■ ■ ■ ফেসবুকের শেয়ারের লিংক তৈরী করার পদ্ধতি ■ ■ ■
অনেকই মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করার সময় কিছু সমস্যার সম্মুখিন
অনেকই মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করার সময় কিছু সমস্যার সম্মুখিন
হন।,তার ভেতর অন্যতম একটি সমস্যা হলো,মোবাইল থেকে সরাসরি কোনো
পোষ্ট শেয়ার করার উপায় নেই।ফলে আপনি যদি চান,যে একটা ছবি বা
নোট,আপনার ফ্রেন্ডরাও শেয়ার
করবে,তাহলে আপনার মোবাইল দিয়ে ফেসবুক
ব্যবহারকারী
বন্ধুদের শেয়ার করার কোনো উপায় আপনি দিতে পারেন না।এই
সমস্যায় সবচেয়ে বেশী পড়েন
বিভিন্ন পেজের এডমিনরা।কারন বাংলাদেশের বিশাল
সংখ্যক ফেসবুক ব্যবহারকারী
মোবাইল দিয়েই ফেসবুক ব্যবহার করেন।তাদের
সুবির্ধাতে শেয়ার করার কোনো ব্যবস্থা
ফেসবুক সরাসরি দিতে পারেনি।এক্ষেত্র
ে অনেকে শেয়ারের জন্য একটি লিংক পোষ্টের সাথে
দিয়ে দেয়,যার মাধ্যমে
মোবাইল বা পিসি থেকেপোষ্টটি শেয়ার করা যায়।আজ আমরা সেই ব্যবস্থা সর্ম্পকে
আপনাদের
জানাবো।
আপনি যদি কোনো পোষ্টের মোবাইল+পিসি থেকে শেয়ারের লিংক দিতে চান,
আপনি যদি কোনো পোষ্টের মোবাইল+পিসি থেকে শেয়ারের লিংক দিতে চান,
তাহলে প্রথমে নিচের লিংকে
প্রবেশ করতে হবে।
https://bitly.com/
অতঃপর বক্সের মধ্যে নিচের লিংক + যে পোষ্টের শেয়ারের লিংক বের করবেন,তা
পাশাপাশি লিখে Shorten
এ ক্লিক করুন।
উদাহরনস্বরূপ,যদি কেউ যদি আমাদের পেজের শেয়ারের লিংক বানাতে চান,তাহলে
নিন্মরূপ লেখাটি বক্সে লিখে Shorten এ
ক্লিক করতে হবে।
http://www.facebook.com/sharer/sharer.php?u=https://www.facebook.com/Allzinone
এখন, Shorten এ ক্লিক করার পর বক্সের ভিতর যে লিংকটি আসবে,সেটিই আপনার পোষ্টের শেয়ার করার লিংক।
যেমন আমাদের Short করা link টি এমন হবেঃ
http://on.fb.me/tmSIe7
আরেকটি ব্যপার হল,এই সাইটের মাধ্যমে,আপনি যে কোনো বড় লিংককে
আরেকটি ব্যপার হল,এই সাইটের মাধ্যমে,আপনি যে কোনো বড় লিংককে
ছোটোকরতে
পারবেন। যেমন,আপনি কোনো একটি লিংক আপনার বন্ধুদের দেখাতে
চাচ্ছেন, যে লিংকটি অনেক বড়।এখন বড় একটি লিংক আপনার
পোষ্টের সৌন্দর্য
নষ্ট করতে পারে। তাই আপনিhttps://bitly.com/ ঠিকানায় গিয়ে, কেবল
লিংকটিবক্সের মধ্য দিয়ে Shorten এ ক্লিক করে, ছোটো একটি লিংক তৈরী করে
নিতে পারেন।
(Collected)
(Collected)
No comments:
Post a Comment