মদ্দকথা আমার যে কথা বলতে ইচ্ছা করে, নিজের অনুভূতি ব্যক্ত করতে ইচ্ছা করে এগুলো আমি কাউকে শেয়ার করতে চাই। কিন্তু আমার কোন বন্ধুই নাই, না ছেলে বন্ধু না মেয়ে বন্ধু। এক স্বামীর পূজা করি সর্বক্ষন, সে আমাকে হতাশ করে, কষ্ট পাই এসবে। ছোট ছোট ব্যাপারগুলো সে খেয়াল ই করে না। আমি যদি এই থেকে কোন পাপে জড়াই, এই পাপের ভার কার হবে?
তার কোন মেয়ে ঘটিত সমস্যা নাই, দুইজনে স্টুডেন্ট+পড়াশুনার জন্য দূরে থাকি।
সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন প্লিজ
এত আশা কেন করেন?
আপনি কি আদৌ নারী?
হয়ে থাকলে তো ভাইকে ভালোবেসে একটু একটু করে বুঝাতে পারতেন।
জেনে রাখুন, আপনার দায়িত্ব নেবার লোক কম, আপনাকে ফ্রিতে স্রেফ কথা বলে ভোগের লোকের অভাব নেই।
এখন আপনি ঠিক করেন আপনি কোন পর্যায়ের।