Thursday, August 10, 2023

দোয়া কবুলের অব্যর্থ উপায়

দোয়া কবুলের অব্যর্থ উপায়
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ٭ۖ اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ
তরজমা: এবং মাছ সম্পর্কিত (নবী ইউনুস আলাইহিস সালাম) কে দেখ, যখন সে ক্ষুব্ধ হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল, আমি তাকে পাকড়াও করব না। অতঃপর সে অন্ধকার থেকে ডাক দিয়েছিল, (হে আল্লাহ!) তুমি ছাড়া কোন মাবুদ নেই। তুমি সকল ত্রুটি থেকে পবিত্র। নিশ্চয়ই আমি অপরাধী (আম্বিয়া: ৮৭)।
ইবরত: ইউনুস আলাইহিস সালামের দোয়াখানা আল্লাহ তাআলা কুরআনে স্থান দিয়ে অমর করে রেখেছেন। এই বাক্যটিতে আছে সমস্ত বিপদের নিদান। একজন ব্যক্তি যত বিপদগ্রস্তই হোক, এই দোয়াটি পড়তে থাকলে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেনই।
ইবরত: এই ছোট্ট একটি বাক্যে কী এমন রহস্য লুকিয়ে আছে?
প্রথম রহস্য: দোয়ার শুরুতেই সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলা হয়েছে। তাওহিদ হল সবশ্রেষ্ঠ আমল। আমলের উসিলা দিয়ে দোয়া করলে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তাওহিদ মানে আল্লাহ তাআলাকে এক ও একক মনে করা। ইউনুস আলাইহিস সালাম দোয়া শুরুই করেছেন তাওহিদের স্বীকারোক্তি দিয়ে। তিনি জীবনে অনেক আমল করেছেন। মাতাপিতার প্রতি সদাচার করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, পরোপকার করেছেন, মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। আরো অসংখ্য আমল করেছেন। সবকিছু সরিয়ে তিনি আল্লাহর তাওহিদকে সামনে নিয়ে এসেছেন। মুমিনজীবনে আল্লাহর তাওহিদের চেয়ে উত্তম, পবিত্র, বরকতময় আমল আর হতে পারে না। হাঁ, আমার তাওহিদটা হতে হবে বিশুদ্ধ, ভেজালমুক্ত, শিরকমুক্ত, বেদাতমুক্ত, সন্দেহমুক্ত, দ্বিধাসংকোচমুক্ত। আমার তাওহিদ যতবেশি শুদ্ধ হবে, দোয়া কবুল হওয়ার নিশ্চয়তাও তত বেড়ে যাবে।
দ্বিতীয় রহস্য: আরেকটি বিস্ময়কর ব্যাপার আছে দোয়াবাক্যটিতে। ইউনসু আলাইহিস সালাম সরাসরি মুুক্তির কথা বলেননি। সুস্পষ্ট শব্দে বিপদমুক্তির আবেদন জানাননি। তিনি বলেননি, ইয়া রব! আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান, আমাকে এই তিনস্তরবিশিষ্ট অন্ধকার থেকে বের করুন। দোয়ার এই ভঙ্গিটিও অত্যন্ত চমৎকার। স্পষ্ট করে ভঙ্গিটির কথা বলতে গেলে,
আল্লাহ তাআলার কাছে আমি কতটা অসহায়, আমি কতটা তার মুখাপেক্ষী, তার দয়া-রহমত ছাড়া আমি কতটা অচল, সেটা খোলাখুলিভাবে আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। অভাব-অভিযোগ, প্রয়োজন-চাহিদার কথা বলব না। আল্লাহর সামনে নিজের বিনয়, নম্রতা, আনুগত্য তুলে ধরব। আল্লাহ তাআলার কাছে বলব, আমি ভীষণ দুর্বল, আমি নিদারুণ বিপর্যস্ত, আমি সীমাহীন দুঃখ ভারাক্রান্ত। দুনিয়ার সমস্ত দ্বার আমার সামনে রুদ্ধ, সম্ভাব্য সম দরজায় টোকা দেয়ার পরও কাজ হয়নি। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নেই।
এমন অসহায় আর্জিমাখা দোয়া শুনলে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ জেগে ওঠে। এমন দোয়াকে বলা হয় দোয়ায়ে হাল (دُعاء الحال)-অবস্থার দোয়া। নিজের অসহায় অবস্থার দোয়া। নিজের হালতের কথা আল্লাহ তাআলার সামনে তুলে ধরা।
তৃতীয় রহস্য: দোয়টি উলুহিয়তের মূলনির্যাস ধারণ করে আছে। উলুহিয়ত মানে ইলাহ বা উপাস্য হওয়ার যোগ্যতা। উলুহিয়তের সারকথা হল উবুদিয়ত-দাসত্ব। ইসলামি আকিদার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ‘তাওহিদুল উলুহিয়াহ’। মানে একমাত্র আল্লাহ তাআলাকেই ইবাদতের যোগ্য মনে করা। লা-ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। এই বাক্যেই তাওহিদুল উলুহিয়ত প্রকাশ পেয়েছে। বান্দার এই আকিদা আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। এজন্যই কালিমাতেই এই আকিদার স্বীকারোক্তি বাধ্যতামূলক করে দিয়েছেন।
চতুর্থ রহস্য: দোয়াটিতে তাওহিদের ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় আরেকটি ইবাদতের কথা আছে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ইবাদতখানা পেশ করেছিলেন। সেটি হচ্ছে ‘অসহায়ত্ব ও দীনহীনতার ইবাদত (عبادة الفقر والمسكنة)। মানে, আল্লাহ তাআলার কাছে নিজের চরম অসহায়ত্ব ফুটিয়ে তোলা। আল্লাহ ছাড়া আমি দেউলিয়া, একথা তুলে ধরা।
ইবরত: বান্দা অনেকভাবে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ লাভ করে। কেউ বেশি বেশি দান-সদকার করে আল্লাহর প্রিয়ভাজন হয়ে যান। কেউ বেশি বেশি নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন। কেউ কেউ মা-বাবার প্রতি সদাচারের মাধ্যমে আল্লাহর খাস রহমত হাসিল করেন। কেউ কেউ আল্লাহর কাছে বেশি বেশি নিজের অসহায়ত্ব তুলে ধরার ইবাদতের মাধ্যমে প্রিয় হয়ে যান। এমন ইবাদতকারীর সংখ্যা পরিমাণে খুবই কম হয়।
ইবরত: আল্লাহ তাআলার কাছে নিজের অসহায়ত্ব ও দীনহীনতার ইবাদত কীভাবে পেশ করব? স্বীকারোক্তি। হাঁ, আল্লাহ তাআলার কাছে একথার স্বীকারোক্তি দেয়া: ইয়া আল্লাহ, আমি জালেম আমি পাপী, আমি গুনাহগার, আমি আপনার যথাযথ মর্যাদা উপলব্ধিতে ব্যর্থ।
ইবরত: একজন নবি জুলুমের স্বীকারোক্তি দিচ্ছেন। নবিগণ মাসুম-নিষ্পাপ। ইউনুস আলাইহিস সালাম নিজেকে জালেম দাবি করছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর প্রতি তার বিনয়। একজন নবী আল্লাহর কাছে নিজেকে জালিম বলে সোপর্দ করতে পারলে, আমার মতো সাধারণ মানুষের কেমন হওয়া উচিত?
ইবরত: আমরা সাধারণত মনে করি, জুলুম শুধু অন্যের প্রতিই করা যায়। না, নিজের প্রতিও জুলুম হতে পারে। সেটা কীভাবে? আল্লাহ তাআলার ইবাদত-বন্দেগীতে অলসতা করা, শিথিলতা করা, শরিয়ত লঙ্ঘন করাই নিজের প্রতি জুলুম। আমি আরো বেশি ইবাদত করতে পারি, তারপরও করছি না, এটাও নিজের প্রতি একপ্রকার জুলুম। আমার উচিত নিজের ইবাদত ঘাটতির জন্য নিয়মিত ইস্তেগফার করা, তাওবা করা, আল্লাহ তাআলার কাছে নিজের এই ত্রুটি থেকে মুক্তি কামনা করা।
রাব্বে কারিম তাওফিক দান করুন। আমীন।

 

Sunday, August 6, 2023

রুহামা পাবলিকেশন-এর সকল বইয়ের প্রচ্ছদ মূল্যসহ তালিকা

 May be a graphic of text

রুহামা পাবলিকেশন-এর সকল বইয়ের প্রচ্ছদ মূল্যসহ তালিকা:
১. দৈনন্দিনের সহস্রাধিক সুন্নাহ- ১৪৭৳
২. আত্মার পরিচর্যা- ১২০
৩. মিল্লাতে ইবরাহিমের জাগরণ- ১২০
৪. আলোকিত জীবনের প্রত্যাশায়- ২৬৭
৫. অন্তররে রোগ-১- ২৪০
৬. অন্তররে রোগ-২- ৩৬৪
৭. তাওহিদের কালিমা- ৮৮
৮. বিয়ের উপকারীতা- ৪৮
৯. ঈমানের দূর্বলতা- ১০৭
১০. আযকার- ৮৮
১১. উসওয়াতুন হাসানাহ- ৩৬০
১২. যেসব হারামকে অনকেই তুচ্ছ মনে করে- ১৬০
১৩. তাকফিরের মূলনীতি- ৩৯০
১৪. জাদুর বাস্তবতা- ১৫০
১৫. আদর্শ পরিবার গঠনরে ৪০টি মূলনীতি- ১৭৫
১৬. পরকালের প্রস্তুতি- ১১৫
১৭. মুহাম্মাদ সা. একজন আদর্শ স্বামী- ৮৮
১৮. যেমন ছিলেন তাঁরা- ২৭৭
১৯. নবীজীর সা. এর উত্তম গুনাবলী- ১২০
২০. বাবা! আমার বিয়ের ব্যবস্থা করুন- ১২০
২১. কল্যানের বারিধারা- ১৫০
২২. সমস্যার সমাধান- ১২০
২৩. দুনিয়া এক ধূসর মরীচিকা- ১৫০
২৪. অন্তমি মুহুর্ত- ১১৫
২৫. ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ- ৯৬
২৬. স্বাগত তোমায় আলোর ভূবনে- ২৪০
২৭. সংযত জবান সংহত জীবন- ১৪৮
২৮. পাবারিক বিপর্যয়ের কারণ- ৮০
২৯. কীভাবে আল্লাহ্‌র প্রিয় হবো?- ৪৫৫
৩০. সবর ও শোকর- ৮২০
৩১. অন্তররে আমল-১- ৫৪০
৩২. অন্তররে আমল-২- ৪৬০
৩৩. ইসলামি জীবনব্যবস্থা- ৮০০
৩৪. শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন- ১৩৪
৩৫. ভুল সংশোধনে নববি পদ্ধতি- ২০৮
৩৬. হাসান বসরি রহ.- ২১৬
৩৭. আত্ননিয়ন্ত্রন- ১১২
৩৮. সফলতার জন্য চাই উত্তম পরিকল্পনা- ১০৭
৩৯. আছে কোন অভিযাত্রি?- ১২৪
৪০. চলো জান্নাতের সীমানায়- ১২৪
৪১. চলো সোনালি অতীত পানে- ১২৪
৪২. সময় কখনো ফিরে আসে না- ১১২
৪৩. সবর মুমিনের সাফল্যের সোপান- ১৫৬
৪৪. আদর্শ মুসলিম- ৬২০
৪৫. অশ্রুসাগর- ৩২৪
৪৬. হারিয়ে যাওয়া সুন্নাহ- ১২৮
৪৭. দৃষ্টি শয়তানের বিষাক্ত তির- ১১২
৪৮. জান্নাতের চাবি- ৬৭
৪৯. পুণ্যবান বন্ধু জীবনসফরে উত্তম সহযাত্রী- ৮৮
৫০. এসো তাওবার পথে- ১২০
৫১. যেমন ছিলেন তিনি (খন্ড-১)- ৮০০
৫২. যেমন ছিলেন তিনি (খন্ড-২)- ৫৪০
৫৩. উচ্চো মনোবল- ৬৬৮
৫৪. জীবনের ওপারে- ৫৩৪
৫৫. আমার প্রথম সালাত আমার প্রথম ভালোবাসা- ১৭৪
৫৬. ইমানদীপ্ত আহবান- ২৯৪
৫৭. আলো হাতে আঁধার পথে- ৫২৭
৫৮. সময়ের সঠিক ব্যবহার কীভাবে করবেন- ১০০
৫৯. মৃত্যু থেকে মহাপ্রলয়- ৪৩০
৬০. মহাপ্রলয় থেকে অনন্তজীবন- ৫৬০
৬১. এখনো কি ফিরে আসার সময় হয়নি?- ৩৮০
৬২. নবীজির সাথে- ৪৩৪
৬৩. প্রতিযোগীতা হোক জান্নাতের পথে- ৩২০
৬৪. মুহাজির- ১৪৭
৬৫. অলসতার বিরুদ্ধে যুদ্ধ- ২০০
৬৬. ফুটন্ত ফুলের আসর- ২১৪
৬৭. আমার সালাত ছুটে গেল!- ২৩৪
৬৮. সুরা ইউসুফের পরশে- ১৬৭
৬৯. আশার ফোয়ারা- ৩০৭
৭০. কখনো ফুরোবে না এই ভালোবাসা- ১৩৪
৭১. সিরাত কাননের মুঠো মুঠো সৌরভ- ২৬৭
৭২. জান্নাত চির সুখের ঠিকানা- ৩৮০
৭৩. জাহান্নাম অসীম আজাবের হাতছানি- ২৭৪
৭৪. রমাদান আত্মশুদ্ধির বিপ্লব- ৪০০
৭৫. কুরআন প্রেমে ব্যাকুল হৃদয়- ৩৩৪
৭৬. আমরাই গড়বো আগামীর পৃথিবী- ১৯৪
৭৭. আশার আলো- ৩৬৭
৭৮. ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা- ৪১৪
৭৯. আকিদা সংক্রান্ত দশটি মাসআলা যা না জানলেই নয়- ৫৬
৮০. আমি ভালো আছি- ২৬০
৮১. হাদিস পড়ি আদব শিখি- ১৯৪
৮২. পার্থিব জীবনে জান্নাতি সুখ- ৩০৭
৮৩. কন্যাসন্তান প্রতিপালনে ৭০০ টিপস- ২১৪
৮৪. বোনদের সমীপে পুষ্পিত সওগাত- ১৫০
৮৫. ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ- ৪১৪
৮৬. ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী- ৩৬০
৮৭. আল্লাহর ভয় নির্মল জীবনের পাথেয়- ১২০
৮৮. আমলে ইখলাস আসবে যেভাবে- ১২০
৮৯. আঁধার রাতে আলোর খোঁজে- ৮৮
৯০. অপরের অনুভূতির প্রতি লক্ষ রেখো- ১২৮
৯১. আমরা অজেয়-অনিবার্য বিজয়ের হাতছানি- ১০০
৯২. কীভাবে পড়বেন? কীভাবে বুঝবেন? কীভাবে মুখস্ত করবেন?- ৮৪
৯৩. সন্তান গড়ার সোনালি পাথেয়- ৩০৭
৯৪. সৌভাগ্যের হাতছানি- ১৮৭
৯৫. তাদাব্বুরে কুরআন- ৭০৭
৯৬. নববি কাফেলা (নেতৃত্ব, দক্ষতা, কুরবানি)- ৮২৭
৯৭. প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ)- ৫৬০
৯৮. উমরের সাথে যখন দেখা হলো- ৪৬৭
৯৯. চিন্তার পরিশুদ্ধি- ৩৪৭
১০০. জান্নাতে একদিন- ১৮৬
১০১. জীবনটা সুন্দর হোক উদারতার রঙে- ২৫০
১০২. জান্নাত জাহান্নাম- ৫৩০
১০৩. শিক্ষকদের প্রতি কিছু উপদেশ- ১৩৪
১০৪. চার ইমাম: ফিকহে ইসলামির চার নক্ষত্র- ১৮৭
১০৫. শাসক বনাম আলিম ইমান ও সাহসের গল্প- ২০৮
১০৬. হে বোন, যদি জান্নাতে যেতে চাও- ১৩৬
১০৭. সন্তান প্রতিপালনে নববি আদর্শ- ৯৪
১০৮. ইসলামের মর্মকথা- ৪১৪
১০৯. সচ্ছল হও অক্ষম থেকো না- ২৭২
১১০. নবিজির জবানে ৩০টি ঘটনা- ১৮০
১১১. জাহিলিয়াতের ইতিবৃত্ত- ৫৪৪
১১২. আখবারুস সালাফ (সালাফের জীবন যেমন)- ৭৮৬
১১৩. কেন এই অধঃপতন? (উম্মাহর অধঃপতনের ইতিহাস ও কারণ)- ৫২৮৳