আমি এখনো বিয়ে করি নি, বয়স ২৫+ চলছে। আমার মনে হয় আমি বাই-সেক্সু-য়াল, মাঝে পুরুষ নারী উভয়ের জন্য আকর্ষণ কাজ করে। আগে প্রচুর পর্ন দেখতাম, এখন দীর্ঘদিন এসব না দেখলেও আমার উভয়লিংগের প্রতি এমন অনুভূতি হয়। এসব নিয়ে ব্যাক্তিগত জীবনে খুব মানসিক অশান্তিতে আছি। সামনে যদি বিয়ে করি, হয়ত এসব নিয়ে সমস্যায় পড়তে পারি।
কিভাবে এসব ফিলিং থেকে বের হয়ে আসতে পারি? রেগুলার ইসলাম পালন করলে মনে হয়, আমার নারী পুরুষ কারো প্রতি আকর্ষণ কাজ করে না। আর নিয়মিত পালন না করলে মনে হয়, আমার উভয়ের প্রতি তীব্র আকর্ষণ কাজ করে, ক্ষেত্রবিশেষে কারো প্রতি বেশি কাজ করে আবার কারো প্রতি বেশ কম কাজ করে।
উত্তর:
প্রথমত, বাইসেকসুয়ালিটির ধারণা মূলত একটি মানসিক ব্যাধি। পর্ণগ্রাফির আসক্তি ও অন্যায্যভাবে নারী-পুরুষের সাথে মেলামেশার কারণে এসব মানসিক রোগ তৈরী হয়। পর্নগ্রাফী ও অন্যায্য যৌনচিন্তা ও মেলামেশার কারণে এই ধরণের অনেক মানসিক রোগ হওয়ার ভুরিভুরি উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। সুতরাং এই অসুস্থতা থেকে বের হতে আসতে চাইলে সবার আগে অনুধাবন করতে হবে, এটি একটি রোগ। মানসিক রোগ। মানসিক রোগ মানে কেবল পাগলামি না; এর পরিধি অনেক বড় ও বিস্তৃত। সুতরাং প্রথমে আত্মস্থ করুন; এটি একটি মারাত্মক মানসিক অসুস্থতা বা রোগ।
দ্বিতীয়ত, এই রোগের চিকিৎসার সঠিক জায়গা খুঁজে বের করতে হবে। ইদানিং অনেকেই এসব মানসিক রোগীদের শ্রুশ্রুষা দেওয়ার লক্ষ্যে ক্যাম্পেইন ও পরামর্শসভার আয়োজন করে থাকেন।সঠিক চিকিৎসক ও ক্ষেত্র খুঁজে নিতে সেগুলোর দ্বারস্থ হতে পারেন। এক্ষেত্রে মুক্ত বাতাসের খোঁজে নামক ফেসবুক পেজটির সহায়তা নিতে পারেন।
তৃতীয়ত, সকল ধরণের বদঅভ্যাস ত্যাগ করুন। বিশেষত, পর্দাহীনতা, পর্নগ্রাফী দেখা ও আত্মীয় বন্ধুদের সাথে অন্যায্য চলাফেরা ত্যাগ করুন। একাকি থাকা পরিহার করুন; যথাসম্ভব। একা অন্ধকার রুমে শয়তানের আনাগোনা বেশী থাকে। চেষ্টা করুন গুনাহ পরিহার করতে।
চতুর্থত, বেশী বেশী জিকির করুন। দুরুদ পড়ুন। সকাল-সন্ধ্যা ছয় তাসবিহ আদায় করুন।
পঞ্চমত, বিয়ের সামর্থ থাকলে দ্রুত বিয়ে করে নেওয়ার চেষ্টা করুন। বিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করে।
এবং অতি অবশ্যই নিজের রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্য রোনাজারি করে নিয়মিত দুআ করুন। তিনি সবচেয়ে বড় শিফা দাতা।
উত্তর দিয়েছেন মুফতি নুরুজ্জামান নাহিদ হাফি.