Friday, May 14, 2021

যে প্রশ্নের উত্তরগুলো হয়তো আপনিও খুঁজছেন -

 

যে প্রশ্নের উত্তরগুলো হয়তো আপনিও খুঁজছেন -

 

প্রশ্ন-১. কুরআনের অনুবাদ কারটা সবচেয়ে সহজ ও সাবলীল হবে?

উত্তর - আল-কোরআন একাডেমী লন্ডন থেকে প্রকাশিত হাফিজ মুনির উদ্দীন আহমেদ এর অনুবাদ।

.

প্রশ্ন-২. বিগিনারদের জন্য কোন তাফসীর পড়াটা সবচেয়ে ভালো হবে?

উত্তর - ১. মা'আরেফুল কুরআন ২. তাফসীর আহসানুল বায়ান। এই দুইটার যেকোনো একটা দিয়ে শুরু করতে পারেন। তবে তাফসীর আহসানুল বায়ানটা আগে পড়াটাই ভালো হবে। তারপর মা'আরেফুল কুরআন পড়লে বুঝতে সহজ হবে। শুরুতেই তাফসীর ইবনে কাসীর বা বড় কোনো তাফসীর পড়াটা উচিত নয়।

.

প্রশ্ন-৩. কোন হাদীসের গ্রন্থ দিয়ে হাদীস পড়া শুরু করবো

উত্তর - 'রিয়াদুস সালেহীন' দিয়ে শুরু করুন। 

.

প্রশ্ন-৪. ইসলামী আকীদার ব্যাপারে বিস্তারিত  জানতে কোন বইটি পড়া উচিত?

উত্তর - ১. কুরআনের-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা - ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আস-সুন্নাহ পাবলিকেশন। 

২. তাওহীদের মূলনীতি - শায়খ আহমাদ মূসা জিবরীল হাফিযাহুল্লাহ। ইলমহাউজ পাবলিকেশন। 

.

প্রশ্ন-৫. নবিজীর সীরাত সম্পর্কে জানতে কোন বইটি আগে পড়া উচিত?

উত্তর: মহানবী - মাজিদা রিফা। রাহবার পাবলিকেশন। 

.

প্রশ্ন-৬. সংক্ষেপে ইসলামের ইতিহাসের সামগ্রিক ধারণা দিবে এমন কি কি বই আছে?

উত্তর - ১. লস্ট ইসলামিক হিস্ট্রি - প্রচ্ছদ প্রকাশন। সংক্ষেপে সামগ্রিক ধারণা পেতে এটা দিয়ে শুরু করুন।

২. ইসলামি ইতিহাস (পাঁচ খণ্ড) - মাকতাবাতুল হাসান (শীঘ্রই প্রকাশিত হবে)

৩. মুসলিম উম্মাহর ইতিহাস (আট খণ্ড) - মাকতাবাতুল আযহার (শীঘ্রই প্রকাশিত হবে)

 

[শুরুতেই আল-বিদায়া ওয়ান নিহায়া পড়াকে ইতিহাসশাস্ত্রে পারদর্শী ভাইয়েরা নিরুৎসাহিত করেন। কারণ, সাধারণ মানুষ শুরুতেই এটা পড়লে পদস্খলনের সম্ভাবনা বেশি]

.

মেহেরবান রবের কাছে প্রার্থনা, তিনি যেনো আমাদেরকে উপকারী ইলম দান করেন এবং এমন ইলম থেকে বাঁচিয়ে রাখেন যেগুলো কোনো কাজে আসেনা।

No comments:

Post a Comment