চার ধরণের রুকইয়াহ
-----------------
[ক]
শাইখ খালিদ হিবশি হাফিযাহুল্লাহু বলেছেন, রুকইয়াহ ৪ প্রকার-
১. রুকইয়াহ শারইয়াহ
২. রুকইয়াতুল মুবাহাহ
৩. রুকইয়াতুল মাকরূহা
৪. রুকইয়াতুল মুহাররামা
- মিনাসসাতুয যাদি, রুকইয়াহ শারইয়াহ; আহকাম ওয়া তাওজিহাত কোর্স, অধ্যায় ১, পর্ব ৭
--------------------
[খ]
সংক্ষিপ্ত পরিচয়-
১. রুকইয়াতুশ শারইয়াহ
- রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জিবরীল আলাইহিস সালাম থেকে বর্ণিত দোয়া ইত্যাদি দ্বারা রুকইয়াহ করা। (রুকইয়াহ বইয়ে আমরা যেটাকে মাসনুন বলেছি)
২. রুকইয়াতুল মুবাহাহ (জায়েজ রুকইয়াহ)
- উলামায়ে কিরামের বর্ণিত সেই ৪ শর্ত অনুযায়ী বৈধ রুকইয়াহ। সিহরের আয়াত, নজরের আয়াত, শিফার আয়াত- এমন বিভিন্ন ক্যাটাগরির আয়াত তিলাওয়াত করে রুকইয়াহ করাও এর মাঝে অন্তর্ভুক্ত।
৩. রুকইয়াতুল মাকরূহাহ (অপছন্দিয় বা মাকরুহ রুকইয়াহ)
- জাদুকর তান্ত্রিকদের সাথে, কিংবা কাফির এক্সোরসিস্টদের ঝাড়ফুঁকের সাথে যেসব ঝাড়ফুঁকের কার্যাবলি সাদৃশ্য রাখে, অথবা যেসব রুকইয়ার মাঝে উদ্ভট কার্যাবলী সম্পৃক্ত থাকে।
৪. রুকইয়াতুল মুহাররামাহ (নিষিদ্ধ বা হারাম রুকইয়াহ)
- অন্যান্য হারাম-কুফর-শিরক মিশ্রিত নিষিদ্ধ রুকইয়াহ।
[গ]
আমাদের করণীয়: আমরা চেষ্টা করব রুকইয়াহ শারইয়াহ অর্থাৎ মাসনুন রুকইয়ার মাঝে সীমাবদ্ধ থাকতে। অপারগ হলে বা বিশেষ প্রয়োজনে জায়েজ রুকইয়াও অনুসরণ করব। কিন্তু এরচেয়ে নিচে কখনওই নামবো না। যারা অপছন্দনিয় বা নিষিদ্ধ পদ্ধতি অনুসরণ করবে, প্রোমোট করবে, বৈধ এবং অবৈধ রুকইয়ার মিশ্রণ ঘটাবে। তাদের থেকে দূরত্ব বজায় রাখবো। এমন কোন কাজ করব না, যাতে তাদের প্রচার-প্রসার ঘটে।
.
উল্লেখ্য, ইসলাম কিউএর মত মিনাসসাতুয যাদি-ও একটি অসাধারণ ওয়েবসাইট। যেখানে শাইখ সালিহ আল মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহু তা’আলা ওয়া ফাক্কাল্লাহু আসরাহু) প্রধান দিক নির্দেশক ছিলেন। এখানে আরবি ভাষায় দ্বীনি ইলমের বিভিন্ন বিষয়ে বিভিন্ন শাইখের উন্মুক্ত-অবমুক্ত কোর্স রয়েছে।
No comments:
Post a Comment