রাসূলুল্লাহ ﷺ বলেন,
“নিজেদের সন্তান-সন্তুতিদেরকে অমুসলিমদের মাঝে ছেড়ে দিওনা।” -
“যে ব্যক্তি অমুলিমদের সাথে চলাফেরা করবে এবং তাদের সাথে বসবাস করবে, সেও তাদের অনুরূপ হবে।"
অন্য এক হাদীসে তিনি বলেন,
“সেসব মুসলমানদের ব্যাপারে আমার কোন দায়-দায়িত্ব নেই, যারা অমুসলিমদের সাথে বসবাস করে।" সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, 'ইয়া রাসূলুল্লাহ! এর কারণ কী?'
তিনি উত্তরে বললেন, "ইসলামের আগুন এবং কুফরীর আগুন এই দুটি এক সাথে থাকতে পারেনা। কোনটি মুসলমানের আগুন, কোনটি অমুসলিমের আগুন তোমরা তা পার্থক্য করতে পারবেনা।”
রেফারেন্স :
প্রথম হাদীস - তাহযীবুস সুনান লি ইবন কায়্যিম ৩/৪৩৭
দ্বিতীয় হাদীস - আবু দাঊদ,আবু দাঊদ ২/৩৮৫
তৃতীয় হাদীস - আবু দাঊদ ৩/৪৫
No comments:
Post a Comment