রাতটা কেন এত মিশকালো?
জোনাক পোকারা জ্বেলেছে তাদের আলো. . . .
কি কারণে আজ তারা করছে ছোটাছুটি
তাই দেখে আজ ঝিঁঝিঁ পোকারা হেসে কুটিকুটি. . . .
ঘুমপরীটা আজও আমার ঘুম করেছে চুরি
রাতটাকে কুয়াশার চাদরে মুড়িয়েছে শীত বুড়ি. .
. .
কেন আজ এত আয়োজন,রাতটা কেন নিরব?
তবে কি আজ আসবে আমার কল্পমানব?
ও বুঝেছি কল্পমানব তুমি আসবে বলে
চাঁদটা আজ হাসছে ঐ আকাশের কোলে. . . .
এতদিনে আমায় বুঝি পড়েছে তোমার মনে
কত রাত কেটেছে নির্ঘুম,বসেছিলেম আনমনে. . . .
তোমার উপর রাগ করেছি,নিয়েছি আমি আড়ি
এ অভিমান ভাঙ্গবে যদি তোমায় ছুঁতে পারি. . . .
ভাবছ এসে,একটু হেসে,মিষ্টি কথা বলে
ভাঙাবে তুমি আমার অভিমান ভালবাসার ছলে. . . . .
ঠোঁট বাঁকিয়ে, গাল ফুলিয়ে থাকব আমি বসে
চুপিসারে এসে তুমি বসবে আমার পাশে. . . .
হাত বারিয়ে তোমায় আমি ছুঁতে যাব যখন
অবাক আমি,এ কি দেখি তুমি পাশে নেই তখন. . . . .
ধরা যদি নাইবা দেবে তবে কেন এ অভিনয়
তাইতো আমার তোমায় ছুঁতে এত ভয় হয়. . . . .
কল্পমানব ভাল থেকো,চাইনা ছুঁতে তোমায়
থাকবে তুমি আমার মাঝে,আমার কল্পনায়. . . . .
লিখেছেন-Sanjida Jahan
গল্পটি নেয়া :
https://www.facebook.com/abegmoy.valobasha