বৃষ্টি হলে অথবা রাস্তা ভেজা থাকলে, আমি আমার বোরকা কিছুটা উপরে তুলে হাটি, যাতে ভিজে না যায়। এতে আমার পা দেখা না গেলেও আমার পায়জামার গোড়ালির প্রায় ৪-৫ ইঞ্চি দেখা যায়। এমতাবস্থায় আমার কি পর্দার খিলাফ হবে?
..
উত্তর : ঢিলেঢালা পাজামা হলে সমস্যা নেই। কিন্তু যদি টাইটফিটিং পাজামা হয় যে, পা কেমন তা বোঝা যায়, এমতাবস্থায় পর্দা লঙ্ঘন হবে।
فقط والله أعلم بالصواب.
মাওলানা রবিউল হাসান
No comments:
Post a Comment