Saturday, October 19, 2024

ভুলে গেলেই চরম বিপদ

বিয়ের প্রথম বছর পুরুষেরা এই কাজগুলি করতে ভুলে গেলেই চরম বিপদ! জেনে আগে থাকতেই সাবধান হন।

বিয়ে করার পরই শুরু হয় পুরুষের দ্বিতীয় জীবন। তাঁদের নতুন করে সব হিসেবনিকেশ চালু করতে হয়। সেক্ষেত্রে বিয়ের প্রথম বছর এই ৫টি কাজ না করলে জীবনে নেমে আসে অন্ধকার। আসুন জানা যাক।

বিয়ের পর পুরুষের মনে একরাশ ঠান্ডা বাতাস খেলে যায়। মনে হয় স্ত্রীকে ছাড়া যেন জীবন কাটানোই অসম্ভব। ভালোবাসার উথালপাতাল ঢেউ বয়ে যায় হৃদয়ের সমুদ্রে। তবে প্রেমের রূপসাগরে দাঁড়িয়েও পুরুষেরা কিছু অতি প্রয়োজনীয় কাজ করতে ভুলে যান। আর এর থেকেই দাম্পত্যে জন্ম নেয় নিম্নচাপ।

অনেকেই ভীষণ ভুলো স্বভাবের হয়ে থাকেন। তাঁরা নানা কাজের মধ্যে ডুবে থাকেন। ফলে স্ত্রীকে ভালোবাসলেও, কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করার কথা মাথা থেকে উড়িয়ে ফেলেন। আর সেই কারণেই সমস্যা তৈরি হয় দাম্পত্যে। এমনকী এই জটিলতা অনেক ক্ষেত্রে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।

স্বামীদের মনে রাখতে হবে যে মহিলারা খুব চাপা স্বভাবের হন। তাঁদের মুখ থেকে আপনি সমস্যার কথা সহজে বের করে আনতে পারবেন না। কিন্তু ভিতরে একটা চাপা হতাশা তাঁদের গ্রাস করে নেয়। তাই এই বিষয়ে প্রথম থেকেই সতর্ক থাকা দরকার।

মুশকিল হল, বেশিরভাগ পুরুষেরাই জানেন না যে বিয়ের প্রথম বছর কোন কাজগুলি করা আবশ্যক? 

এই পোস্টে সেই উত্তরই দেওয়া হল। আপনি এই তালিকা মিলিয়ে চলতে পারলেই আগামীদিন হবে সুখের।

১. সময় কথা বলে...
-------------------------
আপনাকে অবশ্যই স্ত্রীকে সময় দিতে হবে। সময়ের ঘাত-প্রতিঘাতেই একটি সম্পর্ক সম্পূর্ণ রূপ পায়। এমনকী গড়ে ওঠে ভরসা, ভালোবাসার বন্ধন। তাই বিবাহের পরবর্তী একবছর স্ত্রীকে যেন তেন প্রকারেণ সময় দিন। চেষ্টা করুন এই বছরটায় অফিসে কম সময় কাটানোর। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। আপনি স্ত্রীকে সময় দিলেই তিনি খুশি থাকবেন। দাম্পত্য রসায়ন হবে জমে ক্ষীর।

২. ভালোবাসার বার্তা…
-------------------------
অনেকেই স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। তবে তাঁরা মুখে এই কথাটা আনতে চান না। এমনকী কোনওদিনই মুখ ফুটে ভালোবাসার কথা বলেন না। এই কারণে স্ত্রীর মনে জমে কুয়াশা। তাঁরা বুঝতে পারেন না স্বামীর মনে কী চলছে! এর ফলে সম্পর্ক খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন প্রায়শই স্ত্রীকে ভালোবাসার কথা বলার। রোজ সকালে উঠে একবার 'তোমায় ভালোবাসি' বললে আপনার টাকা খরচ হবে না নিশ্চয়ই।

৩. ঘনিষ্ঠতা থাকা চাই
-------------------------
বিয়ের প্রথম বছরেই দাম্পত্যে সুখী হওয়ার বীজ বপন করতে হয়। সেক্ষেত্রে নিয়মিত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। শারীরিক ঘনিষ্ঠতা যে কোনও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বিজ্ঞান জানাচ্ছে, শারীরিক ঘনিষ্ঠতার সময় মস্তিষ্কে ফিল গুড হরমোন বের হয়। ফলে সম্পর্ক মজবুত হয়। তাই নিয়মিত ঘনিষ্ঠতা গড়ে উঠুক আপনাদের মধ্যে।

৪. শুধু দুজনে…
-------------------------
প্রথম বছরেই একটু ঘোরাঘুরির দিকে মন দিন। চলে যান দূরে কোথাও। পাহাড়, সমুদ্র যা পছন্দ হয়- একবার বেরিয়ে পড়ুন। বিয়ের প্রথম বছর বহু মহিলাই দূরে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখেন। আর আপনাকে সেই স্বপ্ন পূরণ করতেই হবে। অপরদিকে বিয়ের প্রারম্ভিক বছরে বাড়ির বাইরে পা না রাখলে আগামীদিনে একঘেয়েমি গ্রাস করবে সম্পর্ককে। তখন স্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই।

৫. পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া
-------------------------
এই পয়েন্টটা শেষে বললেও, এর গুরুত্ব কিন্তু কম নয়। আসলে এখনও ভারতীয় সমাজে মহিলারা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে ওঠেন। এই বাড়িতে সবাই নতুন। এই পরিস্থিতিতে স্বামীর উচিত দায়িত্ব নিয়ে পরিবারের সকলের সঙ্গে স্ত্রীকে মিলিয়ে দেওয়া। তবেই সুখে সংসার করতে পারবেন। আর এই কাজটা গুরুত্ব দিয়ে না করতে পারলে আগামীদিনে দুঃখ রয়েছে কপালে।

Wednesday, October 2, 2024

Who can attend an AGM in Bangladeshi Companies?

Secretarial Tips: 161/2024 
Subject: Who can attend an AGM?

Annual General Meetings (AGMs) are primarily attended by the shareholders of the company, who have the right to be present, speak, and vote on resolutions. Each shareholder typically receives a notice of the AGM 21 days before the meeting, which includes details about the location, agenda, and resolutions to be discussed.

In addition to shareholders, the following person(s) shall attend the AGM:

1. Directors: The members of the Board of Directors of the company shall attend all Meetings of the company, particularly the Annual General Meeting, and shall be seated with the Chairman. If any Director is unable to attend the Meeting for reasons beyond his control, the Chairman shall explain such absence at the Meeting [Provision 4.1 of the Bangladesh Secretarial Standard-2 on general meeting adopted by the Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)]. Directors present reports and answer shareholders' questions.

2. Chairman of the Board of Directors:

i. The Board of Directors shall select one of their members as its Chairman who shall preside at every general meeting of the company. Provided that the Chairman and the Managing Director shall not be the same person [Regulation 54 of the Schedule I of the Companies Act, 1994]

ii. If at any meeting the Chairman is not present within thirty minutes after the time appointed for holding the meeting, the members present shall choose someone of their number to be the Chairman.[Regulation 55 of the Schedule I of the Companies Act, 1994 and provision 2(ii) of the BSEC Notification No. BSEC/ICAD/SRIC/ 2024/318/09 dated January 16, 2024].

3. Chairman of the Audit Committee: The Chairman of the Audit Committee, where such a Committee exists, shall attend the Annual General Meeting. In absence of Chairperson of the Audit Committee, any other member from the Audit Committee shall be selected to be present in the Annual General Meeting (AGM) and reason for absence of the Chairperson of the Audit Committee shall be recorded in the minutes of the AGM. [Condition No. 5(3)(c) of the BSEC Corporate Governance Code under Notification No. BSEC/CMRRCD/2006-158/207/ Admin/80, dated 03 June 2018 published in the official gazette on 10 June 2018 & Provision 4.2 of the Bangladesh Secretarial Standard-2 on general meeting adopted by the Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)].

4. Chairman of the Nomination and Remuneration Committee (NRC): The Chairperson of the NRC, where such a Committee exists, shall attend the Annual General Meeting (AGM) to answer the queries of the shareholders. In absence of Chairperson of the NRC, any other member from the NRC shall be selected to be present in the Annual General Meeting (AGM) for answering the shareholder’s queries and reason for absence of the Chairperson of the NRC shall be recorded in the minutes of the AGM [Condition No. 6(3)(c) of the BSEC Corporate Governance Code under Notification No. BSEC/CMRRCD/2006-158/207/ Admin/80, dated 03 June 2018 published in the official gazette on 10 June 2018]

5. Managing Director/Chief Executive Officer and Company Secretary: Managing Director/Chief Executive Officer and Company Secretary of the listed company are instructed by the BSEC to present physically at the meeting place [Provision 2 (ii) of the BSEC Notification No. BSEC/ICAD/SRIC/2024/318/09 dated January 16, 2024].

6. Auditors: The Auditors of the company are entitled to attend the Annual General Meeting. The Auditors, represented by the proprietor or a partner as the case may be, should attend the Meeting to involve in discussions regarding financial statements and audit reports, particularly, if there are any reservations, qualifications or adverse remarks in the Auditor's Report [Provision 4.3 of the Bangladesh Secretarial Standard-2 on general meeting adopted by the Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)].

7. Chartered Secretary in Practice: The Chartered Secretary in Practice who has given the Compliance Certificate to a company shall be entitled to attend the Annual General Meeting of that company [Section 217 of the Companies Act, 1994 & Provision 4.4 of the Bangladesh Secretarial Standard-2 on general meeting adopted by the Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)].

8. Stock Exchange(s) representatives: Dhaka Stock Exchange PLC (DSE) and Chittagong Stock Exchange PLC (CSE) shall nominate at least 2 (two) senior officials (from each exchange) as observer to observe the whole process of the voting system of the AGM and also authenticated the detailed information of the voting results by the stock exchange(s) [Provision 2 (iii & iv) of the BSEC Notification No. BSEC/ICAD/SRIC/2024/318/09 dated January 16, 2024].

9. Independent Scrutinizer: The Independent Scrutinizer to observe the due process of election and authenticate the detailed information of voting results for passing all the Agendas of the Annual General Meeting and such authentication report shall be submitted to the commission within 48 (forth eight) hours of conclusion of general meeting. [Provision 9 of the BSEC Notification No. BSEC/CMRRCD/2009-193/08 dated March 10, 2021 and provision 2(iv)of the subsequent BSEC Notification No. BSEC/ICAD/SRIC/2024/318/09 dated January 16, 2024]

In some cases, non-shareholder attendees such as potential investors, company employees, or members of the media may attend, but they do not have voting rights. Proxy attendance is also common, where shareholders who cannot attend in person can appoint someone else to attend and vote on their behalf.