Sunday, December 23, 2012

Turbo C++ for Windows 7 32 bit & 64 bit Download


To install Turbo C++ in Windows XP, or in Window 7 or even in Vista or in Windows 8 just unzip this file and keep in your C Drive.
Unzip and paste the File to C drive. That's it.

RAR File Link [ 20.8 MB] : Click this Link
7Zip File Link [15.6 MB ] : Click this Link
Link of Win RAR: Click this Link [this can unzip both the RAR & 7Zip files]



For 64 windows 7 follow the following:

Now we are providing step-by-step procedure how to install Turbo C++ on 64 bit Windows 7.

1. Install the software DOSBox ver 0.73 :

If after a few seconds it does not start click this link:



2. Create a folder,for example „Turbo“ (c:\Turbo\)

3. Download and extract TC into the Turbo folder (c:\Turbo\): http://s1.freedownloadme.info/turboc_installed.zip

4. Run the DOSBox 0.73 from the icon located on the desktop:




5. Type the following commands at the command prompt [Z]: mount d c:\Turbo\ [The folder TC is present inside the folder Turbo]
Now you should get a message which says: Drive D is mounted as a local directory c:\Turbo\



6. Type d: to shift to d:




7. Next follow the commands below:
cd tc
cd bin
tc or tc.exe [This starts you the Turbo C++ 3.0]




8. In the Turbo C++ goto Options>Directories> Change the source of TC to the source directory [D] ( i.e. virtual D: refers to original c:\Turbo\ . So make the path change to something like D:\TC\include and D:\TC\lib respectively )


How to start Turbo C++ in the DOSBox automatically:


You can save yourself some time by having DOSBox automatically mount your folders and start TurboC++:
For DOSBox versions older then 0.73 browse into program installation folder and open the dosbox.conf file in any text editor. For version 0.73 go to Start Menu and click on “Configuration” and then “Edit Configuration“. Then scroll down to the very end, and add the lines which you want to automatically execute when DOSBox starts.
Automatically mount and start Turbo C++3.0 in DOSBox ver 0.73:



Scroll down to the very end, and add the lines:



Those commands will be executed automatically when DOSBox starts!
Please note:
Full screen: Alt and Enter
When you exit from the DosBox [precisely when u unmount the virtual drive where Turbo C++ 3.0 has been mounted] all the files you have saved or made changes in Turbo C++ 3.0 will be copied into the source directory(The directory which contains TC folder)
Don’t use shortcut keys to perform operations in TC because they might be a shortcut key for DOSBOX also . Eg : Ctrl+F9 will exit DOSBOX rather running the code .


Wednesday, December 19, 2012

আমার কবিতাবলি [My Poetry - 01 ]


Written bY : Sazzad Hossain

Written by: Sazzad Hossain

December , 18, 2012
8:08:12 PM- 8:25:14 PM



তুমি আমার …......

সাজ্জাদ হোসেন



তুমি আমার,
কেবলই আমার ॥
শত সমুদ্র, শত সহস্র নদী পার করে এসেছি আমি
কেবলই আমি,
কেবলই তোমার জন্য।

তুমি আমার, আমার তুমি,
তুমি কেবলই আমার।
তোমার জন্য রেখেছি আমি শত হিমাদ্রীর সংকুল পেরিয়ে
আনা একগুচ্ছ---
একগুচ্ছ লাল ফুল- গোলাপ।
আর এনেছি একগুচ্ছ শুভ্র রঙিন স্বপ্ন;
সাথে একবীথি লাল গোলাপ।
এনেছি দেব বলে তোমায়।


আমি করেছি পার শত রজনী একাকী -
এক পলক দেখব বলে তোমায় ॥
হয়ত তুমি বুঝেছ, হয়ত নয়............................
হয়ত তুমি চেয়ে আছ আমারই পথ চেয়ে.....
আমি যে এসেছি কেবল তোমারই জন্য -
কেবলই তোমার জন্য – আমার প্রিয়তম ।

এক পশলা বৃষ্টি, আর একটা অনাসিষ্টি;
কেবলই তোমার জন্য।
দেখনিকি তুমি ঐ গোধূলির পানে চেয়ে?
ঐ শিউলি আর ঐ কনকচাঁপা?
যে তোমার কথাই কেবল
বার বার করিয়ে দেয় আমায়।
তুমি আছ আমার প্রাণে,
আমার মননে, আমার আঁখিতে – প্রিয়তম !

কতদিন দেখিনা তোমায় !!
এঁকেছি কেবল তোমায়ই প্রতিচ্ছবি –
মনেরই ক্যানভাসে ।

তুমি যে আমার স্বপ্নের রাজকন্যা
আর আমি যে তোমারই সম্রাট।
স্বপনে, নয়নে, শয়নে – কেবলই তুমি।
আছ তুমি আমার সর্ব অস্তিত্ব জুড়ে ॥
আছ কেবলই তুমি ।

তুমি যে আমার – কেবলই আমার।
তুমি তাই যে কেবল আমারই অনামিকা॥

থাক তুমি সারাটা জীবন হয়ে আমার –
আমারই অনামিকা॥

হে মেয়ে – তুমি ত কেবল মেয়েই নও;
তুমি যে আমারই রাণী।
আছি আমি প্রতীক্ষায় –
তোমারই প্রতীক্ষায়,
কেবল তোমারই প্রতীক্ষায় ॥
কেননা – তুমি যে আমার !!
কেবলই আমার ।





Made with the help of :
OS – Ubuntu 12.10; x64
LibreOffice

The  PDF format of this Poetry:  

This is the DIRECT Download Link.