Wednesday, May 29, 2013

মেয়েদের নিয়ে কিছু তথ্য [Some sexual info about women]

মেয়েদের নিয়ে কিছু তথ্য 



ছেলেরা মেয়েদের যৌনতা নিয়ে খুব কম তথ্য জানে। চটিগুলো পড়লে সেটা বোঝা যায়। চটি লেখক এবং মন্তব্যকারীদের অনেকে মেয়েদের সাথে যৌনকর্ম দুরের কথা কোনদিন মেয়েদের বাস্তব যৌনাংগ দেখেছে কি না সন্দেহ। মেয়েদের সমন্ধে ওনাদের জ্ঞান মনে হয় পর্ন আর ইন্টারনেটের চটি থেকে নেওয়া। যাহোক সবার সুবিধার্থে কিছু তথ্য দিলামঃ

. মেয়েদের যৌন চাহিদা ছেলেদের ৪ ভাগের এক ভাগ। কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশী। ১৮ বছরের পর থেকে মেয়েদের যৌন চাহিদা কমতে থাকে, ৩০ এর পরে ভালই কমে যায়।

. ২৫ এর উর্দ্ধ মেয়েরা স্বামীর প্রয়োজনে যৌনকর্ম করে ঠিকই কিন্তু একজন মেয়ে মাসের পর মাস যৌনকর্ম না করে থাকতে পারে কোন সমস্যা ছাড়া।

. মেয়েরা রোমান্টিক কাজকর্ম যৌনকর্ম চেয়ে অনেক বেশী পছন্দ করে। বেশীরভাগ মেয়ে গল্পগুজব হৈ হুল্লোর করে যৌনকর্মর চেয়ে বেশী মজা পায়।

. মেয়েরা অর্গ্যাজম করে ভগাংকুরের মাধ্যমে, মেয়েদের অর্গ্যাজমে কোন মাল বের হয় না। তবে পেটে প্রস্রাব থাকলে উত্তেজনায় বের হয়ে যেতে পারে।

. ভগাংকুরের মাধ্যমে অর্গ্যাজমের জন্য যৌনকর্মের কোন দরকার নেই।

. যৌনি পথে পুরুষ লিংজ্ঞ ঢুকালে মেয়েরা মজা পায় ঠিকই কিন্তু অর্গ্যাজম হওয়ার সম্ভাবনা ১% এর চেয়েও কম।

. লম্বা লিংজ্ঞের চেয়ে মোটা লিংজ্ঞে মজা বেশী। লম্বা লিংজ্ঞে বেশীরভাগ মেয়ে ব্যাথা পায়।

. মেয়েদের যৌনিতে সামান্য ভেতরেই খাজ কাটা গ্রুভ থাকে, লিংজ্ঞের নাড়াচাড়ায় ঐসব খাজ থেকে মজা তৈরী হয়। এজন্য বড় লিংজ্ঞের দরকার হয় না।

Tuesday, May 28, 2013

সাবধানের কোন মাইর নাই !! [Ghost Tips-1]



সাবধানের কোন মাইর নাই !!


ভূত বলতে নাকি কিছু নেই মানলাম, জ্বীন/বদজ্বীন তো বিশ্বাস করেন নাকি?
 ভৌতিক টিপস◆

অতিরিক্ত ভয় অনেক সময় আপনারবিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি বেশীভয়
পেয়ে নিজেকে বিপদে ফেলতে নাচান, তো নিচের বিষয় গুলো জেনে নিন। কাজে লাগবে......

/ ­ মাগরিবের সময় পুকুর পাড়,বাঁশঝাড়,তালগাছ ­,বটগাছ, সুপাড়ি গাছের আশেপাশে, বাসার ছাদে একা যাবেন না । আপনি এমনকিছু দেখে ফেলতে পারেন এই সময়ে, যা আপনি কখনো আর দেখতে চাইবেন না ।

/ গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কোন কুকুর অথবা কালো বিড়াল আপনার বাম পাশথেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে,তবে এটাকে কোনো মতেই বাম পাশ দিয়ে ক্রস করতে দিবেন না । আপনার ক্ষতি হতেপারে ।

/ রাতের বেলা নির্জন চার রাস্তার মোড়ে একা একা দাঁড়িয়ে থাকবেন না । আপনি ভূলপথে যাবেন তাহলে ।
অর্থাৎ আপনাকে ভুলপথে নিয়ে যাওয়া হবে।

/ গভীর রাতে যদি দেখেন বাঁশঝাড়ের কোন একটা বাঁশ কোন কারণ ছাড়াই নীচু হয়ে আছে, তো ঐ বাঁশের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না । যাওয়ার চেষ্টা করলেই আপনাকে উপরে উঠিয়ে নিবে ।

/ রাতের বেলায় কোনো লোকের পিছনে যদি অনেকগুলো কুকুর লাইন বেঁধে যেতে দেখেন,তো ঐ পথে ভূলেও যাবেননা। লোকের পিছে কুকুর ঘোরা ব্যাপারটা অনেক খারাপ কিছু নির্দেশ করে।

/ ঘুম ভাঙার পর যদি মনে হয় আপনার রুমে অদৃশ্য কেউ একজনআছে, সাহসিকতার সাথে ব্যাপারটা অবহেলা করার চেষ্টা করুন অথবা চোখ বন্ধ করে রুমের দরজা আন্দাজ করে বের হয়ে যান।
 
/ বাথরুমে গিয়ে যদি আপনার ভয় লাগা শুরু করে, তাহলে অযথা আয়নার দিকে তাকাবেন না । এটি আপনার বিপদের কারন হতে পারে ।

/ গ্রামে গভীর রাতে যদি আপনার নাম ধরে কেউ ডাকে, তো ভুলেও ঐ ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যাবেন না ।
যদি বাইরে যান তো আর ফিরে নাও আসতে পারেন।এই ডাককে "নিশির ডাক" বলে । আপনার পরিচিত মানুষের গলা নকল করে শুধু একবার ডাকা হবে ।

/ পুরোনো খালি বাড়ি এবং শ্মশান ঘাট যথা সম্ভব এড়িয়েচলুন । এগুলোতে খারাপ কিছুর উপস্থিতি বেশীর ভাগ সময়ই থাকে।
 
১০/ ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না । আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

১১/ রাতের বেলা একা হাটার সময় যদি বুঝতে পারেন কিছু একটা আপনার পিছে পিছে আসছে,অথচ আপনি দেখতে পাচ্ছেন না, তো সাহস সঞ্চয় করে কাছাকাছি কোন মুসলিম কবরস্থানে ঢুকে পড়েন। কবরস্থান খুবই পবিত্র জায়গা, সেখানে আপনার কোন ক্ষতি করতে পারবেনা ।

সর্বাপরি ভয়কে জয় করতে শিখুন । (সংকলিত)