Fixing
Bangla Fonts problem in FireFox
ফায়ারফক্সে বাংলা ফন্টস সমস্যার
চিরস্থায়ী সমাধান
নতুন ফায়ারফক্স ইন্সটল দিয়েই দেখা
যায় যে বাংলা লিখা উলটা-পাল্টা দেখাচ্ছে। যে সব টিপস থাকে তাও কাজ করে না ! এখানে
আমি যে উপায়ের কথা বলব তা অবশ্য অবশ্যই কাজ করবে। ১০০ খানেক পিসিতে ট্রাই করা
হয়েছে এই উপায় !!
Figure 1:
ফায়ারফক্স মেনু থেকে Options > Options এ ক্লিক করুন।
Figure 2:
এবার Content >
Advanced এ ক্লিক করুন।
Figure 3:
এবার সবগুলো সেটিংস চিত্রের মত
করে ওকে করুন।
এখনও মনে হয় আপনার বাংলা ফন্টস
ঠিক হয়নি।
Figure 4:
এবার আবার Default fonts এ ক্লিক করে যে কোন একটা ফন্টের নাম দিয়ে ওকে করুন বা ক্লিক
করুন। আবার আপনি এখন Siyam Rupali or SolaimanLipi যে কোন একটা ফন্টে ক্লিক করে ওকে করুন। এখন আপনার সব বাংলা ফন্টসই ঠিক হবার
কথা !
কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানান নয় ইমেইল করুন:
_________________________________________