Saturday, June 3, 2023

সুইং মুড

❝ আপু জানেন, আমার মুড সুইং টা এত দ্রুত ব্যালেন্সের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ! সূরা বাকারাহ কন্টিনিউ করার পর থেকে।

আপনার সেশনে শিখিয়ে দেওয়া "নিজেকে ক্রেডিট দেওয়ার" বিষয়টা যতটুকু করতে পারছি, সেটাও আমাকে অনেক চেঞ্জ করেছে আপু, আলহামদুল্লিলাহ।

বিগত অনেক রাত ঘুমাতে পারতাম না। সারাদিন শুধু কানতাম। নিজেকে লস্ট মনে হতো। দুনিয়াটা জঘন্য লাগতো। 

গভীর রাতে বুক ধরফর করে উঠে বসে থাকতাম। নামাজ পড়ার এনার্জি ছিল না। কিন্তু নিজেকে দোষ দেইনি। আমি বুঝতাম আমার যতটুকু সামর্থ্য ততটুকুই তো পারবো। ঐ এলোমেলো অবস্থায় পাগলের মতো দুয়া করতাম, "আল্লাহ আমাকে গাইড করো! আমি কি করবো! নিজেকে ভীষণ লস্ট লাগে!"

তারপর হঠাৎ সূরা বাকারাহ পড়তে ইচ্ছা করলো। বাকারাহ পুরোটা পড়ে ১ সপ্তাহে শেষ করলাম। মনে হলে অনেক বড় একটা বোঝা নেমে গেছে। আপু জানেন গত দুই মাস ধরে সূরা বাকারাহ পড়েই যাচ্ছি।

কখনো ৭ দিনে শেষ করেছি। কখনো ১০ দিনে কখনো ১৫ দিনে। 

কুরআন পড়া শেষ হলেই আল্লাহর কাছে দুয়া করেছি। আল্লাহ আমাকে গাইড করো, আমাকে গাইড করো!

আস্তে আস্তে দেখলাম আমার কাজে ফোকাস বাড়ছে আলহামদুলিল্লাহ। মুড সুইং অনেকটাই ঠিক হচ্ছে। জীবনের সমস্যাগুলো রয়ে গেছে কিন্তু নিজেকে আর লস্ট লাগছে না।

কুরআন মানুষের জীবনে এত বিষ্ময়কর পরিবর্তন করতে পারে‌ আপু!! এটা যার জীবনে না ঘটছে সে কখনো বুঝবে না।

আমি আগে অনেক বড় বড় টার্গেট নিতাম যে, একদিনেই শেষ করবো সূরা বাকারাহ। বা তার চেয়েও বড় কিছু!

অনেক কষ্ট লাগতো তাজউইদ টা ঠিক করতে পারছি না বলে। তবে কখনো দুয়া করা ছাড়িনি আপু। বারবার দুয়া করতাম আল্লাহ যেন কুরআনের জন্য আমাকে কবুল করেন। 

তারপর আস্তে আস্তে শুরু করলাম। বড় টার্গেট না। সাধ্যের মাঝে টার্গেট।

এক আয়াত পড়ি‌ ... ৫ আয়াত পড়ি‌। এভাবে ১ পেইজ ২ পেইজ এরকম করে একটু একটু করে আগাই।

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ!! 

আপু আমার এই জার্নিটা যদি আর ১০ জন‌বোনকে অনুপ্রাণিত করে, তাহলে তো এটা আমার জন্য অনেক ভালো হবে, ইনশাআল্লাহ। 

২০২০-২০২২ এই দুই বছর আমার মুড সুইং ছিল। আমি প্রথমে ভেবেছিলাম জ্বীন/বদনজরের সমস্যা। টানা ২ বছর নজরের রুকইয়াহ করেছি। পরে বুঝলাম এসব কিছুইনা। সমস্যা অন্য জায়গায়। 

তারপরেই কাউন্সেলিং নিলাম। 

এবং সুস্থ হওয়ার জন্য আমার হাতে যা যা ছিল সবই করেছি। কুরআন পড়েছি, প্রচুর দুয়া করেছি, এক মাস মোবাইল ইউজ করিনি, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছি এরকম অনেক কিছু। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় জীবনে অনেকটাই ব্যালেন্স চলে আসলো।

তবে যেভাবে সুরা বাকারাহ আমার শূন্যতা ভরে দিয়েছে, যেভাবে আল্লাহ রব্বুল আলামিন তাঁর কালাম দিয়ে আমার অন্তরকে শান্ত করে দিয়েছেন, সেই ক্ষমতা এই দুনিয়ার আর কোন কিছুর কাছে নেই। এমন কোন কিছু কোনদিন হবেও না। ❞

আপুর জন্য অসংখ্য বারাকাহর দুয়া, বারাকাল্লাহু ফিকুম।
________________________________

আল্লাহু আকবার! আমি আপুর মেসেজ পড়ছি এবং ঝর ঝর করে কাঁদছি। কারণ এই মেয়েটা জীবনে কিনা সহ্য করেছে! এমন কোন ট্রমা মনে হয় বাকি নেই, যা দিয়ে তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়নি। অথচ এরকম একটা ভাঙ্গা অন্তরকেও আল্লাহ রব্বুল আলামীন, আল-জাব্বার কুরআন দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ!

তাহলে বলেন, আমার আপনার অজুহাতটা কি কুরআন থেকে দূরে থাকার? 

রাইটিং_থেরাপি
আমার_ক্লায়েন্টদের_জীবন_গল্প
রবিউল আউয়াল ১৪৪৪

©শারিন শফি আদৃতা

কপি

Friday, June 2, 2023

6 Time Management strategies that work amazingly well

6 Time Management strategies that work amazingly well

Getting more done every day is difficult. With so many distractions and problems to deal with daily, it is too easy for days to go by without accomplishing anything.

Try these tips to get more done daily:

1. Plan on paper
When we try to do all our planning internally, it can be overwhelming and our train of thought can get derailed easily.

To get things done faster, think on paper or at least via typing. Write/type out your thoughts, analyze them, and work through them.

2. The Two-Minute Rule
If something takes less than two minutes to get done, then do it immediately. This will save you a lot of time, and free up your mind to focus on deeper topics.

3. Work in batches
Instead of answering email throughout the day, schedule specific times for answering emails. Do the same for phone calls, admin tasks, and other small tasks that take up the bulk of your day. This will free up a lot of time for deep work.

4. Optimize your work environment
Remove distractions, cut out social media, and ensure that you only have access to the tools you need for work. The more optimized your environment, the easier it gets to concentrate and get things done.

5. Do the hardest tasks during your peak performance time
Figure out which time of the day you are at your peak (early morning, afternoon, late night) and schedule your most important work for that time.

6. Stay healthy
Eating healthy, exercising, and getting enough sleep are all necessary for maintaining the energy and brain power needed to do great work. Taking care of your health is part of taking care of your time.