেই প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। এবং সত্যি সত্যি লাশ ভেসে ওঠে সবুজের, কিন্তু লাশ ভেসে ওঠার নিয়মটা ছিলো অদ্ভূত। লাশটা ভূশ করে প্রায় ১০ফুট উঁচুতে ভেসে প্রায় ৩,৪সেকেন্ড স্থায়ী ছিলো আকাশে এবং মানুষজনের মাঝে 'হো' করে একটা গুঞ্জন হয়। আজো জানা যায় নি এ জায়গার রহস্য কি...

by: Ragib Nizam Jisan

[Ghost Stories-34]


তখন আমরা ময়মনসিংহের ত্রিশালে থাকি। আমি তখন খুব ছোট। যেইদিনের ঘটনা সেদিন আমার আম্মু রান্না ঘরে মাছ ভাঁজছিলেন। এমন সময় খাকি প্যান্ট আর গেঞ্জি পড়া এক যুবক আসলো আমাদের কোয়ার্টারের বারান্দায়।
 আব্বু বাসায় ছিলেন। তিনি ভাবল...েন হয়তো সাহায্য চাওয়ার জন্য এসেছে, কারন যুবকটি কোনো কথা বলছিল না। তখন আব্বু একটি ২ টাকার নোট বের করে ছেলেটিকে দিতে চাইলেন। কিন্তু সে তা নিলো না। তখন আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললেন, ছেলেটা তো টাকা নিচ্ছে না। তখন আম্মু বললেন ৫ টাকা দেয়ার জন্য। তখন আব্বু ৫টাকা বের করে বারান্দায় এলেন ছেলেটিকে দেয়ার জন্য। আম্মুও বেরিয়ে এলেন এই অদ্ভুত যুবকটিকে দেখার জন্য। কিন্তু এবারো সেই যুবক টাকা গ্রহন করলো না। বরং ইশারায় আব্বুকে বললেন টাকাটা তিনি যেনো আম্মুর হাতে দেন। আব্বু আম্মুর হাতে টাকাটা দিলেন। ছেলেটি এবার ইশারায় আম্মুকে বললেন তার টাকা ধরা হাতটি মুঠো করার জন্য। এই পর্যন্ত ছেলেটি একটি কথাও বলেনি। আম্মু কৌতূহল বশত হাতটি মুঠো করলেন। এবার সে দুই হাত মুঠো করে একটার পিছনে আরেকটি ঘসে দিল এবং আম্মুকে তাই করতে বলল। আম্মু মন্ত্রমুগ্ধের মত তাই করলেন। এবার ছেলেটি আম্মুকে ইশারা করলো যাতেআম্মু নিজের হাতের গন্ধ শুঁকেন। আম্মু হাত নাকের কাছে নিয়ে খুব আশ্চর্য হয়ে গেলেন। উনার হাত দিয়ে আগর বাতির গন্ধ বের হচ্ছিল। কিন্তু তিনি একটু আগে যখন রান্না ঘর থেকে বেরহন তখনো তার হাতে হলুদের গন্ধ ছিল। গন্ধ শোঁকার সাথে সাথে লোকটি চলে গেলো। আম্মু তাকে দাঁড়াতে বললেন। কিন্তু সে দাঁড়ালো না। আম্মু তড়িঘড়ি করে গেটের বাইরে গেলেন কিন্তু আসে পাশে কোথাও সেই লোকটিকে দেখতে পেলেন না। আমাদের কোয়ার্টারের সামনে বিশাল খোলা মাঠ ছিল। তাই কেউ যদি খুব দ্রুত হেঁটেও চলে যায় তবুও তাকে দেখা যাবে সে যত দূরেই থাকুক। এমন সময় এক রিকশাওয়ালা আম্মুর সামনে এসে থামল এবং তাকে ঐ লোকটির কথা জিজ্ঞেস করলো। আম্মু রিকশাওয়ালাকে পাল্টা প্রশ্ন করলেন যে সে ঐ লোকটিকে চেনে কিনা। রিকশাওয়ালা জানালো যে লোকটি তার রিকশাতে করেই এসেছিলো। টাকা চাইতে, কিছু ময়লা কাগজ একত্রে করে ফুঁ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল।এরপর তাকে দাঁড়াতে বলে এইদিকে আসে। রিকশাওয়ালা তাই টাকার জন্য লোকটিকে খুঁজে বেড়াচ্ছে।






কে এই অদ্ভুত যুবকটি? আপনাদের কাছে কি এর কোনো উত্তর আছে? আমার কাছে লোকটি আজো এক রহস্য। আর আপনাদের কাছে?

ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের পেজ এর ফ্যান Mahfuz Murshed|

বিঃ দ্রঃ এই ঘটনাটি আমাদের পেজের ফ্যান Mahfuz Murshed এর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনার সত্যতা বিচার এর কাজ আমাদের নয় তাই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন না তোলাই সমীচিন হবে।