Saturday, June 9, 2012

এও কি সম্ভব? [Ghost Stories - 0310]



এমন অনেক কাহিনী হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় তাও বলি ।

চাদপুরে আমার এক ফুপাতো বোনের কাছ থেকে শুনা ।
এক জন মহিলা মারা যায় বিদেশে । যথারীতি তাকে কবর দেওয়া হয়। জানাজা দেওয়ার সময় মহিলাকে উল্টা করে শোয়ানো হয় ভুলে । এটা তেমন বড় কোন কিছু না তাই তোয়াক্কা না করে কবর দেওয়া হল । কয়দিন পর খবর আসল যেই কাফনের কাপড় পড়ে কবর দেওয়া হয়েছিল তাতে মহিলার স্বর্নের কিছু জিনিস দেওয়া হয়েছিল যখন লাশ বিদেশ থেকে আসে । ...তাই সবাই সিদ্ধান্ত নিল লাশটা আবার তোলা হবে । এবং পারলে জানাজাটা ঠিক করে আবার দেওয়া হবে । ৫ দিন পর কবর খুড়া শুরু করা হল । যখন পুরোপুরি খুড়া শেষ তখন দেখা গেল লাশের দেহে কাপড় প্রায় অর্ধেকটা মুখে গুজে দেওয়া আছে । হাত ২ টা পেরেক দিয়ে যেন ২ পাশে বাধা আছে এমনভাবে রাখা । জিহবা বের করে বাম হাতের পাশ দিয়ে গর্তে ঢুকানো । এসব দেখে যারা প্রথমে কবরে নামছিল তারা অজ্ঞান হয়ে যায় চিত্‍কার দিয়ে । আশেপাশে যারা ছিল তাদের ও কেউ কেউ এই বিভত্‍স্য দৃশ্য দেখে মাথা ঘুরে পড়ে যায় । তখন স্থানীয় হুজুর এসে দোয়া দুরুদ পড়ে সবাইকে অভয় দেখালে আর ও ৩ জন নীচে নামে এবং আগের ৩ জনকে উপরে তুলে । এরপর ঐ লাশ তুলা হয় । গয়নাগুলো লাশের পাশেই পাওয়া যায় । পরে জানাজা দিয়ে আবার কবর দেওয়া হল|

No comments:

Post a Comment