Saturday, May 25, 2013

Make Firefox Faster,better


Tips to make Firefox Faster than ever you have experienced !!


Before I start sharing all the tips && Tricks I wanna make it clear that, all these can be found by searching google or any other search engine. Here my effort is to make a compilation of those tips which I found easy && working. That's all. Enjoy your open world using firefox !

One MOST IMPORTANT thing in writing this – I assume that you know NOTHING about configuring, so I'm explaining each step as clear && vivid as possible.




The basic thing about tweaking the FireFox is to change its internal settings manually to optimize. Most of these tips work very fine with those who have a slower INTERNET connection. Say upto [limit] of 2Mbps [with fluctuation]. Now we move to the tips. Enjoy the ride of customization ! Good LuCK :D

  1. First of all Open a new tab [click on the “+” sign or Ctrl+T]. Now type in the address bar:
about:config

Now press enter. You will be warned of this:

 
Press on “I'll be careful, I promise”. This is a general warning. Nothing to worry !

2. Now set these value to the value provided here. Note that, you will type each entry at a time and then other. That means one by one in the search bar.
If any of the value shown here isn't found, then just add it !

  • Set "network.http.pipelining" to "true"
  • Set "network.http.proxy.pipelining" to "true"
  • Set "network.http.pipelining.maxrequests" to any number you like above 35 but below 250. This is the number of request sent at a time !
  • Now right-click anywhere black of the page you are and select New-> Integer. Name it to "nglayout.initialpaint.delay" and set its value to "0". It indicates the amount of time waited to show information to show as the browser gets it.
  • Set “network.http.keep-alive” to “true”.
  • Set “network.http.version” to “1.1”.
  • Set “browser.display.show_image_placeholders” to “false”. [Stops the display of placeholders while images are loading to speed up the page. Default is True]
  • Set “browser.tabs.animate” to “false”.
[Disables all tab animation features (e.g. when you click the ‘New Tab’ (+) button) to make the tab interface feel quicker. Default is True.]
  • Set “network.prefetch-next” totrue”.
This setting can automatically prefetch (load) the contents of pages linked to by the page you are viewing e.g. to load the homepage in the background, making it quicker for you to view next if you want to.
To take advantage of increased speed when browsing websites which use prefetch, keep this setting at the Default which is True.
[Some view prefetch as a possible security risk and disable it. My current view is that it isn’t a major concern – if a site is bad, it will just load bad stuff on the current page anyway without needing to prefetch it from elsewhere]
  • Set “network.http.max-persistent-connections-per-server” to “8”.
Increases the maximum number of persistent connections per server which can help speed up loading of multimedia rich sites. Default is 6
  • Set “browser.sessionhistory.max_total_viewer to “0”.
  • Set “browser.tabs.animateto “False”.

3. Update your firefox regularly. Since this comes with numerous bugs fixed each time with new features.
4. Use less add-ons.
5. Remove your unused add-ons, this will save huge Megabyte of space on your RAM and Hard Disk as well.
>Select Firefox (or Tools from the menu bar) then Add-ons to open the Add-ons Manager. Click on Extensions and, if you no longer need an extension, Remove it – if in doubt, at least Disable it.



6. Update extensions – the easiest way to always keep extensions up to date is to open the Add-ons Manager and click the Tools ‘cog’ at the top then select (tick) ‘Update Add-ons Automatically’.
To perform a manual update, click the Tools ‘cog’ then select ‘Check for Updates’ and apply any that are found.
7Disable plugins you do not need – as with extensions, the more plugins you have enabled, the more problems Firefox may encounter:
Open the Add-ons Manager. Click on Plugins and, if you do not need a plugin, disable it. If you disable a specific plugin and ever do visit a site that needs it, just re-enable it. [The only plugins enabled on my system are Shockwave Flash and Silverlight for streaming videos. Amongst my disabled plugins are Microsoft DRM x 2, Quicktime, VLC, Windows Media Player and Google Update - none of which I have ever needed].
8. Update plugins plugins from third parties such as Adobe and Oracle are often targeted by malicious websites so it is important to keep them up to date (and new versions often include performance benefits).
9. Don’t Load Tabs Until Selected
If you have set the option to ‘Show my windows and tabs from last time’ (in Options \ General) when Firefox starts, it may have to load multiple tabs – keen users may have dozens of open tabs which Firefox has to load in full each time it starts. This can really slow down the time it takes to open Firefox – a common complaint. To greatly speed up the loading process:
  • In Options \ Tabs tick the ‘Don’t load tabs until selected’ box and press OK – this menu option will still open all your saved tabs when Firefox starts but will only load the current tab which can save a lot of time.




Don’t load tabs until selected’ – in Tabs menu

10. Click on any empty space and add these values:
Right Click –> New– > Integer or String or Boolean
[N.B.: Integer values take numbers, Boolean values are wither True or False]
network.dns.disableIPv6”: set “false”
content.notify.backoffcount”: set “5“; (Five)
plugin.expose_full_path”: set “true”.
ui.submenuDelay”: set “0; (zero)
content.switch.threshold” to “250000” (a quarter of a second)
content.interrupt.parsing” set the value to “False”
 “browser.cache.memory.capacityclick OK, enter “65536”



Now close it and Re-Start your Firefox. You'll damn see the difference with ever faster, smarter firefox ;). It's now too cool to illustrate !

If you have any queries, you can leave that in the comment, we will try our best to answer that.






 ______________________________________________________________________




Wednesday, May 22, 2013

**এক্সিডেন্ট (ভৌতিক গল্প)** [ghost stories 49]


**এক্সিডেন্ট (ভৌতিক গল্প)**


লিখেছেন: এম এস ই শাহীন....


কয়েকদিন থেকে নানা ব্যস্ততার কারনে ঘটনাটি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমার বাড়ী থেকে দক্ষিনপূর্ব কোণে কালসারডাড়া নামক একটি স্থানে মাঝে মধ্যে যেতে হয় আমার ব্যবসায়িক কারনে । আমার বাড়ী থেকে ঐ যায়গার দূরত্ব মাত্র ১০ কিঃমিঃ । আমি অবশ্য বাইকটা নিয়েই চলাচল করি সেখানে । কয়েকদিন আগেও গিয়েছিলাম সেই যায়গায় । নানা কাজ সেরে সেদিন বাসায় ফিরতে ফিরতে রাত শোয়া এগারোটা বেজে গেল । মনের মধ্যে খানিকটা ভয় ভয় কাজ করছিল । একঃ চোর ডাকাতের দুইঃ জ্বিন ভূতের । ঐ যায়গায় যাওয়ার পথে অনেক পুরাতন কবরস্থান সংলগ্ন একটি ঈদগাহ মাঠ পড়ে । অবশ্য এই ঈদগাহ মাঠ ও কবরস্থানের আশে পাশে কোন জনবসতি নেই । বিশাল বিস্তীর্ন পাথারের মাঝে এটি অবস্থিত । এ যায়গাটি নিয়ে নানাকল্প কাহীনিও ছড়িয়ে আছে মানুষের মাঝে । এখানে নাকি অনেকেই অনেক ভৌতিক ঘটনার সম্মুখিন হয়েছেন । সন্ধ্যার পর তাই এই রাস্তা দিয়ে মানুষের চলাচল কম । চলাচল করলেও দলবেধে বা সাথী ছাড়া কেউ করেনা । । যদিও আমি এগুলোকে তেমন একটা গুরুত্ব দেইনা । হয়তঃ মনে করছেন আমি খুব সাহসী, আসলে তা নয় একটু একটু ভয়ও কিন্তু করি । বাড়ী ফিরছিলাম একা একাই। ঘড়ির কাঁটা রাত ১১:১৫ । যথারীতি ৫০-৬০ কিঃমিঃ বেগে ড্রাইভ করছি । জনমানবহীন রাস্তা,চলছি আমি একা, রাস্তার দু ধারে লাগানো মেহগনি গাছের সারি । রাতের বেলা এমন রাস্তা দিয়ে যেতে ধরলে কার না গাঁ ছমছম করে ।




যখন ভৌতিক যায়গা থেকে মাত্র ১ কিঃমি দূরে ঠিক তখনই আমার শরীরটা অজানা এক ভয়ে শিউরে উঠলো । যায়গাটি তাড়াতাড়ি পার হওয়ার জন্য বাইকের গতি বাড়ালাম । প্রায় ৮০ কিঃমিঃ বেগে চলছে , মিটারে লক্ষ্য করলাম । এখন আমি যায়গাটির ঠিক ১৫-২০ গজ দূরে । কলিজাটা আরেকবার মোচড় দিয়ে উঠলো । কবরস্থান ক্রস করছি ঠিক এমন সময় কোন কারন ছাড়াই গাড়ীর হেডলাইট অফ হয়ে গেল ।কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় । আমার ক্ষেত্রেও তাই ঘটলো । চলন্ত গাড়ীর এভাবে হেডলাইট অফ হওয়াতে আমি নিজের উপর আস্থা হারালাম । ঘুঁটঘুঁটে অন্ধকার চারিদিকে । কিছুই বুঝার উপায় নেই । মাত্র ১ হাত দূরেও কিছু দেখা যাচ্ছেনা । আমি কিংকর্তব্যবিমূঢ় । প্রচন্ড ভয়ের পাশাপাশি জীবনের প্রথম এক্সিডেন্ট করতে যাচ্ছি তাও আবার জনমানবহীন এক ভুতুড়ে যায়গায় । এখানে এক্সিডেন্ট করে আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় সারারাত পড়ে থাকলেও উদ্ধার করার কাউকে পাওয়া যাবেনা । এমতাবস্তায় একজন ড্রাইভারের যা করনীয় ছিল আমিও ঠিক তাই করলাম । দ্রুত কড়া ব্রেক করলাম । এত স্পীডের গাড়ী ব্রেক করতে করতে খানিকটা পথ চলে গেল । ঠাস করে একটা শব্দ হলো আর একটা ঝাকুনি দিয়ে সাথে সাথেই গাড়ীর স্টার্ট বন্ধ হলো । একটা মেহগনি গাছের সাথে আচমকা ধাক্কা খেয়ে থেমে গেলাম । নাহ্ পড়ে যাইনি । গাড়ীর উপরেই আছি । আমি নিজেকে পাঁকা রাস্তা ও সাইডের কাঁচা যায়গা পার হয়ে মেহগনি গাছের গোড়ায় আবিস্কার করলাম রাস্তার একদম ঢালু কিনারে । হাত, পা, শরীর থরথর করে কাঁপতে লাগলো । সব যেন অবশ হয়ে গেছে । কোন দিকে তাকাতেও পারছিনা ভয়ে । তবুও বাঁচার আশা ছিল মনে । এমন যায়গায় বেশিক্ষন থাকাটাও নিরাপদ না ভেবে দ্রুত গাড়ী নিউটাল করলাম । গাড়ী থেকে নেমে ওটাকে ঠেলে পাকায় তুললাম । এরপর কোন দিকে না তাকিয়ে তড়িঘড়ি করে গাড়ীতে উঠে বসলাম । ভেবেছিলাম গাড়ী হয়তো স্টার্ট হবে না । কিন্তু কি আশ্চর্য্য প্রথম চেষ্টায় সফল । মানে গাড়ী স্টার্ট হয়েছে আর হেডলাইটও জ্বলছে । তারমানে হেডলাইট নষ্ট হয়নি ? তাহলে হঠাত্‍ এরকম হেডলাইট অফ হলো কেন ? এসব নিয়ে চিন্তা করার সময় নেই । আলো জ্বলায় খুশিতে মনটা নেচে উঠলো । আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম । তিনি আমাকে তার কুদরতি ক্ষমতায় এতবড় একটা দূর্ঘটনা থেকে রক্ষা করেছেন । হয়তঃ আপনাদের মাঝে ফিরে আসবো বলে. . . . .