Wednesday, June 1, 2022

যাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়মঃ

 

যাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়মঃ

-----------

সন্দেহজনক কিছু বা কোন তাবিজ যদি পাওয়া যায় তাহলে সেটা নষ্ট করার জন্য একটি পাত্রে পানি নিন। তারপর সেই পানিতে সুরা আরাফ ১১৭-১২২ নং আয়াত, ইউনুস ৮১-৮২, সুরা ত্বহা ৬৯, সূরা ফালাক্ব ৩ বার, সূরা নাস ৩ বার পড়ে ফুঁ দিন।

আয়াতগুলোর আরবি নিচে দেওয়া হলো। 

১.

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ - فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ - رَبِّ مُوسَىٰ وَهَارُونَ -

২.

فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ -

৩.

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ -

এরপর সুরা ফালাক্ব, সুরা নাস ৩বার করে পড়ে ফুঁ দিবেন।

 

 

লক্ষণীয়ঃ

১। তাবিজ,পুতুল,কাগজ,যাদুকরের দেয়া যেকোনকিছু উপরের আয়াতগুলো পড়া পানিতে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ। কাগজে লেখা থাকলে সেটা ঘষে মুছে ফেলার চেষ্টা করবেন। লেখা মুছার পরে ছিড়ে অনেকগুলো টুকরো করবেন। তারপর শুকিয়ে পুড়িয়ে ফেলবেন। পুড়ানোর সময়ে নিশ্বাসের সাথে সেটার ধোঁয়া নেয়া থেকে বিরত থাকবেন।  

২। তাবিজ খালি হাতে না ধরে গ্লাভস ব্যবহার করতে পারেন। তাবিজ ধরার পূর্বে এবং নষ্ট করার পুরোটা সময়ে ফালাক, নাস পড়বেন।

৩। তামা বা অন্য ধাতুর তাবিজ বা আংটিতে খোদাই করা লেখা থাকলে লেখাটা ঘষে মুছে ফেলবেন। ঘষে মুছতে না পারলে পুড়িয়ে হলেও লেখাটা মুছে ফেলা জরুরী। নিজে করতে না পারলে কোন স্বর্ণকারের কাছে গিয়ে লেখাটা মুছে ফেলবেন।

৪। তাবিজে গিট দেয়া থাকলে সাবধানে প্রতিটা গিট খুলবেন। কোন পুতুল, মূর্তি, পাখি, মাছ ইত্যাদি পাওয়া গেলে সাবধানে খেয়াল করবেন এদের গায়ে কোন পিন আছে কিনা। থাকলে প্রতিটা পিন খুলবেন। পিনগুলোও পানিতে ডুবিয়ে রাখবেন। জীবন্ত কোনকিছু যেমন- পাখি পাওয়া গেলে তার ডানার নিচে এবং শরীরের প্রতিটা জায়গায় খুঁজে দেখবেন কোন তাবিজ,পিন বা সন্দেহজনক কিছু আছে কিনা। থাকলে এগুলো সাবধানে খুলে নিয়ে পাখিকে তাবিজ নষ্টের পানি দিয়ে ভিজিয়ে ছেড়ে দিবেন। তাবিজের ভেতরে কাগজ ছাড়াও অন্যকিছু থাকতে পারে। তাবিজ খুলতে গেলে অনেক সময় খোলস ভেঙ্গে বের করা লাগতে পারে। যাই থাকুক, ভাঙ্গা টুকরোসহ সবটুকুই পানিতে ঢালবেন। একইভাবে যাদুকরের দেয়া তেলপড়া,পানিপড়া ইত্যাদি জিনিসপত্র পানিতে ঢালবেন।  

৫। ব্যবহৃত পানি ফেলার জন্য এবং তাবিজ পুড়ানোর জন্য, সাধারনত মানুষের যাতায়াত হয়না এমন কোন জায়গা ঠিক করে নিন।

৬। কোন জায়গায় তাবিজ রাখা আছে সন্দেহ হলে সেখানে পরপর তিনদিন তাবিজ নষ্টের পানিটা ছিটিয়ে দিন। কারো বাসার দেয়ালে,ফ্লোরে অথবা যেকোন স্থানে তাবিজ আঁকা অথবা খোদাই করা থাকলে লেখাটা ঘষে মুছতে হবে। তারপর তাবিজ নষ্টের পানিটা ওখানে ছিটিয়ে দিতে হবে। অনেক সময় বাসা বানানোর সময়ে প্রতি কোণায় তাবিজ রেখে দেয়া হয়। সেক্ষেত্রে এসব কোণায় তাবিজ নষ্টের পানিটা ছিটিয়ে দিবেন পরপর তিনদিন। আর দোয়া করবেন যেন আল্লাহ তাবিজ নষ্ট করে দেন।

৭। জ্যোতিষীর দেয়া কোন বিশেষ আংটি থাকলে তাবিজ নষ্টের পানিতে ডুবিয়ে রাখবেন। কিছুক্ষণ রেখে পাথরটা ভেঙে তারপর ফেলে দিবেন। জ্যোতিষীরা বিশ্বাস করে পাথরের ক্ষমতা আছে। তাই কোনমতেই এই পাথর রেখে দেয়া যাবেনা।

৮। আপনি তাবিজ ব্যবহার করলে উপরোক্ত নিয়ম অনুযায়ী তাবিজ নষ্ট করবেন। তারপর তাবিজ ব্যবহার করার জন্য তাওবা করবেন।

 

 

 

 

রুকইয়াহ এবং দোয়া

কেউ যাদু আক্রান্ত হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়া করা।

আমরা জানি জাদুর জিনিসগুলো যদি পাওয়া যায় আর সেগুলো নষ্ট করে ফেলা হয়, তাহলে মানুষ খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন আল্লাহ জানিয়ে দেন, যাদুর জিনিশগুলো কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

এটা কিন্তু রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ।

আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে যে ঘটনাটি বুখারিতে বর্ণিত হয়েছে, রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন যাদু করা হয়েছিল, উনি কয়েকদিন খুব বেশি বেশি দোয়া করেছেন, এরপর একদিন হঠাৎ বললেন আয়েশা তুমি কি বুঝতে পেরেছ যে ব্যাপারে আমি দোয়া করছিলাম আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন?

ওই সময়েই রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের রুকইয়ার জন্য সুরা ফালাক সুরা নাস নাযিল হয়। রাসুলুল্লাহকে জানিয়ে দেয়া হয়, আপনাকে এভাবে যাদু করা হয়েছে, অমুক যায়গায় আছে যাদুর জিনিস। ইত্যাদি (বুখারি ৫৪৩০, মুসলিম, নাসাঈ, ইবনে মাযাহ, মুসনাদে আহমাদ)

তো এখানে মুল যে বিষয়ে আমি ফোকাস করতে চাচ্ছি, তা হচ্ছে দোয়া করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই রুকইয়াহ অসম্পূর্ণ যেখানে দোয়া নেই। তাই আমাদের অবশ্যই দোয়া করা উচিত।

১. বেলাল রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সম্পদ হিফাজত কর যাকাত প্রদানের মাধ্যমে, তোমাদের রোগের চিকিৎসা কর সাদকার মাধ্যমে, আর তোমাদের বিপদ দূর কর দুআর মাধ্যমে। (মুজামুল আওসাত ২০০৬, বায়হাক্বি ৩২৭৪)

২. জাবির রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী কে বলতে শুনেছি, রাতে এমন একটি সময় রয়েছে যে, কোন মুসলমান ব্যাক্তি আল্লাহর কাছে দুনিয়া-আখিরাতের কোন কল্যাণের প্রার্থনা করা অবস্থায় যদি সময়টি পেয়ে যায়, তবে আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন। আর এই সময় আছে প্রতিটি রাতেই। (মুসলিম ৭৫৭)

৩. আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আমাদের বরকতময় ও মহান প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকার সময় পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছে আমাকে ডাকবে, তাহলে আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে চাইবে, তবে আমি তাকে দিয়ে দিব। কে আছে আমার কাছে ইস্তিগফার করবে, তবে আমি তাকে মাফ করে দেব। (বুখারি ৫৯৬২, তিরমিযি)

৪. প্রতিদিন সকালে সুরা ফাতিহা, সুরা ইয়াসিন, সুরা সফফাতের তেলাওয়াত করা।

রাতে সুরা জ্বীন, সুরা দুখান, সুরা যিলযাল, ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করা।

৫. সুযোগ পেলেই সুরা বাকারা নিজে তেলাওয়াত করবেন বা অডিও শুনবেন নিজের ঘরে একটু উচ্চ সাউন্ডে।

৬. রাতে একা না ঘুমানো, একা একা না থাকা, নির্জনতা পরিহার করা।

 

 

রুকইয়াতে পানি তেল মধু এবং কালোজিরা।

------------------------

বদনজর যাদু ও জ্বিন সংক্রান্ত চিকিৎসায় পানি তেল মধু এবং কালোজিরার ব্যবহারঃ

একটি বোতলে প্রয়োজন মতো পানি (৭দিনের জন্য যে পরিমাণ লাগে), প্রয়োজন মতো তেল, মধু এবং কালোজিরা (৭দিনের জন্য যে পরিমাণ লাগে) এগুলো নিয়ে বসুন এরপর--

-------------------------

(ক)

১. সুরা "সুরা ফাতিহা ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।

২. আয়াতুল কুরসী ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।

৩. সুরা ইখলাস ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।,

৪. সুরা ফালাক ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।

৫. সুরা নাস ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।

৬. দুরুদ শরিফ ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।

(খ)

এরপর নিচের দুয়াগুলো প্রতিটি ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।

১. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (আল্লা-হুম্মা রাব্বান না-ছ, আযহিবিল বা-ছ, ইশফিহি ওয়া আং-তাশ শা-ফী, লা-শিফা-আন ইল্লা-শিফা-উক, শিফা-আল লা-ইউগা-দিরু সাক্বামা-।)

২. بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ (বিসমিল্লা-হি আরকীক, মিং কুল্লি শাইয়িই ইউ;'যীক, মিং শাররি কুল্লি নাফছিন আও আইনিন হা-সিদ, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আরকীক। )

৩. بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ (বিসমিল্লা-হি ইউবরীক, ওয়া মিং কুল্লি দা-ঈই ইয়াশফীক, ওয়া মিং শাররি হাছিদিন ইযা- হাছাদ, ওয়া শাররি কুল্লি যী "আঈন।)

৪. اسأل الله العظيم، رب العرش العظيم ان يشفيك (আছ আলুল্লাহাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই ইয়াশ ফি-ক।)

৫. بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, উযু বি ঈঝঝাতিল্লাহি ওয়া ক্কুদরাতিহি মিং শাররি মা- আজিদু ওয়া উহা-যিরু।)

৬. أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ (উ ঈযুকুম বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিং কুল্লি শাইত্বা-নিও- ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি আইনিল লা-ম্মাহ।)

(গ)

পানি তেল মধু ও কালোজিরা ব্যবহার করার নিয়মঃ

১.রুকইয়ার জন্য সুরা-আয়াত/দুয়াগুলো পড়ে ফুঁ দেয়া এই পানি, তেল, মধু এবং কালোজিরা যতদিন রুকইয়াহ করতে বলা হবে ততদিন গোসলের পানির সাথে এক বা আধা-গ্লাস করে পানি মিশিয়ে গোসল করবেন প্রতিদিন।

*সকাল-বিকাল দুইবেলা এক বা আধা-গ্লাস পানিতে রুকইয়া'র আয়াত পড়া ৭টি কালোজিরা ও এক চা চামচ মধু মিশিয়ে পান করবেন প্রতিদিন।

*রাতে ঘুমানোর পূর্বে এবং গোসলের পরে রুকইয়া'র আয়াত পড়া তেল সারা শরীরে মালিশ করার। এছাড়া শরীরে কোথাও ব্যাথা থাকলে সেখানে এই তেল মাঝেমাঝে ম্যাসাজ করে দিবেন।

২. রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা যদি শেষ হয়ে যায়, তাহলে আবার এগুলো নিয়ে আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিতে হবে।

৩. একবার পড়ে নেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা সাত দিনের বেশি ব্যবহার না করাই উত্তম, কিছু অবশিষ্ট থাকলে ওগুলোর সাথে আরো পানি, তেল, মধু এবং কালোজিরা মিশিয়ে আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিলেই হবে।

৪. নিজে শুদ্ধ করে পড়তে না পারলে অন্য কেউ পড়ে ফুঁ দিয়ে দিলেও হবে।

৫. মেয়েদের পিরিয়ডের সময় অন্য কেউ পড়ে দিবে, নিজেরা পড়বে না।

*মেয়েদের পিরিয়ড হলে-

গোছল, পানি, তেল, মধু এবং কালোজিরা অন্য কেউ উপরে বলা সুরা ও দুয়াগুলো পড়ে তৈরি করে দিবে, যদি পড়ে দেওয়ার মতো কেউ না থাকে তাহলে আপনি শুধুমাত্র (খ) নাম্বারে বলা দুয়াগুলো (৬টি দুয়া) কয়েকবার করে পড়ে এগুলো তৈরি করে নিবেন।

[লক্ষনীয়]

*জমজমের পানি হলে সর্বোত্তম, তা নাহলে বৃষ্টির পানি, তা নাহলে পান করার উপযোগি কোনো কুপের (কুয়োর) পানি, অন্যান্য পানি না পাওয়া গেলে সাধারন পান করার উপযোগি যে কোনো পানি হলেও চলবে।

*অলিভ অয়েল সর্বোত্তম, তা নাহলে সরিষার তেল অথবা আপনি যে তেল ব্যবহার করে স্বাচ্ছন্দবোধ করেন। (বিশেষ প্রয়োজনে কালোজিরার তেল)।

* ওরিজিনাল মধু দেখে নিবেন।

* কালোজিরা, আগে পরিষ্কার করে নিবেন৷

Saturday, November 27, 2021

Tax Compliance Calendar

 

Date Section Rule Compliance Requirement
July 2021
14 59 13 Payment of tax deducted or collected at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
20 58 18(17) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Deduction of Tax Under the Head ''Salaries''
31 75A 24A Return of withholding tax
August 2021      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Deduction of Tax Under the Head ''Salaries''
September 2021      
1 108 23 Information regarding payment of salary
1 109   Information regarding payment of interest
1 110   Information regarding payment of dividend
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
15 66 26A First installment of advance income tax (AIT)
15 75 24(2) Annual return of income filing for the company year ended 31 December 2020 
15 107EE 75A Statement of international transaction (SIT)
15 107F 75 Report from an accountant for international transactions exceeding BDT 03 crore
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Deduction of Tax Under the Head ''Salaries''
October 2021      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
November 2021      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
December 2021      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
15 66 26A Third installment of advance income tax (AIT)
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
January 2022      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
15 75 24(2) Annual return of income filing for the company ended 30 June 2021
15 107EE 75A Statement of international transaction(SIT)
15 107F 75 Report from an accountant for international transaction exceeding BDT03 crore
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
31 75A 24A Submission of return of withholding taxes
February 2022      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
March 2022      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
15 66 26A Third installment of advance income tax (AIT)
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
April 2022      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
30 108A 23A Submission of statements regarding employees tax returns
May 2022      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
June 2022      
14 59 13 Payment of tax deducted at source
15 64 47 VAT Return in form Mushak 9.1
15 64 26(A) Fourth installment of advance income tax (AIT)
20 58 18(7) Statement of Tax Deducted or Collected at Source
20 50 21 Statement of Tax Deduction of Tax Under the Head "Salaries"  
27 59 13 Payment of tax deducted at source during 01 June to  20 June
29 59 13 Payment of tax deducted at source during 21 June to  29 June
30 59 13 Payment of tax deducted at source on 21 June