আপনার মা যদি মানসিকভাবে অসুস্থ হন ও এমন অবস্থায় আপনাকে বদ দুয়া গালি দেন , তবে আপনার কর্তব্য হলো— যেন তাঁর রাগ, বকাঝকা বা অন্যায্য আচরণকে খারাপভাবে গ্রহণ না করেন এবং সবসময় ধৈর্যের সঙ্গে সহ্য করেন। কখনো তাঁর সঙ্গে তর্কে জড়ানো বা দুর্ব্যবহার করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন। বরং নিয়মিতভাবে তাঁর জন্য আল্লাহ তাআলার দরবারে সুস্থতা ও আরোগ্য কামনা করবেন।
যদি আপনার মা মানসিক অসুস্থতার কারণে অহেতুক রাগ করেন বা অভিশাপ দেন, তবে ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না—যতক্ষণ আপনি চুপ থেকে সহ্য করেন এবং কোনো অসভ্যতা না করেন। এমনকি অন্তরেও যেন তাঁর প্রতি কোনো রকম বিরক্তি বা ঘৃণা না আসে। বরং আন্তরিকতার সঙ্গে তাঁর সেবা করুন ও দোয়া করুন, যেমন তিনি আপনার শৈশবে কষ্ট সহ্য করে আপনাকে লালন-পালন করেছেন।
তবে যদি ভুলবশত কখনো কোনো ধরনের অসভ্যতা বা অবমাননাকর আচরণ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁর কাছে ক্ষমা চেয়ে মন জয় করে নিন।
একটি হাদীসে এসেছে—একজন ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ–এর কাছে এসে আরয করলেন: “আমার বাবা-মা বার্ধক্যে পৌঁছেছেন, আমি তাঁদের সেই রকম সেবা করছি যেভাবে তাঁরা আমার শৈশবে করতেন। তাহলে কি আমি তাঁদের হক আদায় করে ফেললাম?” রাসূলুল্লাহ ﷺ বললেন: “না, তুমি তাঁদের হক আদায় করো নি; কারণ, তাঁরা তোমার জন্য ভালোবাসা ও বেঁচে থাকার কামনায় তোমার সেবা করতেন, আর তুমি তাঁদের মৃত্যুর আশঙ্কা মনে রেখে সেবা করছো।”