১. নারীদের আবেগী অনুভূতি প্রকাশকে বস্তুগত দৃষ্টিকোণ থেকে সিরিয়াসলি নিয়ে সমাধানের চেষ্টা করা। সাংসারিক নানা টুকিটাকি বিষয় নিয়ে আপনার স্ত্রী আপনার কাছে ন্যাগিং করতে পারে। তার আবেগের মাত্রা এবং র্যাশনাল থিংকিং ক্যাপাসিটি অনুযায়ী কমবেশি হতে পারে।
বাচ্চাদের লেখাপড়া, খাবারদাবার, বা নিত্যদিনের নানা উৎপাত কিংবা মেহমান ইত্যাদি সামলানো নিয়ে সে বিরক্তি প্রকাশ করতে পারে আপনার কাছে। খুটিনাটি নানা বিষয় নিয়ে বর্ণনা দিতে পারে, যা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। এইটা তার আবেগিক মনস্তাত্ত্বিক সেটআপের একটা বহি:প্রকাশ।
পুরুষরা যে জায়গাটায় ভুলটা করে সেটা হোলো, সাথে সাথে তার স্ত্রীকে এসবের সমাধান দিতে চেষ্টা করা, কিংবা বলা যে, "আচ্ছা তাহলে বলো, এর সমাধান কী?"
বস্তুত অধিকাংশ ক্ষেত্রে এসবের কোনো সমাধান নেই। ইনফ্যাক্ট স্ত্রী আপনাকে বলার ধরন সমস্যা উপস্থাপনের মতো হলেও সে মূলত আপনার কাছে কোনো সমাধান চায় না। সে কেবল চায় আপনি তার কথাগুলো মনযোগ দিয়ে শুনুন এবং মন থেকে বুঝতে চেষ্টা করুন যে তার কিছুটা কষ্ট হচ্ছে। কিন্তু আমরা পুরুষরা অনেকেই এই জায়গায় ফেইল করি। এমনকি এই যে আমি লিখছি, আমিও করি।
মৌলিকভাবে সহানুভূতি প্রকাশের এই এতটুকুই যথেষ্ট। সাথে যদি সেখানে এমন বস্তুগত কোনো সমস্যা থাকে যেটা আপনি সত্যিই সমাধান বা লাঘব করতে পারেন সেটা লাঘব করার ব্যাপারে আপনি যে আন্তরিক সেটা তাকে বলুন, এবং বাস্তবিক আচরণ ও পদক্ষেপের মাধ্যমে বুঝান।
আপনি যদি সমস্যার কথা শুনে আবেগিকভাবে তা ডিল না করে কেবল তার বস্তুগত সমাধান খুঁজতে লেগে যান, তাইলে আপনি ধরা।
ভুল নং ২ পরের পোস্টে... ইনশাআল্লাহ।
✍️Ahmed Rafique
No comments:
Post a Comment