Friday, May 14, 2021

“বশীকরণ” তাবিজ

 

বশীকরণ তাবিজ

"হুজুর! বউকে নিয়ে আর পারছি না। 

এতো যন্ত্রণা সহ্য হচ্ছে না।আমার নাই নাই

আর ওর চাই চাই। দয়া করে একটা বশীকরণ তাবিজ দেন। 

 

- এতো তাড়াতাড়ি অসহ্য হয়ে গেলে! তা নাই নাই যখন, বিয়েটা করেছিলে কেন❓

 

-আমি তো Early Marriage এর পক্ষেই ছিলাম না। কিন্তু ফ্যামিলি চলছিল না, তাই সবাই বিয়ে করিয়ে দিলেন। 

 

-ভাল কথা। এতে টেনশনের কী আছে! সহনীয় পর্যায়ে না থাকলে বিচ্ছেদের পথ তো দেশে আছে, ধর্মেও আছে। 

 

-হুজুর, এখানেই তো মেইন সমস্যা। মোহরানা পঁচিশ লক্ষ টাকা। তালাক দিতে গেলে এতো টাকা যোগাতে কিডনি বিক্রি করতে হবে। না হলে কবে যে চুকে ফেলতাম। জানেন তো, নারী নির্যাতনের আইনর কী অবস্থা। 

 

-হুম; বাচ্চাকাচ্চা কয়জন

 

-কী যে বলেন, হুজুর! এই চাকরি করে এখনো বউয়ের আকাঙ্ক্ষা মেটাতেই হিমশিম খাচ্ছি, আর সন্তান! বাচ্চার খাওয়া পরার জন্য থালা নিয়ে পথে বসতে হবে। প্লিজ, এগুলো বাদ দিয়ে পারলে একটা তাবিজ দেন। 

 

-দেখো, বৎস। তুমি দাম্পত্যজীবনের শুরু করেছো শয়তানের হাত ধরে। আর এখনো চলছো তার দেখানো পথে। তাবিজ-দোয়া করে কোনো লাভ নেই।

 

-বুঝলাম না! একটু যদি খুলে বলতেন?

 

-তুমি প্রথমতঃ বিয়ের করেছ ফ্যামিলি চলার জন্য। অর্থাৎ, একজন ঘরের গৃহিণী আনা হয়েছে, বরের বধূ আনা হয় নি। বিয়েকে নিজের জন্য সুন্নাহ কিংবা ফরয মনে করে করো নি। অথচ তোমার উচিত ছিল, নিজের প্রয়োজনে বিয়ে করা। 

 

দ্বিতীয়তঃ মোহরানা দিতে হয় বিয়ে করলে

তালাক দিলে নয়- এটা তুমি জানোই না, দেবে কী করে। তাই মোহরানার ভয়ে সংসার চালিয়ে যাচ্ছো। অথচ তোমার উচিত ছিল, সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য্য করা। ✌

 

তৃতীয়তঃ এখনো তোমার রিযক বিষয়ে ঈমানই ঠিক হয় নি। তুমি খাওয়ানোর ভয়ে পরিবার পরিকল্পনা করছো! অথচ তোমার বিশ্বাস করা উচিত যে, তোমাকে যিনি খাওয়াচ্ছেন, তিনিই সন্তানকে খাওয়াবেন। ☝

 

-ইয়া আল্লাহ! তাহলে এখন উপায় নেই?

 

-উপায় একটাই। প্রথমে আক্বিদা ঠিক করো, নিয়ত ঠিক কর। অতঃপর আল্লাহর কাছে দোয়া কর, ইনশাআল্লাহ শান্তি আসবে। ❤💚

বেশি করে পড়বা:

 

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

 

 

(হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।)

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

- ©ফাহিম বদরুল হাসান

[আল্লাহ্‌ তা'আলা! হযরতকে উত্তম বিনিময় দান করুন]

যে প্রশ্নের উত্তরগুলো হয়তো আপনিও খুঁজছেন -

 

যে প্রশ্নের উত্তরগুলো হয়তো আপনিও খুঁজছেন -

 

প্রশ্ন-১. কুরআনের অনুবাদ কারটা সবচেয়ে সহজ ও সাবলীল হবে?

উত্তর - আল-কোরআন একাডেমী লন্ডন থেকে প্রকাশিত হাফিজ মুনির উদ্দীন আহমেদ এর অনুবাদ।

.

প্রশ্ন-২. বিগিনারদের জন্য কোন তাফসীর পড়াটা সবচেয়ে ভালো হবে?

উত্তর - ১. মা'আরেফুল কুরআন ২. তাফসীর আহসানুল বায়ান। এই দুইটার যেকোনো একটা দিয়ে শুরু করতে পারেন। তবে তাফসীর আহসানুল বায়ানটা আগে পড়াটাই ভালো হবে। তারপর মা'আরেফুল কুরআন পড়লে বুঝতে সহজ হবে। শুরুতেই তাফসীর ইবনে কাসীর বা বড় কোনো তাফসীর পড়াটা উচিত নয়।

.

প্রশ্ন-৩. কোন হাদীসের গ্রন্থ দিয়ে হাদীস পড়া শুরু করবো

উত্তর - 'রিয়াদুস সালেহীন' দিয়ে শুরু করুন। 

.

প্রশ্ন-৪. ইসলামী আকীদার ব্যাপারে বিস্তারিত  জানতে কোন বইটি পড়া উচিত?

উত্তর - ১. কুরআনের-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা - ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আস-সুন্নাহ পাবলিকেশন। 

২. তাওহীদের মূলনীতি - শায়খ আহমাদ মূসা জিবরীল হাফিযাহুল্লাহ। ইলমহাউজ পাবলিকেশন। 

.

প্রশ্ন-৫. নবিজীর সীরাত সম্পর্কে জানতে কোন বইটি আগে পড়া উচিত?

উত্তর: মহানবী - মাজিদা রিফা। রাহবার পাবলিকেশন। 

.

প্রশ্ন-৬. সংক্ষেপে ইসলামের ইতিহাসের সামগ্রিক ধারণা দিবে এমন কি কি বই আছে?

উত্তর - ১. লস্ট ইসলামিক হিস্ট্রি - প্রচ্ছদ প্রকাশন। সংক্ষেপে সামগ্রিক ধারণা পেতে এটা দিয়ে শুরু করুন।

২. ইসলামি ইতিহাস (পাঁচ খণ্ড) - মাকতাবাতুল হাসান (শীঘ্রই প্রকাশিত হবে)

৩. মুসলিম উম্মাহর ইতিহাস (আট খণ্ড) - মাকতাবাতুল আযহার (শীঘ্রই প্রকাশিত হবে)

 

[শুরুতেই আল-বিদায়া ওয়ান নিহায়া পড়াকে ইতিহাসশাস্ত্রে পারদর্শী ভাইয়েরা নিরুৎসাহিত করেন। কারণ, সাধারণ মানুষ শুরুতেই এটা পড়লে পদস্খলনের সম্ভাবনা বেশি]

.

মেহেরবান রবের কাছে প্রার্থনা, তিনি যেনো আমাদেরকে উপকারী ইলম দান করেন এবং এমন ইলম থেকে বাঁচিয়ে রাখেন যেগুলো কোনো কাজে আসেনা।