বিয়ের
পূর্বে পাত্রকে যেসব ব্যাপারে প্রশ্ন করা যায়
০১.টাখনুর উপরে প্যান্ট বা দাঁড়ি।
০২.ফরজ স্বলাতের ব্যাপারে।
০৩.পর্দার ব্যাপারে।
০৪.অন্যান্য ফরজিয়্যতের ব্যাপারে।
০৫. প্রচলিত গণতান্ত্রিক দলসমূহের নেতা বা কর্মী কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি।
সেক্যুলারিজমে বিশ্বাসী কেউই মুসলিম নয়। আমভাবে কাফের।
রাজনৈতিক প্রশ্ন মনে হলেও আমাদের ভাবা উচিত এটা আমাদের আক্বীদার সাথে রিলেটেড।
০৬.আক্বীদার ব্যাপারেঃ
যেসব প্রশ্ন করা যায়ঃ
০১.তাওহীদের ব্যাপারে আপনার ধারণা কী?
০২.মাজারপূজার সাথে লিপ্ত কিনা?
০৩.কুফরি গণতন্ত্র পছন্দ করে কিনা?
০৪.আল ওয়ালা ওয়াল বারা’র ব্যাপারে কি জানেন?
০৫.শির্ক সম্বন্ধে জানেন কিনা? জানলেও কোন কোন ব্যাপার শির্কের আওতাভুক্ত।
০৬.বিদাত সম্বন্ধে আপনার মতামত জানতে চাই।
০৭. জিহাদের মানহাজ সম্বন্ধে আপনার মত কি?বর্তমান যুগে কিতাল ফি সাবিলিল্লাহ বা জিহাদ ফি সাবিলিল্লাহ এর গুরুত্ব কতটুকু?
এছাড়া আরো করা যায় ।সেজন্য আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে অন্তত মৌলিক বিষয়ে।
০৭. খেয়াল রাখুন কোন হারাম চাকুরিতে আছে কিনাঃ
যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকুরি।সুদী ব্যাংকের চাকুরি(উত্তম হয় ব্যাংকে চাকুরিজীবিদের এঁড়িয়ে গেলেই রিস্ক না নিয়ে।)।হারাম যেকোন ব্যবসায়ে লিপ্ত কিনা।মুদীর দোকানী হলে তাতে সিগারেট বা হারাম কিছু বিক্রি করলে সেটিও হারামের আওতাভুক্ত ইত্যাদি।
এছাড়া আরো কিছু ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারেন।
একজন মেয়ের পূর্ণাঙ্গ হক্ব রয়েছে একজন পাত্রকে দ্বীনের ব্যাপারে প্রশ্ন করা এতে যদি পাত্র বিরক্ত হয় তবে তাকে নিয়ে ভেবে দেখা প্রয়োজন ।অন্তত মৌলিক বিষয়ে বা আক্বীদার ব্যাপারে ছাড় দেয়া যাবে না।
কঠিন ব্যাপার মনে হলেও,কখনো ছাড় দিবেন না এসব ব্যাপারে।তাই পাত্র দেখার পুর্বে আপনিও এ ব্যাপারে জ্ঞানার্জন করুন। মনে রাখবেন ,আপনার দৃষ্টিতে বিয়ে দেরিতে হওয়া উত্তম ভ্রান্ত কারো কথিত দ্বীনদারের স্ত্রী হওয়ার চেয়েও।আপনারাই হবেন উম্মতের দিশারীদের জননী ইনশা আল্লাহ।
আর ভাইদের উচিত আক্বীদার ব্যাপারে বিশুদ্ধ ও সালফে স্বলেহীনদের মানহাজ অনুসরণ করা......
বিঃদ্রঃ
০১.এটা পাত্র কেন্দ্রিক পোষ্ট হওয়ায় এতে পাত্রীর বিষয়াদী তুলে ধরা হয় নি ।
০২.পাত্রী রিলেটেড প্রশ্নাবলী ভিন্ন পোষ্টে বলা হয়েছে।
আক্বীদা বিষয়ক যেসব বই পড়া যেতে পারেঃ
০১.তাওহীদের মূলনীতি-আহমাদ মুসা জিব্রীল;
০২.সভ্যতা বিনির্মাণে আক্বীদা-ড.আব্দুল্লাহ আযযাম
০৩.শরহু আক্বীদা আল ওয়াসেতীয়া
এছাড়া আরো অনেক আছে আমার মনে হয় ১,২ নং টা মোটামোটিভাবে সহজে বুঝতে পারবেন ইনশা আল্লাহ