তাদের জন্য, যেমন গর্ভবতী মহিলা, শিশুদের মা এবং বৃদ্ধ বা অসুস্থ, যাদের পরিস্থিতি অঙ্গ-প্রত্যঙ্গের দীর্ঘ উপাসনায় বিস্তৃত কাজকর্মে লিপ্ত হতে বাধা দেয়, এমন অনেক আযকার (أَذْكَار) এবং দু'আ রয়েছে যা জিহ্বা এবং হৃদয়ে বলা যেতে পারে যা আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের পুরস্কার সর্বাধিক করতে সাহায্য করতে পারে।
নবজাতক বা ছোট বাচ্চাদের মায়েরা, যদি আপনি দীর্ঘ তারাবীহ নামাজ পড়তে না পারেন বা ইতিকাফ (إِعْتِكَاف) করতে না পারেন বা কিয়ামের (قِيَامُ اللَّيْلِ) জন্য উঠতে না পারেন বা কুরআনের পূর্ণ খতম (خَتْمُ الْقُرْآنِ) শেষ করতে না পারেন, তবে হতাশ হবেন না। এখনও অনেক কিছু আছে যা আপনি করতে পারেন!
রমজানের এই শেষ বরকতময় দশ রাতে বলার জন্য দশটি কম-প্রচেষ্টার উচ্চ-ফলনশীল আযকারের একটি তালিকা এখানে দেওয়া হলো:
১) বলুন: "আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি"
"اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي"
"হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন।"
আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন: আমি বললাম, "হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তবে আমি তাতে কী বলব?" আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "বলুন: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল/ক্ষমা প্রদানকারী। আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।"
عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.
২) সূরা ইখলাস পাঠ করুন:
* যদি ৩ বার পড়া হয়, তবে সওয়াব যেন কেউ পুরো কুরআন পড়েছে।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পড়তে অক্ষম?"
তারা বলল, "কেউ কীভাবে কুরআনের এক তৃতীয়াংশ পড়তে পারে?"
তিনি বললেন, "ক্বুল হুওয়াল্লাহু আহাদ কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।"
* যদি ১০ বার পড়া হয়, তবে আল্লাহ জান্নাতে সেই ব্যক্তির জন্য একটি ঘর তৈরি করবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি দশবার 'কুল হুওয়াল্লাহু আহাদ' পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করা হবে। যে বিশবার পাঠ করবে, তার জন্য দুটি প্রাসাদ তৈরি করা হবে। যে ত্রিশবার পাঠ করবে, তার জন্য তিনটি প্রাসাদ তৈরি করা হবে।"
৩) সূরা আল বাকারার শেষ ২ আয়াত পাঠ করুন:
আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রাতের বেলা সূরা আল-বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে।"
عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ بِالْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ.
আলেমগণ ব্যাখ্যা করেছেন যে এই আয়াতগুলো তাদের জন্য যথেষ্ট যারা এগুলো পাঠ করে: আয়াতগুলো সমস্ত ভালোর জন্য যথেষ্ট, সমস্ত মন্দ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, শয়তান থেকে রক্ষা করার জন্য যথেষ্ট এবং যেন ব্যক্তি সেই রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছে তার জন্য যথেষ্ট।
৪) বলুন "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি":
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি দিনে একশত বার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' বলবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।"
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ."
৫) বলুন "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির":
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তার এবং প্রশংসা তার, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।"
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি একশত বার বলবে: "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির", সে দশজন দাস মুক্ত করার মতো সওয়াব পাবে; এবং তার আমলনামায় একশত নেকি লেখা হবে, এবং তার আমলনামা থেকে একশত গুনাহ মুছে ফেলা হবে, এবং (তার এই কথা) সেই দিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষা কবচ হবে, এবং তার চেয়ে ভালো কাজ কেউ করতে পারবে না, তবে যে তার চেয়ে বেশি কাজ করবে সে পারবে।"
عن أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ، حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ."
৬) বলুন "সুবহানাল্লাহ":
سُبْحَانَ اللَّهِ
মুসআব ইবনে সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন: আমার বাবা আমাকে বলেছেন: আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এবং তিনি বললেন: "তোমাদের কারো জন্য কি প্রতিদিন এক হাজার হাসানাহ (ভালো কাজ) অর্জন করা খুব কঠিন?"
তার সাথে বসা একজন তাকে জিজ্ঞাসা করলেন: আমাদের কেউ কীভাবে এক হাজার হাসানাহ অর্জন করতে পারে?
তিনি বললেন: "যদি সে একশত তাসবীহ বলে, তবে তার জন্য এক হাজার হাসানাহ লেখা হবে, অথবা তার থেকে এক হাজার খারাপ কাজ মুছে ফেলা হবে।"
৭) বলুন "সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি":
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
"মহাপরাক্রমশালী আল্লাহর মহিমা ও প্রশংসা হোক"
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি 'সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি' বলবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে।"
৮) নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পাঠান:
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠায়, আল্লাহ তার উপর দশবার সালাত পাঠাবেন, তার থেকে দশটি গুনাহ মুছে ফেল
Ten Things to Say During the Last Ten Nights
For those, like heavily pregnant women, mothers of babies, and the elderly or sick, whose circumstances prevent them from engaging in extensive acts of lengthy worship of the limbs, there are many adhkar (أذكار) and du`as that can be said on the tongue and in the heart that can help us maximize our reward inshaAllah.
Mothers of newborns or young kids, if you cannot pray lengthy taraweeh prayers or do i`tikaf (إعتكاف) or get up for qiyam ( قيام الليل ) or finish a full khatm of the Quran ( ختم القرآن ), don't despair. There is still much that you can do!
Here is a list of ten low-effort high-yield adhkar to say during these last blessed ten nights of Ramadan:
1) Say: "Allahumma innaka `afuwwun tuhibbu al-`afwa fa-`fu `anni"
"اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي"
"O Allah, You are Forgiving and You love to forgive so forgive me."
Our mother `Aisha رضي الله عنها reported: I said, “O Messenger of Allah, if I know which night is the Night of Decree, what should I say during it?” The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Say: O Allah, You are pardoning/ Forgiving. You love to forgive, so forgive me.”
عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولِي اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.
2) Recite Surah Ikhlas:
- If read 3 times, the reward is as if one read the whole Quran.
Abu Ad-Darda narrated that the Prophet ﷺ said: “Is any one of you unable to recite one-third of the Quran in one night?”
They said, “How could anyone read one-third of the Quran?”
He said, “Qul Huwa Allahu Ahad is equivalent to one-third of the Quran.”
- If read 10 times, Allah will build a house for that person in Jannah.
Abu Huraira reported: The Prophet ﷺ said, “Whoever recites ten times, ‘Say: He is Allah, the One,’ a palace will be built for him in Paradise. Whoever recites it twenty times, two palaces will be built for him. Whoever recites it thirty times, three palaces will be built for him.”
3) Recite the last 2 verses of Surah Al Baqarah:
Abu Mas’ud reported: The Prophet ﷺ said, “Whoever recites the last two verses of Surat al-Baqarah in the night, it is enough for him.”
عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ بِالْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ.
Scholars explain that these ayahs suffice whomever recites them in terms of: the ayaat are sufficient for all good, suffice as protection against all evil, suffice as protection against shaytan, and suffice as if person prayed tahajjud that night.
4) Say "SubhanaAllah wa bihamdih":
سبحان الله وبحمده
Allah's Messenger ﷺ said, "Whoever says, 'Subhan Allah wa bihamdihi,' one hundred times a day, will be forgiven all his sins even if they were as much as the foam of the sea.
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ."
5) Say "Laa ilaaha illa Allah, wahadahu laa sharika lahu, lahu al-mulk wa lahu al-hamd, wa huwa `ala kulli shay'in qadeer":
لا اله الا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير.
"There is no god but Allah, the One, with no partner, His is the Kingdom and His is the praise, and He is over all things powerful."
Allah's Messenger ﷺ said, "Whoever says: "La ilaha illal-lah wahdahu la sharika lahu, lahu-l-mulk wa lahul- hamd wa huwa 'ala kulli shai'in qadir," one hundred times will get the same reward as given for manumitting ten slaves; and one hundred good deeds will be written in his accounts, and one hundred sins will be deducted from his accounts, and it (his saying) will be a shield for him from Satan on that day till night, and nobody will be able to do a better deed except the one who does more than he."
عن أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ، حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ."
6) Say "SubhanaAllah":
سبحان الله
Mus‘ab ibn Sa‘d ibn Abi Waqqaas said: My father told me: We were with the Messenger of Allah ﷺ and he said: “Is it too difficult for any one of you to earn one thousand hasanahs (good deeds) every day?”
One of those who were sitting with him asked him: How can one of us earn one thousand hasanahs?
He said: “If he says one hundred tasbeehs, one thousand hasanahs will be recorded for him, or one thousand bad deeds will be erased for him.”
7) Say "SubhanaAllah Al-`Adheem wa bihamdih":
سبحان الله العظيم و بحمده
"Glory and praise be to Allah, the Almighty"
The Prophet ﷺ said, "Whoever says 'Subhan Allah al-Adheem wa bihamdihi', a palm tree will be planted for him in Paradise."
8) Send salawat on the Prophet Muhammad ﷺ:
اللهم صل على محمد وعلى آل محمد
The Messenger of Allah ﷺ said: “Whoever sends salāh upon me once, Allah will send ṣalāh upon him tenfold, erase ten sins from him, and will raise him ten degrees in status.”
9) Say "Laa hawla wa laa quwwata illa billah":
لا حول ولا قوه الا بالله
"There is no might and no power except with Allah."
The Messenger of Allah ﷺ said: “Laa hawla wa laa quwwata illa billah" is a treasure from the treasures of Jannah."
10) Say "O Allah, forgive every believing man and believing woman, living and dead":
اللهم اغفر للمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات.
The Prophet ﷺ said, "Whoever seeks forgiveness for the believing men and women, Allah will record a good deed for him by each man and woman."
If you can't get to all of these, pick a couple of these action points. The goal is to increase our efforts to remember Allah and worship Him in these precious nights as much as possible.
May Allah accept from us all and forgive us, have mercy on us, and free us and our families from the Fire and write us among the people of Jannah, ameen!
Umm Khalid