Tuesday, December 5, 2023

শব্দ ব্যবহারে সতর্ক হই

#৪৪৮১

স্বামী-স্ত্রীকে পার্টনার সম্বোধন করার একটা ট্রেন্ড চলছে খেয়াল করলাম, যেটা মূলত চলমান লিঙ্গের রাজনীতির মারপ্যাচ, নারী ও লিঙ্গ বিষয়ে অধ্যয়নরতদের গেলানো এই ট্র‍্যাশ এখন বাজারজাত হচ্ছে দেশের বাজারেও, যার মূল উদ্দেশ্য হচ্ছে স্বামী-স্ত্রীর ইন্টার‍্যাকশানটাকেই একটা ফ্লুইড, নন বাইনারী মোডে এনে দেয়া। টুনটুনিবিদ আলফাবেট মাফিয়াদের এই ভাষার রাজনীতির ফাদে পা দিচ্ছে কিছু আবাল বৃদ্ধ বনিতা ভোক্সদ।

পার্টনার একটা খুবই ভেইগ টার্ম। নগেন ১৫ মিনিটে রানুকে পটিয়ে বিছানায় টেনে নিল, এরাও কিন্তু পার্টনার। 

বিজনেসে রাব্বি শফিউলের GMS করে দিল, তারাও কিন্তু পার্টনার। 

কিন্তু এইসব পার্টনারশিপ কনসেপ্ট স্বামী-স্ত্রীর কনসেপ্টকে ক্লিয়ার করে না, ডিফাইন করে না, স্যুট করে না।

স্বামী-স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ডিফাইন্ড, এবং এর অনেক ক্লজ আছে যেগুলি ব্রেক করলে তাদের সম্পর্ক আর স্বামী স্ত্রী থাকে না। জাস্ট সো কল্ড পার্টনার দিয়ে এইটাকে রিপ্লেস করা একটা ভাওতাবাজি।

As a man, I am determined to be the provider, the protector, the administrator and the lover of my Lady, no less than that. My wife is my caregiver, my closest advisor, my confidante, the carrier of my genes to the future, no less than that.

পার্টনারশিপ করতে চাইলে তো মানুষ ১শো টাকার স্ট্যাম্পে সাইন করে রুমে ঢুকে যাবে। এর জন্য এত কিচ্ছার তো দরকার নাই।

অবশ্য অনেকে আছে, যারা ১শো টাকা না, ২ টাকার দায়িত্বও পালন করতে চায় না। তাদের জন্য আবার এগুলা ঠিক আছে। কিন্তু এইসব লোকজনের জন্য আমি মনে করি না স্বামী-স্ত্রীর সাথে পার্টনারকে মিক্সাপ করা উচিত।

শব্দ, বর্ন, ভাষার রাজনীতিকে বুঝতে হবে।

এটা এমন এক সময়, ধর্ম ও ভালোবাসা ছাড়া যে সময়ে নারী ও পুরুষের মানবিক সম্পর্ক রক্ষা ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।

সজল ভাই

(মূল কথা: আপনি স্পষ্ট করে আল্লাহকে মানবেন না, আপনার সব কিছু শেষ হয়ে যাবে; যেটা বুঝতেও পারবেন না)

No comments:

Post a Comment