Wednesday, August 23, 2023

কথামালা

মুয়ায ইবনু জাবাল রদ্বিয়াল্লহু আনহুর বর্ণনা, 

 "রসুলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ১০ টি বিষয়ে উপদেশ দিয়েছেনঃ

১.আল্লাহ তা'আলার সাথে কাউকে শরীক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়।  

২. পিতামাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে স্ত্রী পুত্র ধন সম্পদ পরিত্যাগ করতে বলেন। ( ব্যাখ্যা সাপেক্ষ)  

৩. ইচ্ছে করে কখনো ফরজ সলাত ত্যাগ করবে না, তাহলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে জিম্মাদারির দায়িত্ব উঠে যায়।

৪. কখনো মদ পান করবে না, কারণ তা হচ্ছে সকল অশ্লীলতার মূল
৫. সাবধান! গুনাহ থেকে বেচে থাকবে। 
৬. সাবধান! জি হা দের ময়দান থেকে পলায়ন করবে না, যদিও সকলে ধ্বংস হয়ে যায়। 
৭. মানুষের মধ্যে মহামারী দেখা দিলে সে স্থান ত্যাগ করবে না। 
৮. তোমার সামর্থ্য অনুযায়ী পিতামাতার জন্য ব্যয় করবে।  
৯. পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষা দিবে, শাসন করতে কখনো দ্বিধা করবে না । 
১০. তাদের আল্লাহ তায়ালার ভয় প্রদর্শন করবে। 

[ মুসনাদে আহমাদ - ২২০৭৫, মিশকাত ]

Tuesday, August 22, 2023

যা খুয়াবা, তাই খোবে

 

 

আমাদের গ্রামে একটা কথা আছে, “যা খুয়াবা, তাই খোবে”। মেয়ে দেখতে গিয়ে আগের কালে মুরব্বিরা জিজ্ঞেস করতেন, মেয়ের উঠাবসা, চালচলন। তখন মেয়ের নানী-দাদী এটা বলতেন। মানে হলো, আপনার সামর্থ্য অনুযায়ীই আমাদের মেয়ে চলবে।

এটা বললাম, আমাদের নিজেদের ছেলেমেয়ে নিয়ে। আপনি আপনার সামর্থ্যের বাইরে যেয়ে সন্তানের জন্যে কিছু করবেন না। আপনি যেমন পারবেন, ঠিক ততটুকুতেই অভ্যস্থ করান।

এবং ফ্যামিলি ফাইনান্স সন্তানের বয়সের সাথে সাথে শেয়ার করুন।
যেনো চাকরি বাকরি করে, বিয়ে করে এরপর না বলে ওঠে, সব কিছুর এতো দাম! আমি তো জানতাম-ই না!