প্রেম-রিলেশন এগুলো কনজার্ভেটিভ অথবা নরম-শরম ছেলের জন্য একটা সম্পূর্ণ লস প্রজেক্ট, খেয়ে ঢেঁকুর তুলে চলে যাওয়া ছেলের জন্য এডভান্টেজ আছে। আপনি যেসব নাটক দেখে ক্লাসের জরিনাকে ইম্প্রেস করার ফ্যান্টাসীতে ভুগছেন সে নাটক লিখে কিছু মাথামোটা বানরেরা যারা মনে করে অন্যব্যাটারে জড়ায় ধরতে জামাইয়ের পারমিশনের দরকার নাই
যারা জরিনার পিছে ঘুরে, জরিনা সবার দিকেই খেয়াল রাখে, মানসিক র্যাংকিং বানায়। জরিনা জানে আপনি গেলে কার পালা আসবে, জরিনাদের ব্যাকআপ গাই থাকে। আপনি যদি আমার লেখা পড়েন, এতদিনের লেখা থেকে জাস্ট জাস্ট এই লাইনটা নেনঃ
"ইনভেস্ট করে আপনি জীবনেও কাউকে পছন্দ করাইতে পারবেন না। আবারো বলি, যতই সময়, টাকা আর ইমোশন ইনভেস্ট করেন না কেন জরিনা কখনোই কৃতজ্ঞতা বশতঃ আপনাকে ভালোবাসবে না।"
আপনি ডিজায়ার নেগোশিয়েট করতে পারবেন না, এট্রাকশন কখনোই এভাবে কাজ করে না, বলিউড-হলিউড ভুলে যান। বাস্তবে মেয়েরা যার প্রতি এট্রাকটেড ফিল করে সেই ব্যাটা এবিউস করলেও থাকে, চিট করলেও তার সাথে থাকে।
এগুলা Opinionated কথা না। হাইপারগামী, Briffault's law, ডুয়াল মেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানুন।
ব্লাডলাইনের বাইরের যেই মেয়ে এখনো আপনার সাথে কন্ট্রাক্ট পেপার সাইন করে নাই, আপনাকে রেধে খাওয়াচ্ছে না আর রাতে আপনার সাথে শুচ্ছে না- তার জন্য যেকোন রকম ইনভেস্ট করাটা একটা মর্দের জন্য অপমানজনক আর সিম্পের জন্য ব্যাপক গর্বের
[এটা একটা ব্রিফ নোট, সম্পূর্ণ আইডিয়া পেতে আমার আগের লেখাগুলো পড়ুন বিশেষ করে সার্ভাইবল ১ ও ২]
Omar Bin Mahtab